লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি

০৬:৩৬

৩১ এ থামলেন তাসকিন, বাংলাদেশ হারল ২৮ রানে

শেষ ওভারে ৩০ রান দরকার ছিল, তবে তাসকিন আহমেদকে আর একটি রানও নিতে দেননি দাসুন শানাকা। নিজে অবশ্য একটা অতিরিক্ত রান দিয়েছেন। তবে তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না শ্রীলঙ্কার। বাংলাদেশ ম্যাচটা হারল ২৮ রানে। শ্রীলঙ্কা সিরিজটা জিতে গেল ২-১ ব্যবধানে।

 


০৬:৩৪

‘মাত্র’ ৫টা ছক্কা চাই বাংলাদেশের

বল বাকি ৬টি, রান চাই ৩০। এই ইনিংসে বাংলাদেশ সব মিলিয়ে ছক্কা হাঁকিয়েছে ১০টি, তার অর্ধেক ছক্কা এই ওভারে হলেই তো ম্যাচ বাংলাদেশের!

বাংলাদেশ ১৪৫/৯, ১৯ ওভার


০৬:৩০

শরিফুলের বিদায়, তুষারার পাঁচ

চার উইকেট প্রথম দুই ওভারেই তুলে নিয়েছিলেন। পঞ্চমটা পেতে নিজের শেষ ওভার পর্যন্ত আসতে হলো নুয়ান তুষারাকে। শরিফুল ইসলামকে বিদায় করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। বাংলাদেশ চলে এসেছে শেষের খুব কাছে।

বাংলাদেশ ১৩৪/৯, ১৮ ওভার


০৬:২৪

রিশাদকে বিদায় করলেন থিকশানা

থিকসানার আগের ওভারে ছক্কা হাঁকিয়েছিলেন তিনটি। তার জবাবটাই থিকসানা দিলেন পরের ওভারে। ফেরালেন রিশাদ হোসেনকে। থিকসানাকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন মিড অফে থাকা সাদিরা সামারাবিক্রমার হাতে। ৩০ বলে ৫৩ রানের ইনিংসে যবনিকা পড়ল এখানেই।

বাংলাদেশ ১১৭/৮, ১৬.৫ ওভার


০৬:১৭

৭ ছক্কায় রিশাদের ফিফটি

এক পর্যায়ে সর্বনিম্ন রানের রেকর্ডটা কত, তাও খুঁজতে বসতে হয়েছিল! সেই থেকে অবশেষে এখন সেঞ্চুরিও করে ফেলল বাংলাদেশ। তার পুরো কৃতিত্ব রিশাদ হোসেনের। এখন পর্যন্ত ৭টা ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের আর কেউ মারতে পারেননি একটিও। রিশাদ ফিফটিটাও করেছেন ছক্কা মেরেই। ২৬ বলে ফিফটি ছুঁলেন তিনি।

বাংলাদেশ ১১৩/৭, ১৫.৪ ওভার


০৬:০৭

‘রেকর্ড’ এড়ানোর পর মাহেদির বিদায়

লক্ষ্যটা যেন এই ছিল, কোনোক্রমে যেন সর্বনিম্ন রান এড়ানো যায়! তা হওয়ার পরেই শেখ মাহেদি বিদায় নিলেন। ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। তাতে ভেঙে গেল বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৪৪ রানের জুটি।

বাংলাদেশ ৭৬/৭, ১৩.২ ওভার


০৬:০৪

৭০ এড়াল বাংলাদেশ!

যা ব্যাটিং, এ নিয়েও এখন আপডেট দিতে হচ্ছে!

৩২ রানে ৬ উইকেট খুইয়ে বসার পর সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ‘কীর্তি’ বাংলাদেশ কবে গড়েছিল, তা খুঁজতে লেগে যেতে হয়েছিল। এমনই যে পরিস্থিতিটা ছিল!

