১০:৫৬
৮৬ রানে হারল বাংলাদেশ
হারটা বহু আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশ পুরোনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে যেন, শেষ পর্যন্ত অলআউট হওয়া ঠেকিয়েছে। ৯ উইকেটে ১৩৫ রান তুলে ইনিংস শেষ করেছে দল। তাতে ম্যাচটা বাংলাদেশ হেরেছে ৮৬ রানে। সিরিজটা ২-০ ব্যবধানে জিতে গেছে ভারত। শেষ ম্যাচ এখন স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ।
১০:৫১
ফিফটি হলো না মাহমুদউল্লাহর
মাহমুদউল্লাহ রিয়াদ ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিল দেখলেও একপাশ আগলে রেখে এগোচ্ছিলেন ফিফটির দিকে। তবে সেটাও হলো না শেষমেশ। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করে তিনি বিদায় নিলেন নিতিশ কুমারের শিকার হয়ে।
বাংলাদেশ ১২৭/৯, ১৯.১ ওভার
১০:৪৫
সাকিবকে ফেরালেন নিতিশ
ব্যাট হাতে সফলতার দিনে বল হাতেও সফল নিতিশ কুমার রেড্ডি। এবার তিনি ফেরালেন তানজিম হাসান সাকিবকে। নিতিশের বলে সাকিব ক্যাচ দিয়েছেন হার্দিক পান্ডিয়ার হাতে।
বাংলাদেশ ১২০/৮, ১৭.৪ ওভার
১০:২৯
বরুণের দ্বিতীয় শিকার রিশাদ
রিশাদ হোসেন বড় শট খেলতে চেয়েছিলেন বরুণ চক্রবর্তীর বলে। তবে হার্দিক পান্ডিয়ার সম্ভাব্য সিরিজসেরা ক্যাচ সেটা হতে দিল না। ডিপ মিড উইকেট থেকে তিনি সপাটে দৌড়ে লং অনে গিয়া ঝাঁপিয়ে ক্যাচটা নিলেন তিনি।
বাংলাদেশ ৯৩/৭, ১৩.৩ ওভার
১০:১৮
জাকেরও গেলেন!
মায়াঙ্ক যাদবের বলে ছক্কা মারার প্রচেষ্টা ছিল। তবে জাকের আলী অনিকের সে শট সীমানা পার করতে পারল না। সীমানায় থাকা ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ উঠল, ফিরলেন জাকের।
বাংলাদেশ ৮৩/৬, ১১.৪ ওভার
১০:১৫
মিরাজের বিদায়ে ভাঙল ইনিংস সর্বোচ্চ জুটি
আস্কিং রেট ১৫ পার করে ফেলেছে। বাংলাদেশের এখন ওভারপ্রতি দুটো বাউন্ডারি চাই নিদেনপক্ষে। রিয়ান পরাগের প্রথম ওভারে প্রথমটা মাহমুদউল্লাহ মেরেছিলেন। তবে পরেরটা আনার চেষ্টায় মিরাজ সফল হলেন না। বাউন্ডারি লাইনের ক্যাচ দিলেন। সঙ্গে সঙ্গে ইতি ঘটল ২৭ বলে ৩৪ রানের ইনিংস সর্বোচ্চ জুটির।
বাংলাদেশ ৮০/৫, ১১ ওভার
১০:১১
১০ ওভার শেষে...
ইনিংসের মাঝপথে বাংলাদেশ তুলেছে ৭০ রান। শেষ দশ ওভারে এখন সফরকারীদের চাই ১৫২ রান। বাইরে স্বীকৃত ব্যাটার আছেন স্রেফ জাকের আলী অনিক। বাংলাদেশ এই রান তাড়া করতে পারবে তো?
