লাইভ আপডেট

সরাসরি: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, দ্বিতীয় দিন

০৫:২৮

আশা জাগাচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা কেমন কাটল বাংলাদেশের। কেমন ক্যাপ্টেন্সি করলেন নাজমুল হাসান শান্ত? ভেন্যু থেকে জানালেন সিনিয়র রিপোর্টার নেয়ামত উল্লাহ ও স্টাফ রিপোর্টার ইশতিয়াক শাওন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬৬/৮ (৮৪ ওভার) ; দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৪৪ রানে পিছিয়ে


০৪:৫৬

শেষবেলায় চালকের আসনে বাংলাদেশ

দিনের শেষ সেশনে কিউইদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, যার মাঝে 'সেঞ্চুরিয়ান' কেন উইলিয়ামসনের মহামূল্যবান উইকেটও রয়েছে। আর তাতেই প্রথম ইনিংসে পিছিয়ে পড়ায় শঙ্কা জেঁকে ধরেছে কিউইদের।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬৬/৮ (৮৪ ওভার)

দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৪৪ রানে পিছিয়ে


০৪:৩৭

তাইজুলের পাপমোচন

প্রায়শ্চিত্ত করতে হয়ত একটু দেরি হয়ে গেছে, তবে তাইজুল অন্তত সেটা করেছেন, এতেই স্বস্তি। নাঈম হাসানের বলে তাইজুল লোপ্পা ক্যাচ না ছাড়লে ৬৩ রানেই সাজঘরের দিকে হাঁটা শুরু করতে হতো উইলিয়ামসনকে।

অবশেষে সেই উইলিয়ামসনকে তাইজুল-ই ফেরালে, বোল্ড করে। তবে ততক্ষণে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করা হয়ে গেছে উইলিয়ামসনের। শেষ পর্যন্ত নতুন বলে জাদু দেখিয়েছেন তাইজুল। ব্যাট আর প্যাডের ফাঁক গলে গুঁড়িয়ে গেছে উইলিয়ামসনের স্টাম্প। ব্যক্তিগত ১০৪ রানে থেমেছে তার ইনিংস।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬২/৭ (৮১ ওভার)

নিউজিল্যান্ড ৪৮ রানে পিছিয়ে


০৪:১৭

সেঞ্চুরি!

১৮৯ বল খেলে সেঞ্চুরির দেখা পেলেন উইলিয়ামসন। প্রথম কিউই ব্যাটার হিসেবে টানা চার টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়লেন উইলিয়ামসন। নিজের শেষ পাঁচ টেস্ট ইনিংসের চারটিতেই তিন অঙ্ক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৫৬/৬ (৭৮ ওভার)

নিউজিল্যান্ড ৫৪ রানে পিছিয়ে


০৪:১০

বোলিংয়ে এসেই বাজিমাত মুমিনুলের

৯ বছর পর বল হাতে নিয়ে প্রথম ওভারেই চমকে দিলেন মুমিনুল হক। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ত্রাসের আবহ তৈরি করেছিলেন কিউই খণ্ডকালীন স্পিনার গ্লেন ফিলিপস। নিজের ওভারের শেষ বলে সে ফিলিপসের উইকেটই তুলে নিলেন মুমিনুল। স্লিপে অধিনায়ক শান্তর ক্যাচ হয়ে ফিরেছেন ৪২ রান করা ফিলিপস।


০৪:০৬

৯ বছর পর বোলিংয়ে মুমিনুল!

নিউজিল্যান্ড ইনিংসের ৭৫তম ওভারে মুমিনুল হককে বোলিংয়ে এনেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০১৪ সালে পর এই প্রথম হাত ঘোরালেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার মুমিনুল।


০২:৫৯

দ্বিতীয়বার জীবন পেলে উইলিয়ামসন

নট অ্যাগেইন!

চা বিরতির আগে নাঈম হাসানের উইলিয়ামসনের সহজ ক্যাচ ফেলেছিলেন তাইজুল ইসলাম। বিরতির পর আবারও উইলিয়ামসন, এবার ক্যাচ ছেড়েছেন শরিফুল ইসলাম, বোলার সেই নাঈম হাসান-ই।

৬৩ রানের পর ৭১ রানে দ্বিতীয়বার জীবন পেলে এখন পর্যন্ত এই ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।


০২:৫৬

চা বিরতির পর পঞ্চম উইকেট হারালো নিউজিল্যান্ড

বেশিক্ষণ ক্রিজে টিকলেন না কিউই উইকেটকিপার-ব্যাটার টম ব্লানডেল (৬)। নাঈম হাসানের লেগ স্টাম্পের বাইরের বল অন সাইডে ঘুরিয়ে দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