তবে রিশাদ হোসেন আর শেখ মাহেদির ব্যাটে চড়ে অন্তত সে শঙ্কাটা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দুজন মিলে এখন পর্যন্ত সপ্তম উইকেটে যোগ করেছেন ৪৩ রান। তাতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের ‘কীর্তি’ এড়িয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ ৭৫/৬, ১৩ ওভার


০৫:৫৩

দশ ওভার শেষে...

৬০ বলে ১৩৩ রান চাই। প্রথম ম্যাচে কাছাকাছি রানই দরকার ছিল, ১২৯। তবে সেদিনের সঙ্গে এদিনের বড় পার্থক্য, সেদিন ব্যাটাররা অন্তত একটু প্রতিরোধ গড়েছিলেন ইনিংসের মাঝপথ পর্যন্ত। আজ তা পারেননি কেউই।

স্কোরকার্ডটা দেখুন, ৭, ১, ০, ০, ৪... সৌম্য সরকার বাদে এই হচ্ছে শুরুর ছয় ব্যাটারের রান। ফোন নম্বর ভেবে ভুল করবেন না যেন!

এমন রান যখন স্কোরবোর্ডে, তখন তার সামগ্রিক পরিস্থিতিটা যে খারাপই হবে, তা আর বলতে!

বাংলাদেশ ৪২/৬, ১০ ওভার শেষে


০৫:৩৬

‘উৎসবে’ যোগ দিলেন হাসরাঙ্গা, জাকেরের বিদায়

লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা বেশ অনেক দিন ধরেই। হাসরাঙ্গা যখন ফিরছেন শেষ টি-টোয়েন্টিতে, তখন বিষয়টা মনে করিয়ে দিলেন আবারও। এমনিতেই তুষারার তোপে বাংলাদেশ এলোমেলো ছিল। তার ওপর তিনিও এখন যোগ দিলেন শ্রীলঙ্কার উইকেট উৎসবে। 

তার করা ওভারের প্রথম বলটা লেগ স্পিনের জন্য খেলেছিলেন জাকের আলী। তবে তা ছিল রঙ আন। বলটা ভেতরে চলে আসে, লাগে প্যাডে। রিভিউ নিয়েও নিস্তার পাওয়া যায়নি। উইকেটটা খোয়াতেই হয় শেষমেশ। 

বাংলাদেশ ৩২/৬, ৮.১ ওভার 


০৫:২৯

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান কত?

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বনিন্ম রান ৭০। ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘গড়েছিল’ এ রেকর্ড। 

এই রানটা পেরোনো হবে তো শেষমেশ?

বাংলাদেশ ২৫/৫, পাওয়ারপ্লে শেষে


০৫:২৭

তুষারার আরও এক!

তুষারার প্রথম ওভারে যেভাবে হাঁসফাঁস করেছেন শান্ত-তাওহীদ-রিয়াদরা, তাতে শঙ্কা হচ্ছিল, তার যে আরও ৩ ওভার বাকি!

সে শঙ্কাটাই সত্যি হলো। পরের ওভারে আরও একটা উইকেট তুলে নিলেন তুষারা। এবার তার শিকার সৌম্য সরকার। রেসিপি ওই আগেরটাই। স্লিঙ্গিং অ্যাকশন, লো বাউন্স, এবং বোল্ড!

বাংলাদেশ ২৪/৫, ৫.৩ ওভার


০৫:১৪

শান্ত-তাওহীদ-রিয়াদকে ফিরিয়ে তুষারার হ্যাটট্রিক

নুয়ান তুষারার স্লিঙ্গিং অ্যাকশনই যেন কাল হলো বাংলাদেশের। রিলিজ পয়েন্ট একটু নিচু হওয়াতে বল খুব একটা ওপরে ওঠে না, কিন্তু বলে হয় দারুণ গতি। সেই নিচু হয়ে আসা বলগুলোরই কোনো জবাব দিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে বোল্ড হলেন শান্ত, প্রায় একই রেসিপিতে তাওহীদ হৃদয়কেও বিদায় করলেন তিনি, এরপর অবশ্য একটু বাদানুবাদও হয়ে গেল দুজনের।

শেষমেশ অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকেও একইভাবে বিদায় করলেন তিনি। তবে এবার একটু ভিন্নতা এল ডিসমিসালে। বলটা লাগল তার প্যাডে। রিভিউ নিলেন, সেখানে দেখা গেল ইমপ্যাক্ট আর হিটিং দুটোই আম্পায়ার্স কল। উইকেটটা আর কিছুতেই বাঁচানো গেল না বাংলাদেশের!

