লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন

০২:০৭

দ্বিতীয় দিনে বল গড়াল না একটিও

ভোর থেকেই বৃষ্টি ছিল ঢাকায়, তবে সেটা গুঁড়িগুঁড়ি। দিনের সময় যত গড়াল, বৃষ্টির তোড়ও যেন বাড়ল পাল্লা দিয়ে। দুপুরের দিকে তা রূপ নিল রীতিমতো মুষলধারে বৃষ্টিতে। সারা দিন মাঠে কোনো পানি জমা ছিল না। দুপুরের দিকে সেখানেও পানি জমে গেল। 

এ অবস্থায় আর খেলা মাঠে গড়ায় কী করে? গড়াচ্ছে না আর। দুপুর ২টা নাগাদ চলে এসেছে আনুষ্ঠানিক ঘোষণাও। দ্বিতীয় দিনে একটা বলও মাঠে গড়াচ্ছে না, বৃষ্টির কারণে দিনটাই পরিত্যক্ত হলো।

 


০১:১১

মাঠ পরিদর্শনে আম্পায়াররা

মাঠ পরিদর্শনে আম্পায়াররা

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়াচ্ছেই না। বৃষ্টির বাগড়ায় প্রথম সেশনে একটা বলও হয়নি। দ্বিতীয় সেশনের প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও কভার সরেনি মাঠের মাঝে থেকে। উইকেট তো বটেই, রান আপের জায়গাটাও রাখা হয়েছে ঢেকে।

এরই মধ্যে দুপুর ১টায় বিশাল দুটো ছাতা মাথায় নিয়ে মাঠে নেমে এসেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। টিভি আম্পায়ার আহসান রাজা, ম্যাচ রেফারি ডেভিড বুনরা কিছুক্ষণ মাঠ পর্যবেক্ষণ করে উঠে গেছেন। তবে মাঠ পরিদর্শনের পরও শিগগিরই খেলা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণই রয়ে গেছে।


১১:৪২

সকাল আমার গেল মিছে

বৃষ্টি-পরিস্থিতিতে উন্নতি নেই একটুও। তার ফলে প্রথম সেশনে আর খেলা হচ্ছে না। ‘সকাল আমার গেল মিছে’ – কথাটা বলেই দেওয়া যায়! মধ্যাহ্ন বিরতিও ডেকে দেওয়া হয়েছে ইতোমধ্যেই।

সবকিছু ঠিকঠাক থাকলে ১২টা ১০ মিনিটে খেলা শুরু হয় দিনের দ্বিতীয় সেশন। তবে পরিস্থিতিটা বলছে, তাও সহসাই হচ্ছে না।


১১:১৩

ইনডোরে অনুশীলনে মুশফিক, পথ ধরছেন বাকিরাও

বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ। ঝিরঝিরে বৃষ্টি কখন থামে, খেলা কখন শুরু হয়, তারও কোনো ঠিক-ঠিকানা নেই।

অখণ্ড এই অবসরের ভালো একটা ব্যবহার করছেন মুশফিকুর রহিম। ফুরসত পেতেই চলে গেছেন ইনডোরে। অনুশীলন করছেন।

তার দেখাদেখি এই বিষয়টা সংক্রমিত হচ্ছে বাকিদের মাঝেও। মাত্রই একজনকে ড্রেসিং রুম থেকে প্যাড আপ করে মাঠ ডিঙিয়ে চলে যেতে দেখা গেল ইনডোরের দিকে।


১০:১৪

ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে

ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে–মনে হচ্ছে আজকের দিনটা ঠিক তেমনই এক দিন। মিরপুরের হোম অফ ক্রিকেটেও। উইকেট এখনো পুরোপুরি ঢাকা। দুই দল তো বটেই, আম্পায়ার, এমনকি মাঠকর্মীদের কাউকেও মাঠে দেখা যাচ্ছে না। যাবে কী করে? বৃষ্টি যে বাড়ছে একটু একটু করে!


১০:০৯

বৃষ্টি বাড়ছে, বাড়ছে অপেক্ষাও

'খেলাটা দুই দিনে শেষ করা যায় কি না? এমন কোনো ভাবনা আছে?' 

এমন একটা প্রশ্ন কাল ছুটে গিয়েছিল মেহেদি হাসান মিরাজের কাছে। মুখে না বললেও তেমন একটা বাসনা মনের কোণে থাকাটা অস্বাভাবিক ছিল না। তবে তেমন কিছুর সম্ভাবনায় আক্ষরিক অর্থেই পানি ঢেলে দিয়েছে অঘ্রাণের বৃষ্টি। 

খেলা যখন মাঠে গড়ানোর কথা, তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। বৃষ্টির তোড়টা এখন খানিকটা বেড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অপেক্ষাটাও বাড়তেই চলেছে সবার। 


০৯:২২

শুরুতেই বৃষ্টির বাগড়া

শুরুতেই বৃষ্টির বাগড়া

আগের দিন আলোকস্বল্পতার জন্য খেলা ১১ ওভার কম খেলা হয়েছিল। সেটা পুষিয়ে নিতে সময় এগিয়ে আনা হয়েছিল ১৫ মিনিট।

তবে আজ ৯:১৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও তা আর হচ্ছে না। সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরঝিরিয়ে। পিচসহ মাঠের অনেকখানি জায়গা ঢেকে রাখা হয়েছে। বড় বড় ছাতা নিয়ে আম্পায়াররা পরিদর্শনে নেমেছিলেন একটু আগে। খেলা শিগগিরই শুরু হচ্ছে না আজ।

আগের লাইভ