০২:১৯

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

প্রথম সেশনে কিউইদের দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও একইভাবে কিউইদের আরও দুটি উইকেট খসাতে পেরেছে বাংলাদেশ। তবে সেশনের শেষদিকে বিপজ্জনক হয়ে উঠতে থাকা কেন উইলিয়ামসনকে 'জীবন' দান বাংলাদেশকে কতটা ভোগায় সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬৮/৪ (৫২ ওভার)

নিউজিল্যান্ড ১৪২ রানে পিছিয়ে


০২:০৭

উইলিয়ামসনকে জীবন দিলেন তাইজুল

নাঈম হাসানের বল শুন্যে ভাসিয়ে সুইপ করেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু মিডউইকেটে থাকা তাইজুল ইসলাম সে বল হাতে জমাতে পারলেন না। ৬৩ রানে জীবন পেলেন সেট ব্যাটার উইলিয়ামসন।


০১:৫৯

জুটি ভাঙলেন তাইজুল

ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ড্যারিল মিচেল। উইলিয়ামসনের সঙ্গে চতুর্থ উইকেটে তার জুটি ভয় ধরাচ্ছিল বাংলাদেশি সমর্থকদের মনে। তবে চা বিরতির আগে মিচেলকে (৪১) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল। ভেঙেছেন উইলিয়ামসন-মিচেলের ৬৬ রানের জুটি।

তার অফ স্টাম্পের বাইরে পড়া বল এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন মিচেল, সঙ্গে সঙ্গে স্টাম্পের বেল উড়িয়ে দিতে ভুল করেননি সোহান। মিচেলের ইনিংসের শুরুর দিকে অবশ্য সোহানের 'ভুল'-এই জীবন পেয়েছিলেন মিচেল। শরিফুলের বলে এই কিউই ব্যাটারের ব্যাটে লেগে বল ঠাঁই পেয়েছিল, কিন্তু সোহান এজের বিষয়টি বুঝতেই পারেননি।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬৪/৪ (৪৮ ওভার)

নিউজিল্যান্ড ১৪৬ রানে পিছিয়ে


০১:২৪

উইলিয়ামসনের ফিফটি

তাইজুল ইসলামের মিডল স্টাম্প লাইনের বলকে আলতো করে লং অনের দিকে ঠেলে এক রান নিয়ে ফিফটি ছুঁলেন কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে এটা তার ৩৪তম ফিফটি। বাংলাদেশি স্পিনার ঘূর্ণিতে নিউজিল্যান্ডের অন্য ব্যাটাররা হাত খুলে খেলতে না পারলেও অভিজ্ঞতা পুঁজি করে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৪০/৩ (৪০ ওভার)

নিউজিল্যান্ড ১৭০ রানে পিছিয়ে


১২:৫৯

ব্যাটে বলের খোঁচা লাগল, তবে...

ড্যারিল মিচেলকে ফেরানোর সুবর্ণ সুযোগ হেলায় হারাল বাংলাদেশ। শরিফুলের  লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছিলেন মিচেল, টিভি পর্দায় দর্শকরা শব্দও শুনতে পান। কিন্তু উইকেটের পেছনে থেকেও সে শব্দ কানে যায়নি উইকেটকিপার নুরুল হোসেন সোহানের।

যার ফলে তার আবেদন জোরালো ছিল না। অধিনায়ক শান্তও তাই রিভিউ নিতে উদ্যোগী হননি। তবে আলট্রাএজে যখন ব্যাট আর বলের সংযোগ দেখা গেল, তখন আফসোস ছাড়া আর কিছুই করার ছিল না বাংলাদেশের।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০৯/৩ (৩৫ ওভার)


১২:৪৪

বোলিংয়ে ফিরেই শরিফুলের ব্রেকথ্রু

 

উইলিয়ামসন-নিকোলস জুটি বিপজ্জনক হয়ে উঠছিল। একটা ব্রেকথ্রুর খুব দরকার ছিল বাংলাদেশের। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই সে আরাধ্য ব্রেকথ্রু এনে দিলেন পেসার শরিফুল ইসলাম।

শরিফুল অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন বল, বাঁক খেয়ে বেরিয়ে যেতে থাকা সে বলে খোঁচা দিয়ে সাজঘরের পথ ধরেন নিকোলস (১৯)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৯৮/৩ (৩১.১ ওভার)


১২:৩৬

তাইজুল-নাঈমদের ঘূর্ণি সামলে এগোচ্ছে নিউজিল্যান্ড

সিলেটের উইকেট ক্রমেই ব্যাটারদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তাইজুল-নাঈমরা উইকেট থেকে আদায় করে নিচ্ছেন যথেষ্ট টার্ন। তবে সব চ্যালেঞ্জ সামাল দিয়ে তৃতীয় উইকেটে ফিফটি জুটি হয়ে গেছে উইলিয়ামসন-নিকোলসের। ৩৭* রানে ব্যাট করছেন উইলিয়ামসন, ১৮* রান করে তাকে ক্রিজে সঙ্গ দিচ্ছেন নিকোলস।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৯৬/২ (৩০ ওভার)


