১০:৪১
ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
বলা যায় সহজ ম্যাচটা কঠিন করে জিতল অস্ট্রেলিয়া। মাত্র ২১৩ রান ছিল লক্ষ্য। তা তুলতে গিয়েই দুশ্চিন্তায় পড়ে যায় অজিরা। শেষ অব্দি ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে অজিরা। সেমি-ফাইনাল খেলেই বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটের জয়ে ফাইনালে পা রাখা অস্ট্রেলিয়া ট্রফির জন্য লড়বে ভারতের সঙ্গে। রোববার আহমেদাবাদে ফাইনাল!
প্রোটিয়াদের প্রথমবার ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনালে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২/১০ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ৩/৩৪, হেইজেলউড ২/১২, কামিন্স ৩/৫১, হেড ২/২১)
অস্ট্রেলিয়া : ৪৭.২ ওভারে ২১৫/৭
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
০৯:৪১
কে জিতবে কলকাতায়?
২৪ ওভারে দরকার ৬৭ রান। বাকি ৫ উইকেট। শামসি ও মহারাজে ঘূর্ণিতে চাপে অস্ট্রেলিয়া।
০৯:১৯
ট্রাভিস হেডের জোড়া উইকেট
পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন দারুণ লড়ছিলেন। ১১৩ বল খেলে তারা তুলেন ৯৫ রান। ৩১তম ওভারে ট্রাভিস হেড পাল্টে দেন সেই দৃশ্যপট। তার চতুর্থ বলে বোল্ড ক্লাসেন। ৪৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৭ রানে আউট তিনি। পরের বলে নতুন ব্যাটসম্যান মার্কো জানসেনকে করেন। গোল্ডেন ডাক জানসেন!
০৯:১৯
২১২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা
নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতে ২১২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার একাই লড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১০১। ২২ রানে ৪ উইকেট পড়ার পর হাল ধরেন তিনি।
০৯:১৯
ফাইনালে যেতে অজিদের চাই ২১৩
ফাইনালে ওঠার লড়াই ব্যাট হাতে চেনাই গেলো না দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তুলল ২১২ রান। অস্ট্রেলিয়া ২১৩ রান তুললেই পেয়ে যাবে ফাইনারের টিকিট!
ডেভিড মিলার একাই তুললেন ১০১ রান। হেনরিক ক্লাসেন ৪টি চার ও ২ ছক্কায় ৪৭, জেরাল্ড কোয়েটজে ১৯ রান করেছেন।
মিচেল স্টার্ক ১০ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৩টি ও প্যাট কামিন্স ৯.৪ ওভারে ৫১ রান নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২/১০ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ৩/৩৪, হেইজেলউড ২/১২, কামিন্স ৩/৫১, হেড ২/২১)
০৯:১৯
ফাইনালের সুবাস পাচ্ছে অজিরা
অনায়াস জয়ের পথে অস্ট্রেলিয়া। ১২ ওভারেই অজিরা তুলে ফেলেছে ৯২ রান। ফাইনালে উঠতে তাদের চাই ২২৮ বলে ১২১ রান। উইকেটে আছেন ট্রাভিস হেড ৪১ বলে ৫৪, স্টিভেন ৮ বলে ২ রানে ব্যাট করছেন।
০৯:১৯
ফুটবলেও দাপট অস্ট্রেলিয়ার
খেলার মাঠে অস্ট্রেলিয়ার দিনটাই আজ ভাল যাচ্ছে। বিকেলে তাদের ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৭-০ গোলে। এবার ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পথে।
০৯:১৯
স্পিনে কাবু অজিরা
অনায়াস জয়ের পথে থাকা অস্ট্রেলিয়া বিপাকে! হঠাৎ করেই প্রোটিয়াদের স্পিনে কাবু অজিরা। এ রিপোর্ট লেখার সময় জিততে তাদের চাই ২৬.২ ওভারে ৭৬ রান। হাতে আছে ৫ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকান স্পিনারদেরই দাপট চলছে এখন ইডেন গার্ডেনে।
ওয়ার্নার ২৯ রানে, মিচেল মার্শ শূন্যরানে ফেরার পরই চাপ শুরু হয। এরপর দলীয় ১০৬ রানে ট্রাভিস হেড ফেরেন। ৯ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন তিনি। তারপর দলীয় ১৩৩ রানে মার্নস ল্যাবুশেন ফেরেন, ১৮ রান তুলে। দলীয় ১৩৭ রানে আউট গ্লেন ম্যাক্সওয়েল। সেমি-ফাইনাল ম্যাচে ভাল করেই ফিরল প্রোটিয়ারা।
০৯:১৯
জমে উঠেছে ব্যাট-বলের লড়াই
জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আর ৬৩ রান, হাতে ৫ উইকেট! শামসি ও মহারাজে ঘূর্ণিতে চাপে অজিরা। শামসি ২ উইকেট, মাহারাজ একটি।
০৯:০০
স্পিনে কাবু অজিরা
অনায়াস জয়ের পথে থাকা অস্ট্রেলিয়া বিপাকে! হঠাৎ করেই প্রোটিয়াদের স্পিনে কাবু অজিরা। এ রিপোর্ট লেখার সময় জিততে তাদের চাই ২৬.২ ওভারে ৭৬ রান। হাতে আছে ৫ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকান স্পিনারদেরই দাপট চলছে এখন ইডেন গার্ডেনে।
ওয়ার্নার ২৯ রানে, মিচেল মার্শ শূন্যরানে ফেরার পরই চাপ শুরু হয। এরপর দলীয় ১০৬ রানে ট্রাভিস হেড ফেরেন। ৯ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন তিনি। তারপর দলীয় ১৩৩ রানে মার্নস ল্যাবুশেন ফেরেন, ১৮ রান তুলে। দলীয় ১৩৭ রানে আউট গ্লেন ম্যাক্সওয়েল। সেমি-ফাইনাল ম্যাচে ভাল করেই ফিরল প্রোটিয়ারা।
০৮:২০
ফুটবলেও দাপট অস্ট্রেলিয়ার
খেলার মাঠে অস্ট্রেলিয়ার দিনটাই আজ ভাল যাচ্ছে। বিকেলে তাদের ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৭-০ গোলে। এবার ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পথে।
০৮:০৯
ফাইনালের সুবাস পাচ্ছে অজিরা
অনায়াস জয়ের পথে অস্ট্রেলিয়া। ১২ ওভারেই অজিরা তুলে ফেলেছে ৯২ রান। ফাইনালে উঠতে তাদের চাই ২২৮ বলে ১২১ রান। উইকেটে আছেন ট্রাভিস হেড ৪১ বলে ৫৪, স্টিভেন ৮ বলে ২ রানে ব্যাট করছেন।
০৭:০৭
ফাইনালে যেতে অজিদের চাই ২১৩
ফাইনালে ওঠার লড়াই ব্যাট হাতে চেনাই গেলো না দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তুলল ২১২ রান। অস্ট্রেলিয়া ২১৩ রান তুললেই পেয়ে যাবে ফাইনারের টিকিট!
ডেভিড মিলার একাই তুললেন ১০১ রান। হেনরিক ক্লাসেন ৪টি চার ও ২ ছক্কায় ৪৭, জেরাল্ড কোয়েটজে ১৯ রান করেছেন।
মিচেল স্টার্ক ১০ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৩টি ও প্যাট কামিন্স ৯.৪ ওভারে ৫১ রান নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২/১০ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ৩/৩৪, হেইজেলউড ২/১২, কামিন্স ৩/৫১, হেড ২/২১)
০৬:৫৪
২১২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা
নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতে ২১২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার একাই লড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১০১। ২২ রানে ৪ উইকেট পড়ার পর হাল ধরেন তিনি।
০৬:২৯
ট্রাভিস হেডের জোড়া উইকেট
পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন দারুণ লড়ছিলেন। ১১৩ বল খেলে তারা তুলেন ৯৫ রান। ৩১তম ওভারে ট্রাভিস হেড পাল্টে দেন সেই দৃশ্যপট। তার চতুর্থ বলে বোল্ড ক্লাসেন। ৪৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৭ রানে আউট তিনি। পরের বলে নতুন ব্যাটসম্যান মার্কো জানসেনকে করেন। গোল্ডেন ডাক জানসেন!
০৬:২৮
লড়ছে দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৪ রান তুলতেই ৪ উইকেট হারায়। তারপর পরিস্থিতি সামলে লড়ে যান ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন। পঞ্চম উইকেট জুটিতে দাপট দেখান তারা। তাদের দুজনের ব্যাটে ভর করে শতরান পেরিয়েছে দল। মিলার ৪১ ও ক্লাসেন ৩৬ রানে ব্যাট করছেন।