লাইভ আপডেট

ম্যাচসেন্টার: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন

০৪:১২

তুলে ফেলা হলো স্টাম্পও, সঙ্গে দিনেরও ইতি

সবকিছু ঠিকঠাক থাকলে আরও সোয়া এক ঘণ্টা খেলা হওয়ার কথা। কিন্তু আলোকস্বল্পতা আর বৃষ্টি তা হতে দিল না। 

খেলা অনেকক্ষণ ধরেই বন্ধ ছিল। আম্পায়াররা অপেক্ষায় ছিলেন, যদি মেঘ সরে যায়, এক চিলতে আলোয় খেলাটা আরও কিছুক্ষণ চালিয়ে যাওয়া যায়। কিন্তু সে আশা আর আলোর মুখ দেখেনি, আক্ষরিক অর্থেই।

দুই আম্পায়ার মাঠে এলেন, কথা বললেন চতুর্থ আম্পায়ার আর কিউরেটরের সঙ্গে। কথা বলে যাওয়ার আগে যা করলেন, তাতেই ইঙ্গিত মিলল দিন শেষের।

মাঠে স্টাম্প বসিয়ে রাখা হয়েছিল। বিকেল ৪টা ৯মিনিটে সেটাও উঠিয়ে ফেলা হলো। সঙ্গে সঙ্গে দিনেরও ইতি ঘটে গেল।


০৩:৪৮

আক্রমণই সর্বোত্তম রক্ষণ

ঢাকা টেস্টের তৃতীয় দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৩২.৩ ওভার, তাতে রান উঠেছে ১৬৩; মানে রান রেট ৫ এর একটু ওপরে। নিউজিল্যান্ডের রান রেট একটু বেশি, বাংলাদেশের ৪.৭৫ এর আশেপাশে। দুই দলের এই অ্যাপ্রোচ থেকে একটা বিষয় পরিষ্কার, টিকে থাকার উইকেট, আর যাই হোক, মিরপুরের এই টেস্টে নেই।

বিশেষ করে গ্লেন ফিলিপসের ৭২ বলে ৮৭ রানের ইনিংসটা থেকে বিষয়টা জলবত তরলং হয়ে যায়, যদি ঠিক অভিপ্রায়টা থাকে, আর ঠিক বল ধরে সীমানাছাড়া করা যায়, তাহলে এই উইকেটে অবশ্যম্ভাবী ইনিংস-সংহারী বলটা আসার আগ পর্যন্ত ভালোই রান তোলা সম্ভব। সে আক্রমণটাই তখন হয়ে দাঁড়ায় সর্বোত্তম রক্ষণ।


০৩:৩২

বৃষ্টি থেমে গেছে, সঙ্গে মাঠকর্মীরাও

বৃষ্টি থেমে গেছে, সঙ্গে মাঠকর্মীরাও

বৃষ্টি নামতেই সঙ্গে সঙ্গে মাঠে চলে এসেছিল কভারবাহী ছোট্ট গাড়িটা। ওদিকে মাঠকর্মীদের দুটো দল ব্যস্ত ছিলেন দুই পাশ থেকে প্লাস্টিকের কভার নিয়ে মাঠে আসায়। তবে বৃষ্টি রসিকতা করেই যেন, থেমে গেল এরপর। সঙ্গে সঙ্গে মাঝপথে থেমে গেলেন মাঠকর্মীরাও। 

বৃষ্টি এখন আর নেই একেবারেই। সেন্টার উইকেট থেকে সরে গেছে এক পরত কভার। গ্যালারিতে থাকা হাজার পাঁচেক দর্শক যাকে স্বাগত জানালেন বিপুল হর্ষধ্বনিতে। 


০৩:২৭

এবার বৃষ্টি!

নাহ! খেলাটা বোধ হয় আর হচ্ছেই না!

