১০:১৮
শান্তর সেঞ্চুরিতে জিতল বাংলাদেশ
একেই ক্যাপ্টেন্স নক! দল যখন চাপের মুখে তখন নেমে নিজেকে উজাড় করে দিলেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিলেন অপরাজিত ১২২ রান। তাকে দারুণ সঙ্গ দিলেন মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে এল ৭৩ রান। তার পথ ধরেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতল ৬ উইকেটে।
০৯:৫১
শান্তর সেঞ্চুরি
যেভাবে খেলছিলেন, সেঞ্চুরিটা তার পাওনাই ছিল। সে পাওনাটা পেয়ে গেলেন অবশেষে। লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে চার মেরে চলে গেলেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে। ১০৮ বলে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ ২১৮/৪, ৩৮ ওভার
০৯:৩৮
৯ ম্যাচ পর মুশফিকের ফিফটি
সেই বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিজের সবশেষ ফিফটিটা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকে তার ব্যাটে রানের দেখা যেন মিলছিলই না। অন্তত ওয়ানডে ফরম্যাটে। সে খরাটা কাটল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৫৯ বলে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ৪৯তম ফিফটিটি।
বাংলাদেশ ১৯৯/৪, ৩৫ ওভার
০৯:৩৬
শান্ত-মুশফিক জুটির সেঞ্চুরি
পঞ্চম উইকেট জুটিতে রীতিমতো দুর্গই গড়ে তুলেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর থেকে দুজন একসঙ্গে তুলে নিয়েছেন ১০০ রান। বাংলাদেশও চলে গেছে জয়ের অনেক কাছে।
বাংলাদেশ ১৯৪/৪, ৩৪.২ ওভার
০৮:৪৫
এবার মুশফিকের সঙ্গেও জুটির ৫০ শান্তর
মাহমুদউল্লাহর সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। রিয়াদের বিদায়ের পর এবার মুশফিকুর রহিমের সঙ্গেও বেশ ভালো এক জুটি গড়লেন অধিনায়ক শান্ত। দুজন মিলে পঞ্চম উইকেটে ইতোমধ্যেই তুলে ফেলেছেন ৫৪ বলে ৫০ রান। তাতে ভর করেই একটু একটু করে লক্ষ্যে দিকে এগোচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ১৪৬/৪, ২৫ ওভার
০৮:৩৫
শান্তর 'হ্যাটট্রিক'
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচেও ফিফটি ছিল, ছিল তার আগের সাক্ষাতেও। ্সে ধারাবাহিকতাটা আজও ধরে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। তুলে নিলেন ফিফটি। বাংলাদেশের ইনিংসটাও তার হাত ধরেই সামনে এগোচ্ছে এখন পর্যন্ত। তিনি তার কাজটা শেষ করে ফিরতে পারবেন তো?
বাংলাদেশ ১২৪/৪, ২১.১ ওভার
০৮:০৪
অতি আক্রমণাত্মক হতে গিয়ে বিদায় মাহমুদউল্লাহর
মাহমুদউল্লাহ আগের ওভারেই একটা ছক্কা হাঁকিয়েছিলেন হাসরাঙ্গা ডি সিলভাকে। তার পরের ওভারে আবারও বল ভাসালেন হাওয়ায়। এবার অনেকটা দৌড়ে এসে দারুণভাবে ক্যাচটা নিলেন দিলশান মাদুশঙ্কা। বাংলাদেশ খুইয়ে বসল তাদের চতুর্থ উইকেট।
বাংলাদেশ ৯২/৪, ১৫.২ ওভার
০৭:৫০
শান্ত-রিয়াদ জুটির ফিফটি
২৩ রানে ৩ উইকেট খুইয়ে বাংলাদেশ খাদের কিনারেই চলে গিয়েছিল রীতিমতো। তবে সেখান থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে ৫০ রানের জুটি দাঁড় করিয়েছেন চতুর্থ উইকেট জুটিতে, স্ট্রাইক রেটটাও বেশ ভালো। ৪৮ বলে ৫০ ছুঁয়েছে তাদের এই জুটি। তাতেই বাংলাদেশ বিপদ কাটিয়েছে আপাতত।
বাংলাদেশ ৭৩/৩, ১৩ ওভার
০৭:১১
এবার তাওহীদও!
