ইউনাইটেড-লিভারপুলের জয়ের রাতে সিটির হার

ইউনাইটেড-লিভারপুলের জয়ের রাতে সিটির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে একইসময়ে মাঠে গড়িয়েছিল লিগ টপারদের ম্যাচ। যেখানে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাস্টন ভিলা এবং শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জয়ের দেখা পেয়েছে।

স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের শুরুতেই পেনাল্টির সুযোগ হাতছাটা করেন ব্রুনো ফার্নান্দেস। তবে কিছুক্ষণ পরেই ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান কোল পামার। তবে ৬৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করে আবারও দলকে এগিয়ে নেন ম্যাকটমিনে। চেলসি পরে আর কোনো গোল আদায় করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

শেফিল্ডের মাঠে গিয়ে তাদেরই হারিয়ে দাপুটে জয় তুলে আনে ক্লপের শিষ্যরা। ৩৭তম মিনিটে আরনল্ডের অ্যাসিস্ট থেকে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান ফন ডাইক। এগিয়ে গিয়েও আক্রমণের ধার মজবুত রাখে অল রেডরা। যোগ করা সময়ে আরও একটি গোল করে দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

তবে এদিন সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার মাঠে যেয়ে হারের মুখ দেখতে হয়েছে হলান্ড-আলভারেসদের। শুরু থেকেই আগ্রাসী খেলা দেখা দেখাতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে সিটির ডিফেন্স লাইন এবং গোলকিপারকে। প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে যেয়ে ৭৪তম মিনিটে গোল আদায় করেন লিওন বেইলি। সমতায় ফেরার ব্যর্থ চেষ্টা করে সিটির খেলোয়াড়েরা। অবশেষে হতাশা ও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় হলান্ডদের।

এই হারের পর ৩০ পয়েন্টের সঙ্গে লিগ টেবিল চতুর্থ স্থানে নেমে এসেছে সিটি, তাদের ঠিক ওপরেই ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে অ্যাস্টন ভিলা। এছাড়াও লিভারপুল দুইয়ে (৩৪ পয়েন্ট) এবং ইউনাইটেড (২৭ পয়েন্ট) নিয়ে রয়েছে ষষ্ঠ অবস্থানে।

সম্পর্কিত খবর