২০২৪ আইপিএলে কলকাতার নেতৃত্বে শ্রেয়াস
ইনজুরির কারণে ২০২৩ মৌসুমে খেলতে না পারা শ্রেয়াস আইয়ার ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
আইপিএল ২০২২ শুরুর আগে শ্রেয়াসকে কেকেআর ১২.২৫ কোটি রুপিতে কিনেছিল। ২০২৩ সালের এপ্রিলে পিঠের ইনজুরির কারণে তিনি আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান। তার পরিবর্তে নিতীশ রানা দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
এক বিবৃতিতে আইয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, গত মৌসুমে ইনজুরির কারণে আমার অনুপস্থিতিসহ বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। নিতীশ শুধু আমার জন্য নয়, তাঁর প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমেও দুর্দান্ত কাজ করেছেন। আমি আনন্দিত যে কেকেআর তাকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। কোন সন্দেহ নেই যে এই সিদ্ধান্ত আমাদেরকে আরও শক্তিশালী করবে।‘
গত ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামের আগে লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবসহ ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল কেকেআর। ব্যয় করার জন্য তাদের হাতে ৩২.৭ কোটি টাকা রয়েছে।
কেকেআর-এর সিইও ভেঙ্কি মহীশূর বলেছেন, ‘আমরা আনন্দিত যে শ্রেয়াস ফিরে এসেছেন এবং অধিনায়কের পদে রয়েছেন। চোট থেকে সেরে ওঠার জন্য তিনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন এবং যে ফর্ম দেখিয়েছেন তা তার ক্রিকেট প্রেমের প্রমাণ।‘