ক্রিকেটে দুর্নীতি তুলে ধরায় ঝুঁকিতে লঙ্কান ক্রীড়ামন্ত্রীর জীবন
বিশ্বকাপের মাঝপথেই লঙ্কান ক্রিকেট বোর্ডের ওপর দুর্নীতির অভিযোগ আনেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। এরপর ভেঙে দেন বোর্ড। দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অজুর্না রানাতুঙ্গাকে দায়িত্ব দেন বোর্ডের।
ক্রিকেট বোর্ডের ওপর সরকারের সরাসরি এই হস্তক্ষেপ সহজভাবে নেয়নি আইসিসি। শ্রীলঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। এরপর থেকেই রোষানলে পুড়ছেন ক্রীড়ামন্ত্রী রানাসিংহে। জানান ক্রিকেটে দুর্নীতি তুলে ধরায় জীবন নাশের শঙ্কায় দিন কাটাতে হচ্ছে তাকে।
- ক্রিকেট বোর্ড ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন
- ক্রিকেটকে গুডবাই বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম
- সাবেক টেস্ট চ্যাম্পিয়নদের সামনে তরুণ শান্তরা
সোমবার জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় রানাসিংহে জানান, রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জীবন ঝুঁকিপূর্ণ হয়েছে তার। গাড়ি সম্পর্কিত মিথ্যা তথ্য ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এদিন সংসদে তিনি বলেন, ‘ক্রিকেটে দুর্নীতি তুলে ধরার জন্য এটাই কি আমার পুরস্কার? আমি অডিট রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি। এখন আমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, আজ নয়তো কাল যেকোনো সময় আমাকে হত্যা করা হতে পারে। যদি আমার কিছু হয়ে যায়, রাষ্ট্রপতি এবং তার উপদেষ্টা সাগালা রত্নায়েকে দায়ী থাকবেন।’