লঁসকে গোল বন্যায় ভাসিয়ে শেষ ষোলোতে আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগের বুধবারের রাতে গানারদের সামনে সমীকরণ এমন ছিল, ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত। সেই ম্যাচে কেবল জয়ই না, ফ্রেঞ্চ ক্লাব লঁসের জালে রীতিমত গোল উৎসব চালিয়েছে আর্সেনাল। ৬-০ ব্যবধানের জয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে পৌঁছাল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের অর্ধ-ডজন গোলের জয়ের দিনে দলটি গড়েছে ইতিহাস। প্রথমার্ধেই গানাররা করেছে পাঁচ গোল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রথমার্ধে কোনো ইংলিশ ক্লাবের পাঁচ গোল করার ঘটনা এই প্রথম।
ম্যাচের ১৩তম মিনিটে গোল উৎসবের সূচনা করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টস। প্রথমার্ধে এরপর একে একে গোল করেন গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্তিন ওদেগার্দ।
ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। সেখানে জর্জিনিয়োর সফল স্পট কিকে ম্যাচের শেষ গোল পায় গানাররা।
আগের লেগে লঁসের মাঠে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল। এবার তাদের নিজেদের মাঠে গোল বন্যায় ভাসাল মিকেল আর্তেতার দল। এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর শীর্ষে তারা।