ভারতের ম্যাচে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তার দুই
ব্যাঙ্গালুরুতে হওয়া চতুর্থ টি-টোয়েন্টিতে জয় তুলেছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়ে নিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই ম্যাচটিই নিজেদের মহল্লায় আয়োজন করে দেখছিল ভারতের জে পি নগরের মকাহলিকের বাসিন্দারা। ভারতের জয়ের পর স্লোগান দিয়েছিল ভারত মাতা কি জয়। সেই স্লোগানের বিপরীতে পাকিস্তানপন্থী স্লোগান দেয় চার জন। যার ফলশ্রুতিতে গ্রেপ্তার হয়েছেন দুই ভারতীয় নাগরিক।
শুক্রবার রাত ১০. ৩০ মিনিটে প্রথমে ওই চার জনের সাথে হাতাহাতি হয় স্থানীয়দের। পরে সেখান থেকে দু’জন পালিয়ে যান। বাকি দু’জন স্থানীয়দের হাতে ধরা পড়েন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পরে তাদের বিরুদ্ধে ১৫৩ (এ) (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ৫০৫ (২) (বিষয়বস্তু প্রকাশ ও প্রচার করা) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এনায়েত (২৮) ও সৈয়দ মোবারক (২৫)।
স্থানীয় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় সন্দেহভাজন আলতাফ এবং পলাতক অপর এক অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।