লাইভ আপডেট

ম্যাচসেন্টার: নিউজিল্যান্ড-বাংলাদেশ শেষ ওয়ানডে

০৮:০৯

শান্তর ফিফটি, সঙ্গে বাংলাদেশের জয়ও!

ডিপ কভারে বলটা চলে যেতেই দুটো রান তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গে সঙ্গে ফিফটি হয়ে গেল তার। তবে তার চেয়ে বেশি তৃপ্তিটা জয়ের। জয়টাও যে সেই ডাবলেই চলে এসেছে!

বাংলাদেশ ৯৯/১, ১৫.২ ওভার
ফলাফল-- বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।


০৮:০১

৩৭ বছরের পুরোনো রেকর্ডটা ধরে রাখল নিউজিল্যান্ড

আজ নিউজিল্যান্ডের অনেক রেকর্ডই পড়ে গেছে হুমকির মুখে। চলতি শতাব্দিতে কখনোই ১০ উইকেটে না হারার কীর্তিটা ছিল তারই একটা। বাকি সব কিছু না হোক, অন্তত এ রেকর্ডটা ধরে রাখল নিউজিল্যান্ড। ১৯৮৭ এর মার্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হারের পর থেকে নিজেদের মাঠে আর কখনো এত উইকেটের ব্যবধানে হারেনি নিউজিল্যান্ড। আজও হারল না।

উইল ও'রোর্কের করা অফ স্টাম্পের বাইরের বল এনামুল হকের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে থাকা টম ব্লান্ডেলের হাতে। ৩৭ রানে ফেরেন এনামুল।

বাংলাদেশ ৮৪/১, ১২.৬ ওভার


০৭:৪৯

এক ওভারে শান্তর ৪ চার!

নাজমুল হোসেন শান্ত যেন ম্যাচটা যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছেন। ১১তম ওভার করতে আসা উইল ও'রোর্ককে হাঁকালেন একটা-দুটো নয়, চারটা চার। ওভার থেকে আসল ১৭ রান।

বাংলাদেশ ৭৪/০, ১১ ওভার


০৭:৪৪

ফিফটি আপ!

লক্ষ্যটা একেবারেই মামুলি। ৯৯ রান চাই জিততে। বাংলাদেশ ইতোমধ্যেই পেয়ে গেছে দলগত ফিফটির দেখা। পাওয়ারপ্লে শেষ করেছে ৫৭ রান তুলে। জিততে হলে বাংলাদেশের এখন চাই ৪০ ওভারে ৪২ রান।

বাংলাদেশ ৫৭/০, ১০ ওভার


০৭:৪২

নিউজিল্যান্ড রেকর্ডটা ধরে রাখতে পারবে?

নিউজিল্যান্ড নিজেদের মাঠে কখনো হারেনি বাংলাদেশের কাছে। সে অহম ভেঙে দেওয়ার দারুণ চোখরাঙানিই দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

শঙ্কায় আছে নিউজিল্যান্ডের আরও একটা রেকর্ডও। মার্চ ১৯৮৭ এর পর নিজেদের মাটিতে কখনো ১০ উইকেটে হারেনি নিউজিল্যান্ড। প্রায় ৩৭ বছরের পুরোনো রেকর্ডটা আজ হুমকির মুখে! তার কোনোটা কি আজ কিউইরা ধরে রাখতে পারবে?

 


০৭:৩২

আউট না হয়েও সাজঘরে ফিরলেন সৌম্য

ডান চোখে সমস্যা দেখা দিয়েছে সৌম্য সরকারের। ফিজিও উইকেটে চলে এসেছিলেন ড্রপ নিয়ে। তা চোখে দেওয়াও হলো। তবে ব্যাট করার মতো যথেষ্ট হলো না সৌম্যের জন্য। তিনি তাই ফিরে যাচ্ছেন আউট না হয়েও। 

বাংলাদেশ ১৭/০, ৪.৫ ওভার


০৬:৪৯

রেকর্ড অ্যালার্ট!

বাংলাদেশের বিপক্ষে আজকে করা ৯৮ নিউজিল্যান্ডের সর্বনিম্ন। বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে কম রানে আর কখনোই অলআউট হয়নি কিউইরা।


০৬:৩৪

১০০’র আগেই শেষ নিউজিল্যান্ড

তানজিম, শরিফুল, সৌম্য আলো ছড়িয়েছেন আগে। এবার মুস্তাফিজুর রহমান যোগ দিলেন তাদের দলে। ওরোর্ককে বোল্ড করলেন। তাতেই নিউজিল্যান্ডের ইনিংসে যবনিকা পড়ে গেল। ৯৮ রান তুলতেই শেষ হলো স্বাগতিকদের ইনিংস।

নিউজিল্যান্ড ৯৮/১০, ৩১.৪ ওভার


০৬:২০

সৌম্যের আরও এক!

