লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বিশ্বকাপ সেমিতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

০২:০৩

৬৮ রানে জিতল ভারত

যশপ্রীত বুমরাহর বলে সুইপ করতে গিয়ে জফরা আর্চার এলবিডব্লিউর শিকার বনলেন। তাতেই জয়টা নিশ্চিত হয়ে গেল ভারতের। ৬৮ রানের এই জয়ে ভারত চলে গেল বিশ্বকাপের ফাইনালে।

ইংল্যান্ড ১০৩/১০, ১৬.৪ ওভার


০১:৫৯

তিন অঙ্কে ইংল্যান্ড

ওপাশে উইকেট যাচ্ছেই, তবে এপাশে জফরা আর্চার তার মতো করে একের পর এক সীমানাছাড়া করেই যাচ্ছেন। হার্দিক পান্ডিয়ার ১৬তম ওভারে তিনি হাঁকালেন একটা চার আর একটা ছক্কা। তাতে ১৬তম ওভারের শেষে গিয়ে ইংল্যান্ড ছুঁয়ে ফেলল তিন অঙ্ক। তবে এখন আর তাতে কিচ্ছু হবে না। দলের চাই ২৪ বলে ৭২ রান, হাতে মোটে ১ উইকেট।

ইংল্যান্ড ১০০/৯, ১৬ ওভার


০১:৫৭

আরও এক রান আউট!

হার্দিক পান্ডিয়ার বলটা মিড অনে পাঠিয়ে একটা রান চুরি করতে নিতে চেয়েছিলেন আদিল রশিদ। সেখানে বলটা পেয়ে সূর্যকুমার যাদব আন্ডারআর্ম এক থ্রো করলেন। সঙ্গে সঙ্গে ভেঙে গেল নন স্ট্রাইকার প্রান্তের স্টাম্প। আদিল রশিদকে ফিরতে হচ্ছে তাতে।

ইংল্যান্ড ৮৮/৯, ১৫.২ ওভার


০১:৫৪

শেষ স্বীকৃত ব্যাটারও হারাল ইংল্যান্ড

এবার ভুল বোঝাবুঝিতে গেল উইকেটটা। জফরা আর্চারের ব্যাট ছুঁয়ে বলটা চলে গিয়েছিল ফাইন লেগে। একটা রান নিতে চেয়েছিলেন নন স্ট্রাইকে থাকা লিয়াম লিভিংস্টোন। তবে তাতে সায় ছিল না আর্চারের। ভুল বোঝাবুঝিতে দুইজন প্রায় একই প্রান্তে চলে গিয়েছিলেন। বোলিং প্রান্তে বলটা ফেরত যেতেই অক্ষর পাটেল বেল ফেলে দিলেন। ইংল্যান্ড তাদের শেষ স্বীকৃত ব্যাটারও খুইয়ে বসল। 

ইংল্যান্ড ৮৬/৮, ১৪.৫ ওভার


০১:৪৫

কুলদীপের আরও এক

এবার ক্রিস জর্ডান! কুলদীপ যাদবের করা ভেতরের দিকে ঢুকতে থাকা ডেলিভারিটা বুঝতেই পারলেন না তিনি। এলবিডব্লিউর শিকার বনে গেলেন তিনি। রিভিউ নিয়েও রক্ষা হলো না। 

ইংল্যান্ড ৭২/৭, ১২.২ ওভার


০১:৩৭

কুলদীপের শিকার ব্রুক

একটু একটু করে ফাইনালের আরও কাছে চলে যাচ্ছে ভারত। এবার ইংলিশদের আশা হয়ে থাকা হ্যারি ব্রুক ফিরলেন কুলদীপ যাদবের শিকার বনে। আগের বলে রিভার্স সুইপে চার মেরেছিলেন। এবার আবারও একই কাজ করতে গিয়ে বোল্ড হলেন তিনি।

