১১:১৩
১৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
বিষয়টা অনুমিতই ছিল। ১২০তম বল হওয়ার পর নিশ্চিত হলো হারের ব্যবধানটা। বাংলাদেশ ১৩৩ রানে হারল। সিরিজটা হারল ৩-০ ব্যবধানে।
১১:০৩
তাওহীদের ফিফটি
শেখ মাহেদির পর রিশাদ হোসেনও ফেরেন হাঁসফাঁস করতে করতে ছক্কা হাঁকাতে গিয়ে। তবে ওপাশে তাওহীদ হৃদয় তার ঠিক বিপরীত। রবি বিষ্ণোইকে দারুণ এক ছক্কা হাঁকালেন তিনি। তাতেই ৩৫ বলে ফিফটি ছুঁয়ে ফেললেন তিনি।
বাংলাদেশ ১৪৬/৭, ১৭.৪ ওভার
১০:৫৮
ধুঁকতে থাকা শেখ মাহেদির বিদায়
নীতিশ কুমার রেড্ডি আজকের দিনটা কাটাচ্ছিলেন খুব বাজেভাবে। লিটন দাসের কাছে চার হজম করেছিলেন ৫টা, তার আগে আউট হয়েছিলেন শূন্য রানে। তবে তার দিনের শেষটা কিছুটা হলেও ভালো করার সুযোগ এনে দিলেন শেখ মাহেদি। তিনি বেশ ধুঁকছিলেন শুরু থেকেই, এবার তিনি নীতিশের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে।
বাংলাদেশ ১৩৮/৬, ১৬.৩ ওভার
১০:৫১
৮ রানের ইনিংসে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ মাহমুদউল্লাহর
মাহমুদউল্লাহ রিয়াদ ঘোষণা দিয়ে রেখেছিলেন এই সিরিজই হবে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ। শেষ ওয়ানডেতে তিনি খেললেন ৯ বলে ৮ রানের ইনিংসে। মায়াঙ্ক যাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন সাজঘরে।
বাংলাদেশ ১৩০/৫, ১৪.২ ওভার
১০:৩৫
ফিফটি হলো না লিটনের
বিষ্ণোইয়ের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন লিটন দাস। তবে ধরা পড়লেন বাউন্ডারি লাইনে বদলি ফিল্ডার তিলক ভার্মার হাতে। ২৪ বলে ৪২ করে ফিরলেন লিটন দাস।
বাংলাদেশ ১১২/৪, ১১.৪ ওভার
১০:৩২
১১তম ওভারে সেঞ্চুরি বাংলাদেশের
১১তম ওভারের চতুর্থ বলে তাওহীদ হৃদয় ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়াকে। তাতেই বাংলাদেশ পৌঁছে গেল তিন অঙ্কে। ২৮ বলে ৫০ ছুঁয়েছিল সফরকারীরা। দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা তুলতে দলের বল লাগল ৪২টা।
১০:২৭
বাংলাদেশ ৯৪/৩
দশ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে এত রান সাধারণত দেখা যায় না। আজ দেখা যাচ্ছে। রান উঠে গেছে ৯৪, তাও ৩ উইকেট খুইয়ে।
তবে এরপরও আস্কিং রেট বাড়ছেই। এই মুহূর্তে 'জিততে হলে' বাংলাদেশকে ওভারপ্রতি ২০ করে তুলতে হবে। ১০ ওভারে চাই ২০৪ রান!
১০:১২
বিষ্ণোইয়ের উইকেট মেইডেন
আগের ওভারেই নীতিশ কুমার রেড্ডি ২০ রান হজম করে গিয়েছিলেন। তার ঠিক পরের ওভারটাই রবি বিষ্ণোই করলেন উইকেট মেইডেন। এমন একটা পিচে, যেখানে এ পর্যন্ত দুই দলের বোলাররা মিলে রান দিয়েছেন প্রায় ১৫ করে!
বাংলাদেশ ৫৯/৩, ৬ ওভার
১০:০৮
রিভার্স সুইপে উইকেট খোয়ালেন শান্ত
রিভার্স সুইপ খেলতে গিয়ে টেস্ট সিরিজেও উইকেট খুইয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজও একই পরিণতি হলো তার। রবি বিষ্ণোইয়ের প্রথম ওভারেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে থাকা সাঞ্জু স্যামসনের হাতে।
বাংলাদেশ ৫৯/২, ৫.২ ওভার
১০:০৫
২৮ বলে ফিফটি বাংলাদেশের
নীতিশ কুমার রেড্ডির করা পঞ্চম ওভারে ৫টি চার মারলেন লিটন দাস হাঁকালেন চারটি চার। ৪.৪ ওভারে ফিফটি ছুঁয়ে ফেলল বাংলাদেশ।
বাংলাদেশ ৫৯/২, ৫ ওভার
০৯:৫৯
তানজিদ ফিরলেন সুন্দরের শিকার হয়ে
ওয়াশিংটন সুন্দরের পিচড আপ ডেলিভারিতে তানজিদ হাসান তামিম কাট করতে চেয়েছিলেন। তবে শেষমেশ তা পারলেন না। ক্যাচ দিলেন থার্ড ম্যানের হাতে।
বাংলাদেশ ৩৫/২, ৩.১ ওভার
০৯:৩৯
প্রথম বলেই বিদায় ইমনের
মায়াঙ্ক যাদবের করা প্রথম বলটাই হুক করতে চেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তার চাহিদামতো ব্যাটে-বলে হলো না। তার ব্যাটে লেগে বলটা গেল স্লিপে, সহজ ক্যাচ নিলেন স্লিপে থাকা নীতিশ কুমার রেড্ডি। প্রথম বলেই উইকেট গেল বাংলাদেশের।
বাংলাদেশ ০/১, ০.১ ওভার
০৯:২৫
৩০০ হলো না ভারতের
একটা পর্যায়ে ভারতের ৩০০ কে খুব সম্ভব বলেই মনে হচ্ছিল। তবে শেষমেশ তা হলো না। শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল দলটার, তানজিম হাসান সাকিব দিলেন ১৫ রান। ৬ উইকেট খুইয়ে ২৯৭ রান তুলে ২০ ওভার ইনিংস শেষ করল ভারত।
০৯:২৪
পান্ডিয়ার হেলিকপ্টার আটকে দিলেন রিশাদ
তানজিম হাসান সাকিবের আগের বলে একটা ছক্কা মেরেছিলেন হার্দিক পান্ডিয়া। পরের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন হেলিকপ্টার শটে। তবে তা হলো না, লং অফে বাউন্ডারি লাইনে লাফিয়ে উঠে রিশাদ হোসেন থামালেন তাকে। রেকর্ড ফিফটির একটু আগে থামতে হলো পান্ডিয়াকে, ১৮ বলে ৪৭ করে ফিরলেন তিনি।
০৯:১৬
পরাগকে ফেরালেন তাসকিন
তাসকিন আহমেদের করতে আসা ১৯তম ওভারের চতুর্থ বলে স্কুপ করতে চেয়েছিলেন রিয়ান পরাগ। তবে তা পারেননি, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে। প্রথম উইকেটের দেখা পেলেন তাসকিন।
ভারত ২৭৬/৪, ১৮.৪ ওভার
০৯:১৩
ঘটনাবহুল ওভারে ২ উইকেটের সুযোগ খোয়াল বাংলাদেশ
১৮তম ওভার দুবার উইকেটের সুযোগ এনে দিয়েছিল বাংলাদেশকে। প্রথমবার রিয়ান পরাগ আর সূর্যকুমার যাদব একই প্রান্তে চলে গিয়েছিলেন। তবে উইকেটের পেছন থেকে লিটন দাসের থ্রো হলো খুবই বাজে, বল ওপাশে বোলার মুস্তাফিজুর রহমানের হাতে গেল না। বেঁচে গেলেন হার্দিক পান্ডিয়া।
এর পরের বলে পরাগ বল তুলে দিয়েছিলেন আকাশে। তবে অনেকটা দৌড়ে এসে বলটা নিতে চেয়েছিলেন পারভেজ হোসেন ইমন, তার হাত গলে বলটা পড়ে যায় মাটিতে। দুই বলে দুটো উইকেটের সুযোগ খুইয়ে বসে বাংলাদেশ। সে ওভারের শেষটা অবশ্য পান্ডিয়া শেষ করেন একটা চার আর ছক্কা হাঁকিয়ে। পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয় বাংলাদেশের।
ভারত ২৬৭/৩, ১৮ ওভার
০৯:০৪
ভারতের ২৫০
ইতিহাসে প্রথমবারের মতো ২৫০ রান হজম করল বাংলাদেশ। ভারত ২৫০ পূরণ করল মাত্র ১৭তম ওভারে। তার মানে দাঁড়াচ্ছে, দুর্দশা এখনও শেষ হয়নি!
