লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে

১০:২৫

জিতল শেষমেশ শ্রীলঙ্কাই

বাংলাদেশ লড়েছে। কিন্তু শ্রীলঙ্কাই হাসল শেষ হাসি। দুনিথ ভেল্লালাগের ব্যাট থেকে দুটো রান আসতেই নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার ৩ উইকেটের জয়। সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারীরা।

শ্রীলঙ্কা ২৮৭/৭, ৪৭.১ ওভার


১০:২৩

শেষে এসে ফিরলেন হাসরাঙ্গা

অনেক দেরি হয়ে গেছে! অনেক, অনেক দেরি হয়ে গেছে!!

ওভারে একটা ছক্কা পেয়েছিলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে তিনি চাইছিলেন তাইজুল ইসলামের সে ওভারেই খেলাটা শেষ করে দিতে। তবে তা হয়নি। অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে বল উঠে গেছে আকাশে, শর্ট মিড উইকেটে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

তবে এ উইকেট খুব বেশি কাজে আসছে না বাংলাদেশের, তা বলেই দেওয়া যাচ্ছে। ১৮ বলে এখন চাই মোটে দুটো রান!

শ্রীলঙ্কা ২৮৫/৭, ৪৭ ওভার


১০:২০

হাসরাঙ্গার আরেক ছক্কা!

প্রয়োজনীয় রানটা নেমে এসেছে এক অঙ্কে। তাইজুলের ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ২২ বলে এখন চাই মাত্র ৬ রান।

ওয়ান হিট অ্যাওয়ে!


১০:১৯

২৪ বলে চাই ১৩

আগের ওভারের শেষ বলে ছক্কা হজম করে গেলেন তানজিম সাকিব। না হয় শেষ চারটা ওভারে অনেক রোমাঞ্চই জমা থাকত।

সেটা হয়নি। ম্যাচ একটু একটু করে নিজেদের দখলে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।


১০:০৫

শরিফুলও দিলেন ৩

৪২ এর পর ৪৩, এই দুই ওভারে শ্রীলঙ্কা তুলতে পারল মোটে তিনটি করে রান। তানজিম হাসান সাকিবের পর শরিফুল ইসলামও দিলেন মোটে ৩ রান।

৪২ বলে শ্রীলঙ্কার চাই ৩০ রান।

শ্রীলঙ্কা ২৫৭/৬, ৪৩ ওভার


০৯:৫৬

উইকেট পাওয়ার ওভারে তানজিম দিলেন ৩ রান

এক একটি ডট, এক টুকরো সোনা। তাই যদি হয়, তাহলে উইকেট সেখানে কী? হীরে? তাই হয়তো!

তানজিম হাসান সাকিব তাহলে সোনা আর হীরেতে ভরা একটা ওভারই করে গেলেন। ৪২তম ওভারে আক্রমণে এসে তিনি দিয়ে গেলেন মোটে ৩ রান, লঙ্কানদের আস্কিং রেট থেকে এক রান কম। 

তবে এও যথেষ্ট হবে না, আরও উইকেট চাই স্বাগতিকদের।

শ্রীলঙ্কা ২৫৪/৬, ৪২ ওভার


০৯:৫৩

এবার তানজিমের ব্রেক থ্রু

বাংলাদেশের উইকেট চাই, বেশ কিছু উইকেট। ঠিক এই সময় এসে তানজিম হাসান সাকিব দিলেন, দলের যা চাই, সেই মহামূল্য ব্রেক থ্রু।

লিয়ানাগে আর ভেল্লালাগের জুটিটা জমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। ঠিক তখনই তানজিমের আঘাত। এলবিডব্লিউর ফাঁদে ফেললেন আগের ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান করা লিয়ানাগেকে। ৫৩ বলে এখন লঙ্কানদের চাই ৩৬ রান, বাংলাদেশের চাই ৪ উইকেট।

শ্রীলঙ্কা ২৫১/৬, ৪১.১ ওভার


০৯:৫০

৯ ওভারে শ্রীলঙ্কার চাই ৩৬

দ্রুত দুটো উইকেটে বাংলাদেশের আশাটা বেড়ে গিয়েছিল অনেকখানি। ক্রিকইনফো বলছে, সম্ভাবনাটা ৪ শতাংশ বেড়ে গিয়েছিল। 

তবে সেখান থেকে জানিথ লিয়ানাগে আর দুনিথ ভেল্লালাগের ১৮ বলে ১৬ রানের জুটি সে সম্ভাবনাটা কমিয়ে দিয়েছে বেশ। ৯ ওভারে এখন চাই মাত্র ৩৬ রান! বাংলাদেশের চাই উইকেট, আরও উইকেট!