ইংল্যান্ড ৬৮/৬, ১০.৪ ওভার


০১:২৫

প্রথম বলে উইকেট কুলদীপেরও

অক্ষর পাটেল বিষয়টা অভ্যাসে পরিণত করেছিলেন। এবার কুলদীপ যাদবও হাঁটলেন তারই পথে। প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেললেন বাঁহাতি ব্যাটার স্যাম কারানকে। পঞ্চাশ পেরোনোর আগেই অর্ধেক ইনিংস হাওয়া ইংলিশদের।

ইংল্যান্ড ৪৯/৫, ৮.১ ওভার


০১:২১

অক্ষরের অন্য রকম ‘হ্যাটট্রিক’

নিজের প্রথম দুই ওভারে প্রথম বলে উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পাটেল। নিলেন নিজের তৃতীয় ওভারেও। এবার তার শিকার বনলেন মইন আলী। তার লেগ স্টাম্পে করা বলটা ফ্লিক করে ভারসাম্য হারিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে যান তিনি। ততক্ষণে বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন ঋষভ পান্ত। 

ইংল্যান্ড ৪৬/৪, ৭.১ ওভার


০১:১৬

চালকের আসনে ভারত

পাওয়ারপ্লেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩ উইকেট তুলে নিয়ে ভারত চলে এসেছে ম্যাচের চালকের আসনে। এই মুহূর্তে দলটার জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে ৭৯ শতাংশ, আর ইংল্যান্ড ম্যাচটা জেতার সম্ভাবনা ২১ শতাংশ। 

ভারত একে ১০০তে রূপ দিতে পারবে? নাকি ইংল্যান্ড লিখবে প্রত্যাবর্তনের গল্প?


০১:১৪

পাওয়ারপ্লে শেষে কাঁপছে ইংল্যান্ড

ইংলিশরা ভারতের বিপক্ষে শুরুটা এমন চায়নি, এটা নিশ্চিত। পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে বসেছে দলটা। রান তুলেছে ৩৯। রান রেট মোটে ৬.৫, আস্কিং রেট যেখানে উঠে গেছে ৯.৫ এর কাছাকাছি।


০১:১২

আবারও প্রথম বলে সাফল্য অক্ষরের

আগের ওভারে আক্রমণে এসেই ভেঙেছিলেন ওপেনিং জুটি। সেই অক্ষর পাটেল টানা দ্বিতীয় ওভারে সাফল্য পেলেন প্রথম বলেই। তার অ্যারাউন্ড দ্য উইকেট থেকে করা বলটা ইনসাইড আউট করতে চেয়েছিলেন বেয়ারস্টো। বলটা পড়তেই পারলেন না তিনি, তা গিয়ে আঘাত হানল তার অফ স্টাম্পে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট খুইয়ে ইংল্যান্ড পড়ে গেছে ঘোর বিপদে।

ইংল্যান্ড ৩৫/৩, ৫.১ ওভার


০১:০৮

বুমরাহর গতির হেরফেরে সর্বনাশ সল্টের

যশপ্রীত বুমরাহ আগের বলটা করেছিলেন জোরের ওপর। তবে পরের বলটা রীতিমতো স্পিনই করলেন। আর তাতেই সর্বনাশটা হলো ফিল সল্টের। লাইন মিস করে বোল্ড হলেন। 

ইংল্যান্ড ৩৪/২, ৪.৪ ওভার


০১:০২

প্রথম বলেই বাটলারকে ফেরালেন অক্ষর

চতুর্থ ওভারেই প্রথম বোলিং পরিবর্তন করেছিলেন রোহিত শর্মা। প্রথম বলেই তার ফলটা পেয়ে গেলেন। 

অক্ষর পাটেলের লেন্থ বলটাকে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন বাটলার। তবে তার ব্যাট ছুঁয়ে বলটা উঠে গেল ওপরে। তা গ্লাভসে নিতে কোনো সমস্যাই হয়নি ঋষভ পান্তের।

তাকে আক্রমণে আনা হয়েছিল মূলত বাঁহাতি স্পিনের বিপক্ষে ফিল সল্টের হাঁসফাঁসের কথা ভেবে। ভারত পেয়ে গেল বাটলারের উইকেটটাই!

