নেতৃত্বে কপিল-ইমরানের কাতারে কামিন্স: চ্যাপেল
অধিনায়ক হিসেবে দুর্দান্ত সময় পার করছেন পেট কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে ভাগ বসিয়েছে তার দল। এরপর ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ষষ্ট বিশ্বকাপ ট্রফি। যা অবাক করেছে দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেলকে।
অধিনায়ক হিসেবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে কামিন্সের এই সাফল্যকে চ্যাপেল তুলনা করেছেন, ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব ও ১৯৯২ বিশ্বকাপ জেতানো পাকিস্তান অধিনায়ক ইমরান খানের সঙ্গে। কামিন্স যে নেতৃত্বে তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন সেটাও স্বীকার করে নিয়েছেন অজিদের হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেল।
কামিন্সের নেতৃত্বের প্রশংসা করে কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘কামিন্স শুধু নিজেকে একজন যোগ্য টেস্ট অধিনায়কই হিসেবেই প্রমাণ করেননি, তার নেতৃত্ব এখন প্রসারিত হয়েছে ৫০ ওভারের ক্রিকেটেও। সেখানেও তিনি সফল। আমি ভেবেছিলাম সে একজন ভালো অধিনায়ক হবে, কিন্তু সে আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’
চ্যাপেল আরও বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন ফরম্যাট এবং বিভিন্ন কন্ডিশনে একজন অধিনায়ক হিসেবে ভালো পারফর্ম করে কামিন্স নিজেকে অভিজাত ক্যাটাগরিতে নিয়ে গেছে। কপিল-ইমরান ও কামিন্সের মধ্যে একমাত্র ইমরান- মাঠে দুর্দান্ত উপস্থিতির কারণে একজন দুর্দান্ত নেতা ছিলেন। দ্রুত ক্রমবর্ধমান সীমিত ওভারের ক্রিকেটের যুগে তিনি খেলেছেন।’