সাত গোলের রোমাঞ্চে আর্সেনালের নাটকীয় জয়
মাঠের সময়টা বেশ ভালোই কাটছে ইংলিশ প্রিমিয়ার লিগের আগের আসরের দল আর্সেনালের। চ্যাম্পিয়নস লিগে দাপুটে পারফর্মে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে গানাররা। এদিকে লিগের শেষ তিন ম্যাচে টানা জয়ে ধরে রেখেছে শীর্ষস্থান।
এবার টানা চতুর্থ জয়ে স্থান আরও পোক্ত করল তারা। লুটন টাউনের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে যোগ করা সময়ে ডেকলান রাইসের গোলে ৪-৩ ব্যবধানের জয় পায় মিকেল আর্তেতার দল।
লুটনের মাঠে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ২০তম মিনিটে বুকায়ো সাকার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল সূচনা আনেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। মিনিট চারেক বাদেই দারুণ এক হেডে লুটনকে সমতায় ফেরান গাব্রিয়েল ওশো।
প্রথমার্ধের শেষ মিনিটে আবারও এগিয়ে যায় গানাররা। এবার হেডে আরেক গাব্রিয়েল, ব্রাজিলিয়ান গাব্রিয়েল জেসুস। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
যেন প্রথমবারের সমতায় ফেরার প্রতিচ্ছবি। দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক চতুর্থ মিনিটে আবারও সমতায় স্বাগতিকরা। এবার গোল করেন দলটির ফরোয়ার্ড এলিজাহ আদেবায়ো। ৫৭তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় লুটন। মিডফিল্ডার রস বার্কলি করেন গোলটি।
পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। মিনিট দুই বাদেই এবার গানারদের সমতায় ফেরান কাই হাভার্টস। সেখান থেকে নিজেদের রক্ষণভাগ বাড়তি সতর্কতায় রাখলে গোলের দেখা পাচ্ছিলেন না দুই দলই। ড্র নিয়েই শেষের দিকে এগোচ্ছিল তারা।
তবে যোগ করা সময়ে পাল্টে গেল ম্যাচের চিত্র। একদম শেষ মুহূর্তে ডেকলান রাইসের নাটকীয় গোলে জয় পায় মিকেল আর্তেতার দল। এই জয়ে ১৫ ম্যাচ শেষ শীর্ষস্থান ধরে রাখা আর্সেনালের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।