ইংল্যান্ড ২৬/১, ৩.১ ওভার


১২:৫৯

১৩ রানের ওভার

প্রথম দুই ওভারে ইংল্যান্ড তুলেছিল ১৩ রান। তবে পরের ওভার থেকে সমান রান তুললেন অধিনায়ক জস বাটলার। তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। 

ইংল্যান্ড ২৬/০, ৩ ওভার


১২:৫৫

১১তম বলে ইংল্যান্ডের প্রথম বাউন্ডারি

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা সতর্কভাবেই শুরু করেছে। প্রথম ওভারে নিয়েছে ৫ রান। প্রথম বাউন্ডারিটার জন্য অপেক্ষা করেছে দলটা ১১তম বল পর্যন্ত। সে বাউন্ডারিটাও এসেছে ব্যাটের কোণা ছুঁয়ে। বুমরাহর ওভারের পঞ্চম বলে জস বাটলারের নামে গেল চারটা।

ইংল্যান্ড ১২/০, ১.৫ ওভার


১২:৩৬

ভারতের ১৭১ রানের পুঁজি

শেষ দুই ওভারে রবীন্দ্র জাদেজা আর অক্ষর পাটেল মিলে তুললেন ২৪ রান। অক্ষর অবশ্য শেষের আগের বলে বিদায় নিলেন। তবে ভারত বেশ ভালোভাবেই ইনিংসটা শেষ করেছে। পুঁজি পেয়েছে ১৭১ রানের।

ভারত ১৭১/৭, ২০ ওভার


১২:২৪

দুই বলে জর্ডানের দুই

আরও এক শিকার গেল ক্রিস জর্ডানের পকেটে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে শিবম দুবে ক্যাচ দিলেন উইকেটের পেছনে।

ভারত ১৪৬/৬, ১৭.৫ ওভার


১২:২৩

জোড়া ছক্কা হাঁকিয়ে পান্ডিয়ার বিদায়

আগের দুই বলে দুই ছক্কা হাঁকিয়েছিলেন। দুটোই আবার লং অন, লং অফের মাথার ওপর দিয়ে। তবে তৃতীয় বলে আর পারলেন না। ক্যাচ দিলেন লং অফে থাকা স্যাম কারানের হাতে। ১৩ বলে ২৩ রান করে ফিরলেন ভারতের সহ অধিনায়ক।

ভারত ১৪৬/৫, ১৭.৪ ওভার


১২:১৬

১৭ থেকে এল ৬

ডেথ ওভারের শুরুতে লিয়াম লিভিংস্টোন এলেন আক্রমণে। দুই নতুন ব্যাটারকে দিয়ে গেলেন সব মিলিয়ে ৬ রান। তিন ওভার বাকি আর। ভারত কত রানে গিয়ে থামবে?

ভারত ১৩২/৪, ১৭ ওভার


১২:১২

এবার সূর্যও!

জোড়া আঘাতই পেল ভারত। রোহিত শর্মা বিদায় নিয়েছিলেন একটু আগে। এবার ফিফটির একটু আগে ফিরলেন সূর্যকুমার যাদবও। জফরা আর্চারের স্লোয়ারে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দিলেন তিনি। ফিরলেন ৩৬ বলে ৪৭ রান করে।

ভারত ১২৪/৪, ১৫.৪ ওভার


১২:০৩

রশিদের শিকার রোহিত

লেগ স্পিনের জন্য খেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু রশিদ বলটা করেছিলেন গুগলি। সঙ্গে যোগ করুন গায়ানার উইকেটে বলের নিচু হয়ে যাওয়াটাকেও। ফলাফল যা হওয়ার তাই হলো, বলটা গিয়ে ভেঙে দিল রোহিতের লেগ স্টাম্প। ইংল্যান্ড তাদের বহুল আকাঙ্ক্ষিত উইকেটের দেখাটা পেয়ে গেল।

