১২:৩২
৪৪ রানে হারল বাংলাদেশ
শরিফুলের বিদায়ের পর মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি অলআউট হয়েই যাচ্ছে, হারছে ৬০ এরও বেশি রানে। তবে মেহেদি হাসান মিরাজ আর হাসান মাহমুদ তা হতে দেননি। হারের ব্যবধানটা নামিয়ে এনেছেন ৫০ এর নিচে। ইনিংসের শেষ বলে হাসান বোল্ড হয়েছেন উইলিয়াম ও'রোরকের বলে। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪৪ রানে।
বাংলাদেশ ২০০/৯, ৩০ ওভার
১২:১৭
এবার শরিফুলের বিদায়
২৫ বলে চাই ৭১ রান। ব্যাট চালানো ছাড়া উপায় নেই কারো। ঠিক এই মুহূর্তে শরিফুল ইসলাম করলেন তার যা করা প্রয়োজন ছিল তাই। অ্যাডাম মিলনের বলে উড়িয়ে মেরেছিলেন, তবে বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচ নিলেন উইল ইয়াং। বাংলাদেশ খুইয়ে বসল তাদের অষ্টম উইকেট।
১৭৪/৮, ২৪.৬ ওভার
১২:০৩
আফিফ-হৃদয়ের বিদায়ে ফিকে জয়ের আশা
ওভারের শুরুর দিকে আফিফ হোসেন এলবিডব্লিউর শিকার হয়েও বেঁচে ফিরেছিলেন রিভিউর কল্যাণে। তবে তার সঙ্গী হৃদয় রক্ষা পেলেন না। সোধিকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৭ বলে ৩৩ রান করে ফিরে গেলেন হৃদয়। ৩৮ বলে ৫৬ রানের যে জুটি আশা দেখাচ্ছিল দলকে, তার শেষটা দেখে ফেলল বাংলাদেশ।
এর পরের ওভারে আফিফও ফিরলেন অভিষিক্ত জ্যাকব ডাফির প্রথম শিকার বনে। জয়ের আশাটা প্রায় বিবর্ণই হয়ে গেছে এখন।
বাংলাদেশ ১৬৫/৭, ২৪.০
১১:৫০
আশা দেখাচ্ছে আফিফ-হৃদয় জুটি
একের পর এক ব্যাটারদের আত্মাহুতিতে জয়টাকে অসম্ভবই লাগছিল এক পর্যায়ে। তবে আফিফ হোসেন আর তাওহীদ হৃদয়ের জুটিতে সে সম্ভাবনাটা আবারও মাথাচাড়া দিয়েছে। দুজনের জুটি ইতোমধ্যেই ৫০ রান ছুঁয়ে ফেলেছে।
বাংলাদেশ ১৫৩/৫, ২১ ওভার
১১:৩৩
রিভার্স সুইপে সর্বনাশ মুশফিকেরও
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেখানো পথেই হাঁটলেন মুশফিকুর রহিম। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তিনি। ১০৩ রান তুলতে অর্ধেক ইনিংস শেষ হয়ে গেছে দলের।
বাংলাদেশ ১০৩/৫, ১৬.১ ওভার
১১:২০
এবার ফিরলেন লিটন
সেট ব্যাটার আনামুলকে হারিয়েছে দল, খুব বেশিক্ষণ হয়নি। তবে লিটন বেশ সাবলীল ছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন ভালো কিছুর। কিন্তু তাকে তা করতে দেননি ক্লার্কসন। উইকেটের পেছনে ক্যাচ তুলিয়ে বিদায় করেছেন লিটনকে।