বাংলাদেশ ১৫/৪, ৩.৪ ওভার


০৫:০৭

ম্যাথিউস ফিরলেন, এরপর লিটনও!

তৃতীয় ওভারের শুরুতেই শ্রীলঙ্কা একটা দুঃসংবাদ পেল। ওভার করতে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস কুঁচকিতে টান নিয়ে মাঠ ছাড়লেন। তার বাকি ওভারটা শেষ করতে এলেন দনাঞ্জয়া ডি সিলভা। এসেই পেয়ে গেলেন সাফল্য। লিটন দাসকে ফেরালেন তিনি।

তার স্টাম্পে করা বলটা অফ স্টাম্পে শাফল করে এসে লেগ সাইডে উড়িয়ে মারতে চেয়েছিলেন লিটন। তবে ব্যাটে বলে হয়নি মোটেও। স্কয়ার লেগ থেকে দৌড়ে সামনে এসে দাসুন শানাকা নিলেন ক্যাচটা। লিটন ফেরেন ১১ বলে ৭ রান করে। 

বাংলাদেশ ১৩/১, ২.২ ওভার


০৪:৫৪

আম্পায়ার্স কলে রক্ষা লিটনের

জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে পড়তে পারত বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অ্যাঙ্গেল করে ভেতরে ঢোকা বলটা সরাসরি প্যাডে লেগেছিল লিটন দাসের। কিন্তু আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত সে আবেদনে সাড়া দেননি। শ্রীলঙ্কা রিভিউ নিল। সবকিছু ঠিকঠাক, কিন্তু হিটিংয়ে দেখা গেল, বলটা লাগত বেলসে। ফলে আম্পায়ার্স কলে প্রাণে রক্ষা পেয়ে যান লিটন দাস।

বাংলাদেশ ০/০, ০.১ ওভার


০৪:৪৫

শেষ বলে অবিশ্বাস্য লিটন

শেষ বলে অবিশ্বাস্য লিটন

অবিশ্বাস্য! 

লিটন দাস শেষ বলে যা করলেন, তাকে অবিশ্বাস্য না বলে উপায় আছে? মিড উইকেট থেকে আসা থ্রোটা তার থেকে একটু দূরে চলে গিয়েছিল, দাসুন শানাকা অনেকটাই চলে এসেছিলেন, তবে তা রিসিভ করে ব্লাইন্ড স্পট থেকে করলেন থ্রোটা। তার পায়ে লাগলেও বলটা গিয়ে ঠিকই লাগল স্টাম্পে। দারুণ একটা দৃশ্যের দেখা মিলল শেষ বলে এসে।

শ্রীলঙ্কার ইনিংস শেষ হলো ১৭৪ রান তুলে।

শ্রীলঙ্কা ১৭৪/৭, ২০ ওভার


০৪:৩৬

সাত দিয়ে শেষ শরিফুলের

ইকনমি রেটটা ৭ ছিল শরিফুল ইসলামের। শেষ ওভারের প্রথম পাঁচ বলে দিয়েছিলেন তিন রান, মনে হচ্ছিল ছয়ের ঘরে নামিয়েই বুঝি চার ওভারের কোটা শেষ করবেন তিনি। তবে তা শেষমেশ হয়নি। শেষ বলে তার করা বাউন্সারে হুক করে চার পেয়ে গেলেন দাসুন শানাকা। ইকনমির সমান ৭ রান দিয়েই কোটা শেষ করলেন শরিফুল।

