লাইভ আপডেট

ম্যাচসেন্টার: অ-১৯ এশিয়া কাপ সেমিফাইনাল

০৬:৪৪

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপের ৯ আসরের ৮টিতেই শিরোপা জিতেছে ভারত। ৭ বার এককভাবে, ১ বার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শিরোপা উঁচিয়ে ধরে তারা। সেই পরাক্রমশালী ভারতকেই মাটিতে নামিয়ে এনেছে মাহফুজুর রহমান রাব্বির দল। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে দিলো বাংলাদেশের যুবারা।


০৬:১৬

সেঞ্চুরি মিস!

দলকে জয়ের দুয়ারে নিয়ে এসেছেন আরিফুল ইসলাম। তবু একটু আক্ষেপ সঙ্গী হলো তার। শেষদিকে অতি আক্রমণাত্মক হতে গিয়ে তিন অঙ্ক থেকে ৬ রান দূরে থামতে হলো তাকে। ৯০ বলে ৯ চার, ৪ ছয়ে ইনিংস সাজিয়েছেন তিনি।

বাংলাদেশ ১৭৭/৪, ৩৮ ওভার

ভারত ১৮৮/১০, ৪২.৪ ওভার


০৫:২৫

আরিফুল-আহরারের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

আরিফুল-আহরারের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর এই দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৬২ রান। ৪৫ রান নিয়ে ব্যাট করছেন আরিফুল, ২০ রান এসেছে আহরার আমিনের ব্যাট থেকে। জয় থেকে এখনো ৯৩ রান দূরে বাংলাদেশ।

বাংলাদেশ ৯৬/৩, ২৬ ওভার

ভারত ১৮৮/১০, ৪২.৪ ওভার


০৪:৪০

শুরুটা ভালো হলো না বাংলাদেশের

১৮৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। প্রথম ওভারেই রাজ লিম্বানির বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার জিসান আলম (০)।

তিনে নামা চৌধুরী মোঃ রিজওয়ানও ১৩ রানের বেশি করতে পারেননি। তবে বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে পাওয়ার প্লের শেষ ওভারে, আরিফুল ইসলামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ৭ রানেই সাজঘরের পথ ধরতে হয়েছে আগের তিন ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক আরিফুর রহমান শিবলিকে।

বাংলাদেশ ৩৪/৩, ১০ ওভার

ভারত ১৮৮/১০, ৪২.৪ ওভার


০৩:০৪

ভারতকে ১৮৮ রানে বেধে ফেলল বাংলাদেশ

রানটা একটু বেশিই হয়ে গেছে বুঝি! ৬১ রানে ৬ উইকেট থেকে ভারতকে অলআউট করতে লাগল ১৮৮ রান। নামান তিওয়ারিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন শেখ পারভেজ জীবন। ভারতের ইনিংস তাতেই শেষ হয় ১৮৮ রানে।

ভারত ১৮৮/১০, ৪২.৪ ওভার


০২:৪২

অভিষেককে ফেরালেন মারুফ

মুশির খান আগেই ফিরে গিয়েছিলেন রাব্বির শিকার হয়ে। তবে তার সঙ্গী মুরুগান অভিষেক গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন বাংলাদেশের গলায়।

অবশেষে তাকেও সাজঘরের পথ দেখালেন মারুফ মৃধা। তার বলে স্লগ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন অভিষেক। ভারতকে অলআউটের অনেক কাছে নিয়ে গেছে বাংলাদেশ।

ভারত ১৭২/৯, ৩৯.৩ ওভার


০২:৩২

স্রোতের বিপরীতে অভিষেকের ফিফটি

মুশির খানের বিদায়ের পর থেকে ওপাশে উইকেট পড়ছেই। তবে মুরুগান অভিষেক ঠায় দাঁড়িয়ে আছেন। এবার তুলে নিয়েছেন ফিফটিও।

বাংলাদেশের একমাত্র গলার কাঁটাও বলে দেওয়া যায় তার এই ইনিংসকে। তাকে বিদায় করতে পারলেই তো কেল্লাফতে!

মুরুগান অভিষেক ৫০ (৬৪ বল, ৪ চার, ২ ছয়)
ভারত ১৫৬/৮, ৩৭ ওভার


০২:২৮

এবার জীবনের আঘাত, ৮ উইকেট নেই ভারতের

জীবন শেখ আগের বলেও বিট করেছিলেন সাওমি পান্ডেকে। তবে এলবিডব্লিউর আবেদনে সাড়া পাননি। পরের বলে আর ওই পর্যন্ত যেতেই দিলেন না, প্রায় একই রকম বলে বোল্ড করলেন সাওমিকে।