ভারত ১১৩/৩, ১৩.৫ ওভার


১১:৫৭

ছক্কা মেরে রোহিতের ফিফটি

স্যাম কারানের ওভারটাকেই বুঝি মোমেন্টাম ফিরে পাওয়ার জন্য টার্গেট করেছে ভারত। প্রথম বলে সূর্যকুমার ছক্কা হাঁকিয়েছেন পয়েন্টের ওপর দিয়ে। এক বল পর রোহিত শর্মাও ছক্কা হাঁকালেন কারানকে। ফাইন লেগের ওপর দিয়ে সুইপ করে ছক্কাটা পেয়ে গেলেন ভারত অধিনায়ক। সঙ্গে সঙ্গে ৩৬ বলে ফিফটিও পেয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার ৫০তম ছক্কা। 

ভারত ১০৪/২, ১২.৩ ওভার


১১:৪৬

ভারতের সতর্ক ‘শুরু’

বৃষ্টির বাধা মানেই তা শেষে শুরু করতে হবে একেবারে গোড়া থেকে। ভারত তাই করছে। বৃষ্টি শেষে বল হাতে এলেন লিয়াম লিভিংস্টোন। তার ওভার থেকে রোহিত-সূর্য নিলেন চারটা সিঙ্গেল।

ভারত ৬৯/২, ৯ ওভার


১১:৩১

আবার খেলা শুরু ১১টা ৪০ এ

বৃষ্টির বাধা শেষে আবারও খেলা শুরু হচ্ছে, এমনটা আঁচ করাই যাচ্ছিল। এবার মিলল আনুষ্ঠানিক খবরটা। ইংল্যান্ড আর ভারত মাঠে নামছে বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে। স্থানীয় সময় তখন ১টা বেজে ৪০ মিনিট। 


১১:২০

বৃষ্টি শেষে খেলার অপেক্ষা

বৃষ্টি বহু আগেই শেষ হয়ে গেছে। সূর্যও উঠে গেছে। দুই আম্পায়ারও চলে গেছেন মাঠ পরিদর্শনে। এখন অপেক্ষা খেলা শুরুর। খুব বেশি দেরি হবে না আশা করি!


১০:৫৮

কোহলির বিব্রতকর রেকর্ড

আজ দারুণ শুরুর পরও বিরাট কোহলি বিদায় নিয়েছেন দুই অঙ্কে যাওয়ার আগেই। যার ফলে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপের এক আসরে ওপেনার হিসেবে সর্বনিম্ন গড়ের রেকর্ড। তালিকায় তিনি আছেন তিনে। এই তালিকার শীর্ষ পাঁচের ৩ জনই অবশ্য বাংলাদেশের!

এক বিশ্বকাপে ওপেনারের সর্বনিম্ন গড় (কমপক্ষে ৫ ইনিংসের পর)
৯.৬০- সৌম্য সরকার (বাংলাদেশ, ২০১৬)
৯.৮০- ওয়েসলি মাধেভেরে (জিম্বাবুয়ে, ২০২২)
১০.৭১- বিরাট কোহলি (ভারত, ২০২৪)
১০.৮৫- তানজিদ তামিম (বাংলাদেশ, ২০২৪)
১১.২০- তামিম ইকবাল (বাংলাদেশ, ২০০৭)


১০:২৬

বৃষ্টি, এবং খেলা বন্ধ!

এক ওভার আগেও বৃষ্টি চোখরাঙানি দিচ্ছিল। যার ফলে মাঠকর্মীরাও প্রস্তুত ছিলেন কভার নিয়ে। তবে শেষমেশ দুই আম্পায়ার তখন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন আর পারা গেল না। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম ঝাঁপিয়ে নামল বৃষ্টি। যার ফলে এখন খেলা বন্ধ হয়ে গেছে।

বৃষ্টির আগে ভারত বেশ ভালোভাবেই শুরুর দুই ধাক্কা কাটিয়ে উঠেছে। ৮ ওভার শেষে ২ উইকেট খুইয়ে তুলেছে ৬৫ রান। 


১০:১৫

পাওয়ারপ্লে শেষে...

