০৩:০০
বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচে জিতল বৃষ্টি
যে শঙ্কা ছিল, শেষমেশ সত্যি হলো তাই। বৃষ্টিই হাসল শেষ হাসিটা। বাংলাদেশ সময় দুপুর ১টায় বৃষ্টি নেমেছিল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে।
সে বৃষ্টি আর থামেনি একটুও। মাঝে তোড়টা একটু কমেছিল। কিন্তু তা পুরোপুরি থামেনি। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও বৃষ্টি বন্ধ হয়নি, এরপর যা হওয়ার তাই হয়েছে। আম্পায়াররা ম্যাচটা পরিত্যক্তই ঘোষণা করে দিলেন।
বাংলাদেশের সিরিজ জয়টা ঝুলে রইল এখনো। প্রথম ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে রইল ১-০ ব্যবধানে।
০২:০৫
যদি খেলা হয়...
যদি অলৌকিক কিছু ঘটে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য পরিস্থিতিটা খানিকটা সহজ হতে পারে। ৫ ওভারের খেলা হলে নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য পড়বে ৪৬ রান। আর যদি ১০ ওভারের খেলা হয়, তাহলে লক্ষ্যটা দাঁড়াবে ৮৫তে।
০২:০৪
বৃষ্টি থামার সম্ভাবনাই নেই!
একটা ঘণ্টা পেরিয়ে গেল। নতুন কিছুই ঘটেনি এই সময়ে। বৃষ্টি হয়েই যাচ্ছে।সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে, থামার কোনো নাম-নিশানা নেই।
ওয়েদারডটকমও দিচ্ছে দুঃসংবাদ। আগামী কয়েক ঘণ্টাতেও বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই।
০১:০৭
বৃষ্টিতে খেলা বন্ধ হলো এবার
বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। ঝিরঝিরে বৃষ্টিও এসেছিল একবার। এক ওভার আগে দুই আম্পায়ার মিলে অনেকক্ষণ কথা বলে শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিলেন খেলা চালিয়ে নেওয়ার।
তবে এবার খেলা বন্ধ করতেই হলো। বৃষ্টির তোড় বেড়েছে। দুই দলই দৌড়েছে সাজঘরের দিকে। খেলায় ব্যাঘাত ঘটলই শেষমেশ।
নিউজিল্যান্ড ৭২/২, ১১ ওভার
০১:০৫
কই মাছের প্রাণ, না মিচেলের ইনিংস?
ইনিংস তো নয় যেন কই মাছের প্রাণ!
এ পর্যন্ত দু’বার ক্যাচ তুলেছিলেন ড্যারিল মিচেল। একবার আফিফ হোসেনের অনেক সামনে পড়ছিল বলটা, অনেকখানি দৌড়ে এসে তিনি বলের নাগাল পেলেও হাতে জমিয়ে রাখতে পারেননি।
এরপরের ওভারে তার করা মিসহিট চলে যায় লং অনে। তবে ফিল্ডারের কাছে পৌঁছানোর আগেই বলটা ছুঁয়ে ফেলে মাটি। দুই বার সুযোগ দিয়েও দিব্যি টিকে আছেন মিচেল।
১২:৫৮
বৃষ্টি!
গ্রিন গ্যালারিতে দর্শকদের হাতে থাকা ছাতাগুলো খুলে যাচ্ছে এক এক করে। ক্যামেরাতেও দেখা গেল বৃষ্টির ছাঁটের। দুই আম্পায়ার মিলে কিছুক্ষণ কথাও বললেন, বৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা নিয়ে আলাপ হলো। তবে সব শেষে খেলাটা আবার চালিয়ে নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন দুজনে।
নিউজিল্যান্ড ৬৪/২, ৯.৩ ওভার
১২:৪৭
বিপদজনক সেইফার্টকে ফেরালেন সাকিব
মাথায় পাওয়া ওই আঘাতের পরই যেন বদলে গেলেন টিম সেইফার্ট। হাত খুলে মারতে থাকলেন একের পর এক বল। তাতে বাংলাদেশও পড়ে যাচ্ছিল শঙ্কায়।
তবে শেষমেশ তার থেকে দলকে মুক্তি দিলেন তানজিম সাকিব। তার বলে তুলে মারতে গিয়ে বৃত্তের একটু বাইরে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন সেইফার্ট। ২৩ বলে ৪৩ রান করা সেইফার্টের ইনিংসের ইতি ঘটে তাতে।
নিউজিল্যান্ড ৫৮/২, ৭.২ ওভার
১২:২৮
সেইফার্টের মাথায় লাগল বল, শরিফুল দেখালেন দারুণ ‘স্পোর্টসম্যানশিপ’
শরিফুলের করা অফ স্টাম্পের বাইরের বলটা সোজা ব্যাটে খেলেছিলেন তিনে নামা ড্যারিল মিচেল। তবে বলটা সোজা যেতে থাকে নন স্ট্রাইকে থাকা টিম সেইফার্টের দিকে, তা থেকে সরে যেতে চেয়েছিলেন কিন্তু রিঅ্যাকশন টাইম ছিল বেশ কম। বলটা গিয়ে লাগে সেইফার্টের মাথায়।
বল চলে যায় শরিফুলের কাছে। রান আউট করতে গিয়ে দেখলেন মাথায় বল লাগার কারণে সেইফার্ট পড়ে আছেন ক্রিজের বাইরে পিচের ওপর। রান আউট করতে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে যখন বুঝলেন কারণটা, তখন রান আউট করার সিদ্ধান্ত থেকে সরে আসেন শরিফুল।
শরিফুলের দেখানো দারুণ এই ‘স্পোর্টসম্যানশিপ’ প্রশংসা কুড়িয়েছে ধারাভাষ্যকারদেরও।
১২:১৭
শুরুতেই শরিফুলের আঘাত!
শুরুর ওভারে উইকেট তুলে নেওয়াটাকে যেন অভ্যাসেই পরিণত করে ফেলেছেন শরিফুল ইসলাম। প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন, আজ দলকে এনে দিলেন প্রথম ব্রেক থ্রুটা।
তার বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছেন ওপেনার ফিন অ্যালেন।
নিউজিল্যান্ড ৯/১, ১.২ ওভার
১১:৫৮
অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, ইশ সোধি ও টিম সাউদি।
১১:৫৬
ছিটকে গেলেন লিটন, দলে ঢুকলেন শামিম
লিটন দাসকে নিয়ে শঙ্কাটাই সত্যি হলো। তাকে ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ। তার জায়গায় দলে ঢুকেছেন শামিম পাটোয়ারী।
লিটন ছিটকে যাওয়ায় ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ওপেন করবেন সৌম্য সরকার ও রনি। তৌহিদ হৃদয় আর আফিফ হোসেন ব্যাটিংয়ে নামবেন এক ধাপ ওপরে উঠে।
বাংলাদেশ: সৌম্য সরকার, রনি তালুকদার (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
১১:৫৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। আজও সেই একই দৃশ্যের দেখা মিলল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতলেন টসে। নিউজিল্যান্ডকে পাঠালেন ব্যাটিংয়ে।