ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালিয়ে মামলার ফাঁদে রোনালদো

ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালিয়ে মামলার ফাঁদে রোনালদো

মাঠ কিংবা মাঠের বাইরে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিতর্কিত ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণা চালিয়ে এবার তো মামলার ফাঁদেও পড়তে হলো পর্তুগিজ তারকাকে।

ঘটনা ২০২২ সালের, বিনান্সে বিনিয়োগ করতে প্রচারণায় অংশ নেন রোনালদো। তার সেই প্রচারণায় আশ্বস্ত হয়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন অনেকেই। তাদের মধ্যে থেকেই এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে রোনালদোর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন প্রতারণার শিকার হওয়া তিন ভুক্তভোগী। তারা হলেন, মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস।

মামলার বাদীদের দাবি, বিনান্সের অনিবন্ধিত ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে জানা সত্যেও রোনালদো সবাইকে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছেন। আর তারাও রোনালদোর কারণেই বিনিয়োগ করতে আশ্বস্ত হয়েছিলেন। আর এখন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৫ কোটির মতো অনুসারীদের বিনান্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানানো উচিত ছিল রোনালদোর।

সম্পর্কিত খবর