লাইভ আপডেট

ম্যাচসেন্টার: নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি

০৯:২৪

নিউজিল্যান্ডই জিতল

যা হওয়ার তাই হলো। বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব ছিল না। নিউজিল্যান্ড এগিয়ে ছিল ১৭ রানে। স্বাগতিকদেরই জয়ী ঘোষণা করা হলো। 

নিউজিল্যান্ড ৯৫/৫, ১৪.৪ ওভার

বাংলাদেশ ১১০/১০

ফল- নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)


০৯:০৪

বৃষ্টি!

বৃষ্টি নেমেছে মাঠে। দুই আম্পায়ার কথা বলছেন। খেলা বন্ধ হয়ে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। 

এই মুহূর্তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে এই মুহূর্তে এখন প্রয়োজন ছিল ৭৮ রানের। নিউজিল্যান্ড এগিয়ে ১৭ রানের ব্যবধানে।

একটু আগে কেন এল না এ বৃষ্টি!

নিউজিল্যান্ড ৯৫/৫, ১৪.৪ ওভার


০৮:৫৮

জয়ের পথে এগোচ্ছে নিউজিল্যান্ড

শান্তর ১৪ রানের ওই ওভারটাই খেলার মোড় ঘুরিয়ে দিল। এর আগ পর্যন্ত ৬৬ বলে ৬২ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতেও পিছিয়ে ছিল দলটা।

১৪ রানের সে ওভারের পর থেকে যে আড়মোড়া ভেঙেছে স্বাগতিকরা। পরের চার ওভারে এসেছে যথাক্রমে ৩, ৯, ৭ ও ৯ রান। জয় থেকে নিউজিল্যান্ড এখন আছে ২০ রানের দূরত্বে।

নিউজিল্যান্ড ৯১/৫, ১৪ ওভার


০৮:৪৭

মুস্তাফিজের আরও একটা তিন রানের

আগের ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন তিন রান। সে ওভারে মার্ক চ্যাপম্যানের উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। 

মুস্তাফিজ আক্রমণে এসে আরও একটা তিন রানের ওভার করে গেলেন। আগের ওভারে ১৪ রান হজম করে বাংলাদেশ যে চাপে পড়েছিল, তা থেকে কিছুটা রেহাই দিলেন দলকে। 


০৮:৪৩

শান্তর ওভারে এল ১৪ রান, এগিয়ে গেল নিউজিল্যান্ড

ডিএলএস পদ্ধতিতে এতক্ষণ পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশই। বৃষ্টি এলে লাভটা হতো সফরকারীদের।

কিন্তু দশম ওভারে কী ভেবে আক্রমণে আসার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। সে ওভারে এক ছক্কা আর এক চারে জিমি নিশাম নিলেন ১৪ রান। তাতেই নিউজিল্যান্ড গেল অনেকটা এগিয়ে। 

এদিকে আকাশে মেঘ জমতে শুরু করেছে এখন। বৃষ্টি এলে কপাল পুড়বে বাংলাদেশের। 


০৮:৩৫

তৃতীয় বারের মতো অ্যালেনকে ফেরালেন শরিফুল

ফিন অ্যালেনকে এই সিরিজে দুই ম্যাচে আউট করেছেন শরিফুল ইসলাম। তবে এবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো আগের দুবারের ডিসমিসালগুলো ছিল না। 

৩১ বলে ৩৮ রান করে তিনি গলার কাঁটা হয়ে ছিলেন বাংলাদেশের। অবশেষে তাকে সাজঘরের পথ দেখালেন শরিফুল। অর্ধেক ইনিংস শেষ নিউজিল্যান্ডের। 

নিউজিল্যান্ড ৪৯/৫, ৮.৩ ওভার


০৮:২৯

আয় বৃষ্টি ঝেঁপে

আগের ওভারেই দেখা গেছে আকাশে কালো মেঘ। বাতাসের তোড় বেড়েছে। বৃষ্টির সম্ভাবনা এখন প্রবল। 

বৃষ্টিতে এখনই খেলা বন্ধ হয়ে গেলে এগিয়ে থাকবে বাংলাদেশই। 

নিউজিল্যান্ড ৪৮/৪, ৮ ওভার 


০৮:২৮

রান আউটের কাটায় শেষ চ্যাপম্যান

ফিন অ্যালেন টিকে আছেন এখনো। নিউজিল্যান্ডের আশাও টিকে আছে তাই। তবে তার ইনিংস শেষও হয়ে যেতে পারত। ভুল বোঝাবুঝিতে সঙ্গী মার্ক চ্যাপম্যান আর তিনি চলে এসেছিলেন একই প্রান্তে। তবে শেষমেশ চ্যাপম্যান নিজের ইনিংসটা 'স্যাক্রিফাইস' করলেন। 

নিউজিল্যান্ড ৩৮/৪, ৬.৫ ওভার

 


০৮:১৯

এবার শরিফুল!