ভারত ২৫২/৩, ১৭ ওভার
০৮:৫৫
বিদায়ী টি-টোয়েন্টিতে বোলার মাহমুদউল্লাহর সাফল্য, ফেরালেন সূর্যকে!
টানা দ্বিতীয় ওভারে উইকেট পেল বাংলাদেশ। দুই সেট ব্যাটার ফিরলেন সাজঘরে। এবার সূর্যকুমার যাদব ফিরলেন বিদায়ী টি-টোয়েন্টিতে নামা মাহমুদউল্লাহকে ছক্কা হাঁকাতে গিয়ে। তিনি ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে থাকা রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে।
ভারত ২০৬/৩, ১৪.৩ ওভার
০৮:৫০
স্যামসন ঝড় থামালেন মুস্তাফিজ
৪৭ বলে ১১১ রান করা সাঞ্জু স্যামসনের ঝড় থামল অবশেষে। তাকে থামালেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার শর্ট বল পুল করতে গিয়ে স্কয়ার লেগে শেখ মাহেদির হাতে ক্যাচ দিয়েছেন স্যামসন।
ভারত ১৯৬/২, ১৩.৪ ওভার
০৮:৪১
৪০ বলে সেঞ্চুরি সাঞ্জুর
সেঞ্চুরির সামনে এসে একটু যেন গতি হারিয়েছিলেন। তবে এরপরও ২৫০ স্ট্রাইক রেটে, ৪০ বলে সেঞ্চুরি তুলে নিলেন সাঞ্জু স্যামসন। বোলার শেখ মাহেদির মাথার ওপর দিয়ে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।
ভারত ১৮৩/১, ১২.১ ওভার
০৮:৩১
২৩ বলে ফিফটি সূর্যর
সাঞ্জুর তুলনায় একটু 'খারাপই' খেলছেন সূর্যকুমার যাদব। ২২ বলে ফিফটি তুলে নিয়েছিলেন সাঞ্জু। ৫০ রানের মাইলফলক ছুঁতে সূর্যের লাগল ২৩ বল।
ভারত ১৫৬/১, ১০.৩ ওভার
০৮:২৭
রিশাদকে ৫ ছক্কা স্যামসনের
আগের ওভারে কম রান তোলার ঝালটা রিশাদের ওভারে মেটালেন সাঞ্জু স্যামসন। প্রথম বল ডট দেওয়ার পর টানা পাঁচ ছক্কা হাঁকালেন। দশম ওভার শেষে ভারতের রান ১৫০ পেরোলো!
ভারত ১৫২/১, ১০ ওভার
০৮:২৫
নবম ওভারে মাহেদি দিলেন 'মাত্র' ৯ রান
ওভারে নয় রান, ব্যাটিং দলের জন্য কম কিছু নয় আদৌ। তবে ভারত যেভাবে খেলছিল, তাতে নবম ওভার থেকে শেখ মাহেদির এক চারসহ ৯ রান হজম করাটাকে মনে হচ্ছে এখন বেশ 'কম', বাংলাদেশের জন্য দারুণ কিছু। আগের ৭ ওভারে রান এসেছে নিদেনপক্ষে ১২ করে। সেখানে এক অঙ্কের রান হজমকে বেশ ভালোই বলতে হবে!
