১০:২৮
৭ উইকেটে জিতল ভারত
নিখাদ ব্যাটিং ট্র্যাকে ১২৭ রানে গুটিয়ে যাওয়ার পরই ম্যাচের নিয়তিটা ঠিক হয়ে গিয়েছিল। এরপর ভালো কিছুর জন্য অবিশ্বাস্য বোলিং, ফিল্ডিংয়ের দরকার ছিল। সেটা আর হয়নি।
স্যামসনের বিদায়ের পর হার্দিক পান্ডিয়ার দারুণ ইনিংসে ভর করে ভারত তুলে নিয়েছে ৭ উইকেটের সহজ এক জয়। ভারতের দাপটটা বোঝা যাবে বলের হিসেবটা দেখলে। ইনিংসের ৪৯ বল বাকি থাকতেই জয়টা তুলে নিয়েছে স্বাগতিকরা।
ভারত ১৩২/৩, ১১.৫ ওভার
১০:০৪
স্যামসনকে ফেরালেন মিরাজ
পাওয়ারপ্লের পর রানের গতি খানিকটা কমেই গিয়েছিল। শেষ ১০ বলে এসেছিল ৯ রান। একটু চাপে হয়তো পড়ে গিয়েছিলেন সাঞ্জু স্যামসন। তা সরাতে গিয়েই মেহেদি হাসান মিরাজকে মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে তিনি ডিপে থাকা রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিতে পারলেন স্রেফ। ১৯ বলে ২৯ রান করে ফিরলেন তিনি।
ভারত ৮০/৩, ৭.৫ ওভার
০৯:৫৭
পাওয়ারপ্লেতেই জয়ের কাছাকাছি ভারত
দলের লক্ষ্যটা মোটে ১২৮ রানের। তবে ভারত সে রানটা তুলতে ২০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে চায় না। পাওয়ারপ্লেতেই বিষয়টা পরিষ্কার। ৬ ওভার শেষেই তুলে ফেলেছে ৭১ রান। জয় থেকে এখন আর ৫৭ রান দূরে আছে ভারত।
০৯:৫২
আগুনে সূর্যকে ফেরালেন মুস্তাফিজ
তাসকিনের আগের ওভারে সূর্যকুমার যাদব তুলেছিলেন ১৪, মুস্তাফিজের ঠিক আগের বলে হাঁকিয়েছিলেন দারুণ এক ছক্কা। কিন্তু পাওয়ারপ্লের শেষ ওভারের তৃতীয় বলে আর সেসবের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না তিনি। ক্যাচ দিলেন ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলী অনিকের হাতে। তাতে তার ১৪ বলে ২৯ রানের ইনিংসের ইতি ঘটল।
ভারত ৬৫/২, ৫.৩ ওভার
০৯:৩৫
ভারতের ঝোড়ো শুরুর পর রানআউটে বাংলাদেশের ব্রেক থ্রু
১১ বলে ২৫ রান উঠে গিয়েছিল ভারতের। ৭ বলে ১৬ করে অভিষেক শর্মা জানান দিচ্ছিলেন আইপিএলের আগুনে ফর্মটার আঁচ বুঝি বাংলাদেশকেও দেখিয়ে ছাড়বেন আজ।
তবে এরপরই করলেন এক ভুল। প্রায় অসম্ভব এক রান নিতে চাপ দিচ্ছিলেন সাঞ্জু স্যামসনকে। তবে অভিজ্ঞ সাঞ্জু সে কলটা নেননি। ততক্ষণে অর্ধেক ক্রিজ পার করে ফেলেছেন অভিষেক। তার সুযোগটাই নিলেন তাওহীদ হৃদয়, সরাসরি থ্রোতেই ভাঙলেন স্টাম্প। রান আউট হয়ে ফিরলেন দ্বিতীয় ওভারেই।
ভারত ২৫/১, ২ ওভার
০৯:১৪
১২৭ তুলতেই শেষ বাংলাদেশ
আরশদীপ সিংয়ের বলে বোল্ড হলেন মুস্তাফিজুর রহমান। তাতে বাংলাদেশের ইনিংস শেষ হলো এক বল আগে।
বাংলাদেশ ১২৭/১০, ১৯.৫ ওভার
০৯:০৪
শরিফুলকে ফেরালেন পান্ডিয়া
উইকেটের খাতা খুললেন হার্দিক পান্ডিয়াও। তার ফুলার লেন্থের বলটা শরিফুল ইসলামের অফ স্টাম্প ভেঙে দিল।
বাংলাদেশ ১১৭/৯, ১৭.৫ ওভার
০৯:০২
ভুল বোঝাবুঝিতে রান আউট তাসকিন
ইনিংসের ১৮তম ওভারে ভুল বোঝাবুঝির শিকার হলেন তাসকিন আহমেদ। মিরাজ রানের জন্য দৌড়াচ্ছিলেন, তাসকিন এই রানের জন্য আগ্রহী ছিলেন না আদৌ। ফলাফল দুইজন একই প্রান্তে চলে যাচ্ছিলেন আরেকটু হলে। তবে শেষ মুহূর্তে রানের জন্য ক্রিজ ছেড়ে বেরোলেন তাসকিন, স্বীকৃত ব্যাটার মিরাজের ইনিংস টিকিয়ে রাখতেই হয়তো! আর তাতে যা হওয়ার তাই হলো। ১৩ বলে ১২ রান করে রান আউট হয়ে ফিরলেন তাসকিন।
বাংলাদেশ ১১৬/৮, ১৭.২ ওভার
০৮:৪৪
বরুণের শিকার বনে রিশাদেরও বিদায়
আগের ওভারে মায়াঙ্ক যাদবকে ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন রিশাদ হোসেন। পরের বলে ডাউন দ্য গ্রাউন্ডে আরও এক চার। দারুণ কিছুর ইঙ্গিতই দিচ্ছিলেন রিশাদ।
তবে তার ইনিংসটাও শেষ হলো বরুণ চক্রবর্তীর হাতেই। তার বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বলটা তুলে দিলেন আকাশে, তা গিয়ে জমা পড়ল হার্দিক পান্ডিয়ার হাতে। স্লগ ওভারে পা দেওয়ার আগেই বাংলাদেশের ৭ম উইকেট নেই হয়ে যায় তাতে।
বাংলাদেশ ৯৩/৭, ১৩.৫ ওভার
০৮:৩৫
আশা দেখিয়ে শান্তও গেলেন
ব্যাটারদের আসা যাওয়ার ভিড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খানিকটা আশা দেখাচ্ছিলেন। তবে তিনিও শেষমেশ গেলেন, ওয়াশিংটন সুন্দরকে ফিরতি ক্যাচ দিয়ে তিনি ফিরলেন সাজঘরে। ২৪ বলে এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেছেন তিনি।
বাংলাদেশ ৭৫/৬, ১২ ওভার
০৮:২৭
চার মেরে শুরু মিরাজের
২০২৩ সালের জুলাই মাসে নিজের সবশেষ টি-টোয়েন্টিটা খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রায় ১৫ মাস পর তিনি আবারও ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে বাংলাদেশের জার্সি গায়ে চড়ালেন।
তার প্রত্যাবর্তনের ম্যাচে দলের অবস্থা ভালো না হলেও তিনি শুরুটা করলেন ভালোভাবেই। প্রথম বলেই বরুণকে লেট কাট করে মারলেন দারুণ এক চার।
বাংলাদেশ ৬১/৫, ৯.৩ ওভার
০৮:২৩
বরুণের রং আনে বিভ্রান্ত জাকের, অর্ধেক ইনিংস শেষ!
প্রথম ওভারটা একপাশে রাখলে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ভালোই রহস্যের জাল বিছিয়েছেন বাংলাদেশ ব্যাটারদের মগজে। এবার তার শিকার হলেন জাকের আলী অনিক। দশম ওভারে আক্রমণে আসা তার দ্বিতীয় বলে স্বাভাবিক লেগ স্পিন ধরে ডিফেন্ড করতে গিয়ে ভুলটা করলেন জাকের, বলটা ছিল রং আন, আর তাতেই 'আনডান' তিনি, ব্যাট প্যাডের ফাঁক গলে বলটা ভাঙল তার স্টাম্প। সঙ্গে সঙ্গে অর্ধেক ইনিংস হাওয়া বাংলাদেশের।
বাংলাদেশ ৫৭/৫, ৯.২ ওভার
০৮:১১
মায়াঙ্কের প্রথম শিকার মাহমুদউল্লাহ
আগের ওভারে মেইডেন দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা করেছিলেন গতিতারকা মায়াঙ্ক যাদব। উইকেটের জন্য তাকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। নিজের দ্বিতীয় ওভারেই পেয়ে গেলেন উইকেটের দেখা, তাও উইকেটটা আবার অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। মায়াঙ্কের বলে ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিলেন রিয়াদ।
বাংলাদেশ ৪৩/৪, ৭.২ ওভার
০৮:০৭
চাপে পড়ে সেই বরুণকেই উইকেট দিলেন তাওহীদ
বরুণের আগের ওভার থেকে বাংলাদেশ তুলেছিল ১৫ রান, তাওহীদ হৃদয় মেরেছিলেন দুটো চার। তবে তার প্রথমটাতেই আউট হতে পারতেন, ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, যা নিতিশ কুমার রেড্ডি তালুবন্দি করতে পারেননি।
পঞ্চম ওভারের পর থেকে ৯ বলে বাংলাদেশ রান তুলতে পেরেছে মোটে ১ রান। যার ফলে চাপটা ক্রমেই বাড়ছিল। সেই চাপে পড়েই তাওহীদ ক্যাচ দিলেন লং অনে, হার্দিক পান্ডিয়া ক্যাচটা নিতে ভুল করেননি একটুও। ১৮ বলে ১২ রান করে ফিরলেন তাওহীদ।
বাংলাদেশ ৪০/৩ ৬.৪ ওভার
০৮:০৩
অভিষেকেই মায়াঙ্কের মেইডেন
আইপিএলে গতি দিয়ে আলোচনায় এসেছিলেন। মায়াঙ্ক যাদব এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হলেন। অভিষেকের শুরুটা দারুণ হলো। প্রথম ওভারে ১৪৭ কিমি গতি ছুঁলেন একবার, তবে ব্যাক অফ লেন্থ ডেলিভারিগুলোতে তাওহীদ হৃদয়কে মোটেও স্বস্তিতে থাকতে দেননি। পাওয়ারপ্লের শেষ ওভার থেকে একটা রানও তুলতে পারেনি বাংলাদেশ। মেইডেন!