বিপদ ক্রমে বেড়েই চলেছে! লিটন-সৌম্যর পর এবার তাওহীদ হৃদয়ও ফিরলেন এক অঙ্কের রান নিয়ে।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন, তার পুনরাবৃত্তিই হলো যেন আজ। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানল স্টাম্পে।
বাংলাদেশ ২৩/৩, ৫.১ ওভার
০৭:০০
লিটনের পর সৌম্যও সাজঘরমুখো
লিটন দাস প্রথম বলেই বিদায় নিয়েছিলেন। তার সঙ্গী সৌম্য সরকারও বিদায় নিলেন এবার। দিলশান মাদুশঙ্কাই তার হন্তারক। তার শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন সৌম্য। শূন্য রানে না হলেও তিনি ফিরলেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।
বাংলাদেশ ১৪/২, ২.৪ ওভার
০৬:৫৬
দ্বিতীয় ওভারেই রিভিউ নষ্ট শ্রীলঙ্কার
প্রমোদ মাদুশানের ওভারটা শেষ করতে বেশ সময়ই লাগল। তিন ওয়াইড, তা থেকে বাংলাদেশ পেল ১১ রান।
শেষ বলে সাফল্য পাওয়ার আশা জেগেছিল শ্রীলঙ্কার। তবে শেষমেশ তা হলো না। মাদুশানের ইয়র্কার নাজমুল হোসেন শান্তর পায়ে লেগেছিল, আম্পায়ার যদিও আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় শ্রীলঙ্কা। রিপ্লেতে দেখা যায়, বলটার ইমপ্যাক্টই ছিল অনেকটা লেগ স্টাম্পের বাইরে। রিভিউ গচ্চা যায় সফরকারীদের। ওভারটা শেষ হয় ১৪ রান দিয়ে।
বাংলাদেশ ১৪/১, ২.০ ওভার
০৬:৪৩
শুরুতেই ফিরলেন লিটন
২৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। দিলশান মাদুশঙ্কার প্রথম বলেই বোল্ড হয়েছেন লিটন দাস। শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা।
বাংলাদেশ ০/১, ০.১ ওভার
০৬:০৯
শরিফুলের ৩, শ্রীলঙ্কা ২৫৫
মাদুশানকে শর্ট বল করেছিলেন শরিফুল। তা হুক করতে গিয়ে টপ এজড হয়ে যায় তার। ক্যাচ গিয়ে জমা পড়ে পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে। দ্বিতীয় উইকেট পেয়ে যান শরিফুল ইসলাম। নবম উইকেট পতন শ্রীলঙ্কার।
এর এক বল পরই দিলশান মাদুশঙ্কাও ফেরেন শরিফুলের শিকার বনে। চোট কাটিয়ে মাঠে ফেরা তানজিম সাকিব পয়েন্টে নেন দুর্দান্ত এক ক্যাচ। ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা।
শ্রীলংকা ২৫৫/১০, ৪৮.৫ ওভার
০৬:০০
অবশেষে শরিফুলের উইকেট!
দিনের শুরুটা ভালোই করেছিলেন শরিফুল ইসলাম। তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না তিনি। শেষমেশ তিনি সাফল্য পেলেন স্লগ ওভারে এসে। শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক জানিথ লিয়ানাগেকে ফেরালেন তিনি।
শ্রীলঙ্কা ২৪৪/৮, ৪৬.১ ওভার
০৫:৪৩
রিভিউ নিয়ে রক্ষা মাদুশানের
মেহেদি হাসান মিরাজ আর মুশফিকুর রহিমের জোরালো এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলেই দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তবে সে সিদ্ধান্তটাকে সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জ করে বসেন প্রমোদ মাদুশান। রিপ্লেতে দেখা যায়, বলটা মিস করে যাচ্ছিল লেগ স্টাম্প। ফলে আউট হতে হতেও রক্ষা পেয়ে যান মাদুশান। অষ্টম উইকেটের দেখা পেতে পেতেও বঞ্চিত হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কা ২৩০/৭, ৪৩.৩ ওভার
০৫:৩৮
তাসকিনের আরও এক!
