লাইভ আপডেট

সরাসরি: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, প্রথম দিন

০৫:৩২

উৎসব!

উৎসব!

শেষবেলায় কিউইদের পাঁচ উইকেট তুলে নিয়ে উড়ছেন তাইজুল-মিরাজরা...


০৪:২০

আলোকস্বল্পতায় দিন শেষ আগেভাগেই

দিনের আরও অনেক ওভার বাকি ছিল। সেটা ভাবনায় রাখলে, নিউজিল্যান্ডকে প্রথম দিনেই অলআউট করার একটা ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে।

তবে বেরসিক প্রকৃতি এসে বাধ সাধল তাতে। আলোকস্বল্পতায় খেলা গেল বন্ধ হয়ে। পুরো দিনেই ফ্লাডলাইট জ্বলেছে, তবে তার সঙ্গে প্রাকৃতিক আলোও ছিল অনেক। কিন্তু দিনের শেষ ভাগে এসে সে স্বাভাবিক আলোটা গেছে কমে।

যে কারণে প্রথম দিনটা শেষ হলো কমপক্ষে দশ ওভার আগেই। তাতে বাংলাদেশের ১৭২ রানের জবাব দিতে নামা নিউজিল্যান্ড দিনটা শেষ করল ৫ উইকেট খুইয়ে ৫৫ রান তুলে। 


০৪:১৩

এবার উইলিয়ামসন-ব্লান্ডেলকে শিকার মিরাজের, বাড়ছে লিডের আশা

‘ঠিকঠাক নিঃশ্বাসটা তো নিতে দে ভাই!’—শীর্ষক বিখ্যাত একটা মিম মনে পড়ে গেল! নিউজিল্যান্ডের (সঙ্গে আমাদেরও বৈকি!) যে এই দশাই করে ছেড়েছেন তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ মিলে! 

কেন উইলিয়ামসনকে ফেরান মেহেদি হাসান মিরাজ। বাড়তি বাউন্সে হকচকিয়ে গিয়েছিলেন উইলিয়ামসন, বলটা তার ব্যাট ছুঁয়ে চলে গেল ফরোয়ার্ড শর্ট লেগে। সেখানে শাহাদাত হোসেন দীপু নিলেন দারুণ এক ক্যাচ। ম্যাচের মোড়টাই যেন ঘুরে গেল ওই এক উইকেটে। উইলিয়ামসন ফেরেন ১৩ রান করে। 

সেটাও যেন যথেষ্ট ছিল না। সে ওভারেই টম ব্লান্ডেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তিনি। বলটা সোজা গিয়ে আঘাত হানল প্যাডে। বিষয়টা এতই পরিষ্কার ছিল, যে খেলোয়াড়রা আবেদনের আগেই উদযাপন করে দিয়েছিলেন রীতিমতো। ব্লান্ডেল ফেরেন রানের খাতা খোলার আগেই। ৪৬ রানে অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় নিউজিল্যান্ডের।

 


০৪:০৪

নিকলসকে ফেরালেন তাইজুল

মিরাজ আর তাইজুল মিলে চেপেই ধরেছেন নিউজিল্যান্ডকে। সেটা ঝেড়ে ফেলতেই হয়তো, হেনরি নিকলস সামনে এগিয়ে ইনফিল্ড ক্লিয়ার করে রান তুলতে চেয়েছিলেন কিছু।

তবে তার সে ভাবনা আলোর মুখ দেখল না। তাইজুলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে বলটা তুলে মেরেছিলেন মিড অনে, সেখানে থাকা শরিফুল ইসলাম সামনে ঝুঁকে নিয়েছেন দারুণ এক ক্যাচ। ১০ বলে ১ রান করে ফেরেন নিকলস। 

নিউজিল্যান্ড ৩০/৩


০৩:৪৮

মিরাজ-তাইজুলের সাফল্য, ২ ওভারে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের

টানা দুই ওভারে দুই সাফল্য পেল বাংলাদেশ।

শুরুটা করে দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। অনেকটা সেট আপ করে আউট করলেন ডেভন কনওয়েকে। একই জায়গা থেকে আগের কয়েকটা বল বের করে নিয়ে গিয়েছিলেন। এরপর পঞ্চম ওভারের তৃতীয় বলটা ঢোকালেন ভেতরের দিকে। সেটাকে নিয়মিত স্পিন অনুমান করে ছেড়ে দিয়েছিলেন কনওয়ে, আর বলটা ভাঙল তার স্টাম্প। কনওয়ে ফিরলেন ১১ রান করে।

পরের ওভারে তাইজুল ইসলামও পেয়ে গেলেন সাফল্য। তার হঠাৎ নিচু হয়ে যাওয়া বলটা টম ল্যাথাম ঠেকাতে চেয়েছিলেন, তবে পারেননি। বলটা তার ব্যাটের নিচের দিকটা ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে। ২২ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড।


০৩:০৯

শরিফুলের বিদায়, বাংলাদেশ অলআউট

অলআউটের শঙ্কা আগের সেশনে মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পরই জেগেছিল। তবে বাংলাদেশ শেষমেশ চা বিরতি পর্যন্ত গিয়েছে ওই আট উইকেট নিয়েই। ইনিংসটা অবশ্য এর বেশি দীর্ঘ হয়নি। চা বিরতির পর আর মাত্র ৯ ওভারই টিকেছে দলের ইনিংস। তাইজুল বিদায় নিয়েছিলেন আগেই। এবার টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন শরিফুল ইসলাম। তাতেই শেষ বাংলাদেশের ইনিংস। 

বাংলাদেশ ১৭২/১০


০২:৫৫

শেষ সেশনের শুরুতেই নেই তাইজুল

আবারও গ্লেন ফিলিপস! 

প্রথম টেস্টের প্রথম দিনে গ্লেন ফিলিপস রীতিমতো ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সামনে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আজও হচ্ছেন তাই। শাহাদাত হোসেন দীপু আর নুরুল হাসান সোহানের উইকেট পেয়ে গিয়েছিলেন, এবার তাইজুল ইসলামের উইকেটও গেল তার ঝুলিতে। 

তার করা অফ স্টাম্পের বাইরের বলটা ভেতরে ঢুকছিল, স্টাম্পের একটু বাইরে গিয়ে তাতে প্যাড ঠেলে দিয়েছিলেন তিনি। ইমপ্যাক্ট বাইরে থাকলেও শট অফার না করায় আউট হলেন তাইজুল। রিভিউ নিয়েও রক্ষা মিলল না আর। বাংলাদেশ খোয়াল তাদের ৯ম উইকেট।

বাংলাদেশ ১৫৪/৯


০২:১৭

আরও একটা চার উইকেটের সেশন, বিপাকে বাংলাদেশ

সেশনটা শেষ করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছিল। অবশেষে বাংলাদেশ সেশনটা শেষ করেছে ২ উইকেট হাতে রেখেই। প্রথম সেশনেও ঠিক চারটাই উইকেট খুইয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও হলো তাই। তাতে দলের ইনিংস চলে এসেছে শেষের খুব কাছে।

প্রথম সেশনে ৪ উইকেট খুইয়ে ৮০ রান তুলেছিল দল। এই সেশনে সে রানটাও ওঠেনি। ৩০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট খুইয়ে তুলতে পেরেছে মোটে ৬৯ রান।

বাংলাদেশ ১৪৯/৮


০২:১২

থিতু হয়ে ফিরলেন মিরাজও

টি ব্রেক পর্যন্ত যাবে তো ইনিংসটা? প্রশ্নটা চলেই আসছে! তা হওয়ারই কথা। যেভাবে উইকেট খোয়াচ্ছে বাংলাদেশ!

এবার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিলেন মেহেদি হাসান মিরাজ। ৪১ বলে ২০ রান করে তিনি থিতু হয়েছিলেন উইকেটে। তখনই ইনিংসটা শেষ হলো তার। 

মিচেল স্যান্টনারের করা অফ স্টাম্পের বাইরের বলটা পিচে পড়েই বাড়তি টার্ন আর বাউন্স নিয়ে বেরিয়ে যাচ্ছিল, হকচকিয়ে গিয়ে তাতে ব্যাট চালিয়ে বসেন মিরাজ। ক্যাচ দেন স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে। 

বাংলাদেশ ১৪৫/৮


০২:০২

চা বিরতির আগে ফিরলেন দীপু-সোহানও

মুশফিকের বিদায়ের পরই স্কোরবোর্ডটা বিদঘুটে দেখাচ্ছিল। আর একটা উইকেট দলকে ঠেলে দিতে পারত ঘোর বিপদে। সেটা হলোও শেষমেশ। 

গ্লেন ফিলিপ্সের বলে খোঁচা দিয়ে শাহাদাত হোসেন দীপু ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ১০২ বলে ৩১ রান করে ফেরেন দীপু।

এর কিছু পর নুরুল হাসান সোহানও ফিরলেন উইকেট বিলিয়ে দিয়ে। অফ স্টাম্পের বাইরের বল্টা তিনি খেলতে চেয়েছিলেন ৩০ গজে থাকা ফিল্ডারদের মাথার ওপর দিয়ে। কিন্তু বলটা শেষে গিয়ে জমা পড়ে মিচেল স্যান্টনারের হাতে। 

এই দুই উইকেট খুইয়ে বাংলাদেশের ২০০ রান করার সম্ভাবনাও অনেকটাই ফিকে হয়ে গেছে।

বাংলাদেশ ১২৩/৬


০১:০৬

অদ্ভুতুড়ে কায়দায় আউট মুশফিক

কাজটা আগের সেশনেও করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কাইল জেমিসনের বল ঠেকিয়ে দেওয়ার পর বলটা হাত দিয়ে রুখে দিতে চেয়েছিলেন, সে যাত্রায় সফল হননি। হলেন লাঞ্চের পর, সঙ্গে সঙ্গে নিজের বিপদটাও ডেকে আনলেন। বোলার সেই জেমিসনই। বল ঠেকালেন, এরপর বলে হাত লাগালেন। সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের আপিল, তা আম্পায়ার পাঠিয়ে দেন টিভি আম্পায়ারের কাছে, একটু দেখার পরই সিদ্ধান্ত এল, মুশফিক আউট। 

সঙ্গে সঙ্গে একটা ইতিহাসেরও অংশ হয়ে গেলেন মুশফিক। টেস্ট ইতিহাসের ৮ম আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হ্যান্ডলড দ্য বল আউট হলেন তিনি।

বাংলাদেশ ১০৪/৫


১২:২৮

কম-বক্সে তামিম

কম-বক্সে তামিম

ধারাভাষ্য কক্ষে আগেও এসেছেন, ধারা বিবরণী দিয়েছেন। তবে সেটা বিপিএলে। এবার আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের।

বিষয়টা অবশ্য গতকালই জানিয়ে রেখেছিলেন তিনি, থাকবেন ১২:৪০ থেকে ১:১০ পর্যন্ত স্লটে। সেজন্যে তার প্রায় আধঘণ্টা আগেই বক্সে চলে এসেছেন। ফেসবুকে ছবি যোগ করে জানিয়েছেন, ‘শুরু হচ্ছে ৩০ মিনিটের মধ্যেই’। 


১২:১৮

‘সাউদি ঠেকাও’ প্রকল্প চলছেই

৪-৪-০-০... এখন পর্যন্ত এই হচ্ছে টিম সাউদির বোলিং বিশ্লেষণ। ২৪ বল করেছেন কিউই অধিনায়ক, বাংলাদেশ একটি রানও নেয়নি তার বলে। মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেও সে ধারাটা ধরে রাখলেন মুশফিকুর রহিম, মেইডেন দিয়ে দিলেন তাকে। নিউজিল্যান্ড অধিনায়ক আগের ম্যাচে শুরুর দিকে দলকে ভুগিয়েছেন খানিকটা, সে ভাবনা থেকেই হয়তো, তাকে সমঝে খেলার পথে হাঁটছে বাংলাদেশ। 

 


১১:৩৬

মধ্যাহ্নের আগে মুশফিক-দীপুর প্রতিরোধ

বিষণ্ণ সকাল। আকাশে যেমন মেঘ, তাতে ঢাকায় আজ দিনটাকে এমনই বলা চলে। তবে বাংলাদেশ যেভাবে শুরুটা করল দ্বিতীয় টেস্টে, তাতে এই শিরোনামটা দিয়ে দেওয়াই যায়। ম্যাচের এক ঘণ্টা পেরোলো সবে, তখনই হাওয়া চার উইকেট! বিষণ্ণ সকাল না বললে একে কী বলবেন আপনি?

