রাজার হ্যাটট্রিকে জিইয়ে রইল জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন
২০২৪ বিশ্বকাপ বাছাইয়ে নামিবিয়ার বিপক্ষে হারের পর উগান্ডার বিপক্ষেও হেরে বসেছিল জিম্বাবুয়ে। তাতে শঙ্কায় পড়ে যায় তাদের বিশ্বকাপ খেলা। দলকে টেনে তোলার দায়িত্বটা নিয়েছেন সিকান্দার রাজা। রুয়ান্ডার বিপক্ষে দলকে জেতাতে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। গড়েছেন বিরল এক কীর্তি। তাতেই বিশ্বকাপে খেরার স্বপ্ন জিইয়ে আছে দলটির।
এদিন ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ৩৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রাজা। আরেক ওপেনার মারুমানি ৩১ বলে করেছেন ৫০ রান। শেষ দিকে রায়ান বার্ল ও লুক জং ব্যাট হাতে ঝড় তুললে নির্ধারিত ওভারে ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২১৫ রান জমা করে জিম্বাবুয়ে।
ব্যাট হাতে তাণ্ডব চালানোর পর বল হাতেও দলকে নেতৃত্ব দিয়েছেন রাজা। রুয়ান্ডার শেষ তিন ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। আদায় করেছেন হ্যাটট্রিক। তাতে রুয়ান্ডা গুটিয়ে যায় মাত্র ৭১ রানে। ১৪৪ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। এ জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে।
- ক্রিকেটকে গুডবাই বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম
- শেষ মুহূর্তের দুই গোলে অক্ষত বসুন্ধরার হোম রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় পুরুষ ক্রিকেটার রাজা। এর আগে এই কীর্তি ছিল জেজে স্মিটের। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রানের সঙ্গে ১০ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছিলেন নামিবিয়ার ক্রিকেটার স্মিট।