০৯:৫৫
ফায়ার অ্যান্ড আইস
শুরুটা বাংলাদেশ ভালোই করেছিল। ২২০ রান তাড়ায় ৪.২ ওভারে তুলে ফেলেছিল ৪০ রান। তবে এরপরই যেন খেই হারিয়ে বসল দলটা। শেষ ১৬ বলে ৬ রান তুলে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ। তাতেই স্কোরবোর্ডের চেহারাটা ৪০/১, ৪.২ ওভার থেকে ৪৬/৪, ৭ ওভার হয়ে গেছে।
০৯:৫৪
অভিষেকের শিকার হৃদয়
পাওয়ারপ্লেতে ৩ উইকেট খুইয়ে দল বিপাকে ছিল। পাওয়ারপ্লের পর প্রথম ওভারে আরও এক উইকেট নেই। এবার অভিষেক শর্মার বলে বোল্ড হলেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ ৪৬/৪, ৬.৫ ওভার
০৯:৪৭
লিটনের ‘আত্মাহুতি’, পাওয়ারপ্লেতে নেই তিন উইকেট
একে ‘আত্মাহুতি’ বলবেন? বরুণ চক্রবর্তীর প্রথম বলটাই লিটন দাস মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চাইলেন আড়াআড়ি ব্যাটে খেলে। তবে হলো না, বোল্ড হলেন তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে ভারতের মতো তিন উইকেট খুইয়ে বসল বাংলাদেশ।
বাংলাদেশ ৪২/৩, ৫.১ ওভার
০৯:৪৩
‘ম্যাচ আপে’ সে সুন্দরকেই উইকেট দিলেন শান্ত
আগের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে উইকেট দিয়ে ফিরেছিলেন। আজ নাজমুল হোসেন শান্ত যখন দারুণ শুরু করলেন, তখন উইকেটের জন্য সে সুন্দরের কাছেই বল তুলে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার। প্রথম বলে শান্ত সুইপ করে স্ট্রাইক দিয়েছিলেন লিটনকে। ওভারের তৃতীয় আর নিজে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক, পারলেন না শেষমেশ। ক্যাচ দিলেন লং অনে থাকা হার্দিক পান্ডিয়ার হাতে। ৭ বলে ১১ রান করে ফিরলেন শান্ত।
বাংলাদেশ ৪০/২, ৪.৩ ওভার
০৯:৩২
প্রথম ম্যাচের পুনরাবৃত্তি, বোল্ড হয়ে ফিরলেন ইমন
আরশদীপ সিংয়ের করা অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি লেগে টেনে এনে খেলতে চেয়েছিলেন। পারলেন না। ভেতরের কাণায় লেগে বলটা ভাঙল স্টাম্প। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পারভেজ হোসেন ইমন ফিরলেন একই কায়দায়। ১২ বলে ১৬ রান তুলে ফিরলেন তিনি।
বাংলাদেশ ২০/১, ২.৩ ওভার
০৯:২৯
শুরুর ওভার থেকে এল ১৪
পারভেজ হোসেন ইমন শুরুতেই অভিপ্রায়টা বুঝিয়ে দিলেন। তিন বাউন্ডারিতে প্রথম ওভার থেকে তুললেন ১৪ রান।
বাংলাদেশ ১৪/০, ১ ওভার
০৯:০৯
বাংলাদেশের লক্ষ্য ২২২
শেষ ওভারে রিশাদ হোসেন যখন আক্রমণে এলেন, ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল বলছিলেন, হয় ভারতের বড় এক ওভার হবে এটা, না হলে রিশাদ একাধিক উইকেট পাবেন। বাংলাদেশি এই লেগি করে দেখালেন শেষটাই। ৭ রান খরচায় নিলেন তিন উইকেট। তাতে ভারতের রানটা ২২০ এর ঘরে আটকানো গেল।
ভারত ২২১/৯, ২০ ওভার
০৯:০৭
রিশাদ ফেরালেন পান্ডিয়া-বরুণ-আরশদীপকে
