০৪:৪৮
সাকিব তামিমের লড়াইয়ে শেষ হাসি তামিমদেরই
অল্প পুঁজি নিয়ে ম্যাচটা জমিয়েই তুলেছিল রংপুর রাইডার্স। ১১৩ রানে তুলে নিয়েছিল ৫ উইকেট। তবে এরপর বরিশালকে আর পা হড়কাতে দেননি শোয়েব মালিক আর মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় বরিশালকে।
তাতে সাকিব আল হাসানের রংপুরের বিপক্ষে শেষ হাসিটা হাসে তামিম ইকবালের বরিশাল।
ফরচুন বরিশাল ১৩৮/৫, ১৯.১ ওভার
ফল- বরিশাল ৫ উইকেটে জয়ী।
০৪:৪০
মুশফিকের বিদায়, রংপুরকে ম্যাচে ফেরালেন সাকিব
স্টাম্প সোজাসুজি আর্মার করেছিলেন সাকিব, খানিকটা জোরের ওপর ছিল বলটা। খানিকটা জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক, পয়েন্ট ছিল বৃত্তের ভেতর। তবে সে চেষ্টায় সফল হননি মুশফিক, বলটা ভেঙেছে স্টাম্প। ২৭ বলে ২৬ রান করে ফেরেন তিনি।
তাতেই ম্যাচে নতুন করে প্রাণ সঞ্চার করলেন সাকিব। ২০ বলে দলটির চাই ২২ রান।
বরিশাল ১১৩/৫, ১৬.৪ ওভার
০৪:১৯
স্লগ সুইপে উইকেট খোয়ালেন মিরাজ
তৃতীয় ওভারে আক্রমণে আসা হাসান মুরাদের আরও এক সাফল্য। এবার তিনি তুলে নিলেন মেহেদি হাসান মিরাজের উইকেট।
আস্কিং রেটটা ছয়েরও নিচে। তবে মিরাজের যেন তাড়া ছিল আরও দ্রুত খেলা শেষ করার। সেটাই কাল হলো তার। হাসান মুরাদকে স্লগ সুইপ করতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন বাউন্ডারি লাইনে থাকা কিংয়ের হাতে ক্যাচ দিয়ে।
ফরচুন বরিশাল ৯৪/৪, ১২.৩ ওভার
০৪:০৬
রিভিউ হারাল রংপুর
এক ওভারের এদিক ওদিকে দুই উইকেট তুলে নিলেও রংপুর রাইডার্স এখনো মোটাদাগে ব্যাকফুটেই। পুঁজি বেশি নয়, তার ওপর উইকেটে এখন আছেন মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ। তাই আরও একটা উইকেটের জন্য মরিয়া রংপুর।
তারই ছাপ পড়ল রিভিউতে। হাসান মুরাদের বলটা বেরিয়ে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। তারপরও মুশফিকের প্যাডে লাগা বলটায় আবেদন করে বসে রংপুর। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে বসেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে রিভিউতে দেখা যায় বলটা আসলে লেগ স্টাম্প মিসই করছিল। রিভিউটা গচ্চা যায় রংপুরের।
বরিশাল ৭৫/৩, ৮.৫ ওভার
০৩:৫৯
প্রথম ওভারে সফল মুরাদও! ফেরালেন সৌম্যকে
'ফার্স্ট ওভার চার্মে' আরও একবার কাজ হয়ে গেল রংপুর রাইডার্সের। সাকিব, নবীর পর এবার হাসান মুরাদ নাম লেখালেন এই তালিকায়। প্রথম ওভারেই তুলে নিলেন প্রথম উইকেট। তবে তিনি সাকিব, নবীর চেয়ে আলাদা, কারণ তিনি উইকেটটা পেয়েছেন প্রথম বলেই।
তার বলে স্লগ সুইপ করতে গিয়েছিলেন আগের ওভারে উইকেটে আসা সৌম্য সরকার। ব্যাটের কোণায় লেগে সোজা ওপরে উঠে যায় বলটা। মিড অনের অনেক ওপরে থাকা মোহাম্মদ নবীর হাতে গিয়ে জমা পড়ে বল। সৌম্য ফেরেন ১ রানে, প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে যান মুরাদ।
বরিশাল ৬৭/৩, ৭.১ ওভার
০৩:৫৪
তামিমকে ফেরালেন নবী
আগের বলেই একটা ছক্কা হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। মোহাম্মদ নবীর পরের বলেও উইকেট ছেড়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি, তবে এবার আর বলের লাইনেই যেতে পারেননি, স্টাম্পিং হয়ে ফিরেছেন ২৩ বলে ৩৫ রান করে। সাকিবের পর নবীও প্রথম ওভারেই সফলতা পেলেন এবার।
বরিশাল ৬৬/২, ৭.৪ ওভার
০৩:৪০
প্রথম ওভারেই সাকিবের উইকেট
পুঁজিটা মাত্র ১৩৪ রানের। তার ওপর তামিম ইকবাল আর ইবরাহিম জাদরান মিলে ফরচুন বরিশালের শুরুটা করেছিলেন বেশ ভালো। চার ওভার হয়ে গিয়েছিল, উইকেটের দেখাই পাচ্ছিল না রংপুর। সেই রংপুরকে ব্রেকথ্রু এনে দিলেন সাকিব আল হাসান।
পঞ্চম ওভারে প্রথমবারের মতো এলেন আক্রমণে। এসেই উইকেট তুলে নিলেন ইবরাহিমের। তাকে মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন ব্যাট হাতে ব্যর্থ সাকিব।
বরিশাল ৩২/১, ৪.২ ওভার
০৩:০৮