তৃতীয় স্পেলে এসে দারুণ সফল তাসকিন। কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গার পর এবার মহীশ থিকশানাকেও ফেরালেন তিনি। তার শর্ট বল গ্লাইড করতে গিয়ে থিকশানা ক্যাচ দিয়েছেন স্লিপে।
স্লগ ওভারের ঠিক শুরুতে তিন উইকেট খুইয়ে বসেছে শ্রীলঙ্কা। বড় রানের সম্ভাবনাতেও লেগে গেছে লাগাম।
শ্রীলঙ্কা ২২৫/৭, ৪২.৪ ওভার
০৫:৩০
এবার হাসরাঙ্গাও তাসকিনের শিকার
ওয়ানডে অধিনায়ককে একটু আগে বিদায় করেছিলেন। এবার টি-টোয়েন্টি অধিনায়ককেও নিজের শিকার বানালেন তাসকিন আহমেদ। তার শর্ট বল থার্ড ম্যান দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে সীমানা দড়িতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা।
শ্রীলঙ্কা ২২১/৬, ৪০.৪ ওভার
০৫:১৪
মেন্ডিসকে ফেরালেন তাসকিন
লঙ্কান ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চোখ রাঙানি দিচ্ছিলেন আরও বড় ইনিংসের। তবে শেষমেশ কুশল মেন্ডিসকে শেষমেশ তা আর করতে দেননি তাসকিন আহমেদ।
প্রথম দুই স্পেলে সুবিধা করতে পারেননি তাসকিন। তৃতীয় স্পেলে এসে প্রথম উইকেটের দেখা পেলেন তিনি।
শ্রীলঙ্কা ১৯৭/৫, ৩৬.৪ ওভার
০৪:৫৮
কুশলের ফিফটিতে আশা শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রাণভোমরা। হয়েছিলেন সিরিজ-সেরাও। সেই কুশল মেন্ডিস এবার ফর্মটা ওয়ানডেতেও টেনে নিয়ে এসেছেন। ৬৭ বলে করেছেন ফিফটি। লঙ্কান অধিনায়কের ব্যাটের দিকেই এখন তাকিয়ে আছে সফরকারীরা।
শ্রীলঙ্কা ১৭৪/৪, ৩৩ ওভার
০৪:৫০
রিভিউ নিয়ে ব্যর্থ বাংলাদেশ
মেহেদি হাসান মিরাজের করা লেগ স্টাম্পের বাইরের বলটা সুইপ করতে গিয়েছিলেন জানিথ লিয়ানাগে। তবে শেষমেশ তা আর ব্যাটে-বলে হয়নি। উইকেটের পেছনে মুশফিকুর রহিম লুফে নিয়েছিলেন ‘ক্যাচ’টা। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত বলটা ওয়াইডই দিয়েছিলেন। তবে রিভিউ নেয় বাংলাদেশ।
রিপ্লেতে দেখা যায়, ব্যাট কিংবা গ্লাভস কোনোটাই ছোঁয়নি বল। ফলে রিভিউ হারায় বাংলাদেশ।
শ্রীলঙ্কা ১৬৪/৪, ৩১.৪ ওভার
০৪:২৮
ব্রেকথ্রু এনে দিলেন মিরাজ
তিন উইকেট পড়ার পর চারিথ আসালঙ্কা আর কুশল মেন্ডিস মিলে লঙ্কান ইনিংস মেরামতে লেগে গিয়েছিলেন। একটু ঝুঁকিও নিচ্ছিলেন না দুজন মিলে। শেষ দশ ওভারে তাই একটাও উইকেট খোয়ায়নি শ্রীলঙ্কা।
শেষমেশ দারুণ এক বলে দুজনের জুটিটা ভাঙলেন মেহেদি হাসান মিরাজ। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে তিনি বল করে যাচ্ছিলেন লেগ স্টাম্পে। ২৬তম ওভারের দ্বিতীয় বলটাও সে মাপেই খেলতে গিয়েছিলেন আসালঙ্কা। তবে বলটায় আরেকটু বেশি টার্ন যোগ করে দিলেন মিরাজ। তাতেই সর্বনাশ হলো আসালঙ্কার। বোল্ড হয়ে ফিরলেন তিনি।
শ্রীলঙ্কা ১২৮/৪, ২৫.২ ওভার
০৪:১০
শ্রীলঙ্কার বিপরীত দুই দশক
২, ১২, ৭, ০, ১১, ৯, ১১, ৯, ৭, ৩... শুরুর দশ ওভারে এই ছিল শ্রীলঙ্কার রান, স্কোরবোর্ডে এই সময় যোগ করেছে ৭১ রান। তবে পরের দশ ওভারে এই রানটা নেমে এসেছে অর্ধেকেরও কমে। ১, ২, ১০, ৪, ০, ৪, ১, ২, ৭, ১... দ্বিতীয় দশটা ওভারে রান তুলেছে মোটে ৩২ রান। তার কারণটা যে ১০, ১২ আর ১৪তম ওভারে তানজিম সাকিবের তিন তিনটি উইকেট, তা কি আর বলে দিতে হচ্ছে?
