লাইভ আপডেট

সরাসরি: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিন

০৪:৪৯

শান্তর কীর্তিতে দিন শেষ বাংলাদেশের

শান্তর কীর্তিতে দিন শেষ বাংলাদেশের

প্রথম বাংলাদেশি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে তিন অঙ্ক স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে তার সর্বশেষ চার ইনিংসে তিনবার শতরানের দেখা পেলেন তিনি। এছাড়া বাংলাদেশের হয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানও এখন তার। শান্তর এতসব কীর্তির মধ্য দিয়েই শেষ হয় তৃতীয় দিনের খেলা। বাংলাদেশের লিড দুই শ ছাড়িয়েছে। চতুর্থ দিনের সকালে লিডটাকে আরও বড় করার লক্ষ্য নিয়েই ফের ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ২য় ইনিংস - ২১২/৩ (৬৮ ওভার)

শান্ত ১০৪*, মুশফিক ৪৩

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২০৫ রানে এগিয়ে


০৩:৫৫

দেড় শ ছাড়ালো বাংলাদেশের লিড

রান আউট হয়ে মুমিনুল ফেরার পর ভেঙে পড়েনি বাংলাদেশের ব্যাটিং। মুশফিকুর রহিমকে (২৯*) সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে আরেকটি জুটি গড়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭১*)। তাদের জুটিতে বাংলাদেশের লিড দেড় শ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ২য় ইনিংস - ১৬৫/৩ (৫৭ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ১৫৮ রানে এগিয়ে


০৩:০৩

আতহার-ইলিয়টের টেপ টেনিস ক্রিকেট!


০২:৫৩

এবার ভুল বোঝাবুঝিতে রান আউট!

ইনিংসের শুরুর দিকে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরেছিলেন মাহমুদুল হাসান জয়। এবার রান আউটে সাজঘরের পথ ধরতে হলো মুমিনুল হককেও (৪০)। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হতে হলো তাকে।

মিড অনের দিকে বল ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড়েছিলেন মুমিনুল। কিন্তু বলের দিকে তাকিয়ে থাকা শান্ত তার রানের সংকেত বুঝতে পারেননি। যার ফলে উইকেটের মাঝপথ থেকে উল্টো দৌড়াতে হয় মুমিনুলকে। কিন্তু ঠিকঠাক ক্রিজে পৌঁছানোর আগেই নিকোলসের থ্রোতে বল পেয়ে উইকেট স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লানডেল। তাতে তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুলের ৯০ রানের জুটির অপমৃত্যুই হলো যেন!

বাংলাদেশ ২য় ইনিংস - ১১৭/৩ (৪২ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ১১০ রানে এগিয়ে


০২:১৪

শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

প্রথম ইনিংসে অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে নিজের সে ভুল কিছুটা হলেও শুধরে নিয়েছেন বাংলাদশ অধিনায়ক। তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে টেস্ট মেজাজে গড়ে তুলেছেন দারুণ এক জুটি। তাদের জুটিতে কিউইদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়ার পথে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ।

ফিফটি থেকে দুই রান দূরে আছেন শান্ত (৪৮*), ৩৮ রানে ব্যাট করছেন মুমিনুল।

বাংলাদেশ ২য় ইনিংস - ১১১/২ (৩৮ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ১০৪ রানে এগিয়ে


০১:২২

শান্ত-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির পরপরই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ফিফটি জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ ২য় ইনিংস - ৮০/২ (২৫ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ৭৩ রানে এগিয়ে


১২:৩৬

বিরতির পর সাজঘরে দুই ওপেনার

কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর আরও দুটি ওভার নির্বিঘ্নে খেললেন দুই ওপেনার। তবে ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলেই ঘটল ছন্দপতন।

এজাজ প্যাটেলের বলের লাইন মিস করে যান জাকির, বল আঘাত হানে তার প্যাডে। কিউইদের জোরালো আবেদনের সঙ্গে সঙ্গেই আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার। প্রথম ইনিংসে ১২ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ১৭ রানে থামল তার যাত্রা।

অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় আউটটা দুর্ভাগ্যজনক। টিম সাউদির বলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সে বল সাউদির হাতে লেগে ভেঙে দেয় নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। নন-স্ট্রাইকার জয় তখন ক্রিজের বাইরে। যার ফলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে ৮ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করা জয়কে।

বাংলাদেশ ২য় ইনিংস - ২৬/২ (১৪ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ১৯ রানে এগিয়ে