মাহেদির ঝোড়ো ব্যাটিংয়ে রংপুরের পুঁজি ১৩৪
নবী-শামিম পাটোয়ারীর বিদায়ের পর রংপুর তাকিয়ে ছিল শেখ মাহেদির ব্যাটের দিকে। তিনি তার কাজটা ভালোভাবেই করেছেন। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন ৪টি চার আর ১টি ছয়ে। রংপুর রাইডার্সের রানটা তাই ১৩০ পেরিয়েছে শেষমেশ। শেষ ওভারে মাহেদির বিদায়ের পর অবশ্য একটা ছক্কা হাঁকিয়েছেন সালমান ইরশাদ। রংপুর ইনিংসটা শেষ করে ১৩৪ রান তুলে।
রংপুর রাইডার্স ১৩৪/৯, ২০ ওভার
০২:৪৬
নবীর পর শামিমকেও হারাল রংপুর
ইনিংসের মাঝ পথে ৫ উইকেট খুইয়ে বসেছিল রংপুর। সে মুহূর্তে দলটার শেষ আশা ছিল মোহাম্মদ নবী আর শামিম পাটোয়ারীর জুটিতে। তবে সে আশার কলি ফুল হয়ে ফুটতে পারেনি শেষমেশ। নবী আর শামিমের দুজনই ফিরে গেছেন ১১ বলের এদিক ওদিকে। দুজনকেই ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। রংপুর তাতে পড়ে গেছে ঘোর বিপদে।
রংপুর রাইডার্স ৯৭/৭, ১৫.৫ ওভার
০২:২২
আশা জাগিয়ে ফিরলেন অধিনায়ক সোহানও
১৫ রানে তিন আর ৩১ রানে চার উইকেট হারিয়ে সমূহ বিপদের সামনে দাঁড়িয়ে ছিল শিরোপাপ্রত্যাশী রংপুর। স্থিতধী ব্যাটিংয়ে এরপর দলকে আরও বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান আর শামিম পাটোয়ারী।
তবে তাদের জুটিটাকে বেশিক্ষণ টিকতে দেয়নি বরিশাল। শোয়েব মালিক তাকে ফিরিয়েছেন দশ ওভার শেষ হওয়ার ঠিক আগে। তবে তাতে সোহানের দায়ও কম নয়। প্রায় ওয়াইড লাইনের কাছাকাছি পিচ করা বলটা তাড়া করতে গিয়েছিলেন তিনি, ব্যাটে বলে হয়নি, ব্যাটে চুমু এঁকে বলটা গিয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের হাতে।
রংপুর রাইডার্স ৬৫/৫, ৯.৬ ওভার
০২:০০
ওমরজাইয়ের ইনিংসও গোড়াতেই শেষ
৬ রানে ফিরলেন আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই। বরিশালের লঙ্কান স্পিনার দুনিথ ভেলালাগের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেছেন তিনি।
রংপুর - ৩১/৪ (৫ ওভার)
০১:৪৯
রিভিউ নষ্ট বরিশালের
ব্যাটারদের মনে ভয় ধরাচ্ছেন পেসার ইমরান। নুরুল হাসান সোহান তার বল খেলতে গিয়ে লাইন মিস করলেন, বল আঘাত হানল প্যাডে। আম্পায়ার লেগ বিফোরের আবেদনে সাড়া না দেয়ায় রিভিউ নেন বরিশাল অধিনায়ক তামিম। কিন্তু রিভিউতে দেখা যায়, বল লেগ স্টাম্প লাইনের বাইরে পিচ করেছে। তাই শুরুতেই রিভিউ খোয়াতে হলো বরিশালকে।
রংপুর - ১৬/৩ (৩ ওভার)
০১:৪৪
খালেদের জোড়া শিকার, বিপদে রংপুর
ওভারের চতুর্থ এবং শেষ বলে দুই উইকেট পেসার খালেদ আহমেদের ঝুলিতে। খালেদকে তুলে মারতে গিয়ে ডিপ থার্ডে ইমরানের ক্যাচ হয়েছেন রনি তালুকদার (৫)। এর ঠিক এক বল পরই সাকিব আল হাসানের (২) স্টাম্প ধসিয়ে দিয়েছেন এই পেসার। ১৫ রানে ৩ উইকেট নেই, ঘোর বিপদে রংপুর!
রংপুর - ১৫/৩ (২ ওভার)
০১:৩৭
উইকেটে শুরু, চারে শেষ
কিংয়ের স্টাম্প গুঁড়িয়ে ওভার শুরু করেছিলেন ইমরান, তবে শেষটা সুন্দর হলো না। ওভারের শেষ বলে তার করা নিচু ফুল টসে সপাটে হাঁকিয়ে চার আদায় করে নিয়েছেন রনি তালুকদার।
রংপুর - ১৩/১ (১ ওভার)
০১:৩১
প্রথম বল, প্রথম উইকেট!
প্রথম বলেই মোহাম্মদ ইমরানের দুর্দান্ত ইয়র্কারে উপড়ে গেল ব্র্যান্ডন কিংয়ের স্টাম্প।
রংপুর - ০/১ (০.১ ওভার)
০১:২১
সাকিবকে নিয়ে রংপুরের একাদশ
ব্র্যান্ডন কিং, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রনি তালুকদার, মেহেদী হাসান, শামিম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ, সালমান ইরশাদ
০১:১৩
অভিজ্ঞতায় ভরপুর বরিশালের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, দুনিথ ভেলালাগে, মোহাম্মদ ইমরান
০১:০৫
টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল
মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্য ফরচুন বরিশালের পক্ষে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।