০৪:০১
২০তম ওভারে আক্রমণে মিরাজ
শরীফুল ইসলাম আর তানজিম হাসান সাকিব দুজনই ৬টি করে ওভার করে ফেলেছেন। তাসকিন আহমেদের ওভার গেছে ৪টি, আর তাইজুল ইসলামের ৩টি। পঞ্চম বোলারের দেখা মিলছিল না। ইনিংসের ২০তম ওভারে এসে সে অপেক্ষা শেষ হলো। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এলেন মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কা ১০২/৩, ১৯ ওভার
০৩:৩২
শ্রীলঙ্কার তিন, সাকিবেরও তিন
মুস্তাফিজকে বসিয়ে তাকে কেন একাদশে নেওয়া হয়েছিল, সে সিদ্ধান্তের যথার্থতা ভালোভাবেই প্রমাণ করছেন তানজিম হাসান সাকিব। টানা তৃতীয় ওভারে তুলে নিলেন উইকেট।
তার অ্যাঙ্গেল করে ভেতরে ঢুকতে থাকা বল সাদিরা সামারাবিক্রমার ব্যাটের কোণা ছুঁয়ে চলে যায় পেছনে। সেখানে মুশফিকুর রহিম নিয়েছেন দুর্দান্ত এক ক্যাচ। তাতেই তৃতীয় উইকেটের পতন হলো শ্রীলঙ্কার, সাকিবের পকেটে ঢুকল তৃতীয় উইকেট।
শ্রীলঙ্কা ৮৪/৩, ১৩.১ ওভার
০৩:২৭
সাকিবের আরও এক!
আগের ওভারে বাংলাদেশকে মহামূল্য এক ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়েছিলেন পাওয়ারপ্লের শেষ ওভারে।
ইনিংসের ১২তম ওভারে তার ওয়াইড আউটসাইড অফ ফুলার লেন্থ বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন ওয়াইড স্লিপে! শটটা আগে খেলে ফেলায় বল লাগে তার ব্যাটের নিচের অংশে, সেটা গিয়ে জমা পড়ে স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে।
শ্রীলঙ্কা ৭২/২, ১১.১ ওভার
০৩:১৯
সাকিবের ব্রেক থ্রু
শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামদের সবাই ব্যর্থ হচ্ছিলেন ব্রেক থ্রু এনে দিতে। নিজের প্রথম ওভারে তানজিম হাসান সাকিবও ছিলেন তাই। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসে তিনি পেয়ে গেলেন সাফল্য।
আভিষ্কা ফার্নান্দোকে ফেরালেন উইকেটের পেছনে ক্যাচ তুলিয়ে। দশম ওভারে এসে প্রথম সাফল্যটা পেল বাংলাদেশ।
শ্রীলঙ্কা ৭১/১, ৯.৫ ওভার
০৩:০৪
শর্ট, ওয়াইড অ্যান্ড...
আগের ওভারে তাসকিন আহমেদ দুটো চার হজম করে গিয়েছিলেন অফ স্টাম্পের অনেক বাইরে বল করে। পরের ওভারের শুরুতে এলেন শরিফুল, তিনিও করলেন শর্ট, ওয়াইডে... ফলাফলটা অনুমিতই!
সপ্তম ওভার চলছে, এখনই ৪ এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮-এ।
শ্রীলঙ্কা ৪৫/০, ৬.১ ওভার
০২:৫২
মেইডেন!
তাসকিন আহমেদ প্রথম ওভারটায় ছিলেন বেশ খরুচে। বলও করছিলেন বেশ খারাপ, ডাউন দ্য লেগ, প্যাডের ওপর, অফ স্টাম্পের অনেক বাইরে...
তবে দ্বিতীয় ওভারে ‘কামব্যাক’ করলেন। হাত খোলার সুযোগই দিলেন না আভিষ্কা ফার্নান্দোকে। ম্যাচের প্রথম মেইডেনটা নিজের দখলে নিলেন তাসকিন।
শ্রীলঙ্কা ২১/০, ৪ ওভার
০২:৪৩
শুরুতে ‘কিপটে’ শরিফুল, খরুচে তাসকিন
শরিফুল ইসলাম ইনিংসের শুরুটা করতে এলেন। যথারীতি চাপে রাখলেন প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটারদের। হাত খুলতে দেননি একটুও। প্রথম ওভারে দিলেন মোটে দুই রান।
তবে এরপরই যেন সে চাপটা খানিকটা কমে গেল তাসকিন আহমেদের ওভারে। দুটো চার হজম করেছেন, ওভারে দিয়েছেন ১২ রান। শুরুটা বেশ খরুচে হলো তার, বাংলাদেশেরও বৈকি!
বাংলাদেশ ১৪/০, ২ ওভার
০২:১৫
শ্রীলঙ্কা একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা
০২:১৪
বাংলাদেশ একাদশে নেই মুস্তাফিজ
একাদশে আছে এক চমক। মুস্তাফিজুর রহমানকে বসিয়ে একাদশে আনা হয়েছে তানজিম হাসান সাকিবকে। এছাড়া আজ মোটামুটি অনুমিত এক দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
০২:০৬
টস জিতল শ্রীলঙ্কা, বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজটা জিততে না পারলেও সিলেটে টস জেতার হ্যাটট্রিক ঠিকই করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই ভাগ্যটা বদলে গেল। শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস জিতলেন টসে। নিলেন ব্যাট করার সিদ্ধান্ত।