শেষ ওভারে স্পিনার রিশাদ এসেছেন আক্রমণে। ছক্কা হাঁকাতে গিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে। এর এক বল পর বরুণ চক্রবর্তীও একই কায়দায় ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে। মাঝে একটা ছক্কা হাঁকালেন আরশদীপ সিং, পরের বলে ক্যাচ দিলেন লিটন দাসের হাতে। তিন উইকেট শিকার রিশাদ হোসেনের।
ভারত ২২০/৯, ১৯.৫ ওভার
০৯:০৩
দুই ছক্কা হাঁকিয়ে ফিরলেন পরাগ
তানজিম সাকিবের চতুর্থ আর ইনিংসের ১৯তম ওভার থেকে রিয়ান পরাগ ইতোমধ্যেই তুলে ফেলেছিলেন ১৩, সব মিলিয়ে এসেছে ১৮ রান। তবে শেষ বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে বলটা তুলে দিলেন আকাশে, লং অনে বলটা তালুবন্দি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন।
ভারত ২১৩/৬, ১৯ ওভার
০৮:৫৪
দুর্দান্ত ওভারে তাসকিন ফেরালেন রিঙ্কুকে
সবাই যখন ওভারপ্রতি একটা দুটো করে চার ছক্কা হজম করেই যাচ্ছে, ঠিক তখন ১৭তম ওভারে আক্রমণে এলেন তাসকিন আহমেদ। তিনি শুরুর পাঁচ বল থেকে দিলেন মোটে ৩ রান। শেষ বলে সে চাপটা উপড়ে ফেলতেই কি-না, রিঙ্কু সিং হাঁকাতে চেয়েছিলেন ছক্কা। তবে তিনি পারলেন না শেষমেশ। বলে গতি ছিল না, বাউন্ডারি লাইনে থাকা জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
ভারত ১৮৫/৫, ১৭ ওভার
০৮:৫১
রিঙ্কুর ফিফটি
তানজিম সাকিবের নিচু ফুলটসটা ফ্লিক করতে চেয়েছিলেন রিঙ্কু সিং। তা তার ব্যাটের ওপরের কাণায় লেগে সোজা উঠে গেল ওপরে। তবে তা গিয়ে পড়ল সীমানার ওপারে, ছক্কা। সে ওভার থেকে আরও দুটো চার এসেছে তার। ২৬ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়ে গেলেন তিনি।
ভারত ১৮২/৪, ১৬ ওভার
০৮:৪০
‘সেঞ্চুরি’ হলো, ‘সেঞ্চুরি’ হলো না রেড্ডির
রিঙ্কু সিংয়ের সঙ্গে মিলে নিতিশ কুমার রেড্ডি দারুণ এক প্রতি আক্রমণই চালিয়েছিলেন বাংলাদেশের ওপর। ৪৯ বলে এই জুটি তুলল ১০৮ রান। নিতিশ নিজেও ছিলেন সেঞ্চুরির পথে, ৩৪ বলে করেছিলেন ৭৪। তবে শেষমেশ তিনি ব্যক্তিগত শতকের আগেই ফিরলেন সাজঘরে। তাকে ফেরালেন মুস্তাফিজ, তার বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রেড্ডি।
ভারত ১৪৯/৪, ১৩.৩ ওভার
০৮:২১
রিশাদের ২৪ রানের ওভার, বড় রানের পথে ভারত
পাওয়ারপ্লেটা মনমতো হয়নি দলটার। শুরুর ছয় ওভারে রান এসেছিল মোটে ৪৫ রান।
তবে নিতিশ রেড্ডি আর রিংকু সিং মিলে পরিস্থিতিটা বদলে দিয়েছেন। তাদের এই জুটিতে ২৮ বলে ৬০ রান উঠেছে এখন পর্যন্ত। শেষ তিন ওভার থেকে এসেছে ৫০। দশম ওভার করতে এসে রিশাদ হোসেন তিন ছক্কাসহ হজম করেছেন ২৪ রান। আর তাতেই ইনিংসের মাঝপথে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছে ভারতের রানের খাতা।
ভারত ১০১/৩, ১০ ওভার
০৮:০১
টিপিকাল মুস্তাফিজ ডেলিভারিতে ফিরলেন সূর্যকুমার
