০৯:৩৭
ম্যাচসেরা শান্ত
দারুণ এক ফিফটিতে দলকে জিতিয়েছেন। এবার ম্যাচসেরার পুরস্কারটাই জিতে নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
০৯:৩০
শান্তর ফিফটি, সঙ্গে সিরিজেও সমতা
১৮তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন তাওহীদ হৃদয়। তাতে একটা শঙ্কাও তৈরি হয়েছিল। শান্ত ফিফটি পাবেন তো? বাংলাদেশ অধিনায়কের প্রয়োজন ছিল ৩ রান, আর দলের প্রয়োজন ছিল ২। তবে ফিফটিটা তিনি ছক্কা হাঁকিয়েই পূরণ করেছেন। সঙ্গে সঙ্গে ৮ উইকেটের দারুণ জয়টাও এসে লুটিয়ে পড়ল বাংলাদেশের পায়ে। সিরিজে চলে এল ১-১ সমতা।
বাংলাদেশ ১৭০/২, ১৮.১ ওভার
ফল- বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
সিরিজ- ১-১ সমতায়
০৯:১১
৫ ওভারে চাই ৩৮
৬, ১০, ১৫... এখন পর্যন্ত ম্যাচের সব পর্যায়ে বাংলাদেশই এগিয়ে আছে শ্রীলঙ্কার চেয়ে।
১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ১২২। বাংলাদেশের স্কোরবোর্ড বলছে স্বাগতিকদের রান এখন ১২৮। ৫ ওভারে এখন বাংলাদেশের চাই ৩৮ রান।
০৮:৪৭
এগিয়ে বাংলাদেশ, তবে...
পাওয়ারপ্লে শেষে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ১০ ওভার শেষেও পরিস্থিতিটা বদলাল না। ইনিংসের মাঝপথে লঙ্কানদের রান ছিল ৭৮, ৩ উইকেট খুইয়ে। ঠিক এই সময়ে এসে বাংলাদেশের রান ৮৬ রান।
তবে পাওয়ারপ্লে শেষের স্কোর আর এখনকার রান দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশ পাওয়ারপ্লের পরের চার ওভারে সুবিধা করতে পারেনি বিশেষ। শেষ ২৪ বলে বাংলাদেশের স্কোরবোর্ডে রান যোগ হয়েছে ২৩টি। আর এই সময়েই দুটো উইকেট চলে গেছে বাংলাদেশের। জিততে হলে এই চাপটা আগে সরাতে হবে বাংলাদেশকে।
৬০ বলে এখন চাই ৮০ রান।
বাংলাদেশ ৮৬/২, ১০ ওভার
০৮:৪৩
এবার লিটনও!
দারুণ খেলতে খেলতে উইকেট বিলিয়ে দিয়ে এলেন, এমন কিছু ক্যারিয়ারে কততম বারের মতো হলো, লিটন দাস নিজেও এটা হিসেব করতে পারবেন? তাতে সবশেষ সংযোজন হলো তার আজকের ইনিংস।
মাথিসা পাথিরানার শর্ট বল পুল করতে গিয়েছিলেন। তবে যা চেয়েছিলেন তা হলো না। ক্যাচ দিলেন স্কয়ার লেগে থাকা চারিথ আসালঙ্কাকে। পাথিরানার ঝুলিতে জমা পড়ল দ্বিতীয় উইকেট।
বাংলাদেশ ৮৩/২, ৮.৬ ওভার
০৮:৩২
অবশেষে শেষ সৌম্যর ইনিংস
দ্বিতীয় জীবনটা কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। প্রথম বার ‘আউট’ হতে হতেও বেঁচে ফিরেছিলেন, তখন তার রান ছিল ৯ বলে ১৪। আম্পায়ারের বদান্যতায় বেঁচে গিয়ে শেষমেশ তিনি বেশি দূর এগোতে পারলেন না। শেষ ১৩ বলে তিনি করলেন মোটে ১২। থামলেন ২২ বলে ২৬ রান করে।
মাথিসা পাথিরানাকে পুল করতে গিয়ে তিনি ক্যাচ দেন শর্ট মিড উইকেটে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছে। পাওয়ারপ্লের ঠিক পরই উইকেট হারাল বাংলাদেশ। তবে তাকে ফিরিয়েও শ্রীলঙ্কা প্রথম বারের কথা ভোলেনি যেন। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কী যেন একটা বিষয় নিয়ে কথা বলতে দেখা গেল চারিথ আসালঙ্কাকে।
বাংলাদেশ ৬৮/১, ৬.৪ ওভার
০৮:২৩
৬৩ রান তুলে পাওয়ারপ্লে শেষ বাংলাদেশের
পাওয়ারপ্লেটা দারুণ কাটল বাংলাদেশের। লক্ষ্য ১৬৬ রানের, পাওয়ারপ্লেতেই লিটন দাস আর সৌম্য সরকার মিলে তুলে ফেললেন ৬৩ রান। ৮৪ বলে এখন বাংলাদেশের চাই আর ১০৩ রান।
বাংলাদেশ ৬৩/০, ৬ ওভার
০৮:১৬
নাটক ৩.০
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বা সিরিজ যেন একটু নাটক না হলে জমে না!