ভারত ১২২/১, ৯ ওভার
০৮:১৪
৪৩ বলে সেঞ্চুরি ভারতের
অষ্টম ওভারের প্রথম বলেই তিন অঙ্কে পৌঁছে গেল ভারত। দুই পাশে সাঞ্জু স্যামসন আর সূর্যকুমার মিলে রীতিমতো ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছেন। ৪৩নম্বর বৈধ বলে দলীয় সেঞ্চুরি চলে এল।
এই পরিস্থিতি থেকে ভারতের কত করা উচিত? ধারাভাষ্যে এমন একটা প্রশ্ন উঠেছিল। রবি শাস্ত্রীর উত্তর, ২৬০-২৭০; তামিম রীতিমতো বাকরুদ্ধ, ওদিকে মুরালি কার্তিকের অভিমত, নিদেনপক্ষে ২৫০ করা উচিত ভারতের।
ভারত ১১৩/১, ৮ ওভার
০৮:০৯
দ্রুততম ফিফটি সাঞ্জুর
পাওয়ারপ্লে শেষেও তেজ কমেনি সাঞ্জু স্যামসনের। পাওয়ারপ্লে শেষে আক্রমণে আসা রিশাদ হোসেনের ওভারে তুলে নিলেন ১৫ রান। ২২ বলে ফিফটি তুলে নিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্রুততম ফিফটির রেকর্ড এটি!
ভারত ৯৮/১, ৭ ওভার
০৮:০৪
স্যামসন-সূর্যের দাপট, দিশেহারা বাংলাদেশ
শুরু থেকেই ভারত তাদের অভিপ্রায়টা জানান দিচ্ছিল। ইনিংসের তৃতীয় ওভারে অভিষেক শর্মাকে ফিরিয়ে বাংলাদেশ একটা জবাব দিয়েছিল বটে। কিন্তু এরপর সাঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদবের তোপের মুখেই পড়ে গেছে দল। পাওয়ারপ্লের শেষ ২৩ বলে দুজন মিলে যোগ করে ফেলেছেন ৫৯ রান। তাতে পাওয়ারপ্লেতেই দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ। ভারত পাওয়ারপ্লে শেষ করেছে ৮২ রান তুলে, যা বাংলাদেশের পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রান হজমের রেকর্ড।
০৭:৪৫
অভিষেককে বিদায় করলেন তানজিম
তানজিম হাসান সাকিবের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন অভিষেক শর্মা। টানা দ্বিতীয় ম্যাচে তানজিমের শিকার বনলেন ভারতীয় ওপেনার।
ভারত ২৩/১, ২.১ ওভার
০৭:৪১
মাহমুদউল্লাহকে বিদায়ী সংবর্ধনা
টি-টোয়েন্টিতে আজই শেষ বারের মতো নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে নামার আগে তাকে বিদায়ী সংবর্ধনা দিল বাংলাদেশ দল।
০৭:১২
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
শেষ ম্যাচে বাংলাদেশ নামছে দুটো পরিবর্তন নিয়ে। বাদ পড়েছেন জাকের আলী ও মেহেদি হাসান মিরাজ। তাদের জায়গায় দলে ঢুকেছেন তানজিদ হাসান তামিম ও শেখ মাহেদি।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
০৭:১০
ভারত দলে একটি পরিবর্তন
ভারত একাদশে এক পরিবর্তন এসেছে। আরশদীপ সিংকে বিশ্রাম দিয়েছে ভারত। দলে এসেছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই।
ভারত একাদশ
সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।
০৭:০৪
টস হারল বাংলাদেশ, ব্যাটিংয়ে ভারত
শেষ টি-টোয়েন্টিতে ভারত জিতল টসে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
০৭:০৩
স্বাগত!
প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচ জিততেই হবে দলকে।
তা ছাপিয়ে আরও একটা বিষয় সামনে চলে আসছে। আজই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায়ের দিনটা নিশ্চয়ই জয় দিয়ে রাঙাতে চাইবে দল।
এই ম্যাচের ধারাবিবরণী নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নেয়ামত উল্লাহ। স্পোর্টস বাংলার লাইভে আপনাদের স্বাগত।