শেখ মাহেদির পর এবার শরিফুল। বাংলাদেশকে এনে দিলেন আরও এক মহামূল্য উইকেট। 

তার করা অফ স্টাম্পের বাইরের বলটা একটু ভেতরে ঢুকল। গ্লেন ফিলিপসের ব্যাট-প্যাডের ফাঁক গলে গিয়ে ভাঙল অফ স্টাম্প। 

নিউজিল্যান্ড ৩০/৩, ৪.৬ ওভার


০৮:১০

এবার মিচেলকেও ফেরালেন মাহেদি

আগের ওভারে সেইফার্টকে বিদায় করেছিলেন। বাংলাদেশকে এবার দ্বিতীয় উইকেটের দেখাও পাইয়ে দিলেন শেখ মাহেদিই। তার খানিকটা ধীরগতির ভেতরে ঢোকা বলটা তুলে মারতে চেয়েছিলেন ড্যারিল মিচেল। কিন্তু বলটা স্রেফ মিড অফ পর্যন্তই নিতে পারলেন তিনি। সেখানে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঠিকই ক্যাচটা নিয়েছেন। ১ রানে বিদায় নিতে হলো মিচেলকে। 

নিউজিল্যান্ড ২৬/২, ৩.৪ ওভার


০৭:৫৯

সেইফার্টকে ফেরালেন মাহেদি

তানভির ইসলামের করা প্রথম ওভারে ১১ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শেখ মাহেদি। ফেরালেন টিম সেইফার্টকে।

নিউজিল্যান্ড ১৬/১, ১.৪ ওভার

 


০৭:৪০

১১০ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে তিন অঙ্কে নিয়ে আসার পরই তানভির ইসলাম বনে গিয়েছিলেন টিম সাউদির শিকার। এরপর রিশাদ হোসেনকে বোল্ড করে বাংলাদেশকে অলআউট করে দিয়েছেন অ্যাডাম মিলন। 

বাংলাদেশ ১১০/১০, ১৯.২ ওভার


০৭:৩১

১০০ পেরোলো বাংলাদেশ

স্যান্টনার যেভাবে বাংলাদেশের মিডল অর্ডার ধসিয়ে দিয়ে গিয়েছিলেন, তাতে তো শঙ্কাই জেগেছিল, তিন অঙ্কের আগেই গুটিয়ে যাওয়ার মুখে ছিল দল। তবে রিশাদ হোসেন আর তানভির ইসলাম মিলে সে শঙ্কা দূর করেছেন অন্তত। বাংলাদেশকে তিন অঙ্ক ছুঁইয়ে দিয়েছেন। 

বাংলাদেশ ১০০/৮, ১৭.৩ ওভার


০৭:১৩

এবার স্যান্টনারের শিকার মাহেদি, সঙ্গে শামিম!

নিউজিল্যান্ড বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। স্যান্টনার এবার পেয়ে গেলেন তার তৃতীয় উইকেট। তার সবশেষ শিকার শামিম পাটোয়ারী। এর আগে এ ওভারেই শেখ মাহেদিকে সাজঘরের পথ দেখিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

 বাংলাদেশ ৮১/৭, ১৪.৫ ওভার


০৭:০২

হৃদয়ও ফিরলেন

স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে আম্পায়ার তাতে সাড়া দেননি। সঙ্গে সঙ্গে রিভিউ নিউজিল্যান্ডের। তাতে সফল তারা। দেখা যায় ব্যাট পেরোনোর সময় বল ছুঁয়ে গেছে তা। হৃদয় বিদায় নিলেন ১৬ রান করে।

বাংলাদেশ ৬৮/৫, ১১ ওভার


০৬:৫৫

১০ ওভারে এল ৬৫ রান

শুরুটা মোটেও ভালো হয়নি। ১০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মোটে ৬৫। তাও আবার ৪ উইকেট খুইয়ে। 

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে জয়ী দলের গড়পড়তা রান ১৭০ এরও বেশি। সে রানটা ছোঁয়া আপাতত বেশ কঠিন বলেই মনে হচ্ছে।


০৬:৪৯

আফিফও ফিরলেন এবার

মিচেল স্যান্টনারের ঝুলিয়ে দেওয়া বলটা উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে চেয়েছিলেন আফিফ। কিন্তু যা করতে চেয়েছিলেন তার ধারেকাছেও যেতে পারলেন না। বল তার ব্যাটের ভেতরের কোণায় লেগে প্যাড ছুঁয়ে চলে গেল কিপারের কাছে। ১৩ বলে ১৪ রান করে আউট তিনি।

বাংলাদেশ ৫৯/৪, ৮.৪ ওভার


০৬:৪১

আছে বৃষ্টির চোখরাঙানি

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দিনের শুরুটা রৌদ্রোজ্জ্বলই ছিল। কিন্তু বৃষ্টির শঙ্কাটা যাচ্ছেই না। স্থানীয় সময় দুপুর একটার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে আজ।


০৬:৩৯

পাওয়ারপ্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের

পাওয়ারপ্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তর পর এবার বিদায় নিলেন রনি তালুকদারও! বাংলাদেশের স্কোরবোর্ডে উঠেছে ৪৫ রান।
 
 

০৬:২৬

নিউজিল্যান্ড একাদশ অপরিবর্তিত

নিউজিল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে মাঠে।

নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।


০৬:২৫

আজও নেই লিটন, একাদশে এক পরিবর্তন

বাংলাদেশ একাদশে আজও নেই লিটন দাস। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি চলে গেছেন মাঠের বাইরে। দলে আজ আছে একটি পরিবর্তন। তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে এসেছেন তানভির ইসলাম। 

বাংলাদেশ

রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

 


০৬:২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচ গেছে বৃষ্টিতে ভেসে। যার ফলে সিরিজে এখন কেবল একটা দলই হাসতে পারে বিজয়ীর হাসি, সে দলটা বাংলাদেশ। 

সিরিজ জেতার লক্ষ্যেই যে এই ম্যাচে বাংলাদেশ নেমেছে মাঠে, তা আর বলতে। এই ম্যাচে টস ভাগ্য কথা বলেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে। টস জিতে তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

 

আগের লাইভ