লাইভ আপডেট

সরাসরি: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, চতুর্থ দিন

০৪:৫১

আর ৩ উইকেট চাই!

আর ৩ উইকেট চাই!

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরু করতে বাংলাদেশের আর আর ৩ উইকেট চাই!

সিলেট টেস্টের চতুর্থ দিনটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। আগের দিন শান্তর সেঞ্চুরির সঙ্গে আজ মুশফিক-মেহেদীর ফিফটির যোগে ৩৩১ রানের লিড পায় বাংলাদেশ।

৩৩২ রান তাড়া করতে নেমে ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে কিউইরা। ৪ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, মিরাজ এবং নাঈম।

শেষ দিনে কিউইদের জয়ের জন্য ২১৯ রান দরকার, হাতে আছে ৩ উইকেট।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১১৩/৭ (৪৯ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৪:২৬

তাইজুল ম্যাজিক চলছেই‍

তাইজুল ম্যাজিক চলছেই‍

ইনিংসে তাইজুলের চতুর্থ শিকার কাইল জেমিসন (৯)। মিডল স্টাম্প লাইনে পিচ করা বল মিস করে যায় জেমিসনের ব্যাট, গন্তব্য তখন একটাই - প্যাড। সেখানে বল আঘাত হানতেই বাংলাদেশের জোরালো আবেদন, আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। সে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলেও তা পাল্টাতে ব্যর্থ কিউইরা।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১০২/৭ (৪৪ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৩:৫৯

মিচেলের ক্যাচ ছাড়লেন দিপু

ক্যাচ মিস! উইকেটে থিতু হয়ে যাওয়া ড্যারিল মিচেল সুযোগ দিয়েছিলেন। নাঈম হাসানের করা বল তার ব্যাটে লেগে লেগ স্লিপের দিকে গিয়েছিল, কিন্তু সে ক্যাচ হাতে জমাতে পারলেন না শাহাদাত হোসেন দিপু। ২৯ রানে ব্যাট করা মিচেলকে ফেরাতে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হতো বাংলাদেশের।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৮২/৬ (৩৭ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৩:৫৩

নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেট পতন

বাংলাদেশের ঘূর্ণিজালে আটকা পড়েছে নিউজিল্যান্ড। এলোপাতাড়ি হাত-পা ছুঁড়েও আপাতত সে জাল থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছে না সফরকারীরা। তাইজুল-মিরাজের পর তৃতীয় স্পিনার নাঈম হাসানও উইকেটের দেখা পেয়েছেন। গ্লেন ফিলিপসকে (১২) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। মাঠের আম্পায়ার আউট না দিলেও সফল রিভিউ করে ফিলিপসের বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৮১/৬ (৩৪.৫ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৩:২০

অর্ধেক ব্যাটিং শেষ নিউজিল্যান্ডের

৬০ রান তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ নিউজিল্যান্ডের। ইনিংসে তাইজুলের তৃতীয় শিকার হয়ে ফিরে গেছেন কিউই উইকেটকিপার-ব্যাটার টম ব্লানডেল (৬)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৬০/৫ (২৭.৪ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৩:০৬

চা বিরতির পর ফের তাইজুলের আঘাত

চা বিরতির পর ফের তাইজুলের আঘাত

তাইজুল ইসলামের বল খেলতে গিয়ে কিউই ব্যাটারদের চক্ষু ছানাবড়া!

বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের শিকার এবার কিউই স্পিনার ডেভন কনওয়ে (২২)। তাইজুলের অফ স্টাম্পের বাইরের বল ডাউন দ্য উইকেটে এসে ঠেকাতে চেয়েছিলেন এই কিউই ওপেনার, কিন্তু ব্যাট-প্যাড হয়ে বল ঠাঁই পায় শর্ট লেগে থাকা শাহাদাত হোসেন দিপুর হাতে। দলীয় রান ৫০ হওয়ার আগেই ৪ উইকেটে এখন চোখে সর্ষেফুল দেখছে কিউইরা।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৪৭/৪ (২৪ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০২:১৯

স্বপ্নের সেশন জয়ের 'স্বপ্ন' দেখাচ্ছে বাংলাদেশকে

স্বপ্নের সেশন জয়ের 'স্বপ্ন' দেখাচ্ছে বাংলাদেশকে

লিড ৩৫০ ছাড়ালে হয়ত স্বস্তি পেত বাংলাদেশ। তবে ৩৩২ ও-বা কম কীসে! ৩০ রানের মধ্যেই কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। শরিফুল-তাইজুল-মিরাজের বোলিং তোপে একরাশ চিন্তা নিয়েই চা বিরতিতে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৩৭/৩ (১৭ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০১:৫৮

৩০ রানে ৩ উইকেট নেই কিউইদের

পার্টিতে যোগ দিলেন মিরাজ!

শরিফুল-তাইজুলের পর এবার উইকেট পেলেন মিরাজও। তার অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন হেনরি নিকোলস (২)। শর্ট ফাইন লেগ থেকে কিছুটা পেছনে দৌড়ে ক্যাচটা নিয়েছেন শরিফুল।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৩০/৩ (১২.৪ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০১:৪৪

উইলিয়ামসনকে ফেরালেন তাইজুল

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার টম ল্যাথামকে হারিয়েছিল নিউজিল্যান্ড। আর দশম ওভারের শেষ বলে ব্যাটিং লাইনআপের সবচেয়ে অভিজ্ঞ নাম কেন উইলিয়ামসনও (১১) ধরলেন প্যাভিলিয়নের পথ। তাইজুলের বলের লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন প্রথম ইনিংসের 'সেঞ্চুরিয়ান' উইলিয়ামসন। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি তার!

