লাইভ আপডেট

সরাসরি: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, পঞ্চম দিন

০২:১৮

সাকিব ভাই রাতে কল দিয়েছিল, কথা হয়েছে তামিম ভাইয়ের সঙ্গেও


১১:২০

তাইজুলের আরেক কীর্তি

তাইজুলের আরেক কীর্তি

টেস্টে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট পেলেন তাইজুল ইসলাম!


১১:০২

ঘরের মাটিতে প্রথমবার সাদা পোশাকে কিউই-বধ

ঘরের মাটিতে প্রথমবার সাদা পোশাকে কিউই-বধ

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং তাইজুলের ইসলামের ১০ উইকেট প্রাপ্তির ম্যাচে প্রথমবারের মতো ঘরের মাঠে কিউইদের সাদা পোশাকে ধরাশায়ী করল বাংলাদেশ!

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৮১

বাংলাদেশ ১৫০ রানে জয়ী


১০:৪৭

মারকুটে সাউদিকে ফিরিয়ে তাইজুলের 'পাঁচ'

ইনিংসে তাইজুল ইসলামের পঞ্চম শিকার হয়ে ফিরলেন কিউই অধিনায়ক টিম সাউদি। শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলা সাউদিকে ৩৪ রানে থামিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্য দিয়ে টেস্টে ১২তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট পেলেন তাইজুল!

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৭৮/৯ (৬৭.১ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


১০:৩৫

আবার ছক্কা!

তাইজুলকে একবার উড়িয়ে সীমানাছাড়া করেছিলেন টিম সাউদি। এবার মেহেদী হাসান মিরাজকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়েছেন কিউই অধিনায়ক!


১০:৩০

বেঁচে গেলেন সোধি

ইনিংসের ৬৩ ওভারের শেষ বলে নাঈম হাসানের বল লেগেছিল ইশ সোধির পায়ে। আম্পায়ার পল রেইফেল আউটের সিদ্ধান্ত জানিয়েছিলেন আঙুল উঁচিয়ে। কিন্তু রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন কুই স্পিনিং-অলরাউন্ডার সোধি। আলট্রাএজে দেখা যায়, বল তার পায়ে লাগলেও শেষ পর্যন্ত লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৬১/৮ (৬৩ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


১০:২২

সাউদির 'কাউন্টার অ্যাটাক'

ক্রিজে আসার পর থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট চালাচ্ছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তাইজুল ইসলামের এক ওভারে দুইবার বল সীমানাছাড়া করেছেন, যার একটি চার ও অপরটি ছয়। ১২ বলেই ২০ রানে পৌঁছে গেছেন তিনি।


১০:০৮

'গলার কাঁটা' মিচেলকে ফেরালেন নাঈম

শেষ পর্যন্ত ড্যারিল মিচেলকে সাজঘরের পথ দেখাতে পারল বাংলাদেশ। নাঈম-তাইজুলের সমন্বিত প্রচেষ্টায় তা সম্ভব হলো। নাঈমের বল সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা তাইজুলের তালুবন্দি হয়ে ফিরেছেন মিচেল। ফেরার আগে ১২০ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই কিউই ব্যাটার।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৩৪/৮ (৫৯ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৯:৫৮

মিচেলের ফিফটিতে বাড়ছে অপেক্ষা

মিচেলের ফিফটিতে বাড়ছে অপেক্ষা

চতুর্থ দিনের শেষবেলায় ড্যারিল মিচেলের ক্যাচ ছেড়েছিলেন শাহাদাত হোসেন দিপু। 'জীবন' পেয়ে ফিফটি তুলে নিয়েছেন এই কিউই ব্যাটার। অষ্টম ইশ সোধির সঙ্গে তার জুটিতে বাড়ছে বাংলাদেশের অপেক্ষা।

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১৩১/৭ (৫৭ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২


০৯:২৯

৩ উইকেটের অপেক্ষা বাংলাদেশের

৩ উইকেটের অপেক্ষা বাংলাদেশের

চতুর্থ দিনের স্টাম্পসের আগে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য এখনো তাদের দরকার ২১৯ রান। বাংলাদেশের চাই তিন উইকেট।

সিলেট টেস্টের পঞ্চম দিনের লাইভ কাভারেজে আপনাদের স্বাগতম!

নিউজিল্যান্ড ২য় ইনিংস - ১১৩/৭ (৪৯ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস - ৩৩৮

নিউজিল্যান্ড ১ম ইনিংস - ৩১৭

বাংলাদেশ ১ম ইনিংস - ৩১০

টার্গেট - ৩৩২

আগের লাইভ