টেল এন্ডারকে যা করা দরকার, তাই করছেন সৌম্য সরকার। অফ স্টাম্পের একটু বাইরে বলটা করেছিলেন অরবিন্দ অশোককে। সেটা তাড়া করতে গেলেন অশোক। এবং উইকেটের পেছনে ক্যাচ দিলেন। তিন ওভারে তিন উইকেট তুলে নিলেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ড ৯৭/৯, ৩০.৪ ওভার


০৬:১১

আবারও সৌম্য! অলআউটের খুব কাছে নিউজিল্যান্ড!

আরও এক সাফল্য এসে লুটিয়ে পড়ল সৌম্যের হাতে। এবার পুরোদস্তুর বোলারের মতোই ব্যবহার করলেন ডেলিভারিটাকে। টেল এন্ডার সামনে, তাকে ইয়র্কার দিলেই তো হয়! সৌম্য করলেন তাই, অ্যাডাম মিলনের রক্ষণ ভেঙে বলটা আঘাত হানল স্টাম্পে। দুই ওভারে দুই উইকেট তুলে নিলেন সৌম্য!

নিউজিল্যান্ড ৮৬/৮, ২৮.৬ ওভার


০৬:১০

এবার বল হাতে সাফল্য সৌম্যের

আগের ম্যাচে ঠিক এই সময়টায় ব্যাট হাতে তিনি শাসাচ্ছিলেন কিউই বোলারদের। আজ সে সৌম্য সরকার সাফল্য পেলেন বল হাতে।

ওই চেনা এন্ডটা থেকেই। যে প্রান্ত থেকে শরিফুল টানা তিন ওভার, তারপর তানজিম সাফল্য পেয়েছিলেন। এবার পেলেন সৌম্য।

বোলিংয়ে পরিবর্তন এনেছিলেন অধিনায়ক শান্ত। এবারও সাফল্য পেয়ে গেলেন শুরুর ওভারেই। ক্রিজের ভেতরে পড়ে বলটা ভেঙেছে জশ ক্লার্কসনের স্টাম্প।৮৫ রান তুলতে ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের!


০৫:৫৮

আবারও সাকিব!

একই প্রান্ত থেকে শরিফুল আগের তিন ওভারের প্রতিটিতে উইকেট তুলে নিয়েছিলেন। তিন ওভারে ছয় রান খরচায় তিন উইকেট তুলে নেওয়া শরিফুলকে সরিয়ে তানজিম সাকিবকে আক্রমণে ফিরিয়ে এনেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব তাকে ফল দিতেও বেশি দেরি করলেন না। প্রথম বলেই তুলে নিলেন উইকেট।

অফ স্টাম্পের বাইরের বল জোরের ওপর ড্রাইভ করতে চেয়েছিলেন টম ব্লান্ডেল। তিনিও ক্যাচ দিয়েছেন পয়েন্টে থাকা মিরাজের হাতে। নিউজিল্যান্ডের বিপদটা তাতে বাড়ল বৈকি!

নিউজিল্যান্ড ৭০/৬, ২২.১ ওভার


০৫:৪০

শরিফুলের আরও এক, অর্ধেক ইনিংস হাওয়া নিউজিল্যান্ডের

শরিফুল উড়ছেন, বাংলাদেশও রীতিমতো উড়ছে!

ফিরতি স্পেলের প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল। সে ওভারে টম ল্যাথামের পর পরের ওভারে উইল ইয়াংকে ফেরান তিনি। এবার টানা তৃতীয় ওভারে পেলেন উইকেটের দেখা। এবার তার শিকার মার্ক চ্যাপম্যান।

এ উইকেটটা যেন ল্যাথামের উইকেটটারই অ্যাকশন রিপ্লে। অ্যাঙ্গেল করে ভেতরে ঢুকিয়েছিলেন চ্যাপম্যানের। তার কোনো জবাবই ছিল না কিউই অলরাউন্ডারের কাছে। বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

নিউজিল্যান্ড ৬৫/৫, ২০.২ ওভার


০৫:৩২

ফিরে এসে বিধ্বংসী শরিফুল

টম ল্যাথাম আগের দুই ওয়ানডে মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে রান করেছেন ১২৬, গড়টাও তেমনই। আজ দারুণ শুরুর পরও তাই শঙ্কা রয়েই গিয়েছিল, যদি ল্যাথাম দাঁড়িয়ে যান!