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৯/২ (১০ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০১:১৬

রেকর্ড গড়ে জিততে হবে কিউইদের

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যটা ৩৩২ রানের। নিজেদের ইতিহাসে কখনোই এত বেশি রান তাড়া করে জয়ের কীর্তি নেই কিউইদের। ৩০০ রান তাড়া করে জেতার কীর্তিই আছে মোটে দুটো। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৩২৩ রান তাড়া করে জিতেছিল তাদের, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি। দ্বিতীয়টা আবার বাংলাদেশের বিপক্ষেই, ২০০৮ সালে চট্টগ্রামে ৩১৭ রান তাড়া করে জিতে গিয়েছিল ড্যানিয়েল ভেট্টোরির দল। জিততে হলে সেই দুই কীর্তিকেও ছাপিয়ে যেতে হবে কেন উইলিয়ামসনদের। 


০১:০৭

৩৩২ রানের টার্গেটে শুরুতেই বিপদে কিউইরা

নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদী হাসান মিরাজের (৫০*) ফিফটিতে দ্বিতীয় ৩৩৮ রান করেছে বাংলাদেশ। তাতে কিউইদের ৩৩২ রানের টার্গেট দিতে পেরেছে স্বাগতিকরা।

সে রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন কিউই ওপেনার টম ল্যাথাম (০)। শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ৯/১ (২ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


১২:৩২

লাঞ্চের পরপরই ফিরলেন নাঈম-তাইজুল

মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ ক্রিজে টিকলেন না লেজের সারির দুই ব্যাটার নাঈম হাসান (৪) ও তাইজুল ইসলাম (০)। পরপর দুই ওভারে যথাক্রমে ইশ সোধি ও এজাজ প্যাটেলের বলে আউট হয়েছেন দুজন।

বাংলাদেশ ২য় ইনিংস - ৩২২/৯ (৯৮ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ৩১৫ রানে এগিয়ে


১১:৪৬

৩০১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশের লিড ছাড়ালো তিন শ রান। সেশনের শুরুতেই শান্ত (১০৫) ফিরলেও মুশফিক অটল ছিলেন। সাদা পোশাকে নিজের ২৭ নম্বর ফিফটি তুলে নেয়া মুশফিক খেলেছেন ৬৭ রানের ইনিংস। সঙ্গে মেহেদী হাসান মিরাজের ৩২* রানে লিড ফুলে-ফেঁপে উঠছে বাংলাদেশের।

বাংলাদেশ ২য় ইনিংস - ৩০৮/৭ (৯৪ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ৩০১ রানে এগিয়ে


১১:২৫

'জীবন' পেয়েও কাজে লাগাতে পারলেন না সোহান

ফিলিপসের আগের ওভারে জীবন পেয়েছিলেন নুরুল হাসান সোহান। স্লিপে ড্যারিল মিচেল ছেড়েছেন তার ক্যাচ। জীবন পেয়ে সেটা কাজে লাগাতে পারলেন কই সোহান! ফিলিপসের পরের ওভারে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন। ২৭ বলে ১০ রান করে সাঙ্গ হয়েছে তার ইনিংস।

বাংলাদেশ ২য় ইনিংস - ২৯১/৭ (৯১.৩ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২৮৪ রানে এগিয়ে


১১:০১

লেগ বিফোরের ফাঁদে মুশফিক

এজাজ প্যাটেলের এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরলেন মুশফিকুর রহিমও (৬৭)। কিউই স্পিনারের অফ এবং মিডল স্টাম্প লাইনের বলটি পড়তে ভুল হয়েছিল বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের। বল তার প্যাডে লাগার সঙ্গে সঙ্গে আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানান ওপেনার। মুশফিক রিভিউ নেন। রিভিউ রিপ্লেতে দেখা যায়, বল মুশফিকের স্টাম্পে আঘাত হানত।

বাংলাদেশ ২য় ইনিংস - ২৮০/৬ (৮৬ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২৭৩ রানে এগিয়ে


১০:১২

মনে রাখার মতো অভিষেক হলো না দিপুর

প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ১৮ রানেই থামতে হলো। ব্যাট হাতে শাহাদাত হোসেন দিপুর অভিষেকটা ঠিক স্মরণীয় হলো না। এদিন ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয়েছে তাকে। সোধির সোজা লাইনের বলটি পড়তে ভুল হয়েছে তার।

বাংলাদেশ ২য় ইনিংস - ২৫৫/৫ (৭৭ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২৪৮ রানে এগিয়ে


০৯:৫৮

মুশফিকের ফিফটি

মুশফিকের ফিফটি

দিনের শুরুতেই ফিরেছেন অধিনায়ক শান্ত। জীবন পেয়েছেন মুশফিকুর রহিম, এজাজ প্যাটেলের বলে তার ক্যাচ হাতে জমাতে পারেননি কিউই উইকেটকিপার টম ব্লানডেল। ৪৪ রানে 'জীবন' পাওয়া মুশফিক এরই মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়েছেন। বাংলাদেশের লিড বড় করার গুরুদায়িত্বটা এখন তার কাঁধে।

বাংলাদেশ ২য় ইনিংস - ২৪০/৪ (৭৪ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২৩৩ রানে এগিয়ে


০৯:৪৩

শুরুতেই নেই শান্ত

১০৪ রান নিয়ে দিন শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনে আর মাত্র ১ রান যোগ করেই সাজঘরের পথ ধরলেন বাংলাদেশ অধিনায়ক। কিউই দলপতি টিম সাউদির লেগ সাইড দিয়ে বেরিয়ে যেতে থাকা বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফিরেছেন শান্ত।

বাংলাদেশ ২য় ইনিংস - ২১৮/৪ (৬৯.২ ওভার)

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

বাংলাদেশ ২১১ রানে এগিয়ে

আগের লাইভ