দুটো উইকেট খুইয়েছে ভারত। তবে রান উঠেছে প্রায় ওভারপ্রতি ৮ রান করে। তাতে ২০০৭ এর চ্যাম্পিয়নরা অবশ্য অখুশি হবে না। দিনের খেলায় শুরুতে ব্যাট করা দলের পার স্কোর এই মাঠে ১৬৭ রান। তার কাছাকাছিই আছে ভারতের রান।

ভারত ৪৬/২, ৬ ওভার


১০:১১

পাওয়ারপ্লের শেষ ওভারে ফিরলেন পান্ত

মিড উইকেটের ওপর দিয়ে ঋষভ পান্ত বলটা উঠিয়ে দিতে চাইছিলেন। তবে হলো না সেটা। স্যাম কারানের শিকার হয়ে তিনি ফিরলেন সাজঘরে। পাওয়ারপ্লে শেষের আগে ভারত খুইয়ে বসল তাদের দ্বিতীয় উইকেট। 

ভারত ৪০/২, ৫.২ ওভার


০৯:৫৭

টপলির শিকার কোহলি!

এই ওভারেই ছক্কা মেরে বাউন্ডারির খাতা খুলেছিলেন বিরাট কোহলি। তবে মিড উইকেটের ওপর দিয়ে মারা ছক্কাটা তাকে স্থিতি এনে দিতে পারল না। রিস টপলির সে ওভারেই তার পুনরাবৃত্তি ঘটাতে গিয়ে বোল্ড হয়ে ফিরলেন কোহলি। 

ভারত ১৯/১, ২.৪ ওভার


০৯:৪৭

ওপেনিংয়ে রোহিত-কোহলি, বল হাতে টপলি

ওপেনিংয়ে বিরাট কোহলি আর রোহিত শর্মার ওপরই ভরসা রেখেছে ভারত। দুজন আজও ভারতের ইনিংসের সূচনা করতে নেমে গেছেন।

ওদিকে ম্যাচ আপের ভাবনা আছে হয়তো ইংল্যান্ডের। তাই ডানহাতি রোহিতের সামনে জস বাটলার এনে দাঁড় করিয়ে দিয়েছেন বাঁহাতি পেসার রিস টপলিকে।


০৯:২৯

পরিবর্তন নেই ইংলিশ একাদশেও

ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। একই পথে হেঁটেছে ইংল্যান্ডও। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছে ইংলিশরা।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।


০৯:২৭

ভারত দলে পরিবর্তন নেই একটাও

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় নিয়ে সেমিফাইনালে এসেছে ভারত। সেই ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছে রোহিত শর্মার দল। দলে কোনো পরিবর্তন আসেনি।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (ডব্লিউ), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, যশপ্রীত বুমরাহ।


০৯:২৫

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

দ্বিতীয় সেমিফাইনালে টস জিতেছে ইংল্যান্ড। বৃষ্টির কথা মাথায় রেখে অধিনায়ক জস বাটলার নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানালেন, বৃষ্টি নেই, রোদ আছে এখন, এমন পরিস্থিতিতে তিনিও ব্যাটই করতেই চাইতেন! এ যেন উইন উইন সিচুয়েশন! 


০৯:২৩

টসটা কেউই জিততে চাইবেন না!

এই টসটা বুঝি কেউই জিততে চাইতেন না, ধারাভাষ্যকক্ষে সুনীল গাভাস্কার বললেন। কারণ এখানে ধীরগতির উইকেট সময়ের সাথে সাথে ধীর হবে আরও। এমন উইকেটে আপনি রান তাড়া করতে চাইবেন না নিশ্চিত। তবে আপনার মাথায় যখন থাকবে বৃষ্টি আর ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডের খড়গ, তখন আবার আপনি রান তাড়াই করতে চাইবেন। সব মিলিয়ে পরিস্থিতিটা ভালোই গোলমেলে!


০৯:১৯

কেমন হবে উইকেট?

