নির্বাচনী প্রচারণায় গাড়ি বহর নিয়ে মাগুরার পথে সাকিব

নির্বাচনী প্রচারণায় গাড়ি বহর নিয়ে মাগুরার পথে সাকিব

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। চোটের কারণে ছুটিতে আছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এই সুযোগেই নিজের রাজনীতির যাত্রা একটু পাকাপোক্ত করে নিচ্ছেন তিনি।

গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের হয়ে নিজ এলাকা মাগুরা-১ আসনের মনোনয়ন পান সাকিব। তারই দিন দুয়েক পর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ঢাকা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরার পথে রওনা দিয়েছেন তিনি।

গণমাধ্যমের সূত্রমতে, আজ (বুধবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গাড়ি বহর নিয়ে নিজ এলাকার মাগুরার উদ্দেশ্যে রওনা দেন সাকিব। তার সঙ্গে আছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল হোসেন অপু। এছাড়াও আছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী।

গত ১৮ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরা-১, মাগুরা-২, ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব। 

 

 

 

 

সম্পর্কিত খবর