শ্রীলঙ্কা ১৬০/৬, ১৯ ওভার


০৪:৩১

ছক্কা খেয়ে আবারও উইকেট রিশাদের

ছক্কা খেয়ে সে ওভারেই উইকেট। এমন ঘটনা চলতি ম্যাচে আরও একবার ঘটিয়েছেন রিশাদ হোসেন। ঘটালেন আবারও। 

অ্যাঞ্জেলো ম্যাথিউস তাকে ছক্কা হাঁকিয়েছেন আগের বলেই। এর পরের বলটা করেছিলেন একটু ঝুলিয়ে। সেটাও ম্যাথিউস হাঁকিয়েছিলেন লং অফে। তবে এবার তা গিয়ে জমা পড়ল ঠিক সৌম্য সরকারের হাতে। ম্যাচে এটি আবার সৌম্যর তৃতীয় ক্যাচ!

শ্রীলঙ্কা ১৫২/৬, ১৭.৫ ওভার


০৪:২৮

অবশেষে! মেন্ডিসের বিদায়

অবশেষে! মেন্ডিসের বিদায়

বাংলাদেশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এখন। ওপাশে সঙ্গীদের আসা-যাওয়ার মিছিল দেখলেও এপাশে ঠায় দাঁড়িয়ে ছিলেন কুশল মেন্ডিস। দারুণ ফর্মে থাকা তার ব্যাটে চড়ে শ্রীলঙ্কাও দেখছিল বড় রানের স্বপ্ন।

তবে অবশেষে তাকে সাজঘরের পথ দেখাতে পেরেছে বাংলাদেশ। বডিলাইনে করা তাসকিন আহমেদের বাউন্সারে ব্যাট চালিয়ে কুশল ক্যাচ দিয়েছেন শর্ট মিড উইকেটে থাকা সৌম্যকে। যাওয়ার আগে ৫৫ বলে ৮৬ রান করে গেছেন তিনি।

শ্রীলঙ্কা ১৪০/৫, ১৬.৫ ওভার


০৪:১৯

ওপাশে উইকেট যাচ্ছে, কুশল আছেন ঠায় দাঁড়িয়ে

কুশল মেন্ডিস ছক্কা হাকাচ্ছেন, স্ট্রাইক বদলাচ্ছেন, এরপর ওপাশে থাকা তার সঙ্গী উড়িয়ে মারতে গিয়ে উইকেট খোয়াচ্ছেন। এ নিয়ে তৃতীয় বারের মতো ঘটল এমন ঘটনা। 

শরিফুল ইসলামের ওভারে ছক্কা হাঁকিয়ে স্ট্রাইক বদলেছিলেন কুশল। ওপাশে থাকা চারিথ আসালঙ্কা ক্যাচ তুলে দিলেন শর্ট ফাইন লেগে থাকা মুস্তাফিজুর রহমানের হাতে। তাতেই ম্যাচে প্রথম উইকেটের দেখা পেলেন শরিফুল।

তবে ওপাশে যে ৪৬ বলে ৮২ রান নিয়ে কুশল এখনও ঠায় দাঁড়িয়ে, তা কিন্তু ভুলে গেলে চলবে না!

শ্রীলঙ্কা ১৩৩/৪, ১৪.৪ ওভার


০৪:০৯

ব্রেকথ্রু এনে দিলেন মুস্তাফিজ

ওভারের প্রথম বলে ছক্কা হজম করতে হয়েছিল। তাকে ছক্কাটা মেরেছিলেন কুশল মেন্ডিস। তার ওপর রাগটা মুস্তাফিজ ঝাড়লেন ওপাশে থাকা হাসরাঙ্গার ওপর। মুস্তাফিজকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ থার্ড ম্যানে থাকা শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিলেন লঙ্কান অধিনায়ক।