পিচ রিপোর্টে হার্শা ভোগলে আর মাইকেল অ্যাথারটন গিয়েছিলেন। তাদের দেখে মনে হয়েছে উইকেটটা বেশ শুকনো, রাফ আছে অনেক, সেগুলো বেশ নিখুঁতও। এই ম্যাচে বল মুভ করবে না, প্রথম সেমিফাইনালে যেমন দেখা গিয়েছিল। উইকেটে ঘাসের অস্তিত্বও কম, যার ফলে অসমান বাউন্সের শঙ্কাও নেই।

এই পিচটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে স্পিনারদের জন্য। খানিকটা নিচু বাউন্সের পিচ এটা। এখানে বল খানিকটা মন্থর গতির হবে। এখানে দিনের ম্যাচে গড়পড়তা স্কোর ১৬৭।


০৯:১৫

টস হবে ৯-২০ এ, খেলা শুরু ৯-৪৫ এ

আর কোনো বৃষ্টির বাগড়া না এলে বাংলাদেশ সময় নয়টা বিশ মিনিটে টস হবে। তার ২৫ মিনিট পর মাঠে গড়াবে প্রথম বলটা। 


০৮:৪৪

মেঘের কোলে রোদ হেসেছে...

সাইড কভারগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আকাশ মেঘে ঢাকা ছিল, সেটাও সরে যাচ্ছে। মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিয়েছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ম্যাচও খুব শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে একটা কিন্তু আছে। যদি না বৃষ্টি শুরু হয়ে যায়!


০৮:৪১

খেলা যদি না হয়?

যদি বাড়তি ২৫০ মিনিটের পরেও খেলা না হয়, তাহলে আমলে আনা হবে সুপার এইটের পয়েন্ট। সেখানে এগিয়ে আছে ভারত। সুপার এইটের সব ম্যাচে জিতে দলটা চলে এসেছে সেমিফাইনালে। ওদিকে সুপার এইট পর্বে ইংল্যান্ড একটা ম্যাচ হেরেছিল। দক্ষিণ আফ্রিকার কাছে হারা ওই ম্যাচই কি ভাগ্য গড়ে দেবে ইংলিশদের? সেটা সময়ই বলে দেবে।


০৮:৩৯

ম্যাচের জন্য বাড়তি ২৫০ মিনিট, তবে...

প্রথম সেমিফাইনালের জন্য একটা রিজার্ভ ডে ছিল। একই নিয়ম ফাইনালের জন্যও আছে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। আছে বাড়তি ২৫০ মিনিট। যার মানে দাঁড়াচ্ছে, বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিট পর্যন্ত সময় বেধে দেওয়া আছে, যার মধ্যে একটা ওভারও কাটা যাবে না। 

তবে এরপরও খেলা শুরু না হলে ওভার কাটা যেতে শুরু করবে। দুই দল মিলিয়ে ১০ ওভারের ম্যাচও যদি আয়োজন সম্ভব না হয়, তাহলে ম্যাচটা পণ্ড হয়ে যাবে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য এই মানদণ্ডটা আরও কম ছিল, দুই দল মিলিয়ে ৫ ওভারের ম্যাচ হলেই হতো!


০৮:১২

শঙ্কাটাই সত্যি হলো, বৃষ্টিতে টসে দেরি!

অ্যাকিউওয়েদার বলছিল আজ গায়ানায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। বিবিসির প্রতিবেদন বলছে আজ দুপুরে এখানে বয়ে যাবে ঝোড়ো বৃষ্টি আর দমকা হাওয়া। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। 

সে শঙ্কাটাই সত্যি হলো। সবকিছু ঠিকঠাক থাকলে এখন টসটা হয়ে যাওয়ার কথা। কে আগে ব্যাট করছে, এ আপডেট এখন আপনার পড়ার কথা এখানে। বৃষ্টির কারণে টসে হচ্ছে দেরি। কখন টস হবে, তারও কোনো ঠিক ঠিকানা নেই!

আগের লাইভ