১০:০৯
হোয়াট আ থ্রিলার!
১৯তম ওভারটায় কী নাটকই না হলো! দাসুন শানাকার প্রথম বলে ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বলে এল সিঙ্গেল।
তানজিম প্রথম বলে শট নিতে গিয়ে মিস করলেন বল। এরপরের বলে এল আরেক সিঙ্গেল। ওভারের শেষ বলটায় বাউন্সার দিয়েছিলেন শানাকা, মাহমুদউল্লাহ খেলতে গিয়ে মিস করলেন, শ্রীলঙ্কা রিভিউ নিয়ে বসল। সেখানে দেখা গেল বল ব্যাটেই লাগেনি, ফলে ওয়াইডে একটা রান তো এলই, বাংলাদেশ পেয়ে গেল বাড়তি একটা বলও।
পরের বলে মাহমুদউল্লাহ মিড অফে বল ঠেলে একটা রান নিতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ ছিল, মাহমুদউল্লাহ ছেড়েই দিয়েছিল আশা। বল মিস করে গেল স্টাম্প। ওভারথ্রোর বদৌলতে প্রয়োজনীয় আরও একটা রান নিয়ে নিল বাংলাদেশ। ম্যাচের যাবতীয় রোমাঞ্চের ইতি ঘটল এখানে। লো স্কোরিং থ্রিলারটা বাংলাদেশ জিতল ২ উইকেটে।
বাংলাদেশ ১২৫/৮, ১৯ ওভার
ফল- বাংলাদেশ ২ উইকেটে জয়ী
০৯:৫৮
২ ওভারে চাই ১১
তুষারার হ্যাটট্রিক হলো না। হ্যাটট্রিক বলে ওয়াইড করে বসেন তুষারা। পরের দুটো বল তানজিম সাকিব পার করে দিলেন ধীরে সুস্থে। ২ ওভারে বাংলাদেশের চাই ১১ রান
০৯:৫৫
তাসকিনও গেলেন, হ্যাটট্রিকের দুয়ারে তুষারা
তাসকিন আহমেদ প্রথম বলটাই ফেস করলেন ইয়র্কার। ঠেকাতে পারলেন না। এলবিডব্লিউর শিকার হলেন। নুয়ান তুষারা হ্যাটট্রিকের দুয়ারে চলে গেলেন।
বাংলাদেশ ১১৩/৮, ১৭.৪ ওভার
০৯:৫৪
রিশাদের বিদায়, বিপাকে বাংলাদেশ
নুয়ান থুসারার স্টাম্প লাইনে করা বলটায় বড় শট হাঁকাতে গিয়েছিলেন রিশাদ হোসেন। বোল্ড হয়ে বসলেন।
১৬ বলে ১২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন এমন শট কেন তা নিজেকে প্রশ্ন করতেই পারেন রিশাদ!
বাংলাদেশ ১১৩/৭ ১৭.৩ ওভার
০৯:৪৮
এবার সাকিবের বিদায়
মাতিসা পাথিরানার শর্ট বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরলেন সাকিব। বল হাতে সবাই যখন কিপটে ছিলেন, তিনি দিয়েছেন ৩ ওভারে ৩০ রান। এবার দলের যখন খুব প্রয়োজন ছিল তাকে ব্যাট হাতে, উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন। ম্যাচটা বাংলাদেশ হেরে গেলে সাকিব কি নিজেকে ক্ষমা করতে পারবেন?
বাংলাদেশ ১০৯/৬, ১৬.২ ওভার
০৯:৩৯
এবার লিটনও!!
আবারও রঙ আন, আবারও একটা উইকেট গেল বাংলাদেশের। এবার গেলেন লিটন দাস। হাসরাঙ্গার বলটা লেগ স্পিন ভেবে ডিফেন্ড করতে গিয়েছিলেন লিটন, তবে বলটা ঢুকল ভেতরে। লিটন বিদায় নিলেন ৩৮ বলে ৩৬ রানের মূল্যবান এক ইনিংস খেলে!
বাংলাদেশ ৯৯/৫, ১৪.১ ওভার
০৯:২৯
২০০ স্ট্রাইক রেটের ইনিংস খেলে ফিরলেন হৃদয়
শুরুতে খানিকটা দিশেহারা মনে হচ্ছিল তাকে। কিন্তু তাওহীদ সময় নেননি একটুও এরপর। সিঙ্গেল-ডাবল নিয়ে তিনি রানের চাকা সচল রাখছিলেন। তবে তিনি হাত খুললেন শেষ দিকে এসে। ওয়ানিন্দু হাসরাঙ্গার এক ওভারে তিন ছক্কা হাঁকালেন। সে তিন ছক্কায় মোমেন্টামটাও বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছিলেন তিনি।
তবে এরপরই ধারার বিপরীতে তার উইকেট খোয়াল বাংলাদেশ। হাসরাঙ্গার সে ওভারেই এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি। তবে যাওয়ার আগে ২০ বলে ৪০ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে এনে দিয়ে গেছেন চালকের আসনে।
বাংলাদেশ ৯১/৪, ১১.৪ ওভার
০৯:১৬
১০ ওভার শেষে...
শুরুটা নড়বড়ে হয়েছিল বাংলাদেশের। তবে পাওয়ারপ্লের পর থেকে নিজেদের সামলে নিয়েছে দল। লিটন দাস আর তাওহীদ হৃদয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ, দুজনের রানিং বিটুইন দ্য উইকেটের কারণে রান আসছে অনায়াসে।
বাংলাদেশ ৬৪/৩, ১০ ওভার
০৮:৫৮
শান্তও গেলেন!
বাংলাদেশ রীতিমতো দিশেহারাই হয়ে পড়েছে যেন!
সৌম্য-তামিম ফেরার পর পাওয়ারপ্লেটা ধীরে-সুস্থে পার করে দেওয়াই লক্ষ্য হওয়া প্রয়োজন ছিল দলের। তবে তা হলো না শেষমেশ। অধিনায়ক শান্ত পা দিলেন ফাঁদে, অফ স্টাম্পের বাইরে হাফ ভলি হয়ে আসা বলটায় ব্যাট চালিয়ে ক্যাচ দিলেন কভারে। পাওয়ারপ্লেতে বাংলাদেশের ৩ উইকেটের পতন।
বাংলাদেশ ২৮/৩, ৫.২ ওভার
০৮:৫০
মিনওয়াইল
বাংলাদেশের ম্যাচের এক ঘণ্টা আগে শুরু হয়েছিল আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ। গায়ানায় ওই ম্যাচে জিতে গেছে আফগানিস্তান! শুরুতে ব্যাট করে ১৫৯ রান তুলেছে ৮ উইকেট খরচায়, এরপর আফগানরা নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়েছে ৭৫ রানেই। ম্যাচটা জিতল ৮৪ রানের ব্যবধানে! ‘স্টেটমেন্ট উইন’ বটে!
০৮:৪৩
তামিমও গেলেন!
নুয়ান তুষারা গেল মার্চে টি-টোয়েন্টি সিরিজে ভুগিয়েছেন বাংলাদেশকে। আজও ভোগালেন।
তানজিদ হাসান তামিম তুষারার ফুলার লেন্থের বলটা বুঝতেই পারেননি। তবু ব্যাট চালিয়েছিলেন। স্টাম্প ভেঙে ছত্রখান।
বাংলাদেশ তাদের দ্বিতীয় উইকেট খোয়াল দ্বিতীয় ওভারে।
বাংলাদেশ ৬/২, ১.৪ ওভার
০৮:২৯
শুরুতেই ফিরলেন সৌম্য
লক্ষ্যটা খুব বেশি বড় নয়। শুরুটা দেখেশুনে করলেও হতো বাংলাদেশের। কিন্তু তা আর হলো কই? সৌম্য সরকার ফিরে গেলেন একেবারে প্রথম ওভারেই। লং অনে ফিল্ডার ছিলেন, ধনাঞ্জয়া ডি সিলভাকে সেখানেই তুলে মারতে গেলেন সৌম্য। ফলাফল, যা হবার তাই হলো, সৌম্য ফিরলেন একেবারে শুরুর ওভারে, রানের খাতা খোলার আগেই।
বাংলাদেশ ১/১, ০.৩ ওভার
০৮:১৫
১২৪ রান তুলে শেষ শ্রীলঙ্কা
শুরুটা যেভাবে করেছিল শ্রীলঙ্কা, গ্র্যান্ড প্রেইরির ব্যাটিং উইকেটের কথা মাথায় রাখলে নিদেনপক্ষে ১৮০+কে মনে হচ্ছিল সম্ভাব্য লক্ষ্য বাংলাদেশের। তবে ইনিংসের ষষ্ঠ ওভার থেকে বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে দুর্দান্তভাবে। শ্রীলঙ্কাকে বেঁধে রেখেছে ১২৪ রানে।
শ্রীলঙ্কা ১২৪/৯, ২০ ওভার
০৮:১২
অবশেষে তানজিম
সাকিব আল হাসানের একটা ওভার বাকি ছিল। তবে শেষ ওভারটা তানজিম সাকিবকেই দিলেন শান্ত। তিনি এসে ফেরালেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। উইকেটের খাতায় তুলে নিলেন নিজের নাম।
শ্রীলঙ্কা ১২৩/৯, ১৯.৫ ওভার
০৮:০২
এবার তাসকিন!
শুরুর সাফল্যটা এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ এবার ডেথেও সফল। তার শর্ট অ্যান্ড ওয়াইড বলটা থার্ড ম্যান দিয়ে বের করে দিতে চেয়েছিলেন দাসুন শানাকা। তা হলো না, ক্যাচ দিলেন উইকেটের পেছনে থাকা লিটনকে।
সে ওভার থেকে তিন রান দিয়ে একটা উইকেট নিয়ে গেলেন তাসকিন। স্পেল শেষ করলেন ২৫ রানে ২ উইকেট নিয়ে।
শ্রীলঙ্কা ১১৫/৭, ১৮ ওভার
০৭:৫৮
আবারও রিশাদ!
নিজের আগের ওভারে দলকে ম্যাচে ভালোভাবে ফিরিয়ে এনেছিলেন। সেই রিশাদ আবারও আঘাত হানলেন লঙ্কান ইনিংসে। এবার তিনি ফেরালেন সেট ব্যাটার ধনাঞ্জয়াকে।
এই উইকেটের বড় কৃতিত্ব অবশ্য লিটন দাসের পাওনা। রিশাদের বেরিয়ে যাওয়া বলটা মিস যেই না করলেন ক্রিজের বাইরে থাকা ধনাঞ্জয়া, লিটন চোখের পলকে ভাঙলেন স্টাম্প। একটু অপেক্ষা করতে হলো থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। ফলটা শেষমেশ পক্ষেই এল। রিশাদ পেয়ে গেলেন তার তৃতীয় উইকেটের দেখা।
শ্রীলঙ্কা ১০৯/৬, ১৬.১ ওভার
০৭:৫৩
রিশাদের জোড়া উইকেট!
১৪তম ওভারের শেষে ১০০ ছুঁয়ে শ্রীলঙ্কার চোখ ছিল ১৭০+ সংগ্রহে। হাতে ৭ উইকেট থাকলে যে কোনো দলই তাতে চোখ রাখবে।
ঠিক তখনই লঙ্কান ইনিংসে আঘাত হানলেন রিশাদ হোসেন। তাও একবার নয়, দুবার! প্রথমে তুলে নিলেন চারিথ আসালঙ্কাকে, লেগে থাকা বিশাল বাউন্ডারিটাকে টার্গেট করেছিলেন, সেখানে থাকা সাকিবের হাতে ক্যাচ দিয়ে শেষমেশ ফেরেন।
এরপর ওয়ানিন্দু হাসরাঙ্গাকে স্লিপে ক্যাচ তুলিয়ে বিদায় করেন রিশাদ। ওই দুই উইকেটই বাংলাদেশকে ম্যাচের গ্রিপ এনে এনেছে দুর্দান্তভাবে।
শ্রীলঙ্কা ১০০/৫, ১৪.২ ওভার
০৭:৪৩
অফ ফায়ার অ্যান্ড আইস
আগুন আর বরফ। শ্রীলঙ্কার আজকের ইনিংসটাকে তা বলাই যায়।
১৪তম ওভারের শেষে এসে তিন অঙ্ক ছুঁল শ্রীলঙ্কার সংগ্রহ। বাংলাদেশ তাতে খুশিই হবে। শ্রীলঙ্কার শুরুটা যে হয়েছিল আগুনে!
শুরুর পাঁচ ওভারে দলটার রান ছিল ৪৮, রান রেট ছিল ৯.৬০। পরের ৯ ওভার থেকে দলটা রান তুলেছে মোটে ৫২, রান রেট ছয়ের একটু নিচে।
শ্রীলঙ্কা ১০০/৩, ১৪ ওভার
০৭:৩৭
আহ ভাগ্য!
তাসকিন আহমেদের ওই ওভারটা হচ্ছিল বেশ ভালো। আসালঙ্কা হোক বা ধনাঞ্জয়া ডি সিলভা, দুজনের কাউকেই হাত খুলতে দিচ্ছিলেন না। হাঁসফাঁস করতে করতে ধনাঞ্জয়া একটা রান চুরি করতে চেয়ে আরেকটু হলে আসালঙ্কাকে রান আউট করে দিচ্ছিলেন। তবে রিশাদ হোসেনের থ্রোটা মিস করে গেছে স্ট্রাইকার্স এন্ডের স্টাম্প।
শেষ বলে আবারও কাছাকাছি একটা সুযোগ এসেছিল, আবারও আসালঙ্কাই ছিলেন রিসিভার্স এন্ডে। এবার সৌম্য সরকারের থ্রোটা স্টাম্প হিটও করল, তবে এবার আসালঙ্কা ছিলেন ক্রিজের ভেতর। তবে এবার বলটা সোজা চলে গেল বাউন্ডারির বাইরে। দিনে দ্বিতীয় বারের মতো ওভারথ্রোতে বাউন্ডারি হজম করল বাংলাদেশ, প্রথমটা করেছিল দ্বিতীয় ওভারে, তানজিম সাকিবের ওভারথ্রোতে।
শ্রীলঙ্কা ৮৯/৩, ১২ ওভার
০৭:২০
বিপদজনক নিসাঙ্কাকে ফেরালেন মুস্তাফিজ
এর অপেক্ষাতেই ছিল বাংলাদেশ। পাথুম নিসাঙ্কা শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন। তাকে ফেরালেন মুস্তাফিজ। তার বলটা গুড লেন্থে পড়ে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল বাইরে। তাতে ব্যাট চালিয়ে কভারে থাকা নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিলেন নিসাঙ্কা। বাংলাদেশ হাঁফ ছেড়ে বাঁচল যেন!
শ্রীলঙ্কা ৭০/৩ ৮.৫ ওভার
০৭:০৭
পাওয়ারপ্লে শেষে...
অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা চেয়েছিলেন তার দল শুরুটা করুক সতর্কভাবে। কিন্তু বাংলাদেশের বোলিংকে অতোটা সমীহ করেনি শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের ৬ ওভারে লঙ্কানরা রান তুলেছে ওভারপ্রতি প্রায় নয় করে। চার মেরেছে নয়টা, ওভারথ্রোতে পেয়েছে পাঁচ রান একবার, ছক্কা মেরেছে একটা। তাতে শুরুটা তাদের ভালোই হলো তাদের।
শ্রীলঙ্কা ৫৩/১, ৬ ওভার
০৭:০০
প্রথম বলেই মুস্তাফিজের শিকার কামিন্দু
পাওয়ারপ্লের শেষ ওভারে এসে মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনলেন অধিনায়ক শান্ত। যে কারণে এনেছিলেন, ঠিক সেটাই করে দিলেন মুস্তাফিজ। এনে দিলেন উইকেট।
তাকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন কামিন্দু। তবে সেটা ঠিকঠাক হলো না টাইমিংয়ের হেরফেরে। মিড অফে ক্যাচ দিলেন তানজিম সাকিবের হাতে। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।
শ্রীলঙ্কা ৪৮/২, ৫.১ ওভার
০৬:৫৭
গ্র্যান্ড প্রেইরিতে চারের বৃষ্টি!
এমন শুরু নিশ্চয়ই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাননি। একটা উইকেট এসেছে বটে, কিন্তু শ্রীলঙ্কা নিয়ন্ত্রিত উপায়ে চার মেরেই যাচ্ছে একের পর এক। ধারাভাষ্যকাররা তো বলেই ফেললেন, বৃষ্টির মতো করে চার মারছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ৪৮/১, ৫ ওভার
০৬:৪৮
তৃতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। চোট থেকে উঠে এসে তাসকিন আহমেদের শুরুটাও ভালো হয়নি একটুও। প্রথম দুই বলে চার হজম করতে হয়েছিল।
তবে তৃতীয় বলে এসে তিনিই এনে দিলেন সাফল্যটা। তার অফ স্টাম্পের বাইরের বলে পুল করবেন নাকি ডিফেন্ড করবেন এই ভাবনাতেই নিজের সর্বনাশটা করলেন কুশল মেন্ডিস। ব্যাট চালিয়ে প্লেড অন হলেন শেষমেশ। তাসকিন পেয়ে গেলেন এবারের বিশ্বকাপে তার প্রথম উইকেটের দেখা।
শ্রীলঙ্কা- ২১/১, ২.৩ ওভার
০৬:২৮
লিটন আছেন, শরিফুল নেই
ম্যাচের আগে খানিকটা ট্রিকি একটা প্রশ্ন করা হয়েছিল শান্তকে, উইকেটকিপার হিসেবে কে থাকবেন। তার জবাবে কিছুই বলেননি তিনি, বলেছিলেন ম্যাচের দিনই নাহয় দেখবেন! আজ ম্যাচের দিন মিলল তার জবাব। লিটন থেকে যাচ্ছেন একাদশে। তবে তাকে ওপেনিংয়ে দেখা যাবে না হয়তো, দলে আছেন আরও দুই ওপেনার, সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম।
আর শরিফুল ইসলামকে নিয়ে ধোঁয়াশা ছিল তাকে আজকের ম্যাচে মিলবে কি না। শেষমেশ তাকে মিললই না। তিনি নেই একাদশে। তবে তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। তাকে নিয়ে তিন পেসার আছেন বাংলাদেশ একাদশে, সৌম্যকে পেসার ধরতে চাইলে সংখ্যাটা দাঁড়ায় চারে। স্পিন অপশন হিসেবে রিশাদ হোসেনের ওপর ভরসা রেখেছে বাংলাদেশ।
বাকি একাদশ কি হবে, তা নিশ্চয়ই আপনি জানেন! তাও মিলিয়ে নিন-
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
০৬:২২
শ্রীলঙ্কার চাওয়া
টস হেরে ব্যাট করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। দলটির অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা জানালেন দলের চাওয়া কী থাকবে, ‘শুরুতে খানিকটা সতর্ক থাকতে হবে আমাদের। এরপর পরের দিকে গিয়ে আগ্রাসী হওয়া যাবে!’
০৬:২০
শান্ত কহেন...
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
কেন এ সিদ্ধান্ত? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে শুরুর দিকে খানিকটা সিম আর সুইং থাকবে। আমরা ওটা কাজে লাগাতে চাচ্ছি।’
০৬:১১
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে শুরুটা ভালোই হলো বুঝি! অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতলেন টসে। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কাকে পাঠিয়ে দিলেন ব্যাটিংয়ে।
০৬:০৭
স্বাগত!
দুই দল একে অন্যের খুব চেনা। বিশ্বকাপ তো বটেই, দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় নিয়মিতই। সে দুই দল আজ মুখোমুখি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।
এই ম্যাচের সব আপডেট নিয়ে হাজির হয়েছে স্পোর্টস বাংলা। সঙ্গে আছি আমি নেয়ামত উল্লাহ।
স্পোর্টস বাংলার ম্যাচসেন্টারে আপনাদের সবাইকে স্বাগত...