১২:০৪
এত লড়ে সঙ্গী ৪ রানের হার!
শেষ ওভারে কেশভ মহারাজ এসেছিলেন আক্রমণে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কখনোই শেষ ওভারে বোলিং করেননি।
তার এ অনভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তুলতে পেরেছে মোটে ৬ রান। ম্যাচটা হেরেছে ৪ রানে।
বাংলাদেশ ১০৯/৭, ২০ ওভার
১২:০২
এত কাছে, তবু এত দূর!
জয় থেকে স্রেফ আধ মিটারের দূরত্বে ছিল বাংলাদেশ। কেশভ মহারাজের ফুলটসটা ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, ব্যাট চালিয়েছিলেন লং অন দিয়ে। দারুণ এক ক্যাচ নিয়ে তাকে থামিয়েছেন এইডেন মারক্রাম। তার আগে জাকের আলী অনিকও একই ঢঙয়ে আউট হয়েছেন।
বাংলাদেশ ১০৮/৭, ১৯.৫ ওভার
১১:৫৫
১১ রান চাই শেষ ওভারে
১৯তম ওভার থেকে ৭ রান এল। ফলে শেষ ওভারে বাংলাদেশের চাই ১১ রান। ১০ রান হলে বিশ্বকাপের তৃতীয় সুপার ওভারে দেখা মিলবে।
গা ছমছম কী হয় কী হয়!
বাংলাদেশ ১০৩/৫, ১৯ ওভার
১১:৪৯
রাবাদার অবিশ্বাস্য ওভার
১৮তম ওভারে কাগিসো রাবাদা তুলে নিলেন তাওহীদ হৃদয়কে, বিনিময়ে দিলেন মোটে ২ রান। ১৮ বলে ২০ থেকে সমীকরণটা ঠেকল এসে ১২ বলে ১৮ রানে!
বাংলাদেশ ৯৬/৫, ১৮ ওভার
১১:৪৭
রাবাদার বলে ফিরলেন হৃদয়
দক্ষিণ আফ্রিকার একটা ব্রেক থ্রু দরকার ছিল। তা তারা পেয়ে গেল। কাগিসো রাবাদার অ্যাঙ্গেল করা বলটা হৃদয়ের রক্ষণ ভেঙে লাগল প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেন। রিভিউ নিয়েছিলেন হৃদয়, সেখানে দেখা গেল বলটা বেল ছুঁয়ে যেত, আম্পায়ার্স কল। যার মানে দাঁড়াচ্ছে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিলেও তাকে আউট করতে পারত না দক্ষিণ আফ্রিকা! আফসোস!
বাংলাদেশ ৯৪/৫ ১৭.১ ওভার
১১:৪৩
হৃদয়ের ৪, বাংলাদেশের চাই ২০
মাহমুদউল্লাহ বিদায় ঠেকানোর পর হৃদয় ফিরলেন স্ট্রাইকে। চার মারলেন একটা। তবে পরের দুই বল থেকে ১ রান এল। প্রয়োজনীয় রানটা এসে ঠেকল ২০ ওভারে।
বাংলাদেশ ৯৪/৪, ১৭ ওভার
১১:৪১
রিভিউ বাঁচিয়ে দিল রিয়াদকে
বার্টম্যানের বলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিলেন রিয়াদ। তাতে দেখা গেল বলটা মিস করত লেগ স্টাম্প। বলটা ওদিকে বাউন্ডারি পেরিয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার আউট দেওয়ার ফলে বল ডেড হয়ে যাওয়ার ফলে চার রান পেল না বাংলাদেশ। তবে রিয়াদ বেঁচে গেলেন! আপাতত স্বস্তি!
বাংলাদেশ ৮৮/৪, ১৬.২ ওভার
১১:৩৮
তিন ৭, এক ৮ এর পর এবার ৪ রানের ওভার
আনরিখ নরকিয়ার করা শেষ ওভারটা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ-হৃদয়। ৪ রান এল এই ওভার থেকে। বাংলাদেশের চাই ২৪ বলে ২৭ রান।
বাংলাদেশ ৮৭/৪, ১৬ ওভার
১১:৩২
৩০ বলে চাই ৩১
খেলাটা স্নায়ুর ওপর চাপ ফেলছে বেশ। ৫০-৫০ সুযোগ দুই দলেরই। বাংলাদেশের চাই ৩০ বলে ৩১ রান।
বাংলাদেশ ৮৩/৪, ১৫ ওভার
১১:০৮
এবার শান্তও গেলেন!
আবারও আনরিখ নরকিয়ার শর্ট বল, আবারও এক ব্যাটারের আত্মাহুতি! এবার দৃশ্যপটে নেতা নাজমুল হোসেন শান্ত। শর্ট বলটা পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১০ ওভারের আগেই ৪ উইকেট নেই হয়ে গেল বাংলাদেশের। আস্কিং রেট তো বাড়ছেই!
বাংলাদেশ ৫০/৪, ৯.৫ ওভার
১০:৫৯
সাকিবও ফিরলেন ‘উপহার’ দিয়ে
একটু আগে নাসের হুসেইন বলছিলেন নাসাউ কাউন্টির এই উইকেটে টিকে থেকে রান বের করার গুরুত্বটা। তার ‘অ্যান্টিথিসিস’টা সাকিব আল হাসান দেখালেন ঠিক পরের বলেই। আনরিখ নরকিয়ার এক বাউন্সারে একটু শাফল করে গিয়ে পুল করতে চেয়েছিলেন, কাজের কাজ কিছু হলো না, বলটা গেল বৃত্তের ভেতরে থাকা এইডেন মারক্রামের হাতে।
বাংলাদেশ ৩৭/৩, ৭.৪ ওভার
১০:৫১
মহারাজকে উইকেট ‘উপহার’ লিটনের
পাওয়ারপ্লে শেষেই প্রোটিয়ারা আক্রমণে এনেছে স্পিনার কেশভ মহারাজকে। সেই তাকে প্রথম বলেই উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন লিটন দাস। তার বলে কভারে ক্যাচ তুলে দিয়ে ১২ বলে ৯ রান নিয়ে ফিরলেন তিনি।
বাংলাদেশ ২৯/২, ৬.১ ওভার
১০:৫০
পাওয়ারপ্লে শেষে ‘এগিয়ে’ বাংলাদেশ, ‘পিছিয়ে’ বাংলাদেশ
পাওয়ারপ্লেটা আর কোনো বিপদ ছাড়াই পার করে দিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। ৬ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ২৯ রান। এই সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২৫ রান, চার উইকেট নেই হয়ে গিয়েছিল। এই দিক থেকে এগিয়ে বাংলাদেশ।
তবে বাংলাদেশ পিছিয়েও আছে এক দিক থেকে। আস্কিং রেটটা থেকে বাংলাদেশের রান রেট আছে একটু পিছিয়ে।
১০:২৯
তানজিদ ফিরলেন
তানজিদ হাসান তামিম ওভারটা দুটো চার মেরে শুরু করেছিলেন। তার পরের তিনটে বল ডট দিয়েছিলেন কাগিসো রাবাদা। তাতেই মনোযোগটা যেন নড়ে গেল তামিমের। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ফিরলেন তিনি।
বাংলাদেশ ৯/১, ২ ওভার
১০:২৫
ওপেনিংয়ে শান্ত!
সৌম্য সরকার একাদশে নেই। ধারণা করা হচ্ছিল লিটন দাসই বুঝি আজ ইনিংস শুরু করতে আসবেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। তবে সে পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১০:১০
বাংলাদেশের সামনে ১১৪ রানের চ্যালেঞ্জ
শেষ ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছেন মোটে ৪ রান। তাতে দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ করল ৬ উইকেটে ১১৩ রান তুলে। বাংলাদেশের সামনে লক্ষ্যটা এখন ১১৪ রানের। প্রথম ম্যাচের মতো আজও তা তাড়া পারবে তো বাংলাদেশ?
দক্ষিণ আফ্রিকা ১১৩/৬, ২০ ওভার
১০:০২
মোক্ষম সময়ে মিলারকে ফেরালেন রিশাদ
দিনটা আজ ভালো যাচ্ছিল না রিশাদ হোসেনের। পেনাল্টিমেট ওভারে তার পরও তার ওপর ভরসা রেখেছিলেন শান্ত। তার প্রতিদানটা তিনি দিলেন ভালোভাবে।
স্পিনার পেয়ে মিড উইকেট অঞ্চলকে টার্গেট করেছিলেন ডেভিড মিলার। তবে সিমে পড়ে রিশাদের টপ স্পিন ডেলিভারিটা মোটেও গেল না তার ব্যাটে। গিয়ে ভাঙল স্টাম্পটা। ফলে দক্ষিণ আফ্রিকা গুরুত্বপূর্ণ এক উইকেটই খুইয়ে বসল গুরুত্বপূর্ণ এক সময়ে।
দক্ষিণ আফ্রিকা ১০৬/৬, ১৮.২ ওভার
০৯:৫৬
আরও ক্ষতির আগে ক্লাসেনকে ফেরালেন তাসকিন
১৯ বা ২০ নম্বর ওভারে একটা স্পিনারের ওভার পাবে দক্ষিণ আফ্রিকা। সেটা পেলে ক্লাসেন আর মিলার আরও বড় ক্ষতিই করতে পারতেন বাংলাদেশের। ঠিক এই সময় এসে তাসকিন আহমেদ বোল্ড করলেন ৪৪ বলে ৪৬ রান করা হাইনরিখ ক্লাসেনকে।
দক্ষিণ আফ্রিকা ১০২/৫, ১৭.৩ ওভার
০৯:৫০
তানজিম ৩/১৮
তানজিম হাসান সাকিবের ওভার শেষ করে ফেললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিম তার কাজটা করেছেন বেশ দুর্দান্ত। ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের পাওয়ারপ্লেতে নাড়িয়ে দিয়েছেন ভালোভাবে। তিনি তার ৪ ওভার শেষ করলেন ১৮ রান।
দক্ষিণ আফ্রিকা ৯০/৪, ১৬ ওভার
০৯:৪৪
মাহমুদউল্লাহ ২-০-৭-০
সম্ভবত বোলিংয়ে এটাই আজকের মতো শেষ ওভার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে তিনি তার কাজটা ভালোভাবেই সেরেছেন। দুই ওভারে তিনি দিয়েছেন মোটে ৭ রান। অন্য স্পিনার রিশাদ যেখানে ৩ ওভারে ২৮ রান দিয়ে গেছেন, তখন এমন বোলিংয়ে অধিনায়ককে একটু স্বস্তিই এনে দিয়েছেন তিনি।
এবার তবে পেসারদের পালা (আবারও)!
দক্ষিণ আফ্রিকা ৮৪/৪, ১৫ ওভার
০৯:৪০
কিলার-হালাকুর ৫০
২৩ রানে ৪ উইকেট খুইয়ে বিপদেই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে উদ্ধার করেছেন ‘কিলার’ ডেভিড মিলার আর ‘হালাকু খান’ হাইনরিখ ক্লাসেন। দুজন মিলে ইতোমধ্যেই তুলে ফেলেছেন জুটির ফিফটি। লিটন ওই ক্যাচ না ফেললে হয়তো জুটিটা শেষ হয়ে যেতে পারত ৩৫ রানে। এখন এর খেসারত কখন পর্যন্ত দিতে হয় কে জানে!
দক্ষিণ আফ্রিকা ৭৩/৪, ১৩.৪ ওভার
০৯:৩১
৩৪ মিনিট বাকি আর!
টিক টক টিক টক... সময় বয়েই চলেছে। অধিনায়ক শান্তর হাতে সময় কমে যাচ্ছে একটু একটু করে। আর বাকি ৩৪ মিনিট। এর মধ্যে ২০তম ওভারটা শুরু করে দিতে হবে বাংলাদেশকে। অন্যথায় শেষ ওভারে ৪ ফিল্ডার বৃত্তের বাইরে নিয়ে খেলতে হবে দলকে।
০৯:৩০
দক্ষিণ আফ্রিকা ৩২/০
না, স্কোরকার্ডটা দেখে ভুল বুঝবেন না প্লিজ।
রানটা দক্ষিণ আফ্রিকা তুলেছে পাওয়ারপ্লের পর থেকে। ৭ থেকে ১০ ওভারে হাইনরিখ ক্লাসেন আর ডেভিড মিলার মিলে ৩২ রান তুলেছেন। জুটি তো গড়ে তুলছেনই, রানও আসছে সমানতালে।
শ্রীলঙ্কা ম্যাচের মতো শেষ দশ ওভারে আরও একটা কামব্যাক হয়ে যাবে নাকি, বাংলাদেশ?
০৯:২৬
ক্যাচ ফেললেন লিটন
‘বার্থডে বয়’ ডেভিড মিলারকে ফেরাতে মাহমুদউল্লাহকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক শান্ত। প্রথম বলেই কাজটা প্রায় করে দিচ্ছিলেন তিনি। প্রথম বলেই ব্যাটের কানায় লেগে বলটা চলে গিয়েছিল পেছনে, কিন্তু লিটন দাস তা হাতে জমাতেই পারলেন না। একটা সুযোগ হাত ফসকে বেরিয়ে গেল। খেসারতটা কেমন দিতে হতে পারে বাংলাদেশকে, স্রষ্টাই ভালো জানেন!
দক্ষিণ আফ্রিকা ৫৭/৪, ১০.১ ওভার
০৯:২৩
দশের আগে ‘হালাকুর’ জোড়া ছক্কা
হাইনরিখ ক্লাসেন। যেদিন পারফর্ম করেন, তার চেয়ে বেশি বিধ্বংসী কেউ হতে পারেন না। এমন নির্দয় রূপের কারণে পাক কিংবদন্তি রমিজ রাজা তাকে মঙ্গোলীয় শাসক ‘হালাকু খান’ উপাধিই দিয়ে বসেছিলেন।
সেই ‘হালাকু খান’ আজও দাঁড়িয়ে গেছেন। তা টের পেলেন রিশাদ হোসেন। দশ ওভার শেষের আগে জোড়া ছক্কা হাঁকালেন তার বলে। তাতে দক্ষিণ আফ্রিকার রানটাও বেশ ভদ্রস্থ রূপ পেল অর্ধেক ইনিংস শেষের আগে।
দক্ষিণ আফ্রিকা ৫৭/৪, ১০ ওভার
০৯:০৯
জন্মদিনটা রাঙাবেন মিলার?
জীবনের ৩৫তম জন্মদিনটা আজ পালন করছেন ডেভিড মিলার। কিলার মিলার যে প্রোটিয়াদের সবচেয়ে বড় ভরসা, সেটার আন্দাজ মিলেছে গেল ম্যাচেই। আজ এখন পর্যন্ত ৯ বলে করেছেন ৭ রান। আজ কি তবে দারুণ খেলেই জন্মদিনটা রাঙাবেন তিনি?
০৯:০৫
পাওয়ারপ্লে শেষে...
টস জিতলে বোলিংই করতেন, এমনটাই বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। কেন? সে প্রশ্নের উত্তরটা দিয়েছেন বোলাররা। আরেকটু স্পষ্ট করে বললে তানজিম হাসান সাকিব দিয়েছেন জবাবটা, ৩ উইকেট নিয়ে টলিয়ে দিয়েছেন প্রোটিয়াদের। সঙ্গে তাসকিন আহমেদও নিয়েছেন একটা উইকেট। ফলে পাওয়ারপ্লেতে ৪ টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা তুলতে পেরেছে মোটে ২৫ রান।
০৮:৫৭
আবারও তানজিমের আঘাত!
২৩ রানে ৩ উইকেট খুইয়েছিল প্রোটিয়ারা। তা থেকে একটা রানও যোগ করতে পারল না স্কোরবোর্ডে, উইকেট চলে গেল আরেকটা।
এবার গেলেন প্রোটিয়া তরুণ তুর্কি ত্রিস্তান স্তাবস। তাকে ফেরালেন তানজিম হাসান সাকিব। আউটসাইড অফে করা শর্টার লেন্থের বলটা একটু থেমে স্তাবসের ব্যাটে গিয়েছিল। তাতেই সর্বনাশ হলো তার। স্তাবস ক্যাচ তুলে দিলেন কভারে থাকা সাকিব আল হাসানকে। তানজিম পেয়ে গেলেন তৃতীয় উইকেটের দেখা!
দক্ষিণ আফ্রিকা ২৩/৪, ৪.২ ওভার
০৮:৫৪
মারক্রামকে ফিরিয়ে তাসকিনের ‘বউনি’
আগের ওভারে তানজিম বোল্ড করেছিলেন ডি কককে। এবার তাসকিন আহমেদ যোগ দিলেন ‘পার্টিতে’। তিনি বোল্ড করলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রামকে।
দক্ষিণ আফ্রিকা ২৩/৩, ৩.৫ ওভার
০৮:৪৬
কককে দমালেন তানজিম
দুই ওভারে দুই ছক্কা আর এক চার মেরে অভিপ্রায়টা জানিয়ে দিয়েছিলেন কুইন্টন ডি কক। বিপদজনক হয়ে ওঠা তাকে ফেরালেন তানজিম হাসান সাকিব। দারুণ এক বলে বোল্ড করলেন তাকে।
দক্ষিণ আফ্রিকা ১৯/২, ২.৩ ওভার
০৮:৩৯
‘ঘটনাবহুল’ শুরু, ব্রেক থ্রু বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকা শুরুটা করেছিল ছক্কা দিয়ে। এরপর আরও একটা চার মেরেছেন কুইন্টন ডি কক। তাতে ইন্টেন্টটা ছিল পরিষ্কার, আজ বিশাল রানের লক্ষ্যে খেলছে প্রোটিয়ারা।
কিন্তু শেষ বলে হাসিটা হাসলেন তানজিম হাসান সাকিব। তার স্টাম্পে রাখা বলটা লেগ স্টাম্পে থেকে ডিফেন্ড করতে গিয়ে মিস করলেন রিজা হেনড্রিকস, বলটা গিয়েছিল একেবারে সোজা মিডল স্টাম্পে। গিয়ে লাগল তার প্যাডে। এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। বাংলাদেশ পেয়ে গেল প্রথম উইকেটের দেখা।
দক্ষিণ আফ্রিকা ১১/১, ১ ওভার
০৮:১৯
‘শ্রীলঙ্কা’ হবে দক্ষিণ আফ্রিকা?
বাংলাদেশ যে কোনো মূল্যেই চাইবে তা। প্রথম ম্যাচে এই শ্রীলঙ্কাকেই তো হারিয়েছিল শান্তর দল।
তবে আরও একটা জায়গায় শ্রীলঙ্কার সঙ্গে মিলে গেল প্রোটিয়াদের। টস জিতে ব্যাটিং নিয়েছে দলটা। এর আগে নাসাউ কাউন্টিতে হওয়া পাঁচ ম্যাচের একটিতেই স্রেফ টস জেতা দল ব্যাটিংয়ে গিয়েছিল, সেটা ছিল শ্রীলঙ্কা। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টস জিতে এই সিদ্ধান্ত নিয়েছিল দলটা।
টসে শ্রীলঙ্কার সঙ্গে মিলে গেছে দক্ষিণ আফ্রিকা। এখন খেলার ফলটা বেরোবার পরও তাদের সঙ্গে মিলটা থাকুক, আপনি নিশ্চয়ই তাই চাইবেন?
০৮:১৪
কেমন হবে পিচ?
কাল এই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর উইকেটে হয়েছিল ভারত পাকিস্তানের ম্যাচ। এক দিন পর ওই উইকেটটাতেই হচ্ছে বাংলাদেশের খেলা।
ওয়াকার ইউনিস একটা অশনি সংকেত দিলেন। পিচটা নাকি আগের দিনের মতো সময় গড়ালে ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে উঠবে না, এমনটাই মনে করছেন তিনি!
০৮:১০
দক্ষিণ আফ্রিকা অপরিবর্তিত
দক্ষিণ আফ্রিকার একাদশ–
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্তাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ওটনেইল বার্টম্যান, আনরিখ নরকিয়া
০৮:১০
বাংলাদেশ একাদশে সৌম্য নেই
এক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। আগের দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়া সৌম্য সরকারকে বাংলাদেশ আজ রেখেছে বেঞ্চে। তার জায়গায় দলে ঢুকেছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব
০৮:০৬
টস জিতলে কী করত বাংলাদেশ?
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। লক্ষ্য ছিল পিচ থেকে শুরুর সহায়তাটাকে কাজে লাগিয়ে লঙ্কানদের চাপে ফেলা। সেটা শুরুতে না করতে পারলেও শেষে হাসিটা বাংলাদেশই হেসেছিল।
সে ভাবনা থেকে আজও বাংলাদেশের ইচ্ছা ছিল আগেরই মতো। টস জিতলে বোলিং বেছে নেওয়া। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সেটা। তার কাজটা করে দিলেন মারক্রামই।
০৮:০৪
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম আজ হাসলেন টস জয়ের হাসি।আগের দুই ম্যাচে পরে ব্যাট করে ধুঁকতে হয়েছে দলটাকে। তাই আজ দলটা টস জিতেই নিয়েছে প্রোটিয়ারা।