তবে সকালটা আরও বিষণ্ণ হয়ে পড়তে পারত, যদি দ্বিতীয় ঘণ্টায় কোনো উইকেট খুইয়ে বসত বাংলাদেশ। মুশফিকুর রহিম আর শাহাদাত হোসেন দীপু মিলে সেটা হতে দেননি শেষমেশ। দুজন মিলে ১৩ ওভারে যোগ করেছেন ৩৩ রান। তাতে স্বাগতিকরা সেশনটা শেষ করল ৪ উইকেট খুইয়ে ৮০ রান তুলে।


১১:৩১

ফ্লাডলাইটস অন!

ফ্লাডলাইটস অন!

ঘড়ির কাটা এখনো ঠিকঠাক ১২টাও ছোঁয়নি। ফ্লাডলাইট জ্বলে গেছে ইতোমধ্যেই। তার কারণ, ঢাকার আকাশে মেঘের ঘনঘটা। ভোরে বৃষ্টি হয়েছে অল্পসল্প, মেঘ এখনো কাটেনি। তাই আজ ম্যাচের শুরু থেকেই জ্বলছে ফ্লাডলাইট। 


১০:৪৭

মুমিনুল-শান্তর বিদায়, বিপাকে বাংলাদেশ

দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের একটা বড় জুটি প্রয়োজন ছিল। মুমিনুল হকের বিদায়ে সেটা হয়নি। এজাজ পাটেলের ভেতরের দিকে ঢুকতে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল।

একটু পর শান্তও ফিরলেন আরও এক বাজে শটে। মিচেল স্যান্টনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ম্যাচের এক ঘণ্টা না পেরোতেই চার উইকেট হাওয়া বাংলাদেশের। 

বাংলাদেশ ৪৭/৪


১০:২৩

জাকিরের পর বিদায় জয়েরও

আগের ওভারে জাকির বিদায় নিয়েছিলেন। এবার মাহমুদুল হাসান জয়ও ওপেনিং সঙ্গীর পথ ধরলেন। এজাজ বেশ কয়েক ওভার ধরেই বল ভেতরের দিকে নিয়ে যাচ্ছিলেন জয়ের, যা ক্রিজে থেকেই সামলাচ্ছিলেন বাংলাদেশ ওপেনার। এবার তার খানিকটা লাফিয়ে ওঠা বলে সর্বনাশ হলো তার। ক্যাচ দিলেন ফরোয়ার্ড শর্ট লেগে থাকা টম ল্যাথামের হাতে। বিদায় নিলেন ১৪ রানে। 

বাংলাদেশ ২৯/২


১০:১৯

আরও একবার বাঁহাতি স্পিনে ঘায়েল জাকির

সিলেট টেস্টে দুই ইনিংসেই জাকির হাসান বিদায় নিয়েছিলেন এজাজ পাটেলের বলে। ঢাকা টেস্টে বোলার বদলাল, তবে ফলটা বদলাল না। বাঁহাতি স্পিনেই ইতি ঘটল তার ইনিংসের। তবে এবার তিনি ফিরছেন উইকেটটা ছুঁড়ে দিয়ে। ইনিংসের ১১তম ওভারে মিচেল স্যান্টনারকে চার্জ করতে গিয়ে মিড অনে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। 

বাংলাদেশ ২৯/১


০৯:৩৭

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টেস্টের লাইভফিডে আপনাদের স্বাগতম। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে আজ মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি, এজাজ প্যাটেল।

আগের লাইভ