আজও হয়ে গেল একটা নাটক। বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া সৌম্য সরকারকে ফিরিয়েই দিয়েছিল শ্রীলঙ্কা। বিনুরা ফার্নান্দোকে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন সৌম্য। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন।
তবে এরপরই হয়ে গেল নাটকটা। রিভিউ নিয়েছিল বাংলাদেশ। সেখানে দেখা যায় বল ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে যখন, তখন একটা স্পাইক ছিল আল্ট্রা এজে। তবে থার্ড আম্পায়ারের এরপরও মনে হয়েছে, ব্যাট আর প্যাডের মাঝে ফাঁকা জায়গা ছিল।
আল্ট্রা এজ পর্যন্ত দেখে সৌম্য প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেছিলেন, তখনই এল নট আউটের সিদ্ধান্ত। তিনি থেমে গেলেন।
শ্রীলঙ্কানরা বিশ্বাসই করতে পারছিলেন না হচ্ছেটা কী! সঙ্গে সঙ্গে সদলবলে ছুটে যান আম্পায়ারের কাছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। সৌম্য নট আউটই রইলেন। অগত্যা শ্রীলঙ্কাকেও মেনে নিতে হলো তা!
বাংলাদেশ ২৮/০, ৩.২ ওভার
০৭:৩৯
শ্রীলঙ্কাকে চড়ে বসতে দেয়নি বাংলাদেশ
শ্রীলঙ্কাকে আজ শেষ পাঁচ ওভারে রানের পাহাড়ে চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। শেষ ৩০ বলে রান দিয়েছে মোটে ৪৩। তাতে শ্রীলঙ্কাকে থামতে হয়েছে ১৬৫ রান তুলে। ৫ উইকেট হাতে রেখেও।
শ্রীলঙ্কা ১৬৫/৫, ২০ ওভার
০৭:১৬
রইল বাকি পাঁচ
১৫ ওভার শেষ। শ্রীলঙ্কার রান এখন ১২২, ৫ উইকেট খুইয়ে। প্রথম ম্যাচে শেষ পাঁচ ওভারে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলে ৭০ রান করেছিল শ্রীলঙ্কা। আজ তাদের অল্পেতে থামাতে পারবে বাংলাদেশ?
০৭:১১
দুই ছক্কা খেয়ে মাহেদির জবাব
নিজের কোটার শেষ ওভার করতে এসে দুটো ছক্কা ইতোমধ্যেই হজম করে বসেছিলেন শেখ মাহেদি হাসান। তবে ওভারের পঞ্চম বলে এসে সাফল্য পেয়ে গেলেন তিনি। তাকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন আগের ম্যাচে শ্রীলঙ্কার নায়ক চারিথ আসালঙ্কা। ১৪ বলে ২৮ করে বিদায় নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা ১১২/৫, ১৩.৫ ওভার
০৭:০৮
অবশেষে মুস্তাফিজের মুখে হাসি
আগের ম্যাচে ওভারপ্রতি দশ রান দিয়ে গেছেন। তবে উইকেটের দেখা পাননি মুস্তাফিজুর রহমান। আজও প্রথম ওভার করতে এসে হজম করে গিয়েছিলেন ১৫ রান। তবে সেই তার মুখে আজ হাসি ফুটেছে দ্বিতীয় ওভার করতে এসে। সাদিরা সামারাবিক্রমাকে কট অ্যান্ড বোল্ড করে বিদায় করেছেন তিনি।
শ্রীলঙ্কা ৯২/৪, ১২.২ ওভার
০৬:৫৪
দশ ওভার শেষে...
