লাগেজ লোড করার ছবি নিয়ে মুখ খুললেন শাহিন আফ্রিদি
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে পাকিস্তান। ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিরিজটি।
নিজেদের হতাশাজনক ওয়ানডে বিশ্বকাপ অভিযান শেষে বোর্ড পর্যায় থেকে শুরু করে সব ফরম্যাটে অধিনায়কত্বেও পরিবর্তন আনে পাকিস্তান দল। এরপরই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে দলটি।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুতি নিতে শান মাসুদের নেতৃত্বাধীন দলটি এক সপ্তাহেরও বেশি সময় আগে সিডনিতে পৌঁছেছে। পাকিস্তানি খেলোয়াড়দের একটি নির্দিষ্ট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যেখানে ক্রিকেটারদের সিডনি বিমানবন্দরে কন্টেইনার ট্রাকে তাদের নিজস্ব লাগেজ লোড করতে দেখা গেছে।
রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফাস্ট বোলার শাহিন আফ্রিদি জানান যে, পরবর্তী ফ্লাইট ধরার জন্য সবার হাতে অল্প সময় ছিল, তাই তারা সময় বাঁচানোর জন্য একে অপরকে সাহায্য করছিলেন, ‘আমাদের পরবর্তী ফ্লাইটটি ধরার জন্য আমাদের মাত্র ৩০ মিনিট সময় ছিল এবং আমরা সহায়তা করেছিলাম কারণ সেখানে মাত্র দু'জন লোক ছিল।‘
ক্যানবেরায় পাকিস্তানের প্রথম অনুশীলন সেশনের আগে শাহীন বলেন, 'আমরা দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলাম এবং সময় বাঁচাতে চেয়েছিলাম। আমরা এই দলকে একটি পরিবার বলি এবং একটি পরিবার হিসাবেই তাদের সহায়তা করি।‘
অস্ট্রেলিয়া সফরে গিয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। ১৯৭৯ সালে দুই ম্যাচের সিরিজটি ড্র হয়েছিল। সর্বশেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর থেকে টানা ১৪টি ম্যাচ হেরেছে দলটি।
নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানান শাহিন, ‘আমরা সম্প্রতি ঘোষিত অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াডের বিপক্ষে খেলেছি এবং আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ক্যানবেরার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই, তবে আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে এই চার দিনের প্রস্তুতি ম্যাচটি আমাদের ভালভাবে প্রস্তুটি নিতে সহায়তা করবে।‘