বাংলাদেশ ৯২/৪ ১৩.৩ ওভারে
১১:১০
ফিফটির আগেই ফিরলেন এনামুল
লক্ষ্যটা ওভারপ্রতি আটের একটু বেশি। তাই বাংলাদেশকে খেলতে হতো টি-টোয়েন্টির মতো করে। দলকে সে অ্যাপ্রোচেই এগিয়ে নিচ্ছিলেন এনামুল। রান তুলছিলেন দ্রুত। তবে তার ইনিংসটা শেষ হলো বড় কিছুর আগেই। ফিফটির দুয়ারে দাঁড়িয়ে ছিলেন, তবে সেটা আর ছোঁয়া হলো না। ফিরলেন তার আগেই। তাকে কট অ্যান্ড বোল্ড করে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পেলেন জশ ক্লার্কসন।
বাংলাদেশ ৮০/৩, ১১.২ ওভার
১০:৫১
রিভার্স সুইপে উইকেট খোয়ালেন শান্ত
শুরুতে উইকেট খোয়ানোর ধাক্কাটা নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয় মিলে ভালোভাবেই পুষিয়ে দিচ্ছিলেন। ৩০ বলে তুলে ফেলেছিলেন ৪৬ রান।
ইশ সোধি আক্রমণে আসতেই রিভার্স সুইপের ভূত মাথায় চেপে বসল শান্তর। সোধির লেগ স্টাম্পে করা বলটা রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি।
বাংলাদেশ ৪৭/২, ৬.৪ ওভার
১০:২৫
শুরুতেই ফিরলেন সৌম্য
দিনটা যত ভাবে খারাপ হওয়া যায়, হয়েছে সৌম্য সরকারের। দুটো ক্যাচ ছেড়েছেন, রান দিয়েছেন ওভারপ্রতি দশেরও বেশি। এবার ব্যাট হাতেও ব্যর্থ তিনি। ওপেন করতে নামানো হয়েছিল তাকে। ৪ বল খেলে শূন্য রানে ফিরছেন তিনি।
বাংলাদেশ ১/১
১০:১৬
বাংলাদেশের লক্ষ্য ২৪৫
নিউজিল্যান্ড তাদের ইনিংস শেষ করেছে ২৩৯ রান তুলে। বাংলাদেশের সামনে অবশ্য লক্ষ্যটা ২৪০ রানের চেয়েও বেশি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্যটা দাঁড়িয়েছে ২৪৫।
১০:০৮
২৩৯ রান তুলে থামল নিউজিল্যান্ড
শুরুর ওভারে ২ উইকেট তুলে নিয়ে শরিফুল ইসলাম বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্বপ্নের মতো একটা সূচনা। তবে এরপর উইল ইয়াংয়ের সেঞ্চুরি, তার আগে টম ল্যাথামের ঝোড়ো ৯২ রানে ভর করে নিউজিল্যান্ড পেয়ে গেছে বিশাল এক পুঁজি।
নিউজিল্যান্ড ২৩৯/৬, ৩০ ওভার
১০:০৬
শেষ ওভারে দুই রান আউট!
সেঞ্চুরির পরই ফিরেছিলেন ইয়াং। দুই রান নিতে গিয়ে শেষ রানটা শেষ করতে পারেননি। ফিরেছেন রান আউট হয়ে। এর এক বল পর টম ব্লান্ডেলও ওই রান আউটেরই শিকার। দুবারই ডিপ থেকে বলটা মাঝে পাঠিয়েছেন এনামুল হক বিজয়!
