অজিদের বিশ্বকাপ জয়ের বছরে যেখানে সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ

  • নিউজরুম এডিটর
  • ০৬:১৩ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২৩

শিরোপা যদি হয় চূড়ান্ত সাফল্যের মানদণ্ড। তবে সেই সাফল্যে ২০২৩ সালে সবাইকে ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। চার বছর পর হওয়া ২০২৩ বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছে প্যাট কামিন্সের দল। যেখানে মোটা দাগে ব্যর্থ বাংলাদেশ দল। ৯ ম্যাচের মধ্যে হেরেছে ৭টিতেই। তাছাড়া ওয়ানডেতে ব্যর্থ একটা বছরই কাটিয়েছে বাংলাদেশ। ম্যাচ ও জয়ের পরিসংখ্যান দেখলে অন্তত সেটি নিশ্চিতভাবেই বলা যায়।

তবে ভিন্ন গল্পও আছে। ওয়ানডেতে হতাশ করলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। জয়ের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে বাকি প্রায় সবগুলো দলকেই। যা জানান দিচ্ছে ভবিষ্যতের বাংলাদেশের। ২০২৩ সালে বাংলাদেশ খেলেছে মোট চারটি টেস্ট। যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের শতাংশ ৭৫। যা নেই অন্য কোনো দলের।

এই সময়ে ৭ ম্যাচে ৪ জয় নিয়ে ৬৬.৬৬ শতাংশ উইনিং পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬০ শতাংশ জয়ের হার নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার তিন নম্বরে। যদিও চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ও অ্যাশেজের মতো বড় দুটি শিরোপা জয়ের কীর্তি রয়েছে অজিদের।

এতো গেল টেস্টে বাংলাদেশের সাফল্যে কথা টি-টোয়েন্টিতেও অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। যেই ফরম্যাটে বাংলাদেশ ছিল সবচেয়ে দুর্বল দলগুলোর মধ্যে একটি সেখানে ২০২৩ সালে টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের শতকরা হার ৭৬. ৯২ শতাংশ। যা জয়ের শতাংশের বিচারে টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ্যে যা সর্বোচ্চ। তালিকায় বাংলাদেশের পরের স্থানে রয়েছে ভারত। তাদের জয়ের হার ৬৮.১৮। এ সময়ে ২৩ ম্যাচে ১৫টি জয় পেয়েছে ভারত। তালিকায় পরের অবস্থানে রয়েছে আফগানিস্তান। তাদের জয়ের শতকরা হার ৬৩.৬৩ শতাংশ।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স আশাবাদী করছে সমর্থকদের। এখন অপেক্ষা এই ফলটাকে ২০২৪ সালেও ধরে রাখা। তাতে যে লাভবান হবে দেশের ক্রিকেটই।

খেলার দুনিয়া | ফলো করুন :