বার্নাব্যুতে হালি মাদ্রিদ

বার্নাব্যুতে হালি মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই চাপ প্রয়োগের চেষ্টায় থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ডিফেন্ডারের ভুলে নবম মিনিটেই এগিয়ে যায় নাপোলি।

পিছিয়ে গিয়েও পরমূহুর্তেই একক প্রচেষ্টায় দুর্দান্ত এক শটে দলকে সমতায় ফেরান ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রদ্রিগো। ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে জোরালো শট নিয়ে জালে প্রবেশ করান তিনি।

২২তম মিনিটে ডেভিড আলাবার ক্রসে ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭তম মিনিটে) ম্যাচে ফেরে নাপোলি। বেশ কয়েকবার আক্রমণের সুযোগ তৈরি করলেও গোলব্যবধানে এগিয়ে যেতে ব্যর্থ হয় ইতালিয়ান জায়ান্টরা।

ম্যাচে শেষভাগে গিয়ে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় রিয়াল। ৮৪ ও ৯৪তম মিনিটে আরও দুটি গোল করেন নিকো এবং জোসেলু। এতে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচর সবকটিতে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ। ৭ পয়েন্ট নিয়ে ২য় স্থানে নাপোলি।

সম্পর্কিত খবর