তবে সম্ভবত দিনের সেরা বলে তাকে সাজঘরের রাস্তা দেখালেন শরিফুল ইসলাম। দ্বিতীয় স্পেলে এসেই দারুণভাবে অ্যাঙ্গেল করিয়ে ল্যাথামের রক্ষণ ভাঙলেন, আঘাত করলেন অফ স্টাম্পের একেবারে মাথায়। থিতু হওয়া কিউই অধিনায়ক ফেরেন তাতে। 

এরপর আরেক থিতু ব্যাটার উইল ইয়াংকেও তিনিই ফিরিয়েছেন পরের ওভারে। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ইয়াং ক্যাচ তুলেছেন পয়েন্টে থাকা মেহেদি হাসান মিরাজের হাতে। তিন ওভারের ব্যবধানে দুই থিতু ব্যাটারকে খুইয়ে নিউজিল্যান্ড পড়ে গেছে বেশ বেকায়দায়।

নিউজিল্যান্ড ৬১/৪, ১৮.৪ ওভার


০৪:৫০

সাকিবময় প্রথম পাওয়ারপ্লে

সাকিবময় প্রথম পাওয়ারপ্লে

৫-১-৯-২
শুরুর পাওয়ারপ্লে তানজিম হাসান সাকিবের বোলিং বিশ্লেষণ এই। তবে তিনি কিউই ব্যাটারদের ভুগিয়েছেন যেভাবে, তা পুরোপুরিও ফুটিয়ে তুলতে পারছে না এই ফিগার। পাওয়ারপ্লেতে বাংলাদেশও তাই সময় কাটিয়েছে বেশ ভালো। উইকেটে থাকা ঘাস আর দিনের শুরুর আদ্রতাকে কাজে লাগিয়েছে বেশ। নিউজিল্যান্ডকে চড়ে বসতে দেয়নি শুরুতেই। 

নিউজিল্যান্ড ২৭/২, ১০ ওভার শেষে


০৪:৪০

সাকিবের আরও এক!

নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে ব্রেকথ্রু পাইয়ে দিয়েছিলেন তানজিম হাসান সাকিব। এবার তার হাত ধরেই এলো দ্বিতীয় উইকেটটা। 

গ্রিনটপ উইকেটে বাড়তি বাউন্স আছে, যার দেখা মিলছিল ম্যাচের শুরু থেকেই। এবার সেই বাড়তি বাউন্সের কাছেই হার মানতে হলো তিনে নামা কিউই ব্যাটার হেনরি নিকলসকে। 

স্কয়ারের দিকে মাঠটা একটু চাপা। সাকিব-শরিফুলের বাড়তি চাপটা সামলাতে আড়াআড়ি ব্যাটে খেলে সে স্কয়ারেই বল পাঠাতে চেয়েছিলেন নিকলস। তবে বাড়তি বাউন্সে সেখানে ব্যর্থ হলেন একেবারে। বল উঠে গেল আকাশে। জমা পড়ল গিয়ে শর্ট মিড উইকেটে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।

নিউজিল্যান্ড ২২/২, ৭.২ ওভার


০৪:২০

বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তানজিম

আগের ম্যাচে উইকেটই পাননি। তবে আজ পেয়ে গেলেন শুরুর দিকেই। তানজিম সাকিব ফেরালেন রাচিন রবীন্দ্রকে। চতুর্থ ওভারে এসে ব্রেকথ্রুর দেখা পেয়ে গেল বাংলাদেশ।

 


০৪:১০

নিউজিল্যান্ড অপরিবর্তিতই

নিউজিল্যান্ড দলে অবশ্য এ ম্যাচে কোনো পরিবর্তন নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে স্বাগতিকরা।

নিউজিল্যান্ড একাদশ-
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, অ্যাডাম মিলনে, এ অশোক, জ্যাকব ডাফি এবং উইল ও’রকে।


০৪:০৯

বাংলাদেশ দলে এক পরিবর্তন

নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে একাদশে থাকা হাসান মাহমুদকে আজ রাখা হয়েছে বেঞ্চে। তার বদলে একাদশে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।


০৪:০৮

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজটা হাত ফসকে গেছে ইতোমধ্যেই। শেষ ম্যাচে দলের সামনে এখন হোয়াইটওয়াশের শঙ্কা। সেটা এড়াতে হলে এ ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় খোলা নেই দলের সামনে।

এই ম্যাচে টস ভাগ্যটাকে অবশ্য পাশে পেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে বাংলাদেশ নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, নিউজিল্যান্ডকে নামতে হচ্ছে ব্যাটিংয়ে।

 

আগের লাইভ