০৭:১৩
প্রথম দিন শেষে বিশ্লেষণ
সিলেট টেস্টে প্রথম দিনটা কাটলো ভাল-মন্দ মিলিয়ে। সিলেট থেকে স্পোর্টস বাংলার দুই প্রতিনিধি নেয়ামত উল্লাহ ও ইশতিয়াক শাওনের বিশ্লেষণ-
০৪:৫২
৩০০ পার করে দিন শেষ বাংলাদেশের
৮৫ ওভারে শেষ হলো দিনের খেলা। ৯ উইকেটে ৩১০ রান করে দিন শেষ করল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ৮৬, সঙ্গে মুমিনুল হকের ধীরস্থির ৩৭ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগ্রাসী ৩৭-এ শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের।
একসময় ২ উইকেটে ১৮০ রান স্কোরবোর্ডে তুলেছিল বাংলাদেশ। তবে চা বিরতির ঠিক আগে দুই সেট ব্যাটার জয় এবং মুমিনুল ফিরলে ছন্দপতন হয় বাংলাদেশের। পরের ব্যাটারদের কেউ ইনিংস বড় করতে পারেননি। তবে তাদের ছোট ছোট পুঁজি দিয়ে দলীয় তিন শ ছাড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ইনিংস - ৩১০/৯ (৮৫ ওভার)
০৪:২২
সোহানের আগ্রাসনও কাজে দিলো না
অধিনায়কের মতো শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ের মন্ত্র পড়ে নেমেছিলেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। কিন্তু দুইজনের পরিণতি একই। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত কিছু রান উঠলেও উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তারা।
ম্যাচে ফিলিপসের চতুর্থ শিকার হয়ে ফিরেছেন সোহান। ২৭ বলে ৫ চারে ২৯ রানে সাঙ্গ হয়েছে তার ইনিংস।
বাংলাদেশ প্রথম ইনিংস - ২৭৬/৮ (৭৮.৩ ওভার)
০৩:৫৪
অভিষেক সুখকর হলো না দিপুর
মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন, সাদা পোশাকে আজই প্রথম হাতে নিয়েছেন বল। অথচ সে গ্লেন ফিলিপসের বলেই খাবি খেলেন বাংলাদেশের ব্যাটাররা। এই আপডেট পর্যন্ত ৩ উইকেট গিয়েছে তার ঝুলিতে। ফিলিপসের সর্বশেষ শিকার এই টেস্ট দিয়ে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু।
ডাউন দ্য উইকেটে গিয়ে সিঙ্গেলের জন্য শট খেলতে চেয়েছিলেন, কিন্তু বল মাটিতে রাখতে পারেননি। বল গিয়ে ঠাঁই পায় শর্ট মিডউইকেটে থাকা নিকোলসের হাতে। অভিষেক ইনিংসে ৫৪ বলে ২৪ রান করে ফিরেছেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস - ২৬১/৭ (৭৩ ওভার)
০৩:৩১
ধস!
১৮০/২ থেকে ২৩৩/৬!
মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকরা যখন ব্যাটিং করছিলেন, তখন এমন ধস হয়ত কেউ কল্পনা করেননি। কিন্তু চা বিরতির আগে পাঁচ বলের মধ্যে তারা দুইজন ফিরতেই বাংলাদেশের ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে পড়েছে।
মুশফিকের পর উইকেট ছুঁড়ে দিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও (২০)।কাইল জেমিসনের গতির উপর করা বল কীভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস - ২৩৩/৬ (৬৭.৫ ওভার)
০২:৫৯
বিপদ বাড়ালেন মুশফিক
উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (১২)। চা বিরতির ঠিক আগে দুই সেট ব্যাটার মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়কে হারিয়েছিল বাংলাদেশ। বিরতির পর কোথায় দলের হাল ধরবেন মুশফিক, না উল্টো এজাজ প্যাটেলকে তুলে মারতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের তালুবন্দি হলেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস - ২১০/৫ (৬০.৩ ওভার)
০২:২২
সেশনের শেষ দৃশ্যে বিপদ!
পুরো সেশন বেশ দেখেশুনেই কাটাচ্ছিলেন মুমিনুল এবং জয়। কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ একটি সেশন কাটিয়ে দেবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেশনের দিকে মাত্র ৫ বলের মধ্যে দুই ব্যাটারই ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১৮৫/৪ (৫৫ ওভার)
০২:১২
১৮০/২ থেকে ১৮৪/৪!
তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েছিলেন মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়। অথচ মাত্র পাঁচ বলের মধ্যে সাজঘরের পথ ধরলেন দুজনই। ৫৩তম ওভারে খণ্ডকালীন স্পিনার গ্লেন ফিলিপসের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল (৩৭)।
ইশ সোধির করা পরের ওভারে ব্যাট সামনে এগিয়ে বল ডিফেন্ড করতে গিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকা জয় (৮৬)।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১৮৪/৪ (৫৩.৩ ওভার)
০১:৫০
স্বাচ্ছন্দ্যে এগোচ্ছেন জয়-মুমিনুল
স্পিন ঠিকঠাক সামলাচ্ছেন, উইকেটের ব্যাটিং সুবিধাটুকুও কাজে লাগাচ্ছেন জয় এবং মুমিনুল। টেস্ট ব্যাটিংয়ের ব্যাকরণ মেনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন এই দুই ব্যাটার।
সেঞ্চুরি দেখছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৮১* রানে ব্যাট করছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। সঙ্গে থাকা মুমিনুলের রান ৩৪*।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১৭৬/২ (৫০ ওভার)
০১:১৬
জয়-মুমিনুলের ৫০* জুটি
দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৩ রানের জুটি গড়েছিলেন মাহমুদুল হাসান জয়। এবার তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গেও তার জুটিতে এলো ফিফটি। ১০৪ বলে পঞ্চাশ ছুঁয়েছে তাদের জুটি।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১৪৩/২ (৪২ ওভার)
১২:৫২
দ্বিতীয় সেশনের শুরুটাও দেখেশুনে
প্রথম সেশনের মতো বাংলাদেশের দ্বিতীয় সেশনের শুরুটাও সাবধানী। এই সেশনের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে বাংলাদেশ। কিউই পেসার কাইল জেমিসন মেডেন দিয়ে শুরু করেন এই সেশন। জয় এবং মুমিনুল দুজনই বলের মেরিট অনুযায়ী শট খেলার চেষ্টা করেছেন। যার ফলে রান কম এলেও এই সময়ে কোনো উইকেট খোয়াতে হয়নি স্বাগতিকদের।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১২৯/২ (৩৭ ওভার)
১২:২৬
ফিফটি পেলেন জয়
চতুর্থ টেস্ট ফিফটির দেখা পেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৭৮ বলে ৪২ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিলেন। এই সেশনে আর ১৫ বল খেলেই ছুঁয়েছেন ফিফটি। এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল সজোরে বাউন্ডাড়িছাড়া করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১১৫/২ (৩০.১ ওভার)
১১:৩৫
প্রথম সেশনে স্বস্তি বাংলাদেশের
ওপেনার জাকির হাসান (১২) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (৩৭) উইকেট খোয়ালেও প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি অনুভব করতেই পারে বাংলাদেশ।
ওপেনার মাহমুদুল হাসান জয় ৪২* রান নিয়ে ক্রিজে আছেন, তাকে সঙ্গ দিচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক (৩*)।
বাংলাদেশ প্রথম ইনিংস - ১০৪/২ (২৭ ওভার)
প্রথম সেশন শেষে
১১:২৬
অতি আগ্রাসন কাল হলো শান্তর
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত। সে আগ্রাসী ব্যাটিংই তার জন্য কাল হলো শেষ পর্যন্ত। গ্লেন ফিলিপসের ফুল টস পেয়ে তুলে মারতে চেয়েছিলেন, কিন্তু মিড অনে থাকা উইলিয়ামসনের তালুবন্দি হয়ে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে ৩৫ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩৭ রান করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।
বাংলাদেশ প্রথম ইনিংস - ৯২/২ (২৪.২ ওভার)
১১:০৭
শান্তর আগমনে বাড়ল রানের গতি
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে আসার পর বেড়েছে রানের গতি। প্রথম ১০ ওভারে ২৭ রান তুলেছিল বাংলাদেশ। সে তুলনায় পরের ১০ ওভারে রান উঠেছে বেশ। ১১ থেকে ২০ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪৬ রান যোগ করেছে বাংলাদেশ।
২৫ বলে ৩ ছক্কা আর ২ চারে ৩১* রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত, ৫৭ বলে ৪ চারে ২৫* রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ প্রথম ইনিংস - ৭৭/১ (২১ ওভার)
১০:৪৬
ছক্কায় শুরু শান্তর
টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর শুরুটা হলো ছক্কা দিয়ে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। নিজের প্রথম তিন বল থেকে কোনো রান পাননি, চতুর্থ বলে এজাজ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মেরে খুলেছেন রানের খাতা। এর এক বল পর আবার ডাউন দ্য উইকেটে এসে সজোরে হাঁকিয়েছেন, এবার অবশ্য বাউন্ডারিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
বাংলাদেশ প্রথম ইনিংস - ৫০/১ (১৫ ওভার)
১০:৩৯
কিউইদের প্রথম সাফল্য
স্পিন দিয়েই প্রথম সাফল্য পেল নিউজিল্যান্ড। এজাজ প্যাটেলের বলের টার্ন বুঝতে পারেননি জাকির হাসান। ফিরেছেন বোল্ড হয়ে। প্যাভিলিয়নের পথ ধরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ১২ রান।
বাংলাদেশ প্রথম ইনিংস - ৩৯/১ (১২.৩ ওভার)
১০:২৪
বাংলাদেশের সাবধানী শুরু
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে সাবধানী। প্রথম ১০ ওভারে এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে জমা করেছেন ২৭ রান।
৩২ বলে ১৪ রান নিয়ে ব্যাট করছেন জয়, অপর প্রান্তে ৩৪ বলে ১০ রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে।
বাংলাদেশ প্রথম ইনিংস - ২৭/০ (১০ ওভার)
০৯:৪২
দ্বিতীয় ওভারেই রিভিউ খোয়ালো কিউইরা
কাইল জেমিসনের বল আঘাত হেনেছিল জাকির হাসানের প্যাডে। বেশ জোরেশোরেই আবেদন করেছিল কিউইরা। কিন্তু পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা তাতে সাড়া দেননি। কিউই অধিনায়ক টিম সাউদি রিভিউ নেন। আলট্রা এজে দেখা যায়, বল জাকিরের প্যাডের আগে ব্যাট ছুঁয়ে যায়। ফলে ইনিংসের শুরুতেই রিভিউ খোয়াতে হয় সফরকারীদের।
০৯:৩৪
দিপুর অভিষেক
বাংলাদেশ একাদশে আজ ঢুকেছেন শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তার। এছাড়া দেড় বছর পর একাদশে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। তাকে সহ তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ, সঙ্গে একমাত্র পেসার শরিফুল ইসলাম।
০৯:২১
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের লাইভফিডে আপনাদের স্বাগতম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সোধি, এজাজ প্যাটেল।