ওয়ার্নারকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ায় চটেছেন জনসন

ওয়ার্নারকে অবসর নেওয়ার সুযোগ দেওয়ায় চটেছেন জনসন

ব্যাটে রান না পাওয়ায় শঙ্কা ছিল বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজ খেলা নিয়েও। সবাইকে অবাক করে দিয়ে ডেডিড ওয়ার্নার সুযোগ পেয়েছেন সেখানেও। যদিও আহামরি পারফর্ম করতে পারেননি অজি এই ওপেনার। ফলে শোনতে হচ্ছিল কেন তিনি এখনও অবসর নিচ্ছেন না টেস্ট থেকে।

সমালোচনার মুখে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওয়ার্নার। সেই সুযোগটা পেয়েছেনও তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়েছে তার। এবার সেটি নিয়েই ক্ষোভ ঝেড়েছেন ওয়ার্নারের এক সময়ের সতীর্থ ও অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার মিচেল জনসন। বল টেম্পারিং কেলেঙ্কারি টেনে ওয়ার্নারকে মাঠ থেকে বিদায় দেওয়ার সমালোচনা করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৬০০ উইকেটের মালিক জনসন বলেন, ‘কেউ কি দয়া করে আমাকে বলবেন, কেন আমরা ওয়ার্নারের বিদায়ী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি? টেস্টে সংগ্রাম করা একজনকে বিদায়ের সুযোগ দিচ্ছি। তাও এমন একজনের জন্য এটা করছি যে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিলেন। সে কেন বিদায় বেলায় নায়কের মর্যাদা পাবে?

বল টেম্পারিংয়ে দায়ে ১২ মাস নিষেধাজ্ঞায় থাকতে হয়েছে ওয়ার্নারকে। একই কাণ্ডে শাস্তি পেয়েছেন স্টিভেন স্মিথও। বিষয়টি নিয়ে জনসন বলেন, ‘যদিও ওয়ার্নার স্যান্ডপেপার (বল টেম্পারিংয়ে ব্যবহৃত এক ধরনের কাগজ) কাণ্ডে একা ছিলেন না, তবে তিনি সেই সময়ে দলের একজন সিনিয়র সদস্য ছিলেন। সে ছিলেন নেতা। আর এখন তিনি যেভাবে বাইরে যাচ্ছেন তা আমাদের দেশের জন্য অহংকার এবং অসম্মান বয়ে আনছে। ভক্তরা বিদায় বেলায় ওয়ার্নারের জন্য কী আনবে? বানিংসে (সুপার শপ) কি স্যান্ডপেপার বিক্রি হবে।’

সম্পর্কিত খবর