ওনানার ভুলে শঙ্কায় ইউনাইটেডের শেষ ষোলো 

ওনানার ভুলে শঙ্কায় ইউনাইটেডের শেষ ষোলো 

আগের লেগে ঘরের মাঠে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের কাছে ৩-২ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল (বুধবার) পরের লেগে দলটির সঙ্গে হারলেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত ছিল ইউনাইটেডের। সেসব শঙ্কা ছাপিয়ে শুরুতেই দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকে থাকা দলটি শেষ পর্যন্ত ড্র করল ৩-৩ গোলে।

ইস্তান্বুলে গালাতাসারাইয়ে মাঠে শুরুতেই থেকে বেশ দাপুটে ফুটবল খেলতে থাকে রেড ডেভিলরা। যার ফলাফল মেলে ১১তম মিনিটে। দারুণ ছন্দে থাকা আলেহান্দ্রো গারনাচো এগিয়ে নেন সফরকারীদের। ব্রুনো ফের্নান্দেসের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া গারনাচোর কোনাকুনি শট চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না গালাতাসারাই গোলরক্ষকের। 

প্রথম গোলে অ্যাসিস্টের পর এবার গোল করেন ব্রুনো। সিঙ্গেল রানে এগিয়ে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে নেয়া এই পর্তুগিজ তারকা শট জড়ায় জালে। 

দুই গোলে এগিয়ে থাকার পরেই যেন ছন্দ হারায় এরিক টেন হাগের দল। ২৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান মরক্কান মিডফিল্ডার হাকিম জিয়েশ। সেখানে প্রথম ভুলটি করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। যদিও জিয়েশের নেওয়া ফ্রি-কিকে কিছুটা ডিফ্লেকশন ছিল। 

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না পেরোতেই ব্যবধান বাড়ায় রেড ডেভিলরা। তবে সেই ৩-১ ব্যবধান থেকে ১৭ মিনিট পরই স্কোরলাইন দাড়ায় ৩-৩-এ। ৬২তম মিনিটে আবারও গালাতাসারাইয়ের ফ্রি-কিক, সেখানে আবারও জিয়েশ, আবারও ওনানার ভুল। এবার বল পুরোই ছিল ওনানার নাগাল, তবে হাত ফসকে জড়ায় জালে। 

৭১তম মিনিটে আকতারকোগলু গোলে সমতা পায় স্বাগতিকরা। 

এই ড্রয়ে খাদের কিনারে ঝুলে রইল ইংলিশ ক্লাবটি। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকলেও ভাগ্য তোলা থাকল বাকি ক্লাবগুলোর হাতে। পাঁচ ম্যাচে কেবল ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’- এর তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্যদিকে, গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। যদিও গোলশূন্য স্কোরলাইনের এই ড্র খুব একটা প্রভাব পড়েনি জার্মান ক্লাবটির ক্ষেত্রে। পাঁচ ম্যাচ শেষ শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ১৩, এবং আগেই নিশ্চিত করেছে শেষ ষোলো। 

 

সম্পর্কিত খবর