০৯:৩৬

আসালঙ্কাকে ফিরিয়ে তাসকিনের ‘সেঞ্চুরি’

শততম উইকেটের দুয়ারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন তাসকিন আহমেদ। অবশেষে তা পেয়েই গেলেন। তাও আবার কাকে ফিরিয়ে! ডেঞ্জারম্যান চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে, উইকেটে থিতু তো ছিলেনই, দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির দুয়ারে। তাকে ফিরিয়েই নিজের শততম ওয়ানডে উইকেটটা তুলে নিলেন তাসকিন।

তার অফ স্টাম্পের বাইরের বলটায় ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন আসালঙ্কা। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। রিভিউতে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গেছে, আল্ট্রা এজ দেখাল স্পাইক। সেঞ্চুরির স্বাদ পেয়ে যান তাসকিন।

শ্রীলঙ্কা ২৩৫/৫, ৩৭.৬ ওভার


০৯:৩০

২৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন নিসাঙ্কা-আসালঙ্কা

১৯৯৭ সালে অর্জুনা রানাতুঙ্গা ও রোশান মহানামা উইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে তুলেছিলেন ১৭১ রান। সেটাই এতদিন শ্রীলঙ্কার চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে ছিল।

আজ চট্টগ্রামে সে রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দিলেন চারিথ আসালঙ্কা আর পাথুম নিসাঙ্কা। দুজন মিলে চতুর্থ উইকেটে তুললেন ১৮৫ রান। 

দুজনের এই জুটি বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে শ্রীলঙ্কার পঞ্চম সর্বোচ্চ জুটিও।

 


০৯:২৬

সেঞ্চুরিয়ান নিসাঙ্কাকে ফেরালেন মিরাজ

মেহেদি হাসান মিরাজের বলটা কাউ কর্নার দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কা। পারেননি। সেখানে থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুললেন তিনি। 

একটা উইকেট নাকি আরও উইকেটের দুয়ার খুলে দেয়। এটাও কি সে দুয়ার খুলে দিল? নাকি যা ক্ষতি হওয়ার হয়েই গেছে?

শ্রীলঙ্কা ২২৮/৪, ৩৬.৪ ওভার


০৯:০২

নিসাঙ্কার সেঞ্চুরি

দ্রুত উইকেট খুইয়ে শ্রীলঙ্কা তখন বিপাকে। ঠিক তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন পাথুম নিসাঙ্কা। ১১ চার ৩ ছক্কায় করলেন সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই এখন অনায়াস জয়ের পথে আছে লঙ্কানরা। 

উল্লেখ্য, শেষ পাঁচ ইনিংসে এটি তৃতীয় সেঞ্চুরি তার।

শ্রীলঙ্কা ১৯৪/৩, ৩১.২ ওভার


০৮:৫৬

২০ ওভারে শ্রীলঙ্কার চাই ১০৫

ড্রিংকস ব্রেক চলছে। শিশির মুছতে ব্যস্ত মাঠকর্মীরা। 

ঠিক এই সময়ে এসে শ্রীলঙ্কা আছে চালকের আসনে। ১২০ বলে ১০৫ রান চাই তাদের। আর বাংলাদেশের চাই দ্রুত একটা ব্রেক থ্রু!

শ্রীলঙ্কা ১৮২/৩, ৩০ ওভার


০৮:৪৯

হাত ফসকে বেরিয়ে গেল আরেকটা ক্যাচ

দুজনের জুটি হয়ে গেছে ১২৪ রানেরও বেশি। পুঁজি থেকে রান কমছে একটা একটা করে। এই পর্যায়ে বাংলাদেশের চাই একটা উইকেট। 

সে সুযোগটা শরিফুল ইসলাম এনেও দিলেন। তার বলে পাথুম নিসাঙ্কা ক্যাচ তুলে দিয়েছিলেন মিড অফে। তবে সেখানে কেউ ছিলেন না। অনেকটা দৌড়ে গিয়ে ক্যাচটা নেওয়ার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। নাগাল পেয়েও বলটা হাতে রাখতে পারলেন না। হাত ফসকে বেরিয়ে গেল সুযোগটা!

শ্রীলঙ্কা ১৬৬/৩, ২৮.৫ ওভার


০৮:১৭

২০ ওভার শেষে...

২০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১১৭/৩। এখনও দলটার চাই ১৮০ বলে ১৭০ রান।

ইনিংসের এই সময় এসে বাংলাদেশের রান ছিল ১২২/২। এই পর্যায়ে অল্প ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচে আসলে ফেভারিট শ্রীলঙ্কাই। ম্যাচে ফিরতে হলে উইকেট চাই স্বাগতিকদের।

 


০৮:১৪

নিসাঙ্কার ফিফটি

তিন উইকেট খুইয়েও শ্রীলঙ্কাকে খুব বেশি চাপে পড়তে দেখা যায়নি, কারণ আসালঙ্কা ছিলেন এক পাশে। লঙ্কান এই ওপেনার নিয়মিত রান তুলে দলের স্কোরবোর্ডটা সচল রেখেছেন। তিনি ফিফটিটাও ছুঁয়ে ফেলেছেন এবার। ৫৯ বলে তিনি করেছেন ৫০।

শেষ পাঁচ ইনিংসে তার আছে দুটো সেঞ্চুরি, যার একটি আবার ২১০*। আজও কি তিন অঙ্কের দেখা পেয়েই ছাড়বেন নিসাঙ্কা?

শ্রীলঙ্কা ১১৬/৩, ১৯.২ ওভার


০৮:০৬

আসালঙ্কার ছক্কা, শ্রীলঙ্কার ১০০

দল তখন ৯৭-এ দাঁড়িয়ে। মেহেদি হাসান মিরাজ ফ্লাইটেড ডেলিভারি দিলেন একটা। সামনে এগিয়ে লং অফের ওপর দিয়ে বলটাকে সীমানাছাড়া করলেন চারিথ আসালঙ্কা। সঙ্গে সঙ্গে সেঞ্চুরি পূর্ণ হলো শ্রীলঙ্কার। 

তিন অঙ্কে পৌছার মুহূর্তে অবশ্য লঙ্কানরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে। শ্রীলঙ্কা যেখানে ১৭.৪ ওভারে ছুঁল তিন অঙ্ক, বাংলাদেশ সেখানে এই ফিগারে পৌঁছেছে ১৬.২ ওভারে। শেষ পর্যন্ত বাংলাদেশ সে ব্যবধানটা ধরে রাখতে পারে কি না, তাই এখন প্রশ্ন।

শ্রীলঙ্কা ১০৩/৩, ১৭.৪ ওভার


০৮:০২

নিসাঙ্কা-আসালঙ্কার ‘ফিফটি’

৭ বলের ব্যবধানে দুই উইকেট খুইয়ে শ্রীলঙ্কা তখন চোখে-মুখে আঁধারই দেখছিল। সে পরিস্থিতি থেকে দলকে রক্ষা করেছেন পাথুম নিসাঙ্কা আর চারিথ আসালঙ্কা। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত যোগ করেছেন ৬৯ বলে ৫০ রান। শ্রীলঙ্কাও ধীরে ধীরে এগোচ্ছে লক্ষ্যের দিকে।

শ্রীলঙ্কা ৯৩/৩, ১৬.৫ ওভার


০৭:৫০

রিভিউ নিয়ে রক্ষা নিসাঙ্কার

বলটা পাথুম নিসাঙ্কার প্যাডে লাগতেই তানজিম সাকিবের জোরালো আবেদন; একটু সময় নিয়ে তর্জনি তুলে দিলেন আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তবে নিসাঙ্কা রিভিউ নিলেন সঙ্গে সঙ্গে। সে রিভিউতে দেখা গেল বলটা নিসাঙ্কার প্যাডে লাগার আগে লেগেছিল তার ব্যাটে। আউটের সিদ্ধান্তটা উলটে যায়, নিসাঙ্কার উইকেট রক্ষা পেয়ে যায় তাতে। 

শ্রীলঙ্কা ৮৩/৩, ১৪.৪ ওভার


০৭:০৯

এবার আবারও শরিফুল!

আগের ওভারে মিরাজকে স্বস্তি দিয়েছিলেন তাসকিন আর মুশফিক, কুশল মেন্ডিসকে ফিরিয়ে। এবার মিরাজ নিজেই নিজের ‘পাপমোচনের’ জন্য করলেন কিছু একটা। সেই পয়েন্টেই সামনে ঝুঁকে নিলেন দারুণ এক ক্যাচ।

শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। পয়েন্টে দুর্দান্ত ক্যাচটা ভালোভাবেই নিলেন মিরাজ। লঙ্কানরা খুইয়ে বসল তাদের তৃতীয় উইকেট।

শ্রীলঙ্কা ৪৩/৩, ৬.১ ওভার


০৭:০৪

প্রথম বলেই তাসকিনের আঘাত, ফেরালেন মেন্ডিসকে

তাসকিন আজ আক্রমণে এসেছেন তৃতীয় পেসার হিসেবে। এসেই পেয়েছেন সাফল্য। তুলে নিলেন কুশল মেন্ডিসকে। 

তার অফ স্টাম্পের একটু বাইরের বলটা একটু দেরিতেই এগিয়ে ঠেকাতে গিয়েছিলেন কুশল। পারেননি। বলটা তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে।

কুশলের বিদায়ে সবচেয়ে বেশি স্বস্তি পাবেন পয়েন্টে থাকা মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিমের বলে যে এই কুশলের ক্যাচই ছেড়েছিলেন তিনি!

শ্রীলঙ্কা ৪২/২, ৫.১ ওভার


০৬:৪৯

মিরাজের হাতে ‘জীবন’ পেলেন কুশল মেন্ডিস

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে আরেকটু হলে সাফল্য এনে দিচ্ছিলেন তানজিম সাকিব। তার বলে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন টি-টোয়েন্টির সিরিজ-সেরা কুশল মেন্ডিস। তবে পয়েন্টে ক্যাচটা দারুণ চেষ্টা করেও হাতে রাখতে পারলেন না মেহেদি হাসান মিরাজ।

পাশে থাকা তাওহীদ হৃদয় মাথায় হাত দিয়ে বসেই পড়লেন তার প্রতিক্রিয়ায়, কারণ তিনি জানেন উইকেটটার মূল্য কতোটুকু! ১ রানে ‘জীবন’ পাওয়া কুশল মেন্ডিস এবার কতটা ভোগাবেন বাংলাদেশকে?

শ্রীলঙ্কা ৭/১, ১.৪ ওভার


০৬:৪৫

নতুন বল গেল তানজিমের হাতে

প্রথম ম্যাচে তিনি আক্রমণে এসেছিলেন তৃতীয় সিমার হিসেবে। সেদিন টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে নাড়িয়ে দিয়েছিলেন তানজিম হাসান সাকিব।

সে ম্যাচে দ্বিতীয় সিমার ছিলেন তাসকিন আহমেদ। সে ম্যাচে তিনি ছিলেন বেশ খরুচে, অন্তত প্রথম স্পেলে।

দুয়ের যোগফল হিসেবে বোলিং লাইন আপে তানজিমের ‘উন্নতি’ হলো। তাসকিনকে নয়, নতুন বলটা তুলে দেওয়া হলো তার হাতে। দ্বিতীয় ওভারেই আক্রমণে এলেন তিনি। 


০৬:৩৮

শরিফুলের আঘাত, আভিষ্কার গোল্ডেন ডাক

নতুন বলে উইকেট নেওয়ার অভ্যাসটায় আগের ম্যাচে ছেদ পড়েছিল শরিফুল ইসলামের। তবে আজ আবারও তিনি ফিরলেন স্বরূপে। ইনিংসের দ্বিতীয় বলেই তিনি ফেরালেন আভিষ্কা ফার্নান্দোকে। অ্যাঙ্গেল করে বেরিয়ে যেতে থাকা বলটায় ব্যাট চালালেন আভিষ্কা। তার ব্যাটের কোণা ছুঁয়ে বলটা গিয়ে জমা পড়ে স্লিপ কর্ডনে থাকা সৌম্য সরকারের ব্যাটে। 

শ্রীলঙ্কা ১/১, ০.২ ওভার


০৬:০৬

৪ এর আফসোস নিয়ে শেষ তাওহীদের

তাওহীদ হৃদয় তার ক্যারিয়ার-সেরা ইনিংসটাই খেললেন। শেষ ওভারে দুটো ছক্কা হাঁকালেন। আরেকটু স্পষ্ট করে বললে, শেষ দুই বলে। ইনিংসটা শেষ করলেন ৯৬ রানে দাঁড়িয়ে থেকে। ৪ রানের জন্য সেঞ্চুরিটা হলো না!

তবে তিনি তৃপ্তি পেতে পারেন এই ভেবে যে, তার এই ইনিংস শেষ দিকে গুরুত্বপূর্ণ কিছু রান এনে দিয়েছে বাংলাদেশকে। স্বাগতিকরা তাদের ইনিংস শেষ করেছে লড়াকু পুঁজি নিয়ে। 

বাংলাদেশ ২৮৬/৭, ৫০ ওভার


০৫:৪৯

তানজিম গেলেন!

দুজনের জুটি ফিফটির দিকে এগোচ্ছিল। তার ঠিক আগে নাজমুল হোসেন শান্ত ডাগ আউট থেকে দিয়েছিলেন শান্ত থাকার ইঙ্গিত। তাতে অবশ্য হইতে বিপরীত হলো। তানজিম সাকিব মারতে গেলেন প্রমোদ মাদুশানের ব্যাক অফ লেন্থ বলটা। তা গিয়ে পড়ল মিড অনে থাকা ওয়ানিন্দু হাসরাঙ্গার হাতে। ৩৩ বলে ১৮ রানের ইনিংস খেলে ফিরলেন তানজিম।

বাংলাদেশ ২৩৬/৭, ৪৬.১ ওভার

 


০৫:২৭

তাওহীদের ফিফটি

বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে টিকে আছেন তাওহীদ হৃদয়। খানিকটা ধীরগতি হলেও তিনি ছুঁয়ে ফেলেছেন ফিফটি। ৫০ করেছেন ৭৪ বলে। তার ওপরই এখন নির্ভর করছে বাংলাদেশের সম্ভাবনা।

বাংলাদেশ ২০৯/৬, ৪০.৩ ওভার


০৫:২১

২০০

প্রথম ১০০ রান তুলতে বাংলাদেশ ১৬.২ ওভার খেলেছিল। পরের ১০০ এলো অনেক কায়ক্লেশে। ২২.৩ ওভার লাগল এই ১০০ রান করতে। উইকেট চলে গেছে ৬টা।

বাংলাদেশ ইনিংসে আর ১১.১ ওভার বাকি। আর কত হবে দলের রান?

বাংলাদেশ ২০০/৬, ৩৮.৫ ওভার


০৫:০৯

রিয়াদের মতো বিদায় মিরাজেরও!

উইকেট ছেড়ে বেরোবেন, আগে থেকেই যেন সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। পরিণতিটা খারাপই হলো। ঠিক যেমন হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। 

হাসরাঙ্গার বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ফ্লাইটে বিভ্রান্ত হলেন দুজনেই। তবে পার্থক্যটা হলো, রিয়াদ আউট হয়েছিলেন স্টাম্পড হয়ে, আর মিরাজ বিদায় নিলেন বোল্ড হয়ে। হাসরাঙ্গা তুলে নিয়েছেন ৪ উইকেট। ফাইফার থেকে এক উইকেটের দূরত্বে দাঁড়িয়ে তিনি।

বাংলাদেশ ১৮৯/৬, ৩৫.৫ ওভার


০৪:৫৯

শেষ পর্যন্ত কত করবে বাংলাদেশ?

৩২ ওভার শেষে বাংলাদেশের রান ১৭৬। রান রেট ৫.৫০।

এ হারে রান তুলতে থাকলে ৫০ ওভার শেষে রান হবে ২৭৫। আর ওভারপ্রতি ৭ করে রাখতে পারলে ইনিংস শেষে রান হবে ৩০২, ৯ রান করে আনলে রান হবে ৩৩৮। ১০ রান করে আনতে পারলে তো কোনো কথাই নেই, রান হবে ৩৫৬।

তবে সমস্যা হচ্ছে, উইকেটই নেই হাতে। শেষ স্বীকৃত ব্যাটার জুটি আছে ক্রিজে। তাদের একজন বিদায় নিলেই বাংলাদেশের লেজের নাগাল পেয়ে যাবে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত বাংলাদেশ আসলে কত করতে পারবে?


০৪:৫৪

রিভিউ নিয়ে সফল শ্রীলঙ্কা, ফিরলেন মুশফিক

ওয়ানিন্দু হাসরাঙ্গাকে সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন মুশফিক। বলটা তার প্যাডে লাগল। শ্রীলঙ্কার জোরাল আবেদনে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সাড়া দেননি।

তবে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেয় লঙ্কানরা। রিভিউতে দেখা যায় পিচ, ইমপ্যাক্ট, হিটিং সবকিছুতে জ্বলে উঠেছে লাল বাতি। মুশফিকের ইনিংসেও লাল বাতি জ্বলে তাতে।

আগের ওভারেই রানের গতি বাড়াতে শুরু করেছিলেন মুশফিক। লিয়ানাগের এক ওভার থেকে এনেছিলেন ১৩ রান। এরপরই উইকেট খোয়ালেন তিনি! বাংলাদেশ খেল আরও এক ধাক্কা।

বাংলাদেশ ১৭৩/৫ ৩১.১ ওভার


০৪:৪৮

৩০ শেষে...

২৩তম ওভারের পর থেকেই রান রেটটা কমছিল। সে ওভারে রান রেটটা যেখানে ছিল ৬এর ঘরে, সেটা পঁচিশ যেতেই নেমে এল ৫.৬৪ এ, ৩০ এ এসে তা নেমে গেল আরও। রান রেট এখন ৫.৩৩!

তবে মুশফিকুর রহিম আর তাওহীদ হৃদয় মিলে ইনিংস মেরামতের কাজে লেগে পড়েছেন; দ্রুত দুই উইকেট খোয়ানোর ধাক্কাটা সামলাচ্ছেন ঠান্ডা মাথায়, আপাতত দলকে স্বস্তি দিচ্ছে এটাই।

বাংলাদেশ ১৬০/৪, ৩০ ওভার


০৪:৩০

অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশ ১৪১/৪

২০ ওভার শেষেও বাংলাদেশের রানরেটটা ছিল ৬ এর ওপরে। তবে ২৩তম ওভারে দুটো উইকেট রানের গতিটা থামিয়ে দিয়েছে দলের। শেষ পাঁচ ওভার থেকে এসেছে মোটে ২০ রান। ২৫ ওভার শেষে তাই রান রেটটা নেমে এসেছে ৫.৬৪ এ।


০৪:১৮

এবার মাহমুদউল্লাহও!

উইকেট ছুঁড়ে দিয়ে ফেরার মিছিলই শুরু হয়ে গেল যেন! এক বল আগে সৌম্য ফিরলেন, এরপর মাহমুদউল্লাহও।

নিজ ইনিংসের দ্বিতীয় বলেই গেলেন তেড়েফুঁড়ে, তার খেসারতটা দিলেন উইকেট খুইয়ে। হাসরাঙ্গাকে আগের দিন ভালোভাবে খেলেছিলেন। সে আত্মবিশ্বাসটা আজ রূপ নিল অতি আত্মবিশ্বাসে।

দ্বিতীয় বলেই তিনি উইকেট ছেঁড়ে বেরিয়ে ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে চেয়েছিলেন। তবে বলের লাইন মিস করে বসলেন এরপর। স্টাম্পিংয়ের সুযোগটা খোয়াননি কুশল মেন্ডিস। এক ওভারে দুই উইকেট খুইয়ে বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার ওভারটা আরও ভালো হয়েছে সে ওভারের শেষে, জোড়া উইকেট মেইডেন নিয়েছেন হাসরাঙ্গা।

বাংলাদেশ ১৩০/৪, ২২ ওভার


০৪:১৪

উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন সৌম্য

একে উইকেট ছুঁড়ে দেওয়া’ ছাড়া আর কিইবা বলবেন?

ওয়ানিন্দু হাসরাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন সৌম্য সরকার। করার সঙ্গে সঙ্গেই বুঝে গেছেন, যা করতে চেয়েছিলেন, তা হচ্ছে না। ডিপে দিলশান মাদুশঙ্কা অনেকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নিলেন ক্যাচটা। সৌম্যর ইনিংস শেষ হলো ৬৪ বলে ৬৮ রানে!

বাংলাদেশ ১৩০/৩, ২১.২ ওভার


০৪:০৬

২০০০ এর মাইলফলক সৌম্যর

২০তম ওভারে আক্রমণে আসা ওয়ানিন্দু হাসরাঙ্গাকে জোড়া চার হাঁকালেন সৌম্য সরকার। তার প্রথমটা ছিল এক্সট্রা কভারের ওপর দিয়ে। সঙ্গে সঙ্গে একটা মাইলফলকও ছুঁয়ে ফেললেন তিনি। ১০ম বাংলাদেশী ব্যাটার হিসেবে ২ হাজার ওয়ানডে রানের মালিক হলেন সৌম্য।

বাংলাদেশ ১২২/২, ২০ ওভার


০৩:৫৮

সৌম্যর ফিফটি

ওপাশে দুই সঙ্গীকে বিদায় নিতে দেখেছেন, দুই সঙ্গীকে বেশ কবার জীবনও পেতে দেখেছেন। তবে সৌম্য সরকার নিজে ছিলেন বেশ স্থিতধী। শুরুতে খোলসে ছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তা ছেড়ে বেরিয়েছেন। বেশ পরিণত এক ইনিংসই খেলছেন তিনি। ৫২তম বলে তিনি তুলে নিয়েছেন ফিফটিটা। ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নিলেন তিনি। 

বাংলাদেশ ১১০/২, ১৮ ওভার


০৩:৫৪

বাংলাদেশের ‘সেঞ্চুরি’

দুটো উইকেট খুইয়েছে বাংলাদেশ। তবে সেটা দলের রান রেটে কোনো প্রভাবই ফেলতে পারেনি। ৯৮ বলে নিজেদের প্রথম ১০০ রান তুলে নিয়েছে দল। লক্ষ্য এখন বড় রানের।

বাংলাদেশ ১০১/২, ১৬.২ ওভার


০৩:৪৪

‘জীবন’ পেলেন তাওহীদও

সৌম্য সরকারের ওপাশে থাকা নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার জীবন পেয়েছেন ইনিংসের শুরু থেকে। তার বিদায়ের পর এ প্রান্তে এলেন তাওহীদ হৃদয়। তিনিও এবার জীবন পেলেন!

দিলশান মাদুশঙ্কা আরেকটু হলে তৃতীয় উইকেট পেয়েই যাচ্ছিলেন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ অ্যা লেন্থ বলটা গ্লাইড করে প্রথম স্লিপ দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তাওহীদ। তবে বলটা কিপার কুশল পেরেরা আরেকটু হলে ধরেই ফেলেছিলেন, ডান পাশে ঝাঁপিয়ে পড়ে হাত লাগিয়েছিলেন। তবে শেষমেশ বলটা আর হাতে রাখতে পারলেন না। ৬ রানে জীবন পেলেন তাওহীদ।

এরপর সে ওভারেই সৌম্য দুটো চার মেরেছেন মাদুশঙ্কাকে। পৌঁছে গেছেন ফিফটির খুব কাছে। 

বাংলাদেশ ৯৩/২, ১৫ ওভার


০৩:৩৪

এবার ফিফটির আগে ফিরলেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্তর ট্র্যাক রেকর্ডটা দেখুন, ৮৯, ৯০, ১২২*... এ পর্যন্ত তিন ম্যাচ খেলে একটাতেও ফিফটির কমে আউট হননি। আজও যেভাবে খেলছিলেন, তাতে মনে হচ্ছিল ফিফটি বুঝি পেয়েই যাবেন!

কিন্তু শেষমেশ তা আর হলো না। থামলেন ফিফটির ১০ রান আগে। তাকে ফেরালেন দিলশান মাদুশঙ্কা। অফ স্টাম্প ঘেঁষা গুড লেন্থ বলটা দ্বিধা নিয়ে শেষমেশ ডিফেন্ড করতে চেয়েছিলেন শান্ত, সর্বনাশটা হলো সেখানেই, ক্যাচ গেল উইকেটের পেছনে। সেখানে কুশল মেন্ডিস বাম পাশে ঝাঁপিয়ে নিলেন দারুণ এক ক্যাচ। ৩৯ বলে ৪০ রান করে শান্ত ফিরলেন সাজঘরে।

বাংলাদেশ ৭৫/২, ১২.২ ওভার

 


০৩:২১

১০ ওভার শেষে...

শুরুর ধাক্কার পর পরিস্থিতিটা ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। তবে তাতে খানিকটা ভাগ্যের সহায়তাও ছিল। শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে ফিএরেছেন, সবশেষ ওভারেও হলেন। এ হাওয়া তাকে কতদূর নেয়, তাই এখন দেখার বিষয়!

বাংলাদেশ ৬৪/১, ১০ ওভার


০৩:০৮

সৌম্য-শান্তর ‘ফিফটি’

কাউন্টার অ্যাটাকের শুরুটা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর খোলসে ঢুকে থাকা সৌম্য সরকারও যোগ দিলেন তার সঙ্গে। দুজন মিলে একের পর এক বাউন্ডারি আনতে থাকলেন প্রায় প্রতি ওভারেই। দুজনের জুটির ফিফটিটাও চলে এল দ্রুত। তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে ৪১ বলে ৫০ রান।

বাংলাদেশ ৫০/১, ৭.২ ওভার


০২:৫২

এবার রিভিউ হারাল শ্রীলঙ্কা

আবারও মাদুশান-শান্ত, আবারও ঘটনা ঘটল একটা। বল লেগেছিল শান্তর প্যাডে। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস রিভিউ নিয়ে নিলেন অতি আত্মবিশ্বাসী হয়ে। তবে আল্ট্রাএজে দেখা যায়, ব্যাটে লেগেছিল বল, তার প্রমাণ মিলল স্পাইকে। একটা রিভিউ গচ্চা গেল শ্রীলঙ্কার।

বাংলাদেশ ১৩/১, ৩.৩ ওভার 


০২:৪৫

০ আর ১০ রানে ‘জীবন’ পেলেন শান্ত

থিংস আর হ্যাপেনিং!

লিটনের বিদায়ের পর এক অঙ্কে থাকতেই আরও একটা উইকেট খুইয়ে ফেলার শঙ্কাই জেগেছিল। প্রমোদ মাদুশানের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন প্রথম স্লিপে, তবে পাথুম নিসাঙ্কার হাত গোলে বলটা চলে গেল বাউন্ডারিতে। ০ রানে ‘অফিসিয়াল’ ‘জীবনটা’ পান শান্ত।

সে ওভারের শেষ বলে শান্তর ব্যাটের কোণায় লাগার শব্দ শোনা গেল, যা উইকেটের পেছনে কুশল মেন্ডিস লুফেও নিলেন; কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বোলার থেকে উইকেটরক্ষক কেউই আবেদন করেননি! এক বল পর রিপ্লেতে আল্ট্রাএজে স্পাইকের দেখা মেলে! আউট হয়েও হলেন না শান্ত। ‘আনঅফিসিয়াল’ ‘জীবনটা’ ১০ রানে পেলেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ ১১/১, ১.৫ ওভার


০২:৩৭

উইকেট মেইডেন!

আগের ম্যাচেও ভার্চুয়ালি ইনিংসের গোড়াপত্তন’ করতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। আজ লিটনের বিদায়ে আবারও তাই করতে হচ্ছে। শুরুর তিন বলে লিটন কোনো রান নেননি। নতুন ব্যাটার শান্তও ওভারটাতে আর কোনো বিপদ হতে দেননি। মাদুশঙ্কাকে দিলেন মেইডেন। শ্রীলঙ্কার শুরুটা দারুণই হলো!

বাংলাদেশ ০/১, ১.০ ওভার 


০২:৩৫

আজও লিটন ফিরছেন শূন্য হাতে

লিটন দাস প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছিলেন। আজও নিলেন। তবে আজ একটু উন্নতি হলো। আগের ম্যাচে প্রথম বলেই বিদায় নিয়েছিলেন, আজ ফিরলেন ইনিংসের তৃতীয় বলে। দিলশান মাদুশঙ্কার বলে ক্যাচ দিলেন শর্ট মিড উইকেটে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে।  

বাংলাদেশ ০/১, ০.৩ ওভার


০২:৩০

বৃষ্টির সম্ভাবনা কেমন আজ?

চট্টগ্রামের আকাশ একেবারে পরিষ্কার, চৈত্রের শুরুতে যেমনটা হয়। তবে সকালে পরিস্থিতিটা এমন ছিল না। ক্রিকইনফো জানাচ্ছে, বৃষ্টি হয়েছে এক দফা।যদিও সকাল দশটা না বাজতেই আবারও আকাশ পরিষ্কার হয়ে যায়। সাগরিকার আকাশ এখন যেমন, তাতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।


০২:১৭

শ্রীলঙ্কা দলে এক পরিবর্তন

শ্রীলঙ্কা একটা পরিবর্তন নিয়ে মাঠে নামছে। স্পিনার মাহিশ থিকসানাকে বাদ দিয়ে তারা একাদশে এনেছে দুনিথ ভেল্লালাগেকে।

শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা


০২:১৫

একাদশে নেই কোনো পরিবর্তন

একাদশে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ, বিষয়টা অনুমিতই ছিল। ম্যাচেও হলো সেটাই। প্রথম ম্যাচের একাদশ নিয়েই নামছে মাঠে। 

বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।


০২:১৪

টস জিতল শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ

আগের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শেষে ভুগেছিল শ্রীলঙ্কা। তবে আজ সে পথে হাঁটেনি দলটা।

প্রথম ওয়ানডের মতো আজও জিতেছে টসে। নিয়েছে বোলিং করার সিদ্ধান্ত। বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

আগের লাইভ