আগের দিন সূর্যকুমার যাদবের কাছে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে বাংলাদেশকে। তবে আজ তাকে হাত খোলার আগেই বিদায় করলেন মুস্তাফিজ। সেটাও আবার তার ট্রেডমার্ক অফ কাটারে।
তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে মিড অফে থাকা নাজমুল হোসেন শান্তর কাছে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। পাওয়ারপ্লেতে আরও একটা উইকেট তুলে নিল বাংলাদেশ।
ভারত ৪১/৩ ৫.৩ ওভার
০৭:৪৭
অভিষেকের স্টাম্প উপড়ে ফেললেন তানজিম
দুটো চার মেরে হাত খোলার ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক শর্মা। তবে শেষ বলে এসে তানজিম হাসান সাকিব তাকে বশে আনলেন। তার গতির কাছে পরাস্ত হলেন, অভিষেকের ব্যাটের কাণায় লেগে বলটা ভাঙল স্টাম্প। দ্বিতীয় উইকেট খোয়াল ভারত।
ভারত ২৫/২, ৩.০ ওভার
০৭:৪২
তাসকিনের হাত ধরে এল ব্রেক থ্রু
তাসকিন আহমেদ রানের গতিটা থামিয়েছিলেন, আগের পাঁচ বল থেকে দিয়েছিলেন ২ রান। এরপরই তার গতির হেরফেরে বিভ্রান্ত হয়ে মিড অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাঞ্জু স্যামসন। তাসকিনের হাত ধরে এল পরম আরাধ্য ব্রেক থ্রুটা।
ভারত ১৭/২, ২ ওভার
০৭:৩৬
শুরুতেই ঝড়ের পূর্বাভাস!
মেহেদি হাসান মিরাজের ওভার থেকে সাঞ্জু স্যামসন দুটো, আর শেষ বলে অভিষেক শর্মা একটা চার হাঁকালেন। ওভার থেকে এল ১৫ রান। অভিপ্রায়টা পরিষ্কার, ভারত এ নিখাদ ব্যাটিং উইকেটের ফায়দাটা ভালোভাবেই তুলতে চাইছে!
০৭:০৭
ভারত একাদশে কোনো পরিবর্তন নেই
ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব।
০৭:০৬
শরিফুলের জায়গায় দলে এলেন সাকিব
এই ম্যাচের একাদশে একটি বদল নিয়ে খেলছে বাংলাদেশ। পেসার শরিফুলের জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর, তাসকিন ও তানজিম হাসান সাকিব।
০৭:০৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের উইকেট শেষ অনেক দিন ধরে বোলারদের জন্য বধ্যভূমি হয়ে আছে। সেই স্টেডিয়ামে নিখাদ ব্যাটিং স্বর্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতলেন টসে।
তবে তিনি নিলেন চমকে ওঠার মতো এক সিদ্ধান্ত। ভারতকে পাঠালেন ব্যাটিংয়ে!ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও জানালেন, টস জিতলে ব্যাটিংই করতে চাইতেন।
টস হেরেও তাহলে খুব একটা ক্ষতি হলো না স্বাগতিকদের!
০৬:৫৭
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ আছে খাদের কিনারে। ম্যাচটা হেরে গেলেই সিরিজটা যাবে হাত ফসকে বেরিয়ে। দিল্লিতে আজ এই সমীকরণ সামনে রেখেই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
এই ম্যাচের ধারাবিবরণী নিয়ে হাজির হয়েছি আমি নেয়ামত উল্লাহ। আপনাদের সবাইকে স্পোর্টস বাংলার লাইভে স্বাগতম।