লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে

০৫:৩৬

রিশাদ শোতে সহজ জয় বাংলাদেশের

মেহেদি হাসান মিরাজ যখন বিদায় নিচ্ছেন, তখনও পঞ্চাশেরও বেশি রান প্রয়োজন ছিল। সেখান থেকে রিশাদ হোসেন খেললেন ১৮ বলে ৪৮ রানের এক ঝোড়ো ইনিংস। সেই এক ইনিংসই কঠিন হতে চলা ম্যাচটা বাংলাদেশকে জেতাল অনায়াসে, ৫৮ বল আর ৪ উইকেট হাতে রেখে। সঙ্গে সঙ্গে সিরিজটাও জেতা হয়ে গেল বাংলাদেশের।

বাংলাদেশ ২৩৭/৬, ৪০.২ ওভার
ফল- বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সিরিজ- বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী 


০৫:১৮

মিরাজের বিদায়, আবারও বিপাকে বাংলাদেশ

ওয়ানিন্দু হাসরাঙ্গাকে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশ ১৭৮/৬, ৩৬.১ ওভার


০৪:৫৯

রিভিউ খোয়াল শ্রীলঙ্কা

শব্দ একটা যে ছিল না, তা নয়। তাই শ্রীলঙ্কা রিভিউ নিয়ে বসেছিল। প্রমোদ মাদুশানের ওই বলটা মেহেদি হাসান মিরাজের ব্যাট ছোঁয়নি, আল্ট্রাএজ দেখাল তাই। উলটে ওয়াইড থেকে একটা রান পেয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের এখন চাই ৭৮ রান।

বাংলাদেশ ১৫৮/৫, ৩২ ওভার


০৪:৩৬

সেঞ্চুরিটা পায়ে ঠেলে ফিরলেন তানজিদ

প্রথম ওয়ানডে সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে ছিলেন তানজিদ হাসান তামিম। রান তোলার তাড়াও ছিল না খুব একটা। ফলে কোনো কিছুর চাপই ছিল না মাথার ওপর। কী ভেবে যেন ওয়ানিন্দু হাসরাঙ্গাকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চাইলেন তানজিদ। উইকেটটাও খোয়ালেন ওখানে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে। 

বাংলাদেশ ১৩০/৫, ২৫.৫ ওভার


০৪:১৮

৮ বলের ব্যবধানে তাওহীদ-রিয়াদ নেই!

হঠাৎই যেন অস্বস্তি ভর করল বাংলাদেশ শিবিরে! লাহিরু কুমারাকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তাওহীদ হৃদয়। তার ঠিক ৮ বল পর মাহমুদউল্লাহও বিদায় নিলেন কুমারার শিকারার হয়েই। ৮ বলের এদিক ওদিকে দুই উইকেট খুইয়ে স্বাগতিকরা একটু ব্যাকফুটেই চলে গেছে!

বাংলাদেশ ১১৩/৪, ২৩.১ ওভার


০৪:০৮

তিন অঙ্কে বাংলাদেশ

ইনিংসের ২১তম ওভারে এসে তিন অঙ্কে পৌঁছাল বাংলাদেশ। চারিথ আসালঙ্কার ওভারের চতুর্থ বলে তানজিদ তামিম চার মারেন। সে চারেই ১০০ পার করে বাংলাদেশ। 

বাংলাদেশ ১০১/২, ২০.৪ ওভার


০৩:৩৬

তানজিদের ফিফটি

ম্যাচটা তার খেলার কথাই ছিল না। একাদশেই তো ছিলেন না! সৌম্য সরকারের চোটে সুযোগটা পেলেন। পেয়েই তা কাজে লাগালেন। ৫১ বলে তুলে নিয়েছেন ফিফটি। 