শ্রীলঙ্কা ১১১/৩, ১২.৫ ওভার


০৪:০৪

ক্যাচ মিস মাহমুদউল্লাহর, শ্রীলঙ্কার ১০০

ফিফটির ঠিক পরই মেন্ডিস একটা সুযোগ দিয়ে বসলেন। সৌম্য সরকারের অফ স্টাম্পের বাইরে করা বলটা কাট করেছিলেন তিনি, ক্যাচ উঠে গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে। মাহমুদউল্লাহর আঙ্গুল ছুঁল বলটা, কিন্তু তিনি তা হাতে রাখতে পারলেন না। বলটা তার হাত গলে চলে গেল সীমানা ছাড়িয়ে। সে চারে সেঞ্চুরিও ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কা ১০০/২, ১১.৫ ওভার


০৪:০৩

ফিফটি চোখ রাঙাতে থাকা কুশলের

একটা ছোটখাট ভুল বোঝাবুঝি হয়ে গেল। কুশল মেন্ডিসের ব্যাট থেকে রান এলেও আম্পায়ার তানভির আহমেদ রানটাকে লেগ বাই ধরে বসেছিলেন। এদিকে রানটা নিয়েই ফিফটি উদযাপন করছিলেন কুশল। পরে খেয়াল করলেন যখন, তখন আম্পায়ারকে গিয়ে বলতেই সিদ্ধান্তটা বদলালেন তানভির। ফিফটি পূরণ হয়ে গেল কুশল মেন্ডিসের। ৩৫ বলে এই মাইলফলক ছুঁলেন তিনি।

দুই ওপেনার অল্পেতে ফিরে যাওয়ার পরও শ্রীলঙ্কার রানের চাকা থেমে যায়নি, তা এই কুশলের কারণেই। তার ব্যাটে চড়ে এখন বিশাল লক্ষ্যের স্বপ্ন শ্রীলঙ্কার। 

শ্রীলঙ্কা ৯৫/২ ১১.৩ ওভার


০৩:৫৩

দশ ওভার শেষে...

প্রথম ম্যাচে ৭৯, দ্বিতীয় ম্যাচে ৭৮, তৃতীয় ম্যাচে এসে প্রথম দশ ওভারে শ্রীলঙ্কা তুলল ৮১ রান। পাওয়ারপ্লেতে দলটার রান ছিল ৪১। শেষ চার ওভারেই এসেছে তার প্রায় সমান রান।

প্রথম ম্যাচে দশ ওভার শেষে দুই উইকেট খুইয়েছিল শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে খুইয়েছিল একটা উইকেট বেশি। আজ এখন পর্যন্ত খোয়াল দুটো উইকেট। আজও কি তবে প্রথম ম্যাচের মতো দুশোর বেশি রান হজম করতে হবে তাহলে?

শ্রীলঙ্কা ৮১/২, ১০ ওভার


০৩:৪০

প্রথম ওভারেই রিশাদের উইকেট

হাই রিস্ক, হাই রিওয়ার্ড বুঝি একেই বলে!

দ্বিতীয় বলে ছক্কা হজম করতে হয়েছিল রিশাদ হোসেনকে। তবে তিনি প্রতিদানটা দিয়েছেন তার একটা বল পরই। চোখরাঙানি দিতে থাকা কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েছেন লং অনে থাকা শরিফুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে। ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে গেলেন রিশাদ, দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক ব্রেক থ্রুও।

শ্রীলঙ্কা ৫২/২, ৭.৪ ওভার


০৩:৩৩

পাওয়ারপ্লে শেষে শ্রীলঙ্কা ৪১/১

একটা উইকেট খুইয়েছে বটে, কিন্তু শ্রীলঙ্কা তাতে মুষড়ে পড়েনি। একটু একটু করে মোমেন্টাম নিয়ে যাচ্ছে নিজেদের কবজায়।

আগের দুই ম্যাচেই দুই মেন্ডিস, কামিন্দু আর কুশল মিলে বাংলাদেশকে ভুগিয়েছেন কম-বেশি। আজও সে দিকেই ইঙ্গিত দিচ্ছেন। ইতোমধ্যেই দুজনের জুটি তুলে ফেলেছে ২৩ রান। তাতে ভর করে লঙ্কানরা পাওয়ারপ্লেটা শেষ করেছে ৪১ রান তুলে।