১১:৪৫

লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিনের প্রথম সেশনেই কিউইদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় লিড পেলেও মুমিনুল হক এক ওভারে নিউজিল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয়ায় সেটা খুব বড় হয়নি। কিউইদের ৭ রানের নামমাত্র লিড সহজেই পেরিয়ে গেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের দুই ওপেনার সাবধানী শুরু করেছেন। মধ্যাহ্ন বিরতির আগে ১০ ওভারে ১৯ রান তুলেছেন তারা। ১৪* রানে ব্যাট করছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের রান ৫*।

বাংলাদেশ ২য় ইনিংস - ১৯/০ (১০ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ১২ রানে এগিয়ে


১১:৩৬

বাংলাদেশকে চালকের আসনে বসালেন মুমিনুল


১০:৪৯

৪ রানে ৩ উইকেট, মুমিনুল-ম্যাজিক!

৪ রানে ৩ উইকেট, মুমিনুল-ম্যাজিক!

১০:৪৭

মুমিনুলের জোড়া শিকারে শেষ কিউই ইনিংস

ষষ্ঠ উইকেট জুটিতে উইলিয়ামসন-ফিলিপস ৭৮ রানের জুটি গড়েছিলেন। ফিলিপসকে তুলে নিয়ে দ্বিতীয় দিনে সে জুটি ভেঙেছিলেন মুমিনুল। তৃতীয় দিনের সকালে বাংলাদেশ যখন হন্যে হয়ে উইকেট খুজছিল, তখন ফের ব্রেকথ্রু নিয়ে হাজির মুমিনুল।

নবম উইকেটে সাউদি-জেমিসনের ৫২ রানের জুটিতে বাংলাদেশের ৩১০ রান টপকে যায় কিউইরা। মুমিনুল দিনে নিজের মাত্র দ্বিতীয় ওভারেই বদলে দেন চিত্রপট। এক ওভারেই তুলে নেন কিউইদের শেষ দুই উইকেট। জেমিসনকে (২৩) লেগ বিফোরের ফাঁদে ফেলার তিন বল পর বোল্ড করেন কিউই অধিনায়ক সাউদিকে (৩৫)।

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭ (১০১.৫ ওভার)

নিউজিল্যান্ড ৭ রানে এগিয়ে


১০:২২

লিড পেয়ে গেল নিউজিল্যান্ড

তৃতীয় দিনের সকালে দ্রুত কিউইদের শেষ দুটি উইকেট তুলে নেয়ার প্রচেষ্টা সফল হয়নি বাংলাদেশের। লিড পেয়ে গেছে কিউইরা। নবম উইকেটে কিউই অধিনায়ক টিম সাউদি এবং পেসার কাইল জেমিসনের জুটিতে প্রথম ইনিংসে এগিয়ে গেল সফরকারীরা।

বাংলাদেশের স্পিনাররা তৃতীয় দিনে উইকেট থেকে যতটা বাঁক আশা করেছিলেন, অন্তত সকালে তেমনটা পাচ্ছেন না। যতটুকু টার্ন আদায় করতে পারছেন তাইজুল ইসলাম-নাঈম হাসানরা, তা দেখেশুনে সামাল দিচ্ছেন নিউজিল্যান্ডের লেজের সারির দুই ব্যাটার।

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৩/৮ (৯৮ ওভার)

নিউজিল্যান্ড ৩ রানে এগিয়ে


০৯:২৯

স্বাগতম!

সিলেট টেস্টের তৃতীয় দিনের লাইভ কাভারেজে আপনাদের স্বাগতম।

গতকাল দ্বিতীয় দিনে ঠিক প্রথম বলেই স্বাগতিকদের শেষ উইকেট তুলে নেয় কিউইরা। এতে দিনের শুরুতেই ব্যাট হাতে নেমে পড়ার সুযোগ পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুটা এবার তৃতীয় দিনেও চাইবে বাংলাদেশ। ৮ উইকেটে ২৬৬ রান করে দ্বিতীয় দিন শেষ করে টিম সাউদির দল, যেখানে বাংলাদেশ এগিয়ে আছে ৪৪ রানে।

কিউইদের শেষ দুটি উইকেট দ্রুত তুলে নিতে পারলে লিড পেতে পারে বাংলাদেশ। তৃতীয় দিনের সেটাই নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য।

আগের লাইভ