নিউজিল্যান্ড ২৩৬/৬, ২৯.৫ ওভার
১০:০৩
চ্যাপম্যানের বিদায়ের পর ইয়াংয়ের সেঞ্চুরি
আগের বলে মার্ক চ্যাপম্যান ফিরে গেছেন আফিফ হোসেন আর মিরাজের দারুণ ফিল্ডিংয়ে। এর পরের বলেই সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
নিউজিল্যান্ড ২৩১/৪
০৯:৪৫
ল্যাথামকে ফেরালেন মিরাজ
সেই প্রথম ওভারের পর আর উইকেট ছিল না বাংলাদেশের খাতায়। উইল ইয়াংয়ের সঙ্গে মিলে টম ল্যাথাম আফসোস বাড়িয়েই যাচ্ছিলেন দলের। নিজে চলে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। তবে মেহেদি হাসান মিরাজ তাকে তিন অঙ্কে যেতে দিলেন না।
তার ফুলার লেন্থের বল তার ব্যাটের ভেতরের কোণায় লেগে গেল প্যাডে, এরপর ভাঙল স্টাম্প। ল্যাথামের ইনিংস শেষ হলো তাতেই।
নিউজিল্যান্ড ১৮০/৩, ২৫.১ ওভার
০৯:৩০
ইয়াংয়ের ফিফটি
বাংলাদেশকে সামনে পেলেই কী যেন হয়ে যায় উইল ইয়াংয়ের। পুরো ক্যারিয়ারে তার হাফ সেঞ্চুরি সব মিলিয়ে ৮টা, এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই তিনটে! এর আগে দুটো ফিফটি ছিল এই দলের বিপক্ষে। এবার আজও ফিফটির দেখা পেয়ে গেলেন তিনি।
০৯:০৯
ম্যাচ ছোট হলো আরও
বৃষ্টিতে আরও কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। ৩০ ওভার করে খেলা হবে এখন। তাতে বাংলাদেশের কাজটা একটু কঠিন হয়ে এল বৈকি!
প্রত্যেক বোলার বল করতে পারবেন ৬টি করে। এদিকে হাসান মাহমুদের চলছে ৬ষ্ঠ ওভার। আর শরিফুল-মুস্তাফিজের হাতে আছে ১টি করে ওভার। ফলে সৌম্য-মিরাজকে দিয়েই বোলিং শেষ করাতে হতে পারে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে।
০৮:১৪
মাঠ ছাড়ছেন দর্শকরা
দৃশ্যটা খুব বেশি ভালো নয়। কমপক্ষে ৩০-৪০ শতাংশ দর্শক মাঠ ছেড়ে যাচ্ছেন, কারণ বৃষ্টি কমার যে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না!
বৃষ্টি থামলেও নিউজিল্যান্ডের হাতে খুব বেশি ওভার থাকবে বলে মনে হচ্ছে না। বড়জোর ৬-৮ ওভার পাবে স্বাগতিকরা। তবে সেটা এখনই যদি বৃষ্টি থেমে যায়, তাহলে!
০৭:৪০
বৃষ্টির হ্যাটট্রিক!
দুই দফা বৃষ্টির বাগড়া পড়ে গিয়েছে ম্যাচে। যার কারণে ইনিংসপ্রতি ৪ আর ৬ ওভার করে কমে ৪০ ওভারের ম্যাচে নেমে এসেছে খেলার দৈর্ঘ্য।
এবার তৃতীয় বারের মতো বৃষ্টি এসে হানা দিল ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। খেলা বন্ধ হলো আবারও।
নিউজিল্যান্ড ১০৮/২, ১৯.২ ওভারে
০৭:৩৭
৪০০০ হাজারি ক্লাবে ঢুকে ল্যাথাম পেলেন ফিফটিও
শুরুর ওভারে দুই উইকেট খুইয়ে নিউজিল্যান্ড বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকে স্বাগতিকদের কক্ষপথে ফিরিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম।
পথে একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এখন তার নামের পাশে যোগ হয়ে গেছে ৪০০ রান।
এর ঠিক পরের বলেই তিনি নিয়েছেন সিঙ্গেল। তাতে ফিফটিও পাওয়া হয়ে গেছে তার।
০৭:১২
বৃষ্টি শেষে খেলা শুরু
আগের দফায় ৭০ মিনিটের পর এবার ৩০ মিনিট চলে গেল বৃষ্টির কবলে। তবে সুখবরটা হচ্ছে, বৃষ্টি শেষে খেলা মাঠে গড়াচ্ছে আবার।
খেলার দৈর্ঘ্য অবশ্য কমে এসেছে আরও একটু। এবার ৬ ওভার কমে গেছে ইনিংস থেকে। ৪০ ওভারের খেলা, বাংলাদেশ ইনিংসে ৮ ওভারে হবে প্রথম পাওয়ারপ্লে।
০৬:২৮
আবারও বৃষ্টি!
আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে খেলা চালিয়ে যাওয়ায় তাতে কোনো সমস্যা হচ্ছিল না। হলো এবার।
ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলটা করা হয়েছে। ঠিক তখনই বৃষ্টি হানা আবারও। ফলে পড়িমরি করে কভার নিয়ে আসা হলো মাঠে, দুই দল মাঠ ছাড়ল রীতিমতো দৌড়ে।
নিউজিল্যান্ড ৬৩/২, ১৩.৫ ওভার
০৫:৫৯
ক্যাচ ফেললেন সৌম্য!
অফ স্টাম্পের একটু বাইরে বাড়তি বাউন্স পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে ব্যাট চালিয়ে বসেছিলেন ল্যাথাম, বল চলে গিয়েছিল স্লিপে। কিন্তু সেখানে সুযোগটা লুফে নিতে পারেননি সৌম্য সরকার! তার আঙুলের ফাঁক দিয়ে বলটা বেরিয়ে গেল। দ্বিতীয় পাওয়ারপ্লের শুরুতে সুযোগ হারাল বাংলাদেশ!
নিউজিল্যান্ড ৩৭/২, ৯.১ ওভার
০৫:৫৬
ধাক্কা সামলে পাওয়ারপ্লে শেষ স্বাগতিকদের
খেলার দৈর্ঘ্য কমে এসেছে ৪ ওভার। কমে এসেছে পাওয়ারপ্লের ওভার সংখ্যাও। ৯ ওভারে শেষ পাওয়ারপ্লে।
শুরুতে দুটো উইকেট খুইয়ে নিউজিল্যান্ড বেশ বিপাকেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে পাওয়ারপ্লেতে আর কোনো ভুল হতে দেননি অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়াং। গড়ে তুলেছেন ৩০ রানের জুটি।
নিউজিল্যান্ড ৩৫/২, ৯ ওভার
০৫:২৩
এ যেন স্বপ্নের শুরু!
স্বপ্নের শুরুই তো! শুরুর ওভারেই শরিফুল ইসলাম পেয়ে গেলেন জোড়া উইকেটের দেখা!
শুরুতে ফেরালেন রাচিন রবীন্দ্রকে। তার অফ স্টাম্পে করা বলটায় খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রাচিন।
এরপর পালা হেনরি নিকলসের। অফ স্টাম্পের বাইরে বলটার লেন্থ এবার একটু কমালেন শরিফুল। সেটাতেই ব্যাট চালিয়ে দিলেন নিকলস, স্লিপে থাকা এনামুল হক বিজয়ের হাতে উঠল ক্যাচ। শুরুর ওভারেই জোড়া সাফল্য চলে এল বাংলাদেশের খাতায়!
০৫:১৬
৩ পেসার নিয়ে নামল বাংলাদেশ, তামিম বেঞ্চে
এই ম্যাচে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। তবে ব্যাটার নিয়ে নামছে ৮ জনই। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, তার জায়গায় একাদশে এসেছেন ওপেনার এনামুল হক বিজয়।
এদিকে নিউজিল্যান্ড একাদশ সাজিয়েছে তরুণদের ওপর ভর করে। একাদশে আছে দুই অভিষিক্ত- জ্যাকব ডাফি, উইলিয়াম ও'রউরকে।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (সি), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও'রউরকে।
০৫:১১
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনো। এমন পরিস্থিতিতে টসটা জিতলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
০৫:০৮
ভেজা আউটফিল্ড! খেলা শুরুতে ৭০ মিনিট দেরি
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে খেলা শুরু হয়ে প্রথম পাওয়ারপ্লে হয়েও যাওয়ার কথা। কিন্তু তা এখনো হয়নি। কেন? বৃষ্টি হয়েছে একপশলা, এখনও ডানেডিনে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরুই হয়নি।
তবে শুরু হতে আর বেশি দেরি নেই। বাংলাদেশ সময় ভোর ৫টা ১০মিনিটে শুরু হবে খেলা। তবে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে, খেলা হবে ৪৬ ওভার করে।