প্রথমবারের মতো পেলে-নেইমারের ক্লাব সান্তোসের অবনমন

প্রথমবারের মতো পেলে-নেইমারের ক্লাব সান্তোসের অবনমন

প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের জন্মস্থান ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোস তাদের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছে।

মৌসুমের শেষ লিগ ম্যাচে বুধবার ঘরের মাঠে ফোর্তালেজার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে আগামী বছর 'বি সিরিজ' লিগে যাওয়া চারটি দলের মধ্যে শেষ দল হিসেবে নিজেদের ভাগ্য নির্ধারণ করে সান্তোস।

পেলে ও নেইমারের ক্লাবটি ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে। অ্যাটলেটিকো মিনেইরোকে ৪-১ গোলে হারিয়ে রেলিগেশন এড়িয়ে যাওয়া বাহিয়ার চেয়ে এক ধাপ পিছিয়ে এবং সাও পাওলো জায়ান্ট পালমেইরাসের চেয়ে ২৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

লুইস সুয়ারেজের নেতৃত্বাধীন গ্রেমিও ৬৮ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে। ফ্লুমিনেসের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার করেন জোড়া গোল।

২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে তিনবারের বিশ্বকাপজয়ী পেলের মৃত্যুর এক বছরেরও কম সময়ের মধ্যে সান্তোসের রেলিগেশন ঘটল। অনেক কিংবদন্তি এবং প্রাক্তন খেলোয়াড়রা এই বিষয়টিতে কিছুটা নেতিবাচক হিসেবেই দেখছেন।

সান্তোসে বছরের পর বছর ধরে অর্থনৈতিক ও অ্যাথলেটিক সমস্যা এবং জটিলতা চলে আসছে। এছাড়া ব্রাজিলের একমাত্র ক্লাব হিসেবে ফ্লামেঙ্গো ও সাও পাওলোকে কখনো রেলিগেট হতে হয়নি।

সম্পর্কিত খবর