১১:৩৯

কিউইরা ২৩২ রানে পিছিয়ে

দ্বিতীয় দিনের প্রথম সেশনের কৃতিত্ব দুই দলই ভাগাভাগি করে নিতে পারে। বাংলাদেশ যেমন দুই কিউই ওপেনারকে তুলে নিয়েছে, তেমনি নিউজিল্যান্ডও তৃতীয় উইকেটে গড়ে তুলেছে ৩৪ রানের জুটি। ওপেনারদের তুলনায় যথাক্রমে তিন এবং চারে নামা উইলিয়ামসন ও নিকোলস বাংলাদেশের স্পিনারদের স্বাচ্ছন্দ্যে সামাল দিচ্ছেন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৭৮/২ (২৪ ওভার)


১১:৩০

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন জাকির

নাঈম হাসানের হাফ ভলি পেয়ে সজোরে ব্যাট চালিয়েছিলেন হেনরি নিকোলস। তবে ব্যাটারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা জাকির হাসানের ডান পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত হানে বল। তাতে ডান পায়ে বেশ ব্যথা অনুভব করছিলেন জাকির। তৎক্ষণাৎ স্ট্রেচারে মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। চোট কতটা গুরুতর সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


১১:০২

মিরাজের শিকার কনওয়ে

শুরু থেকেই নিখুঁত লাইন-লেংথ মেনে বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের অষ্টম ওভারে এসে পেলেন তার পুরস্কার। তার মিডল স্টাম্প লাইনে পড়া বলটিকে সামনে ব্যাট এনে ডিফেন্ড করতে চেয়েছিলেন কনওয়ে (১২)। কিন্তু বল তার ব্যাট আর প্যাডে লেগে ঠাঁই পায় সিলি পয়েন্টে থাকা শাহাদাত হোসেন দিপুর হাতে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে সে ক্যাচ লুফে নেন এই টেস্ট দিয়ে অভিষিক্ত দিপু।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪/২ (১৫.৩ ওভার)


১০:৪৭

বোলিংয়ে এসেই তাইজুলের আঘাত

সাকিবের অনুপস্থিতিতে দলের মূল স্ট্রাইক স্পিনার তাইজুল ইসলাম। কিউই ইনিংসের ১৩তম ওভারে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। এসেই তাইজুল দেখান তার ম্যাজিক।

তার লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে ফাইন লেগে থাকা নাঈম হাসানের তালুবন্দি হয়ে ফিরেছেন কিউই ওপেনার টম ল্যাথাম (২১)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬/১ (১২.৫ ওভার)


১০:২৬

কিউইদের হাত খুলতে দিচ্ছেন না শরিফুল-মিরাজ

শরিফুল ইসলাম ৫-২-১৫-০

মেহেদী হাসান মিরাজ ৫-২-১৩-০

দুই প্রান্ত থেকে পেস আর স্পিন দিয়ে আক্রমণ শানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের সিলেটের উইকেট পেস-স্পিন দুই ধরনের বোলিংকেই সহায়তা করছে। এক্ষেত্রে মিরাজ নিখুঁত লাইন-লেংথে বোলিং করে কিউই ব্যাটারদের চেপে ধরেছেন।

শরিফুলও উইকেট থেকে যথেষ্ট সুবিধা পাচ্ছেন, তবে সেটার পূর্ণ ফায়দা তুলতে পারছেন না। তার অফ স্টাম্পের বাইরের লাইনে করা বলগুলোতে ব্যাটাররা খাবি খেয়েছেন, তবু মিডল এন্ড লেগ স্টাম্পে বল করে কিছু বাড়তি রান দিয়েছেন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২/০ (১০ ওভার)


০৯:৫৬

দ্বিতীয় ওভারেই রিভিউ নষ্ট বাংলাদেশের

মেহেদী হাসান মিরাজের ওভারের শেষ বল খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। লেগ বিফোরের জোরালো আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেননি পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা।

রিভিউ নিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। কিন্তু রিভিউতে দেখা যায়, ইমপ্যাক্ট আউটসাইড অফ। বেঁচে যান কনওয়ে। তাতে ইনিংসের শুরুতেই একটা রিভিউ গচ্চা গেল বাংলাদেশের।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০/০ (২ ওভার)


০৯:৪০

দিনের প্রথম বলেই শেষ বাংলাদেশ

দিনের প্রথম বলেই শেষ বাংলাদেশ

দ্বিতীয় দিনে বাংলাদেশ টিকল এক বল। ৯ উইকেটে ৩১০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম বলেই কিউই অধিনায়ক টিম সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম। তাতে সেই ৩১০ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস।

আগের লাইভ