বাংলাদেশ ৭৭/২, ১৫.১ ওভার


০৩:১৪

এক অঙ্কে ফিরলেন শান্তও

লাহিরু কুমারার অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পা নড়েনি একটুও। এ লুজ শট শান্তর সর্বনাশই ডেকে আনল। ক্যাচ দিলেন উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে।

বাংলাদেশ ৫৬/২, ১০.২ ওভার

 

০৩:০৭

বিজয় ফিরলেন ১২ রানে

ওপেনিং জুটি থেকে ৫০ চলে এল বাংলাদেশের, এবারের সিরিজে প্রথম বারের মতো। তবে তাতে এনামুল হক বিজয়ের অবদান মোটে ১২ রান। 

এরপরই এনামুলের ইনিংসের ইতি ঘটল। লাহিরু কুমারার বলে আভিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। 

বাংলাদেশ ৫০/১, ৮.২ ওভার


০২:৪১

আম্পায়ারও মাঠের বাইরে!

চট্টগ্রামের তীব্র গরম ভোগাচ্ছে রীতিমতো সবাইকে। বাংলাদেশ ইনিংসের শেষ দিকে এত চোটপাট দেখা গেল, তার কারণ এই গরমই। বাংলাদেশ একটা কনকাশন সাব করিয়েছে, সেটা অবশ্য ভিন্ন কারণ। 

এবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেল অন্য এক দৃশ্য। তীব্র গরমের কারণে আম্পায়ারও একজন মাঠের বাইরে চলে গেছেন।

অন ফিল্ড আম্পায়ারের একজন রিচার্ড কেটেলবরো আগেই ক্র্যাম্প করছিলেন। এবার তিনি চলেই গেছেন বাইরে। তার জায়গায় আম্পায়ারিংয়ে এসে দাঁড়িয়েছেন চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ।


০২:৩৩

সৌম্যর ‘কনকাশন সাব’ তানজিদ তামিম

ওপেনিংয়ে চমকই দেখা গেল!

এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংসের শুরুতে নামলেন তানজিদ হাসান তামিম! কিন্তু তিনি তো শুরুর একাদশে ছিলেন না! তাহলে? পরে জানা গেল, সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে তিনি এসেছেন একাদশে। ইনিংসের ৪৮তম ওভারে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য।


০১:৫৬

২৩৫ রানে অলআউট শ্রীলঙ্কা

শেষ ওভারে দুটো উইকেট খোয়াল শ্রীলঙ্কা। লিয়ানাগের সেঞ্চুরির পরের বলেই ক্যাচ দেন প্রমোদ মাদুশান। তবে সেটি নিতে গিয়ে এনামুল হক বিজয় আর বদলি ফিল্ডার জাকের আলী অনিকের ঠোকাঠুকি লেগে গেল। বিজয় ক্যাচটা নিয়েছেন। তবে তার কাঁধের ধাক্কায় জাকের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। পরের বলে রান আউট হলেন লাহিরু কুমারা, তার আগে দলের স্কোরবোর্ডে যোগ করলেন একটা রান। শ্রীলঙ্কা তাই অলআউট ২৩৫ রান তুলতেই।


০১:৫৪

লিয়ানাগের সেঞ্চুরি

সেঞ্চুরিটা পেয়েই গেলেন জেনিথ লিয়ানাগে। ছয়ে নেমে ১০১ বলে করলেন এই সেঞ্চুরি, যখন বাকি ব্যাটারদের কেউ ৪০ এও পৌঁছুতে পারেনি! এটি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তার।

 


০১:৪৪

মুস্তাফিজের বিদায়ের পর সৌম্যর শিকার থিকসানা

ওভারটা করতে এসেছিলেন মুস্তাফিজ। তবে একটা ওয়াইড করার পর তিনি বিদায় নেন ক্র্যাম্পের কারণে, স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। 

এরপর আক্রমণে আনা হয় সৌম্য সরকারকে। মাহিশ থিকসানা তাকে সীমানাছাড়া করতে চেয়েছিলেন মিড উইকেট দিয়ে। তবে তাকে বাউন্ডারি লাইনে বদলি ফিল্ডার তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়। লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ ৬০ রানের জুটি ভাঙেন সৌম্য।

শ্রীলঙ্কা ২১৪/৮, ৪৭.১ ওভার


০১:৩৩

অবশেষে একটা জুটির ফিফটি

তাসকিনের বাউন্সার সামলাতে তা ডাক করতে চেয়েছিলেন জেনিথ লিয়ানাগে। তবে তিনি তা পারেননি শেষমেশ। বলটা গিয়ে লাগে তার ব্যাটের ওপরের অংশে। তাতে ভারসাম্য হারিয়ে ফেলেন লিয়ানাগে, পড়ে যান মাটিতে। বলটা অবশ্য ঠিকই চলে যায় বাউন্ডারিতে।

এই বাউন্ডারিতে একটা অর্জন হলো শ্রীলঙ্কার। ম্যাচের প্রথম ফিফটি জুটি পেল দলটা। অষ্টম উইকেটে লিয়ানাগের সঙ্গী হিসেবে আছেন মাহিশ থিকসানা। ১১.৪ ওভারে দুজনের জুটি তুলে নিয়েছে এখন পর্যন্ত ৫০ রান। 

শ্রীলঙ্কা ২০৪/৭, ৪৫.৫ ওভার


০১:০৩

লিয়ানাগের ফিফটি

জানিথ লিয়ানাগে একাই লড়ে যাচ্ছেন। ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন তিনি। এরপর একে একে তিন সঙ্গীকে বিদায় নিতে দেখেছেন। তবে নিজের লড়াইটা ছাড়েননি। ৬৫ বলে তুলে নিয়েছেন ফিফটি। 

শ্রীলঙ্কা ১৬৬/৭, ৩৮.৩ ওভার


১২:৫১

মিরাজের দুই, শ্রীলঙ্কার সাত

বলটা পড়ে আর উঠলই না! অফ স্টাম্পে বলটা করেছিলেন মিরাজ। তবে বলটাকে ওয়ানিন্দু হাসরাঙ্গা খেলতে চেয়েছিলেন একটু জায়গা বানিয়ে। বাউন্সের ঘাটতিটাই সর্বনাশটা করল তার। বোল্ড হয়ে ফিরলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার।

মিরাজ পেয়ে গেলেন তার দ্বিতীয় উইকেট, আর শ্রীলঙ্কা চলে এসেছে অলআউট হওয়া থেকে ৩ উইকেটের দূরত্বে।

শ্রীলঙ্কা ১৫৪/৭, ৩৪.১ ওভার


১২:৩৬

ভেল্লালাগেকে ফেরালেন মিরাজ

১৮ বলে ১ রান। দুনিথ ভেল্লালাগে খোলসেই ঢুকে ছিলেন। মেহেদি হাসান মিরাজকে সামনে পেয়ে সে খোলস ছেড়ে বেরোতে চেয়েছিলেন তিনি। মারতে চেয়েছিলেন ছয়। তবে কাজ হয়নি শেষমেশ। বলটা গিয়ে জমা পড়ে মিড উইকেটে থাকা সৌম্য সরকারের হাতে।

শ্রীলঙ্কা ১৩৬/৬, ৩০.৬ ওভার 


১২:১৪

মুস্তাফিজেরই শিকার আসালঙ্কা!

চারিথ আসালঙ্কা মুস্তাফিজুর রহমানের সামনে নড়বড়ে ছিলেন তার আগের স্পেলেই! এজড হচ্ছিলেন বারে বারে। একটা স্লিপের প্রয়োজনীয়তা মনে পড়ছিল তখন বারবার!

সেই মুস্তাফিজ দ্বিতীয় স্পেলে ফিরে এলেন যখন, তখন আসালঙ্কাকে বেশ সেটই মনে হচ্ছিল। তবে শেষমেশ মুস্তাফিজই তাকে ফেরালেন। 

মুস্তাফিজের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে এজড হয়েছেন আসালাঙ্কা। ক্যাচ দিয়েছেন মোটামুটি প্রথম স্লিপেই, ভাগ্যিস মুশফিকুর রহিমের হাত সে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। মুস্তাফিজ তাতে সফল দ্বিতীয়বারের মতো। শ্রীলঙ্কার অর্ধেক ইনিংস শেষ করে দিল বাংলাদেশ!

শ্রীলঙ্কা ১১৭/৫, ২৫ ওভার


১২:০৫

ইনিংসের প্রথম ছক্কা লিয়ানাগের

ওভারটা ভালোই করছিলেন রিশাদ। তবে শেষ বলটা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল বোধ হয়। বলটা ফুলটস হয়ে গেল লিয়ানাগের কাছে। সুযোগটা কাজে লাগালেন লঙ্কান নাম্বার সিক্স, ম্যাচের প্রথম ছক্কাটা এল তার ব্যাটে চড়েই! ৭৬ মিটার লম্বা ছক্কা মারলেন লং অন অঞ্চল দিয়ে।

শ্রীলঙ্কা ১১৩/৪, ২৩.৬ ওভার


১১:৫৩

একটুর জন্য!

অ্যারাউন্ড দ্য উইকেট থেকে বলটা দুর্দান্ত করেছিলেন তাসকিন। গতি, সুইংয়ে বিভ্রান্ত হয়ে ব্যাটার চারিথ আসালঙ্কা বল মিস করে বসলেন পুরোপুরি। তবে বলটা এরপর স্টাম্পও মিস করল। এরপর আরেকটু হলে মুশফিকুর রহিমকেও মিস করে বসত, তিনি তা হতে দেননি ডানে ঝাঁপিয়ে পড়ে বলটা লুফে নিয়ে।

তবে তাসকিন খানিকটা হতাশাতেই মুখ ঢাকলেন! দুর্দান্ত একটা বলেও যে শেষমেশ উইকেট মিলল না!

শ্রীলঙ্কা ৯২/৪, ২০.৪ ওভার


১১:৪৪

হারাধনের দুটো রিভিউ, রইল না আর একটিও

তাসকিন আহমেদ ফিরেছেন আক্রমণে। লঙ্কানদের লোয়ার মিডল অর্ডারের নাগাল বাংলাদেশ পেয়ে গেছে। এই সময়ে তাসকিনকে ফেরানোর মানে হচ্ছে প্রতিপক্ষকে আরও চেপে ধরে যদি উইকেট আরও একটা বের করে নেওয়া যায়! সাহসী সিদ্ধান্ত বটে!

কিন্তু অতি সাহসী হতে গিয়েই হয়তো, বাংলাদেশ নিজেদের ক্ষতি করল একটা। তাসকিন আহমেদের বলে একটা এলবিডব্লিউর আবেদন উঠেছিল জানিথ লিয়ানাগের বিরুদ্ধে। তবে আম্পায়ার একটুও সম্মত হননি তাতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নিয়ে বসেন সঙ্গে সঙ্গে। তবে রিভিউতে দেখা যায় বল ব্যাটের ভেতরের কোণায় লেগে এরপর প্যাডে গেছে। আল্ট্রা এজেও দেখা গেছে বিশাল স্পাইক!

তার মানে হারাধনের দুটো রিভিউ, রইল না আর একটিও’! তাও আবার ইনিংসের ৩১.৪ ওভার বাকি থাকতেই!

শ্রীলঙ্কা ৮০/৪, ১৮.২ ওভার


১১:৩৮

আক্রমণে এসেই রিশাদের সাফল্য!

লেন্থে পড়ে বলটা লাফিয়ে উঠল অনেকটা, কুশল মেন্ডিস হকচকিয়ে গেলেন তাতেই; খেলবেন, নাকি ছাড়বেন তাতে আটকে গিয়েছিলেন, তার সর্বনাশটা হয়ে গেল তাতে। রিশাদের বলটা তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ল মুশফিকুর রহিমের হাতে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেটটা তুলে নিলেন রিশাদ।

শ্রীলঙ্কা ৭৪/৪, ১৭.১ ওভার


১১:২৪

এজড অ্যান্ড...

মুস্তাফিজুর রহমান তার তৃতীয় ওভারেও ভালো লাইন লেন্থ ধরে রাখলেন। একটা স্লিপ থাকলে আবারও একটা ক্যাচ উঠতে পারত হাতে। তার করা ১৫তম ওভারের পঞ্চম বলে ক্যাচ উঠেছিল স্লিপে। তবে সেখানে ফাঁকা থাকায় একটা চার বেরিয়ে গেল।

আফসোস যখন হচ্ছিল ক্যাচটা নিতে না পারার, তখনই আম্পায়ার দিলেন নো বলের ইঙ্গিত। মানে ক্যাচ নিলেও লাভ হতো না!

শ্রীলঙ্কা ৬৫/৩, ১৪.৫ ওভার


১০:৫৯

মুস্তাফিজ জ্বলে উঠলেন প্রথম ওভারেই

তাকে প্রথম দুই ম্যাচে দলে রাখেনি ম্যানেজমেন্ট। মুস্তাফিজুর রহমান আজ একাদশে ফিরেছেন তানজিম সাকিবের চোটে। ফেরার ম্যাচে আক্রমণে এসেই তিনি সাফল্য এনে দিলেন বাংলাদেশকে। পুরো সিরিজে ব্যর্থ সাদিরা সামারাবিক্রমাকে ফেরালেন মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলিয়ে। 

শ্রীলঙ্কা ৪১/৩, ১০.২ ওভার


১০:৪০

রিভিউ খোয়াল বাংলাদেশ!

ম্যাচের মাত্র সপ্তম ওভার চলছে! এখনই কেন?

সাদিরা সামারাবিক্রমাকে কট বিহাইন্ড করার একটা আবেদন তুলেছিলেন শরিফুল ইসলাম। তবে সেটা নিয়ে গলায় জোর ছিল না তেমন।

সেটাকেই কেন যেন সিনিয়রদের মনে হলো রিভিউ নেওয়া যায়! নেওয়া হলো রিভিউ। স্নিকোমিটারে দেখা গেল, বলটা ব্যাটের ধারে কাছেও ছিল না, স্পাইক তো দূর অস্ত! 


১০:২৭

আবারও তাসকিন!

আবারও তাসকিন!

নিজের প্রথম ওভারে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। দিলেন পরের ওভারেও। শেষ কিছু দিন ধরে অফ ফর্মে থাকা আভিষ্কা ফার্নান্দোকে বিদায় করলেন তিনি।

তাসকিনের করিডোর অফ আন্সার্টেইন্টি ধরে করা বলটা দ্বিধায় ফেলে দিল আভিষ্কাকে। সেটাই কাল হলো। শেষমেশ স্রেফ খোঁচা দিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে।

শ্রীলঙ্কা ১৫/২, ৩.৫ ওভার


১০:২১

দুর্দান্ত তাসকিন, দুর্ভাগা শ্রীলঙ্কা

পাথুম নিসাঙ্কা আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন। শরিফুল ইসলামের ইনসুইং আউটসুইং দুই ধরনের বলেই তাকে অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছিল। তবে শেষমেশ তাকে ফেরালেন তাসকিন। ভেতরের দিকে ঢোকানো একটা বলে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন নিসাঙ্কাকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিসাঙ্কা কোনো রিভিউ না নিয়েই ফিরলেন সাজঘরে।

ফেরার পর রিপ্লে দেখাল, যদি রিভিউ করতেন, তাহলে বেঁচেই যেতেন তিনি! বলটা লেগ স্টাম্প মিস করছিল, যা খালি চোখেই দেখা যাচ্ছিল!

শ্রীলঙ্কা ১/১, ১.৩ ওভার


১০:১৪

মুশফিকের চোট?

তাসকিন আহমেদের করা ওভারের দ্বিতীয় বলটা গিয়ে আঘাত হানল মুশফিকের বুড়ো আঙুলের ঠিক নিচে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়লেন মুশফিকুর রহিম। তবে বেশ কিছুক্ষণ চিকিৎসার পর তিনি ফিরে এলেন নিজের জায়গায়, উইকেটের পেছনে গ্লাভস হাতে।

দলে যেহেতু এনামুল হক বিজয় আছেনই, কিছুক্ষণের জন্য অন্তত অন্য কোনো জায়গায় ফিল্ডিংয়ে দাঁড়াতেই পারতেন মুশফিক!


১০:০৯

লিটন-তানজিমকে নিয়ে যা বললেন হাথুরু

শেষ ওয়ানডেতে লিটনকে বাদ দেওয়া হয়েছে, তানজিম হাসান সাকিব নেই চোটের কারণে। তাদের নিয়ে ম্যাচের আগে সম্প্রচারকারী টিভির সঙ্গে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

 ‘লিটনের অভিজ্ঞতার দাম আছে। আপনি জানেন না কখন এই ধরনের একটা খেলোয়াড় এসে ম্যাচ জেতানো ইনিংস খেলে দেবে! এমনটা যে কোনো সময়ই হতে পারে। তবে সে যেহেতু অনেক দিন ধরে ফর্মহীনতায় ভুগছে, সে কারণে দুর্ভাগ্যজনকভাবে তাকে ছেড়ে অন্য দিকে তাকাতে হচ্ছে আমাদের।’

‘সাকিব এখন পর্যন্ত ভালো বল করেছে। কিন্তু তার বদলি হিসেবেও আমরা আমাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টাকে পাচ্ছি, তো এ বিষয়টাতেও বেশ খুশি।’


০৯:৪৫

এক পরিবর্তন শ্রীলঙ্কা দলে

লঙ্কান দলেও পরিবর্তন আসছে, বিষয়টা জানা ছিল। দিলশান মাদুশঙ্কা আগেই ছিটকে গেছেন সিরিজ থেকে। তার জায়গায় শেষ ওয়ানডেতে স্পিনার মাহিশ থিকসানাকে দলে এনেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, মাহিশ থিকসানা, লাহিরু কুমারা। 


০৯:৪১

বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

একাদশে পরিবর্তন আসছে, বিষয়টা অনুমিতই ছিল। লিটন দাস আর তানজিম হাসান সাকিব খেলছেন না, বিষয়টা আগে থেকেই জানা ছিল।

তবে এই দুজনের বাইরে আরও একজন বাদ পড়েছেন একাদশ থেকে। প্রথম দুই ম্যাচে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে আজ।

তাদের বদলে দলে এসেছেন এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। 

বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


০৯:৩৮

শেষ ম্যাচেও টস হারল বাংলাদেশ!

টি-টোয়েন্টির উল্টোটা হলো ওয়ানডে সিরিজে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন বারই টস জিতেছিলেন। তবে ওয়ানডে সিরিজে তিনি হারলেন তিন টসেই। টস জেতার হ্যাটট্রিক করেছিলেন, এবার হারের হ্যাটট্রিক করলেন!

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। শেষে যেহেতু শিশিরের উপস্থিতি থাকার সম্ভাবনা নেই, সেহেতু শুরুর আদ্রতার চোখরাঙানি এড়িয়ে নিখাদ ব্যাটিং উইকেটে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াই যায়! লঙ্কানরাও হেঁটেছে সে পথেই!

আগের লাইভ