ভারত ১৪৭/৮, ৩৪.৪ ওভার


০২:১৯

বিপদজনক মুশিরকে ফেরালেন রাব্বি

বিপর্যয়টা সামলে ভারত রীতিমতো হুমকিই দিচ্ছিল বাংলাদেশকে, লড়াকু পুঁজি নিয়ে বোলিংয়ে নামার হুমকি। তার মূল কারিগর ছিলেন মুশির খান। নিজে তুলে নিয়েছিলেন ফিফটি। শেষ দিকে এসে ব্যাট চালাচ্ছিলেন বেশ। 

তবে তাকে আর বেশি দূর বাড়তে দেননি বাংলাদেশ অধিনায়ক রাব্বি। তাকে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন মুশির। ভারত খুইয়ে বসে তাদের সপ্তম উইকেট।

ভারত ১৪৫/৭, ৩৩.৫ ওভার


০২:০৫

৫০ রানের জুটিতে বিপর্যয় সামলাল ভারত

৬১ রান তুলতে ৬ উইকেট নেই। ভারতের সামনে শঙ্কা ছিল দুই অঙ্কে গুটিয়ে যাওয়ার। সে শঙ্কা থেকে দলটাকে বিপদ থেকে আপাতত উদ্ধার করলেন মুশির ও অবিষেক। দুজন মিলে সপ্তম উইকেটে যোগ করে ফেলেছেন ৬৫ রান। তাতে ভারত চলে গেছে তিন অঙ্কে। এখন দেখছে লড়াকু পুঁজির স্বপ্নও।

ভারত ১২৬/৬, ৩১ ওভার


০১:২৪

৬১ রানে ৬ উইকেট নেই ভারতের

৬১ রানে ৬ উইকেট নেই ভারতের

ভারত শুরু থেকেই চাপে ছিল। বাংলাদেশ দারুণ বোলিংয়ে একটু একটু করে ভারতকে ঠেলে দিচ্ছিল পেছনের দিকে। এবার লেজের নাগালটাও পেয়ে গেল। এবার অবশ্য বোলিং নয়, পুরো কৃতিত্বটা ফিল্ডিংয়ের।

ভারতীয় ব্যাটার অবনীশ বলটা মিড অফে ঠেলে একটা রান নিতে চেয়েছিলেন। সরাসরি থ্রোতে তাকে বিদায় করেন অধিনায়ক রাব্বি।

ভারত ৬১/৬


১২:৪২

রোহানাতের শিকার শচীন, আরও বিপদে ভারত

১৩ রানে তিন উইকেট খোয়ানোর পর পাওয়ারপ্লেতে আর কোনো বিপদ হতে দেননি শচীন দাস আর প্রিয়াংশু। কিন্তু তাদের জুটিটাকে বড় হতে দিলেন না রোহানাত বর্ষণ। 

১২তম ওভারের শেষ বলে তিনি বলটা ভেতরের দিকে ঢুকিয়েছেন দারুণ এক ইনসুইংয়ে। সেটাই শচীনের রক্ষণ ভেদ করে গিয়ে ভাঙল স্টাম্প। ২১ বলে ১৬ করা শচীন বিদায় নিলেন বড় কিছু করার আগেই। ভারত পড়ে গেল আরও বিপদে।

ভারত ৩৬/৪, ১২ ওভার


১২:১৭

মারুফের জবাবই দিতে পারছে না ভারত, খোয়াল ৩য় উইকেট

মারুফের জবাবই দিতে পারছে না ভারত, খোয়াল ৩য় উইকেট

এক মারুফ মৃধারই জবাবটা দিতে পারছে না ভারত। আগের দুটো উইকেট দলটা খুইয়েছিল বাঁহাতি পেসার মারুফের বলে। তৃতীয়টাও শিকার করলেন তিনিই। তার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ভারতের টপ অর্ডার ব্যাটার উদয়। ১৩ রান তুলতে ভারত খুইয়ে বসে ৩ উইকেট। নিজের চতুর্থ ওভারে এসে তৃতীয় উইকেটের দেখা পেয়ে যান মারুফ।

ভারত ১৩/৩, ৬.২ ওভার


১১:৫৬

শুরুতেই জোড়া আঘাত, বাংলাদেশ উড়ছে

উইকেটে থাকা আদ্রতার কারণেই হয়তো, বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান টস জিতে নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্ত যে ভুল কিছু ছিল না, তার প্রমাণ দিচ্ছেন মারুফ মৃধা। শুরুতেই তুলে নিয়েছেন দুই উইকেট। ভারত চলে গেছে ব্যাকফুটে, বাংলাদেশ শুরুতেই রীতিমতো উড়ছে।

ভারত ১০/২ (৩ ওভার)


১১:৪৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে টসে। অধিনায়ক মাহফুজুর রহমান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

একাদশে এসেছে একটি পরিবর্তন, ওয়াসি সিদ্দিকির জায়গায় একাদশে ফিরেছেন ইকবাল হোসেন ইমন। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একাদশ-
মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

আগের লাইভ