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ছিল। এবার রীতিমতো বৃষ্টিই চলে এসেছে। সেন্টার উইকেট ঢেকে গেছে। তাতে খেলার সম্ভাবনাও কমে গেছে আরও অনেকখানি।


০২:৫৩

খেলায় এবার আলোকস্বল্পতার বাগড়া

শেষ কয়েক ওভারে দুই আম্পায়ার পল রেইফেল আর রড টাকার মিলে বেশ কয়েকবার আলাপ করেছেন উইকেটের মাঝে এসে, মিটার বের করে পরখ করেছেন আলো আছে কতটুকু। আলোকস্বল্পতায় যে খেলা বন্ধ হতে চলেছে, তা একরকম নিশ্চিতই ছিল।

তবে সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, তা আঁচ করা যায়নি। আকাশে বাড়তি মেঘ বিষয়টাকে ত্বরান্বিত করল। শান্তর বিদায়ের ঠিক পর দুই আম্পায়ার মিলে আলাপ করলেন আবার। আকাশে বাড়তি মেঘের দিকে তাকালেন, লাইট মিটার নিয়ে দেখলেন আলো কতটুকু। এরপরই দিলেন ঘোষণা, আলোকস্বল্পতায় খেলা গেল বন্ধ হয়ে। 


০২:৪৯

অতি আক্রমণ কাল হলো শান্তর

উইকেটের গতি অতোটা না হলেও অসমান বাউন্স ব্যাটারদের ভোগাচ্ছে বেশ। টিম সাউদির একই লেন্থের বল একটা ক্যারি করে গেল উইকেটরক্ষক টম ব্লান্ডেলের মাথার সমান উচ্চতায়, অন্যটাকে কোনোক্রমে দ্বিতীয় বাউন্স থেকে থামালেন ব্লান্ডেল। তেমন অসমান বাউন্সেই ইতি ঘটল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনিংসের। 

একটু বেশি আক্রমণাত্মক ছিলেন তিনি। অফ স্টাম্পের অনেক বাইরের একটা বল তিনি তুলে দিতে চেয়েছিলেন মিড অফের মাথার ওপর দিয়ে। কিন্তু ওই যে, অসমান বাউন্স! তাই কাল হয়ে দাঁড়াল তার, বলটা পিচ করে ব্যাট পর্যন্ত উঠল সামান্যই, টাইমিংয়ে গড়বড় হলো। এরপর তা গিয়ে জমা পড়ল মিড অফে থাকা কেন উইলিয়ামসনের হাতে। শান্ত ফিরলেন ১৫ রান করে। 

বাংলাদেশ ৩৮/২

 


০২:৪৪

জ্বলে উঠল ফ্লাডলাইট, খেলা হবে কতক্ষণ?

জ্বলে উঠল ফ্লাডলাইট, খেলা হবে কতক্ষণ?

দুই দিনে চারটি সেশন চলে গেছে বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের দখলে, খেলা গড়ায়নি মাঠে। সে ক্ষতিটা পুষিয়ে নিতে আজ খেলা চালিয়ে যাওয়ার কথা বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।

কিন্তু ৫টা তো দূর, দুপুর না গড়াতেই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জ্বলে উঠেছে ফ্লাডলাইট। টিম সাউদি যখন আক্রমণে এলেন, তার একটু পর দুই আম্পায়ার মিলে আলাপ করে নিচ্ছেন। শেষ কয়েক ওভারে এমন কিছু হলো দ্বিতীয় বারের মতো। তাতে খেলা কতক্ষণ চলবে, তা নিয়েই জেগেছে শঙ্কা।


০২:৩৬

দ্বিতীয় ইনিংসে এসে প্রথম রান হজম সাউদির

প্রথম ইনিংসে টিম সাউদি সব কিছুই করেছেন প্রায়। বোলিং তো বটেই, আদায় করেছেন মেইডেন, উইকেটও। শুধু যা করেননি, তা হলো রান হজম। প্রথম ইনিংসে তার বোলিং বিশ্লেষণটা দেখুন, ৫.২-৫-০-১। 

অবশেষে দ্বিতীয় ইনিংসে এসে প্রথম রানটা হজম করলেন কিউই অধিনায়ক। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে তৃতীয় বলটা করলেন অফ স্টাম্পের একটু বাইরে, তা দারুণ এক ব্যাকফুট পাঞ্চে গালি আর পয়েন্টের মধ্য দিয়ে বের করে দেন জাকির। 'বিরল' চারটা রান হজম করেন সাউদি।


০২:২৪

অবশেষে লিড পেল বাংলাদেশ

লিডটা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষেই পেয়ে যেতে পারত বাংলাদেশ, যদি গ্লেন ফিলিপস দাঁড়িয়ে না যেতেন। তার ইনিংসে ভর করেই নিউজিল্যান্ড প্রথম ইনিংস শেষে পায় ৮ রানের লিড। যার জবাবে আবার বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট খুইয়ে বসে।

তবে এরপর আর কোনো ভুল হতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার জাকির হাসান। লিড নেওয়ার আগে আর কোনো উইকেট খোয়ায়নি বাংলাদেশ। পেয়ে গেছে পরম আরাধ্য লিডের দেখা।

বাংলাদেশ ১২/১


০২:১৪

তৃতীয় বলেই উইকেট খোয়াল বাংলাদেশ

নিউজিল্যান্ডের লিডটা মোটে ৮ রানের। তা পেরোনো হলো না, উইকেট একটা খুইয়ে বসল বাংলাদেশ। 

আগের বলেই বিট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়, তবে দুটো রান পেয়ে গিয়েছিলেন। ওভার দ্য উইকেট থেকে তৃতীয় বলটা এজাজ পাটেল খানিকটা অ্যাঙ্গেল বানিয়ে ফেলেছিলেন জয়ের অফ স্টাম্পে। শরীরের অনেক বাইরে বলটা তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। সেখানে খানিকটা হকচকিয়ে গেলেও শেষমেশ বলটা তালুবন্দি করেন ড্যারিল মিচেল।

বাংলাদেশ ৩/১


০১:৫৬

নিউজিল্যান্ডকে ছিটকে যেতে দিলেন না ফিলিপস

তিন অঙ্ক ছোঁয়ার আগেই যখন সাত উইকেট হাওয়া, তখন নিউজিল্যান্ড লিড নিতে পারবে সেটা বিশ্বাস করার খুব একটা সুযোগ ছিল না। কিন্তু সে কিউইরা ঠিকই লিড নিয়ে ছাড়ল। তার কৃতিত্বের পুরোটাই গ্লেন ফিলিপসের। অনেকটা ওয়ানডে মেজাজে ৭২ বলে খেললেন ৮৭ রানের ইনিংস। তার এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ড পেয়ে গেছে মহামূল্য লিড, যা না পেলে কিউইরা ম্যাচ থেকে ছিটকেও যেতে পারত। 

লিডটা অবশ্য খুব বেশি নয়, ৮ রানের। কিউইরা ১৮০ রানে অলআউট হয়েছে শেষমেশ। সে কারণে ম্যাচটা এখন ঝুলে রইল সমতাতেই। 


০১:৫৩

লিড নিয়ে অলআউট নিউজিল্যান্ড

৩৫তম ওভারে বাংলাদেশের ১৭২ রান টপকে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ব্যাটিং দাপটেই স্বাগতিকদের চেয়ে এগিয়ে গেল তারা। ফিলিপস ৭২ বলে ৮৭। টিম সাউদি ১৪ রান তুলেন। আর সফরকারীরা শুক্রবার চা বিরতির আগে ১৮০ রানে অলআউট। ৮ রান লিড নিয়েছে তারা।


১২:৪৭

নাঈমের দুইয়ে দুই, নিউজিল্যান্ড বিপাকে

'একটা গেলেই দুইটা যাবে' -- মিচেল আর ফিলিপস যখন উইকেটে জমে ক্ষীর, তখন উইকেটের পেছন থেকে সবাইকে এ কথা বলছিলেন নুরুল হাসান সোহান। তার কথাটাই সত্যি হলো। ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটিটা ভাঙার পরে বাংলাদেশ উইকেটের দেখা পেল আরও একটা। 

এবারও উইকেটটা এনে দিলেন নাঈম হাসানই। তার খানিক টার্ন নেওয়া বলটা মিচেল স্যান্টনারের ব্যাটের কোণা ছুঁয়ে গিয়ে জমা পড়ল স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। তিন অঙ্ক ছোঁয়ার আগে আরও একটা উইকেট হাওয়া নিউজিল্যান্ডের। 

নিউজিল্যান্ডের ৯৭/৭


১২:৪১

অবশেষে ব্রেক থ্রু এনে দিলেন নাঈম

তাইজুল-মিরাজ-তাইজুল-মিরাজ... তৃতীয় দিনের খেলায় এই জুটিই বোলিং করে যাচ্ছিল। তবে সুযোগ আসছিলই না। উল্টো নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটি রান তুলছিল রীতিমতো ওভারপ্রতি পাঁচের গতিতে। অবশেষে বোলিংয়ে তাইজুল-মিরাজ জুটিটা ভাঙার সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত, সঙ্গে সঙ্গেই মিলল সফলতা। 

নাঈম হাসানকে প্রথমবারের মতো এই টেস্টে নিয়ে আসেন বোলিং প্রান্তে। তাকে পেয়ে অতি আগ্রাসীই হতে চেয়েছিলেন ড্যারিল মিচেল, প্রথম বলে ছক্কাও হাঁকিয়েছিলেন। এর একটু পর মাসুলটাও গুণলেন।

নাঈমের ওভারের চতুর্থ ডেলিভারিটাকে উড়িয়ে মারতে চেয়েছিলেন লং অন দিয়ে। বল উঠে গিয়েছিল আকাশে। অনেকটা কাউ কর্নার থেকে দৌড়ে এসে দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নেন মিরাজ। তিন অঙ্কে যাওয়ার আগে ৬ উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ড ৯৫/৬


১২:৩৪

একটা রিভিউ গচ্চা গেল

সুযোগ যেন তৈরিই করতে পারছে না বাংলাদেশ। খেলা শুরু হয়েছে যখন থেকে, নিউজিল্যান্ড আগ্রাসী মেজাজে তখন থেকেই। বাউন্ডারি আসছে মুহুর্মুহু, রান আটকানোই যাচ্ছে না, ওভারপ্রতি রান আসছে সাড়ে চারের ওপরে। তাইজুল-মিরাজকে চাপেই ফেলে দিয়েছেন ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস মিলে। 

সে কারণেই হয়তো, একটা সুযোগ যখন এল, তখন মরিয়া হয়েই রিভিউটা নিল বাংলাদেশ। মিচেল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন মিরাজের বলে, তা তার কবজির অনেক ওপরে লেগে চলে গেল ফরোয়ার্ড শর্ট লেগে থাকা শাহাদাত হোসেন দীপুর হাতে। 

শুরুতে একটু দ্বিধায় থাকলেও মিরাজের কথায় শেষমেশ রিভিউটা নিলেন অধিনায়ক শান্ত। এবং রিভিউতে দেখা গেল, বলটা ব্যাটে বা গ্লাভসে কোথাও লাগেনি। রিভিউ একটা গচ্চা গেল বাংলাদেশের।

নিউজিল্যান্ড ৮৫/৫


১১:৫৪

দুপুর ১২টায় শুরু দিনের খেলা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু আগের দিনের বৃষ্টিতে ভেজা ছিল আউটফিল্ড। এ কারণে খেলা শুরু করা যায়নি। ১১টায় মাঠ পর্যবেক্ষণ করেন দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল। পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।


১১:৪৩

দেড় দিন ঢেকে রাখা উইকেট কেমন আচরণ করবে?

প্রথম দিনেই উইকেটটা বেশ ভুগিয়েছে ব্যাটারদের। বিশাল টার্ন তো আছেই, অসমান বাউন্সও বেশ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 

প্রথম দিনের শেষ দুটো উইকেটের কথা মনে করে দেখুন। মেহেদি হাসান মিরাজের ফুলার লেন্থের একটু আগে পড়া বলটা হঠাত লাফিয়ে উঠল, কেন উইলিয়ামসনকে চমকেও দিল, তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে ফরোয়ার্ড শর্ট লেগে ওঁত পেতে থাকা শাহাদাত হোসেন দীপুর হাতে। এক বল পর প্রায় একই জায়গায় পড়ে টম ব্লান্ডেলের ব্যাটের নিচ দিয়ে গিয়ে বলটা আঘাত হানে প্যাডে, এলবিডব্লিউ!

প্রায় দেড় দিন বৃষ্টিতে উইকেট ঢাকা ছিল বড় সময় ধরে। ফলে উইকেটটা স্যাঁতসেঁতে হয়ে গেলেও যেতে পারে। সেটা হলে উইকেট আরও মন্থর হয়ে ওঠার কথা। সঙ্গে অসমান বাউন্সটাও যেতে পারে বেড়ে। উইকেটটা টু পেসড হয়ে ওঠাটাও অসম্ভব কিছু নয়। সব কিছু মিলিয়ে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইঙ্গিত মিলছে ব্যাটারদের সংগ্রাম আরও বেড়ে যাওয়ারই। 


১১:২২

খেলা শুরুর আগে আরও একটা সেশন শেষ!

আরেকটা সেশন গেল! 

ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের প্রথম সেশনও ফাঁকাই পড়ে রইল। মধ্যাহ্ন বিরতি ডেকে দেওয়া হয়েছে আগেভাগেই। খেলা শুরু হবে এরপর। এর মাঝে ১৫ মিনিট পর মাঠ পরিদর্শন চলবে আরও একবার।

এর মধ্যে সুখবর আছে আরও একটা। মিরপুরের আকাশে মেঘ কেটে গেছে, রোদের দেখা মিলেছে দেড় দিন পর। মাঠ শুকানোর প্রক্রিয়াটাও বেগ পাবে আরও একটু। যার মানে দাঁড়াচ্ছে, খেলাটা মধ্যাহ্ন বিরতির ঠিক পর ১২টায়ই শুরু হয়ে যেতে পারে।


১১:০৮

মাঠে আম্পায়ারদের পরিদর্শক দল

মাঠে আম্পায়ারদের পরিদর্শক দল

বেলা ১১টা বাজতেই মাঠে আম্পায়াররা হাজির। খেলা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে যত তৎপরতা। পিচের মাঝে এসেই আম্পায়ার পল রেইফেল আর রড টাকার পা দিয়ে দেখলেন, পিচটা খেলা শুরু করার মতো উপযুক্ত কি না। 

এদিকে ড্যারিল মিচেল পিচের এক পাশে ছিলেন। ব্যাট দিয়ে শ্যাডো করেই যাচ্ছেন। সঙ্গে উইকেটের পরিস্থিতিটা দেখে নিলেন তিনিও।

বাংলাদেশ দল মাঠের একপাশে ফুটবল নিয়ে গা গরমের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তাতে স্পষ্ট ইঙ্গিত, আউটফিল্ডও ফিল্ডিংয়ের জন্য যথেষ্ট উপযুক্ত। 

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, খেলা শুরু করার জন্য মাঠটা প্রস্তুত। শিগগিরই আসবে খেলা শুরুর ইঙ্গিত।


১০:০৮

প্রথম সেশনে খেলা হবে তো?

বৃষ্টি থেমে গেছে অনেক আগে। আকাশ মেঘলা যদিও। এখন চলছে মাঠ শুকানোর কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে খেলা শুরু হবে। তবে প্রশ্নটা হচ্ছে প্রথম সেশনে খেলা হবে কি না, তা নিয়ে।

কেন? এক দফা মাঠ পরিদর্শন হয়ে গেছে। দ্বিতীয় দফার সময় ঠিক করা হয়েছে বেলা ১১টায়। 

এত দেরিতে মাঠ পরিদর্শনের কারণ একটাই হতে পারে, টানা বৃষ্টির কারণে আউটফিল্ড আর পিচের সম্ভাব্য ক্ষতি সারিয়ে তোলা। সে কাজটাই চলছে এখন। পিচে গামিনি ডি সিলভার অধীনে থাকা মাঠকর্মীদের দল, আর আরও দুটো দল ভাগ হয়ে আউটফিল্ড শুকানোর কাজ করে চলেছে।

সবকিছুর যোগফল হিসেবে প্রথম সেশনে কিছু খেলা দেখার সম্ভাবনা আছে, তবে তা খুবই ক্ষীণ। 

 


০৯:২০

বৃষ্টি নেই, মাঠকর্মীদের তৎপরতা শুরু

বৃষ্টি নেই, মাঠকর্মীদের তৎপরতা শুরু

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা মোটেও ভালো কাটেনি। মাঠে খেলা গড়ায়নি একটুও। সারা দিনের বৃষ্টিতে তা হতেই দেয়নি শেষমেশ। 

আজ দিনের খেলা এগিয়ে আনা হয়েছে ১৫ মিনিট। সেটা হলে সকাল ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা। তবে তা হচ্ছে না, এটা নিশ্চিত। বৃষ্টিই থেমেছে মিনিট কয়েক হলো।

তবে আশার ব্যাপার হচ্ছে, মাঠকর্মীদের তৎপরতা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আউটফিল্ড এখনো ভেজা অনেকটাই। বৃষ্টি যদি আর না হয়, তাহলে মাঠ শুকালেই শুরু হয়ে যাবে খেলা।

আগের লাইভ