০৯:১৫
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার মাঠে তাদেরই হারিয়ে নতুন চমকের জন্ম দিল বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবিবার ১৩ রানে জিতল নারী দল। বেনোনিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
২০ ওভারে তারা ২ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। মুর্শিদার ব্যাট থেকে আসে ৬২ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে রান আটকে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল।
দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেলো বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তারপর ১০ ম্যাচে জয়শূন্য ছিল। ১২তম ম্যাচে এল দ্বিতীয় জয়।
বাংলাদেশ ১৪৯/২
দক্ষিণ আফ্রিকা: ১৩৬/৮
০৮:১৮
ঝোড়ো শুরুতে জবাব প্রোটিয়াদের
লক্ষ্যটা খুব বেশি বড় নয়, আবার ছোটও নয়। ১৫০ রানের লক্ষ্য সামনে রেখে দক্ষিণ আফ্রিকা শুরুটা করেছে দুর্দান্ত। দুই ওপেনার আনেক বশ ও তাজমিন ব্রিটজ পাওয়ারপ্লেতে তুলে ফেলেছেন ৫৪ রান, ওভারপ্রতি ৯ রান করে। শুরুতে উইকেট তুলে নিতে না পারায় জয়ের সম্ভাবনাটা ক্ষীণই হয়ে আসছে নিগার সুলতানা জ্যোতির দলের।
দক্ষিণ আফ্রিকা ৫৪/০, ৬ ওভার।
বাংলাদেশ ১৪৯/২, ২০ ওভার।
০৭:৩৮
প্রোটিয়াদের ১৫০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
০৭:০৬
বড় পুঁজির সম্ভাবনা জাগালেন সোবহানা-মুরশিদা
ওপেনিংয়ে শক্ত ভিত পেয়েছিল বাংলাদেশ। তার ওপর দাঁড়িয়ে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার শামিমা সুলতানা দ্বিতীয় উইকেটেও গড়লেন দারুণ এক জুটি, ৩৭ বলে এল ৩৯ রান। ১৩তম ওভার শেষে সোবহানা যখন ফিরছেন, তখন দলের স্কোরবোর্ডে রান যোগ হয়ে গেছে ৮২। বাকি সাত ওভারে এখন বড় স্কোরের সম্ভাবনাই দেখছে বাংলাদেশ।
বাংলাদেশ ৮৩/২
০৬:৩৮
ভালো শুরু বাংলাদেশের
শুরুটা ভালোই হলো বাংলাদেশের। দুই ওপেনার শামিমা সুলতানা আর মুরশিদা খাতুনের ব্যাটে চড়ে বাংলাদেশ পাওয়ারপ্লেতে পেয়ে গেছে ৩৪ রান। তবে এরপরই ফিরে গেছেন ওপেনার শামিমা। ২৪ বলে ২৪ রান করে শানগেসের বলে সেখুখুনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
বাংলাদেশ ৪৩/১
০৬:০৯
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার।
০৫:৫৯
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফরে আজই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। বেনোনির উইলমোর পার্কের এই ম্যাচে টস ভাগ্য পাশে দাঁড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির। টস জিতে বাংলাদেশ নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।