পরিস্থিতিটা চেনা চেনা লাগছে! দশ ওভার শেষ। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে রান ৭৮। গেল ম্যাচেও প্রায় কাছাকাছি রানই প্রথম দশ ওভারে তুলেছিল সফরকারীরা। আজ অবশ্য তার চেয়ে এক রান কম তুলেছে দলটা।
তবে পার্থক্যটা গড়ে দেবে পরের দশ ওভার। ৪ মার্চের ম্যাচে দলটা শেষ দশ ওভারে তুলেছিল ১২৭ রান। আজ কোথায় গিয়ে থামবে শ্রীলঙ্কা?
শ্রীলঙ্কা ৭৮/৩, ১০ ওভার
০৬:৫০
রান আউট হয়ে ফিরলেন বিপদজনক কামিন্দু
দুই মেন্ডিসের একজন আগের ওভারেই ফিরেছিলেন। বাকি রয়ে গিয়েছিলেন কামিন্দু। চলতি ওভারেও একটা ছক্কা মেরেছিলেন তিনি। তার কাছ থেকেও অবশেষে মুক্তি পেয়ে গেল বাংলাদেশ। সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ভুল বুঝাবুঝিতে উইকেটটা খোয়ালেন কামিন্দু।
শ্রীলঙ্কা ৭৭/৩, ৯.৪ ওভার
০৬:৪৫
অবশেষে সাফল্য এনে দিলেন ‘ষষ্ঠ বোলার’ সৌম্য
কুশল মেন্ডিস আর কামিন্দু মেন্ডিস মিলে রীতিমতো ঝড়ই বইয়ে দিচ্ছিলেন বাংলাদেশের ওপর। উপায়ান্তর না দেখে নবম ওভারেই ষষ্ঠ বোলার ব্যবহার করিয়ে বসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সাফল্যটা ওই ‘ষষ্ঠ বোলার’ সৌম্যই এনে দিলেন। উইকেটের পেছনে ক্যাচ তোলালেন কুশল মেন্ডিসকে। ভাঙল তাদের ৪২ বলে ৬৬ রানের জুটি।
শ্রীলঙ্কা ৬৭/২, ৮.৪ ওভার
০৬:৩০
প্রথম তিন ওভারে ৮, পরের তিনে ৪১!
দারুণ শুরুর পর যেন খেই হারাল বাংলাদেশ!
মেইডেন দিয়ে শুরু। এরপর তিন ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল মোটে ৮। সেখান থেকে পাওয়ারপ্লে শেষে দলটা তুলে ফেলেছে ৪৯ রান। অর্থাৎ পরের ৩ ওভারে এসেছে ৪১ রান। তাসকিন ১৭ রান দিয়ে শুরুটা করে দিয়েছিলেন। এরপর শেখ মাহেদি ৯ রান দিয়েছেন। ষষ্ঠ ওভারে প্রথম বারের মতো আক্রমণে আসা মুস্তাফিজুর রহমানও রান দিয়েছেন দেদারসে। ১৫ রান দিয়ে পাওয়ারপ্লেটা শেষ করেছেন তিনি।
শ্রীলঙ্কা ৪৯/১, ৬ ওভার
০৬:২৪
আড়মোড়া ভাঙছে শ্রীলঙ্কা
শুরুর তিন ওভারে শ্রীলঙ্কা বেশ চুপচাপই ছিল। তবে চতুর্থ ওভার থেকে আড়মোড়া ভাঙার শুরু করেছে দলটা। কামিন্দু মেন্ডিস ওভারটা ছক্কা মেরে শুরু করেছিলেন। শেষটা করলেন কুশল মেন্ডিস, তিনিও মেরেছেন ছক্কা। দুটো ডট থাকলেও মাঝের চার বলে এসেছে ৫ রান। সব মিলিয়ে তাসকিনের দ্বিতীয় আর নিজেদের চতুর্থ ওভারে দলটা তুলল ১৭ রান। খোলস ছেড়ে তবে বেরিয়েই আসছে সফরকারীরা।
শ্রীলঙ্কা ২৫/১, ৪ ওভার
০৬:১০
৯ম বলে প্রথম রান শ্রীলঙ্কার, ১০ বলেই উইকেট
শুরুটা ভালোই হয়েছিল শরিফুল ইসলামের। তাসকিন আহমেদও সেটা ধরে রাখলেন। শুরুর দুটো বলে রান দিলেন না, একটা এলবিডব্লিউর আবেদন নাকচ করেছিলেন আম্পায়ার। রান দিলেন নিজের তৃতীয় বলে গিয়ে।
তবে এরপরই পেয়ে গেলেন সাফল্যটা। অফ স্টাম্পের বাইরের বলটা টেনে খেলতে গিয়েছিলেন আভিষ্কা ফার্নান্দো। অ্যাক্রস দ্য লাইন খেলতে যাওয়ায় বলটা উঠে গেল সোজা ওপরে। ফিরতি ক্যাচটা নিয়েছেন নিজেই। আভিষ্কা ফিরলেন রানের খাতা খোলার আগেই।
শ্রীলঙ্কা ১/১, ১.৪ ওভার
০৬:০৫
মেইডেনে শুরু
২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিস গেইলের বেধড়ক মার হজমের পর শন পোলক বলেছিলেন, ‘এক একটি ডট বল যেন এক এক টুকরো সোনা!’
সেই সোনার দেখা শরিফুল ইসলাম প্রথম ওভারেই পেলেন ছয় ছয়টি! মানে মেইডেন দিয়ে করলেন শুরু!
এমন সূচনাটা ধরে রাখার মিশন এবার।
শ্রীলঙ্কা ০/০, ১ ওভার
০৫:৫১
৬ বছর আগের স্মৃতি ফেরাতে পারবে বাংলাদেশ?
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়, টি-টোয়েন্টিতে এমন কিছু বাংলাদেশ দেখিয়েছে কেবল একবারই, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেবার সেন্ট কিটসে প্রথম ম্যাচে হারের পর ফ্লোরিডায় গিয়ে ভাগ্য বদলেছিলেন সাকিব আল হাসানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হার। এরপর এবার সিরিজটা জিততে হলে সে স্মৃতিটা ফেরাতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। এই বাংলাদেশ পারবে তো?
০৫:৪৪
আড়াই ঘন্টা আগেই মাঠে শান্তরা
ম্যাচ শুরু হবে ৬টায়। তার আড়াই ঘন্টা আগেই স্টেডিয়ামে চলে এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে করেছেন অনুশীলনও।
শান্ত আর হৃদয় প্রথম ম্যাচে রান পাননি, তাদের ছন্দে ফেরার তাড়নাটা পুরোপুরি পরিষ্কার!
০৫:৪০
শ্রীলঙ্কা দলে এক পরিবর্তন
শ্রীলঙ্কা তাদের একাদশে এনেছে বাড়তি পেসার। স্পিনার দনাঞ্জয়া ডি সিলভাকে বসিয়ে দলে ঢুকিয়েছে দিলশান মাদুশঙ্কাকে।
শ্রীলঙ্কা একাদশ-
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা
০৫:৩২
একাদশে নেই কোনো পরিবর্তন
একাদশে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন।
০৫:৩১
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়েছেন আগের দিনের সিদ্ধান্তটাই। বাংলাদেশ নামছে বোলিংয়ে।
০৫:৩০
হুমকির মুখে যে রেকর্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হার। তাও আবার খুবই ছোট ব্যবধানে, ৩ রানের হার! ফলে সিরিজটাও এখন পড়ে গেছে শঙ্কাতে। আর একটা টি-টোয়েন্টিতে হার মানেই কিন্তু সিরিজটা খুইয়ে বসা।
সেটা হয়ে গেলে একটা রেকর্ড ভেঙে যাবে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ঘরে হোক, কিংবা বাইরে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি বাংলাদেশ। সে নিষ্কলুষ রেকর্ডটাও আজ তাই হুমকির মুখে। জয়টা তাই খুব প্রয়োজন।
০৫:২৯
স্বাগতম!
প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। ম্যাচটা জিতে সিরিজের প্রাণটা তৃতীয় ম্যাচের আগ পর্যন্ত বাঁচিয়ে রাখাটাই আপাতত লক্ষ্য বাংলাদেশের।
এই ম্যাচের আদ্যোপান্ত খবর মিলবে এই লাইভ থ্রেডে। এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি নেয়ামত উল্লাহ।