দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

শুরুতে পিছিয়ে গিয়েও পরবর্তীতে ২-১ গোলে পোর্তোকে হারিয়েছে শাভি এর্নান্দেসের দল। এই জয়ের মাধ্যমেই তারা নিশ্চিত করল শেষ ষোলোর টিকিট।

ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে বার্সা। একের অধিকবার সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।

২৬তম মিনিটে প্রথমবার বার্সেলোনার জাল লক্ষ্য করে শট নেয় পোর্তো, তবে বল জালে জড়ালেও অফসাইড হওয়ায় এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় পোর্তো। ৩০তম মিনিটে আর ভুল করেনি স্বাগতিকরা, আকুইনোর শটে এগিয়ে যায় তারা।

পিছিয়ে গিয়েও আক্রমণের ধারা বজার রাখে বার্সেলোনা। পেদ্রির এগিয়ে দেওয়া বল একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো। দুর্দান্ত এক জোরালো শটে ফার পোস্টের কোণা দিয়ে বল জালে প্রবেশ করান তিনি। সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।

৫৭তম মিনিটে অসাধারণ ‘ওয়ান টু ওয়ান’ প্লে-মেক করে বক্সে ঢুকে যান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ফেলিক্স। কোনো ভুল না করে নিখুঁত হালকা শটে দলকে এগিয়ে নেন তিনি। এবারের গোলেও প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন কানসেলো।

অবশেষে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠে ছাড়ে স্প্যানিশ জায়েন্টরা। গ্রুপ ‘এইচ’-তে এক ম্যাচ হাতে রেখেই ১২ পয়েন্টের সাথে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা।

সম্পর্কিত খবর