০৩:২২

শুরুর আঘাতটা এবারও তাসকিনের

আগের ম্যাচে শ্রীলঙ্কাকে প্রথম আঘাতটা তাসকিন আহমেদ করেছিলেন। তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রথম উইকেটটা। আজ তৃতীয় টি-টোয়েন্টিতেও ঘটল একই ঘটনা। শুরুর উইকেটটা গেল তাসকিন আহমেদের দখলেই। তার পায়ে করা বলটা ফ্লিক করতে গিয়ে শর্ট মিড উইকেটে থাকা সৌম্য সরকারের বলে ক্যাচ দিলেন দনাঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কা ১৮/১, ৩.১ ওভার 


০৩:০৮

প্রথম ওভারেই রিভিউ গচ্চা

ওভারটায় এসেছে দুই রান। বাকি বলগুলো যে ডট হয়েছে, তার তিনটিতেই উঠেছে এলবিডব্লিউর জোরালো আবেদন। আম্পায়ার অবশ্য সাড়া দেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, উইকেটরক্ষক লিটন দাস ছুটে আসছেন আলাপ করতে, এমন দৃশ্য দেখা গেছে তিন বার। 

তৃতীয় বারে এসে রিভিউর সিদ্ধান্ত নিয়েই নিলেন শান্ত। কিন্তু রিপ্লেতে দেখা গেল বল স্টাম্প লাইনে পিচ করলেও তা ইনসুইং করে বেরিয়ে গেছে লেগ স্টাম্পের ওপর দিয়ে।

ফল? প্রথম ওভারেই রিভিউ গচ্চা গেল বাংলাদেশের!

শ্রীলঙ্কা- ২/০, ১ ওভার


০২:৪৫

তিন পরিবর্তন নিয়ে নামছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা দলে আছে তিনটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট নিয়ে ছিটকে যাওয়া মাথিসা পাথিরানার বদলে দলে ঢুকেছেন নুয়ান তুষারা। অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা ফিরেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে, তাকে জায়গা করে দিয়েছেন দিলশান মাদুশঙ্কা, আর আভিষ্কা ফার্নান্দোর জায়গায় দলে এসেছেন দনাঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কা একাদশ:
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, দনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহীশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।


০২:৩৯

বাংলাদেশ একাদশে আজও পরিবর্তন নেই

একাদশে কোনো পরিবর্তন নেই। প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন।


০২:৩৬

শান্তর ‘হ্যাটট্রিক’, বোলিংয়ে বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টস ভাগ্যটা বেশ ভালো। টস জেতার হ্যাটট্রিক করে বসেছেন। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টস জিতলেন তিনি। অধিনায়ক বদলেও টি-টোয়েন্টি সিরিজে টস জেতা হলো না শ্রীলঙ্কার।

বাংলাদেশ নিয়েছে অনুমিত সিদ্ধান্তটাই। টস জিতে আগের দুই ম্যাচের মতো প্রথমে বোলিংই করবে স্বাগতিকরা।


০২:২৯

দ্বিতীয় টি-টোয়েন্টির উইকেটেই হবে ‘ফাইনাল’

দ্বিতীয় টি-টোয়েন্টিটা খেলা হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সাত নম্বর উইকেটে। সেই একই উইকেটে আজ হচ্ছে খেলা। 


০২:২৫

স্বাগতম!

১-১। দুই ম্যাচ শেষে এই হচ্ছে সিরিজের স্কোরলাইন। শনিবার ( ৯ মার্চ) দুপুরে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটা তাই অঘোষিত ফাইনালেই পরিণত হয়েছে।

‘ফাইনালের’ সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আছে ইতিহাসের সামনেও। নিজেদের ইতিহাসে যে কখনোই টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেটে লঙ্কানদের হারাতে পারলেই গড়া হয়ে যাবে ইতিহাসটা।

এই ম্যাচের আদ্যোপান্ত খবর মিলবে এই লাইভ থ্রেডে। এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি নেয়ামত উল্লাহ।

 

আগের লাইভ