বাংলাদেশ ৩৯/২, ৬ ওভার
০৭:৫৯
বরুণের ওভার থেকে এল ১৫
রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী বহু দিন পর ফিরেছেন ভারতীয় দলে। ফেরার পর প্রথম ওভারটা থেকে মোটেও সুবিধা করতে পারেননি তিনি। তাকে দুটো চার মেরেছেন তাওহীদ হৃদয়, শেষ বলে তাকে রিভার্স সুইপ করে ছক্কা হাঁকিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ওভার থেকে এল ১৫ রান।
বাংলাদেশ ৩৯/২, ৫ ওভার
০৭:৪৫
ইমনও আরশদীপের শিকার
আগের ওভারে লিটন, এবার আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও ফিরলেন আরশদীপ সিংয়ের শিকার বনে। তার ডেলিভারিটা ভেতরের কোণায় লেগে ভাঙল ইমনের স্টাম্প।
বাংলাদেশ ১৪/২, ২.১ ওভার
০৭:৩৭
প্রথম ওভারেই লিটনের বিদায়
আগের বলেই দারুণ একটা চার মেরেছিলেন লিটন দাস। তবে তার পরই বিদায়ঘণ্টা বেজে গেল তার। ক্রস ব্যাটে খেলতে গিয়ে তিনি ক্যাচ দিলেন বৃত্তের ভেতরেই। বাংলাদেশ তাদের প্রথম উইকেট খুইয়ে বসল প্রথম ওভারেই।
বাংলাদেশ ৫/১, ০.৫ ওভার
০৭:২৪
মিরাজ-ইমনের প্রত্যাবর্তন
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টি থেকে অনেকটা অচ্ছুৎই হয়ে পড়েছিলেন। সবশেষ বিশ্বকাপে স্কোয়াডেই জায়গা পাননি। এবার সাকিব আল হাসানের অবসর তার সামনে সুযোগের দুয়ার খুলে দিল। তাকে ১৫ মাস পর নিয়ে এল টি-টোয়েন্টি একাদশে।
এদিকে প্রত্যাবর্তনের গল্প আরও একটা আছে বাংলাদেশের একাদশে।পারভেজ হোসেন ইমন প্রায় দুই বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
০৭:২১
ভারতীয় দলে দুই অভিষেক
শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের অভিষেকের দিনে ভারতীয় দলেও আছে দুই অভিষিক্ত ক্রিকেটার। দুজন হলেন আইপিএল দিয়ে নজরে আসা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডি।
০৭:১৭
গোয়ালিয়রের 'আরেক ভেন্যুর' অভিষেক আজ
শচিন টেন্ডুলকারের ২০০ রানের ওই অতিমানবীয় ইনিংসটার কথা মনে আছে? ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরির কথা? ওই সেঞ্চুরিটা সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার পেয়েছিলেন এই গোয়ালিয়রের মাটিতে।
তবে তার সে সেঞ্চুরিটা এসেছিল ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে। সে মাঠ এখন কালের গর্ভে বিলীন হওয়ার পথে। গোয়ালিয়রে যে শেষ ১৪ বছরে আর খেলা হয়নি একটাও!
আজ যখন গোয়ালিয়রে ক্রিকেট ফিরছে, তখন ভেন্যু ওই রূপ সিং স্টেডিয়াম থাকছে না। আজকের ম্যাচের ভেন্যু হলো শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম।
এই মাঠে আজই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামটি ভারতের ৫৪তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।
০৭:১৬
টস জিতল ভারত, ব্যাটিংয়ে বাংলাদেশ
হতাশার অন্য নাম হয়েই থেকেছে টেস্ট সিরিজ। হোয়াইট ওয়াশের সেই হতাশা পেছনে ফেলে আজ রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। গোয়ালিয়রে মুখোমুখি দুই দল। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল না নাজমুল হোসেন শান্তর। টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। তার মানে শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ।