০৭:৪৭
লেবাননের বিপক্ষে জয় হাতছাড়া বাংলাদেশের
চাইলে লিখেই দেওয়া যেত লেবাননকে রুখে দিল বাংলাদেশ। তবে সেটা না হয়ে উল্টোটাই মনে হচ্ছে, কারণ ম্যাচে যেভাবে খেলেছে দল! গোলটা উপহারই দিয়েছে বাংলাদেশ। তার ওপর একটা গোল করলেও কমপক্ষে দুটো গোল হাতছাড়া হয়ে গেছে বাজে ফিনিশিংয়ের কারণে। তাই লেবাননের বিপক্ষে আর জয় পাওয়া হলো না স্বাগতিকদের।
ফুলটাইম
বাংলাদেশ ১-১ লেবানন
০৭:৪১
হায় ফার্স্ট টাচ!
মোরসালিনই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন। তবে প্রথমার্ধে তার মিসেই গোল পায়নি দল। ম্যাচের শেষ দশ মিনিটেও আবার প্রথমার্ধ ফিরল আবার। দুটো জায়গায় মিল আছে একটা, দুটোই যে হাত ফসকে গেল বলে তার বাজে ফার্স্ট টাচের কারণে!
এবার বদলি খেলোয়াড় রফিকুল ইসলামের লবড থ্রু বক্সে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন তিনি। তবে সেটা ঠিকঠাক আয়ত্বে নিতে পারলেন না ফার্স্ট টাচের দোষে। শেষমেশ শটটা নিলেন যদিও, কিন্তু তা ঠেকাতে কোনো সমস্যাই হয়নি সামনে এগিয়ে আসা সফরকারী গোলরক্ষকের।
০৭:২১
মোরসালিনের গোলে জবাব দিল বাংলাদেশ
পিছিয়ে পড়া বাংলাদেশকে বহুবার ম্যাচে ফিরিয়েছেন। শেখ মোরসালিন আবারও ওই একই কাজটাই করলেন। বক্সের বাইরে থেকে আগুনে এক শটে গোলরক্ষককে ফাঁকি দিলেন, বলটা নিয়ে আছড়ে ফেললেন লেবাননের জালে। গোল হজম করার তিন মিনিটের মাথায় আবারও ম্যাচে ফিরল বাংলাদেশ। বাংলাদেশ ১-১ লেবানন
০৭:১৮
গোলরক্ষকের ভুলে বল জড়াল বাংলাদেশের জালে
নিজেদের বিপদসীমায় জটলা থেকে বলের নাগাল বাংলাদেশ পেয়েই গিয়েছিল প্রায়। কিন্তু সেটা ধরতে ধরতেও শেষমেশ আয়ত্বে নিতে পারলেন না বদলি গোলরক্ষক শ্রাবণ। বলটা গিয়ে পড়ল বদলি হিসেবে নামা মাজেদ ওসমানের পায়ে। তিনি গোলটা করতে ভুল করেননি তিনি। ম্যাচে পিছিয়ে পড়ল বাংলাদেশ। বাংলাদেশ ০-১ লেবানন
০৭:০৯
মাঠ ছাড়ছেন জামাল, ঢুকলেন রবিউল
জামালকে তুলে নিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তার জায়গায় মাঠে এলেন লেফট মিড রবিউল হাসান।
০৬:৫৪
চোট নিয়ে মাঠ ছাড়লেন মিতুল, নামলেন শ্রাবণ
গোলরক্ষক মিতুল মারমাকে আজ খুব একটা পরীক্ষা দিতে হয়নি গোলমুখে। তবে যখন দিতে হলো, তখনই বাঁধল বিপত্তি। শেষ দিকে প্রতিপক্ষ ফরোয়ার্ডের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছেন তিনি। যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে তুলে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তার বদলে মাঠে নেমেছেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। ওদিকে লেবানন দলেও এসেছে এক পরিবর্তন।
০৬:৪১
গোলের দেখা মিলল না প্রথমার্ধে
বাংলাদেশ ম্যাচের শুরুটা করেছিল খুব নড়বড়েভাবে। লেবানন বলের দখলে ছড়ি ঘোরাচ্ছিল। শুরুর দশ মিনিটে গোটা কয়েক ছোট ছোট সুযোগও পেয়ে গিয়েছিল সফরকারীরা।
তবে সময় যত গড়াল, বাংলাদেশ ম্যাচে ফিরল ধীরে ধীরে। বলের দখল ধরে রেখে ধাতস্থ হলো ম্যাচের সঙ্গে। ফলটা দেখা গেল প্রতিপক্ষ বিপদসীমায়। ১৬ মিনিটে জামালের কর্নার থেকে শুরু। এরপর তারই করা আরেক কর্নার থেকে বাংলাদেশ প্রথম শট নেয় প্রতিপক্ষ বক্সে।
এরপর ফাহিম-মোরসালিন যুগলবন্দীতে বাংলাদেশ গোল পেয়েই যেতে পারত। তবে লেবানিজদের শেষ মুহূর্তের ডিফেন্ডিংয়ে তা আর হয়নি। ওদিকে লেবাননও এই সময়টায় আক্রমণে ত্রাস ছড়াতে পারেনি তেমন একটা।
তাই প্রথমার্ধটা দুই দলই শেষ করেছে গোলশূন্যতায়।
বাংলাদেশ ০-০ লেবানন
০৬:৩৪
অল্পের জন্য গোল পেল না বাংলাদেশ
মাঝ মাঠ থেকে জামাল ভূঁইয়ার পাস গেল সোহেল রানার কাছে। তার ওয়ান টাচ পাসে ফাকায় বলটা পেয়ে গিয়েছিলেন ফাহিম। তার ক্রস চলে গিয়েছিল বক্সের মাঝে, সেখানে থাকা মোরসালিনের পায়ে যাওয়ার আগে বলটা ঠেকালেন গোলরক্ষক মোস্তফা মাতার, ফিরতি সুযোগে মোরসালিন পা ছোঁয়ালেন বটে, কিন্তু বলটা চলে গেল লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। আরও একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের।
বাংলাদেশ ০-০ লেবানন
০৬:২২
আরও এক সুযোগ গেল হাত ফসকে
৩৪ মিনিটে ডান দিকে আক্রমণে উঠে এসে ফয়সাল আহমেদ ফাহিম দারুণ এক সুযোগই তৈরি করেছিলেন। নিচু ক্রস করেছিলেন বক্সের মাঝে। শেখ মোরসালিন জায়গামতো দাঁড়িয়েও ছিলেন। কিন্তু বলটা শেষমেশ লেবানিজ ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে যায়। বাংলাদেশের হাত ফসকে বেরিয়ে যায় সুযোগটা।
০৬:০৪
ম্যাচে ফিরছে বাংলাদেশ
পরপর দুটো মিনিটে দুটো সুযোগ। তা দিয়েই বাংলাদেশ জানান দিচ্ছে, আমরা ম্যাচে ফিরছি। প্রথমটা কর্নার থেকে। জামালের কর্নার থেকে করা বিশ্বনাথ ঘোষের শট ফেরান সফরকারী গোলরক্ষক।
এরপরের মিনিটে শেখ মোসরালিন এক ডিফেন্ডারকে কাটিয়ে তৈরি করেছিলেন দারুণ এক সুযোগ। তবে তা শেষমেশ কাজে লাগাতে পারেননি বক্সে লেট রান নিয়ে আসা সোহেল রানা জুনিয়র। তার আগেই বলটা ক্লিয়ার করেন লেবানিজ ডিফেন্ডার।
বাংলাদেশ ০-০ লেবানন
০৬:০৪
১৬ মিনিটে প্রথম কর্নার বাংলাদেশের
ধীরে ধীরে বাংলাদেশও আক্রমণে উঠছে বেশ। অতটা না হলেও ত্রাস ছড়াচ্ছে খানিকটা হলেও। যার ফলশ্রুতিতে ১৬তম মিনিটে এসে প্রথম কর্নারের দেখা পেল জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ ০-০ লেবানন
০৫:৫৮
মোরসালিনের ক্রস খুঁজে পেল না ফাহিমকে
শেখ মোরসালিনকে একাদশে ফিরিয়ে দেওয়া হয়েছে লেফট ফ্ল্যাঙ্ক থেকে আক্রমণের দায়িত্ব। বাম পাশ থেকে তিন জনকে কাটিয়ে ক্রস করেছিলেন বক্সে। তবে সেটা সেখানে থাকা ফয়সাল আহমেদ ফাহিমকে খুঁজে পেল না শেষমেশ। পেলে হয়তো কিছু একটা হলেও হতে পারত!
বাংলাদেশ ০-০ লেবানন
০৫:৫২
ম্যাচের প্রথম কর্নার লেবাননের পক্ষে
বলের দখলে চোখে পড়ার মতো আধিপত্য লেবাননের। অনুমিতভাবেই প্রথম কর্নারটা গিয়েছে সফরকারীদের পক্ষে। যদিও সে কর্নার থেকে ভেসে আসা বলে হাসান মাতুকের করা দুর্বল শটটা গেছে লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।
০৫:৫০
বলের দখলে দাপট লেবাননের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এলেও লেবাননের বিপক্ষে আজ একটা জায়গায় পরিবর্তন আসেনি, বলের দখলে প্রতিপক্ষের দাপটই দেখছে বাংলাদেশ। শুরুর দুই মিনিটে দুটো আক্রমণ হজম করেছেন জামালরা।
০৫:৪৯
সাদা জার্সিতে মাঠে নামল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা জার্সি পরে বাংলাদেশ নেমেছিল মাঠে। আজ লেবাননের বিপক্ষেও সেখানে পরিবর্তন নেই। জামালরা বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নেমেছেন ওই সাদা জার্সি পরেই।
০৫:০৪
৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে ঘরের মাঠে এই ম্যাচে কোচ হাভিয়ের কাবরেরা একাদশে এনেছেন ৪টি পরিবর্তন।
এদের মধ্যে দুটো অবশ্য নিশ্চিতই ছিল। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন আর লেফটব্যাক সাদউদ্দিন। তাদের জায়গায় একাদশে এসেছেন শেখ মোরসালিন ও ইসা ফয়সাল।
এছাড়াও রক্ষণ আর মাঝমাঠে এসেছে আরও দুটো পরিবর্তন। রক্ষণভাগে ডিফেন্ডার হাসান মুরাদের জায়গায় দলে এসেছেন শাকিল হোসেন। মাঝমাঠে মজিবুর রহমান জনির জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সোহেল রানা জুনিয়র।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা;
তারিক কাজী, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল;
জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়;
ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন